বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ভাই ফোঁটার শুভেচ্ছা জানাই। আমার বাংলা ব্লগ এর সকল
ভাইকে জানাই ভাই ফোঁটার শুভেচ্ছা। ভাই বোনের মিষ্টি সম্পর্ককে ঘিরে যে উৎসব পালিত হয় সেটি হলো ভাই ফোঁটা।কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উৎসব পালিত হয়।সাধারণত কালী পূজার দুই দিন পরে ভাই ফোঁটা উৎসব পালিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব ভাই দূত নামে পরিচিত। পুরাণ অনুসারে এই উৎসবের নাম হলো
জমদ্বিতীয়া নামে পরিচিত।কথিত আছে এই দিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন।
অন্য দিকে পুরাণ বলছে নরকাসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আছেন তখন শুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাই ফোঁটা উৎসবে বোন তাদের ভাইকে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দেন।ভাই ফোঁটার দিনে বোনেরা চন্দন, দই, শিশির জল এক সাথে করে কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ছড়া কেটে বলে -
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়লো কাটা।
যমুনা দেন যমকে ফোঁটা
আমি দেই আমার ভাইকে ফোঁটা।।
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে। এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে।ভাই বোনের সম্পর্ক হলো একটা মধুর সম্পর্ক। এই দিনটির। মাধ্যমে ভাই বোনের মধ্যে মেল বন্ধন তৈরি করে।ভাই ফোঁটা একটি ঘরোয়া উৎসব। ভারত বর্ষের প্রতি ঘরে ঘরে এই উৎসব পালিত হয়ে থাকে। বোনের বা হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে তিলকের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে।ভাই ও তেমনি বোনকে সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
একটা সময় রাখি বন্ধন সম্পর্কেও ডিটেইলসে জানতাম না। আর সেটি আমার বাংলা ব্লগের মাধ্যমে জানতে পারলাম। এখন আপনার মাধ্যমে জানতে পারলাম ভাই ফোঁটা কেন দেয়, আর এটি কিভাবে দেয়। অনেক ভালো লাগলো দিদি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ফোঁটা সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু বিস্তারিত জানা ছিলো না। আপনার পোস্টের মাধ্যমে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে জানতে পারলাম বৌদি। যাইহোক ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। আর এই মধুর সম্পর্ককে ঘিরে চমৎকার একটি উৎসব পালন করা হয়। সারা জীবন প্রতিটি ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এবং পৃথিবীর সকল ভাই বোন ভালো থাকুক সেই কামনা করছি। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ফোঁটা সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। খুব ভালো লাগলো শুনে।ভাই ফোঁটার সন্দেশ গুলো খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ফোঁটা সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র একটি উৎসব।অনেক বিষয় জানতে পারলাম বৌদি পোস্টটি পড়ে।ভাই ফোঁটা দেওয়ার এই বিষয়টি টিভিতে দেখা হয়েছে ।আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছিল কোনো ভাইকে বোনের ফোঁটা দেওয়ার দৃশ্য সামনে দেখতে পাচ্ছি।ভালো লাগলো পোস্টটি বৌদি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাখি বন্ধন, ভাই ফোঁটা সবই এখন জানতে পারলাম এই কমিউনিটিতে এসে।আপনি দিদি চমৎকার ভাবে ভাই ফোঁটার তাৎপর্য তুলে ধরলেন। জেনে ভীষণ ভালো লাগলো। এই ভাই ফোঁটার মধ্যদিয়ে সকল ভাই-বোনের সম্পর্ক সুন্দর ও ভালো থাকুক এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit