"স্মৃতির পাতা থেকে জাদুঘরের কিছু পুরানো আমলের ভাস্কর্যের ফটোগ্রাফী"

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার আশীর্বাদে এখন একটু ভালো আছি। তবে এখনও মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ছি। যখন একটু সুস্থ বোধ করি তখন ভাবী আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ আমি আপনাদের সাথে জাদুঘরের কিছু পুরানো ভাস্কর্যের ফটোগ্রাফী শেয়ার করবো। আগের পোস্টে কিছু ফটোগ্রাফী শেয়ার করেছিলাম। আরো ও প্রায় অনেক ছবি রয়ে গিয়েছে। তাই ভাবলাম আজ কিছু শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211221_140728.jpg

লাল বেলে পাথর দিয়ে গণেশের মূর্তি । প্রায় খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী আমলে তৈরিকৃত।

ফটোগ্রাফী করার সময় : ২১ ডিসেম্বের ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140645.jpg
লাল বেলে পাথর দিয়ে তৈরি ধ্বংসপ্রাপ্ত বুদ্ধদেবের মূর্তি। সম্রাট অশোক এর আমলে এই ভাস্কর্যটি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140429.jpg
সম্রাট অশোকের আমলে লাল বেলে পাথর দিয়ে তৈরি
কয়েকটি বুদ্ধদেবের মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান : কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140422.jpg
ধ্বংসপ্রাপ্ত বেলে পাথর দিয়ে বুদ্ধগয়ার মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় :২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140356.jpg
ধ্বংসপ্রাপ্ত বুদ্ধগয়ার ভাস্কর্য
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর , পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140815.jpg

চুনা পাথর দিয়ে তৈরি পদ্মশোভিত সূচী। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দি আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140804.jpg
চুনা পাথর দিয়ে তৈরি বুদ্ধের নানা ঘটনাবলী খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140752.jpg
চুনা পাথর দিয়ে তৈরি পূর্ণকুম্ভ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দি আমলে।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141727.jpg
নাগ মুস লিন্দ্ দ্বারা সুরক্ষিত বুদ্ধ বিহার। খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতাব্দী আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141700.jpg
খ্রিস্টীয় তৃতীয় শতাব্দি আমলে লাল বেলে পাথর দিয়ে তৈরি বুদ্ধ বিহার।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141834.jpg
খ্রিস্টীয় বারোশো শতাব্দি আমলে ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি পার্বতী মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

আজ এই পর্যন্ত। অন্য কোনদিন আরো কিছু ফটোগ্রাফী নিয়ে আসবো। সব গুলো ফটোগ্রাফী আমার redmi note & Poro, ফোন থেকে নেওয়া। আশা করি, আমার আজকের ফটোগ্রাফী গুলো আপনাদের ভালো লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন বৌদি। জাদুঘরের এই মুহূর্ত কাটানো সময়টুকু আমার মনে হয় আপনি অনেক ইঞ্জয় করেছিলেন। প্রতিটি ফটোগ্রাফির নিচে আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফের বর্ণনা করেছেন যেটা দেখে সত্যিই আমার অনেক ভালো লাগলো এবং আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার এই পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে বৌদি এরকম একটি সুন্দর মানের পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Thanks, They are just real things.

অসাধারণ কিছু ছবি শেয়ার করেছেন বৌদি। জা হয়তো কখনো দেখা হইত না।আপনার মাধ্যমে অনেক পুরাতন নিদর্শন দেখতে পেলাম।ধন্যবাদ বৌদি আপনাকে কোলকাতা জাদুঘর এতো দুর্লভ কিছু নিদর্শন শেয়ার করার জন্য।

বৌদি আপনার স্মৃতির পাতায় এত সুন্দর ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষিত ছিল তা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আজকের পোস্ট এর মধ্য দিয়ে আমরা হাজার বছর আগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা পেলাম। মূর্তিগুলোকে প্রাচীনকালের সেই পঞ্চম ষষ্ঠ শতকের এবং শৈল্পিক কার্য গুলো দেখে সত্যি বিমোহিত হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ইতিহাস ঐতিহ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

বৌদি সবগুলো পাথরের মূর্তি অসাধারণ ছিল।কি নিখুঁত কাজ। এরকম মূর্তি দেখার সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনি এবং দাদা দুই জনের পোষ্টের মাধ্যমে অনেক দর্শনীয় স্থান দেখার সুযোগ হয়। অনেক ধন্যবাদ বৌদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু।

বৌদি সনাতন ধর্মালম্বীদের এই পুরানো মূর্তিগুলোর ভাস্কর্য খুবই সুন্দর দেখতে। আপনার স্মৃতির পাতা থেকে আজকে আবার স্মৃতিচারণ পরে সে অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তা আপনাকে খুব শীঘ্রই সুস্থতা দান করুন এই কামনা রইল বৌদি। শুভ হোক আপনার আগামীর পথচলা।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

বৌদি আপনি এত ভালো ফটোগ্রাফি করতে পারেন তা আপনার ফটোগ্রাফগুলো না দেখলে বুঝতেই পারতাম না। প্রতিটি ফটোগ্রাফ অসাধারণ হয়েছে। লাল বেলে পাথরের মূর্তি গুলো সত্যিই অসাধারণ। আপনি অনেক নিখুঁতভাবে এই মূর্তিগুলোর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি মূর্তি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

দাদার কাছ থেকে গত দুই দিন ইন্ডিয়ান মিউজিয়াম থেকে অনেক স্মৃতি ভাস্কর্য দেখতে পেয়েছি ।আপনিও ইন্ডিয়ান মিউজিয়াম এর অতীতে অ্যালবামে রাখা মিউজিয়ামের কিছু স্মৃতিমূলক দৃশ্য আমাদের সাথে শেয়ার করলেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার স্মৃতিচারণ কিছু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

জাদুঘরের মূর্তি গুলো আসলেই অনেক দামি এবং পুরাতন। এসব ভাস্কর্য প্রাচীনকালের ঐতিহ্য বহন করে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এই সব ঐতিহ্য গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

  • আলহামদুলিল্লাহ বৌদি অনেক ভালো আছি। আপনি এখন একটু সুস্থ আছেন শুনে খুবই ভালো লাগতেছে। আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লেগেছিল। সব সময় আপনার সুস্থতা কামনা করি। আজকের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ছবি দেখার মত ছিল। শুভকামনা রইল বৌদি আপনার জন্য
অনেক সুন্দর ও সুস্পষ্ট ফটোগ্রাফি করেছেন বৌদি।কিছু ভাস্কর্য দাদার ফটোগ্রাফিতে দেখেছি।সত্যিই এগুলি অনেক মূল্যবান সম্পদ এবং অসাধারণ শিল্পের কাজ করা রয়েছে।দেখে চোখ জুড়িয়ে যায়।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ দিদি

ভাস্কর্যগুলো দেখে বোঝা যাচ্ছে আগেকার মানুষ গুলো কতটা বুদ্ধিমান এবং পরিশ্রমী। তখনকার সময়ে এত প্রযুক্তি এত যন্ত্রপাতি না থাকা সত্বেও কত সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করেছে তারা।

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন আগের মানুষ গুলো কতটা মেধাবী ও বুদ্ধিমান ছিল তা এই ভাস্কর্য দেখা বুঝা যাবে।

অনেক সুন্দর সবগুলো ভাষ্কর্য দিদি।আমার কাছে এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো তাকিয়ে দেখতে খুব ভালো লাগে। কারণ এগুলোর মধ্যে অনেক কিছু খুজে পাওয়া যায়,কত রকমের নকশা, কত কাজ। আমার অনেক ভালো লাগে দেখতে। দাদাও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন সেগুলোও খুব সুন্দর ছিল। ধন্যবাদ দিদি,আর সবসময় সুস্থ থাকুন এটাই কামনা করি।

বৌদি সবগুলা লাল বেলে পাথর মূতিগুলা আমার ভালো লেগেছে।আমি মাঝে মাঝে চিন্তা করি,এই মূতিগুলা যারা তৈরি করে করেছে তাঁরা কত বড় মাপের শিল্পি ছিলেন।কত কষ্ট করে কত সময় নিয়ে তারা তৈরি করেছেন।মানতে হবে তারা অনেক ধৈর্যশীল ছিলেন।ধন্যবাদ বৌদি আপনার মাধ্যমে ভারতের মিউজিয়ামে কিছু মূতি দেখতে পারলাম।

আপনাকেও ধন্যবাদ আপু। এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

অসাধারণ লাগছে আপু আপনার ভাস্কর্যের ছবিগুলো। এগুলো বেশ হাজার বছরের পুরনো ভাস্কর্য। যা দেখতে পেরে খুবই ভালো লাগলো। আর ধন্যবাদ জানাই আপনাকে শেয়ার করে আমাদের কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর শুভেচ্ছা এবং শুভকামনা রইল নতুন বছরের। এবং আপনার সুস্থতার জন্য দোয়া রইল।

পুরোনো দিনের ছবি গুলো দেখতে সব সময় ই ভালো লাগে। কারন এর থেকে অনেক ইতিহাস জানা যায়। এই নিদর্শন গুলো অনেক কিছুর সাক্ষী থাকে। বিশেষ করে জাদুঘর এ গেলে অনেক পুরানো জিনিশ দেখে অনেক ইতিহাস জানা যায়। আপনার তোলা ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।

জানো তো দিদি এই পুরনো ভাস্কর্যগুলো যখনি দেখি তখনই অবাক হয়ে যাই। শত শত বছর আগেও মানুষ কতটা মেধাবী আর পরিশ্রমী ছিল সেটা ভেবে। আর আমরা ভারতবর্ষের মানুষ কতটা গৌরব আর ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছি যুগ যুগ ধরে। খুব ভালো লাগলো প্রতিটি ভাস্কর্য এবং তার সাথে দেয়া তোমার বর্ণনা।
অনেক অনেক ভালো থেকো দিদি এবং নিজের খেয়াল রেখো। ❤️❤️

আমিও ভাস্কর্য গুলো দেখে কিছুক্ষন দাঁড়িয়ে ভেবেছি আগের মানুষ কতটা মেধাবী ছিল।দিদি তুমিও নিজের দিকে খেয়াল রেখো।

দিদি প্রতিটি যাদুঘরের ভাস্কর্য মূতি গুলো অনেক সুন্দর। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

খুব ভালো লাগলো খবরটা শুনে যে আপনার শরীর এখন একটু ভালো আছে। আশা করব খুব তাড়াতাড়ি যেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এবার আসি পোস্টের কথায়, জাদুঘরে আমিও একবার গেছিলাম কিন্তু আপনি এত সুন্দর ভাবে ছবিগুলো তুলেছেন এবং ডেসক্রিপশন সহ পোস্ট করেছেন সেগুলো দেখতে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ফটো আপনি আমাদের সাথে শেয়ার করে নেবেন।

পুরনো দিনের ভাস্কর্যগুলো জাদুঘরে গেলে দেখতে পাওয়া যায়। বৌদি আপনি অনেক দক্ষতার সাথে জাদুঘরের ভিতর থাকা বিভিন্ন মূর্তির ফটোগ্রাফি করেছেন। সত্যি কথা বলতে প্রতিটি ভাস্কর্য অনেক সুন্দর। আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে এই সুন্দর ভাস্কর্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি। শুভকামনা রইলো আপনার জন্য।

দাদা বলেছিল আপনারা পারিবারিকভাবে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। যাইহোক বৌদি আমি কিন্তু এই সিরিজটা দেখা শুরু করেছি, মোটামুটি এটা শেষ করেই ছাড়বো। আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে, সেটা হচ্ছে আমি বসে বসে কলকাতা জাদুঘর দেখতে পাচ্ছি ।। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া। শেষ পর্ব পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে।

বৌদি আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আসলে ভাস্কর্যগুলো খুবই সুন্দর। কত সুন্দর করে ভাস্কর্যগুলো তৈরি করেছে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য আমরা এত সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো দেখতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  • বৌদি আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে কলকাতা মিউজিয়ামের সুন্দর সুন্দর ভাস্কর্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভাস্কর্যগুলো দেখে আমার সত্যি অনেক ভালো লাগলো। খুবই সুন্দরভাবে পুরনো আমলের এই পাথরের ভাস্কর্য গুলো দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রথমেই বলি বৌদি আল্লাহ যেনও আপনাকে সুস্থ করে দেয়। বৌদি যারা ভালো মানুষ তাদের আল্লাহ রোগ, কষ্ট দুঃখ দিয়ে পরিক্ষা নেয় দুআ করি বৌদি।
বৌদি আপনার সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বৌদি পাথর দিয়ে মূর্তি গুলো কত নিখুঁতভাবে তৈরি করেছে। আজকে ওই মানুষ গুলো বেঁচে থাকতো তাহলে আরো কতো কি যে তৈরি করতো।

বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো বৌদি।

দিদি অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট উপহার দিয়েছেন আপনি। লাল বেলে পাথর দিয়ে তৈরি গণেশ এর মূর্তির ফটোগ্রাফি থেকে শুরু করে পার্বতীর মূর্তির ফটোগ্রাফি গুলো সত্যিই অতি চমৎকার হয়েছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য দিদি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আর আমি বিশেষভাবে দোয়া করি আপনি যেন অতি দ্রুত সার্বিক সুস্থতা লাভ করেন। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বৌদি আপনার পুরনো ভাস্কর্য ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ এবং চমৎকার হয়েছে । লাল পাথরে খোদাই করা ভাস্কর্য মূর্তি গুলো সত্যিই চমৎকার এগুলো পুরনো দিনের ভাস্কর্য । আমার খুবই ভালো লাগে । এসকল মূর্তিগুলো যেখানে থাকে সেখানে আমারও যাওয়ার খুব ইচ্ছা । কিন্তু এগুলো আমাদের দেশে পাওয়া যায় না তেমন, ভারতে বেশি পাওয়া যায় । তবুও আপনার মাধ্যমে দেখে নিলাম । ধন্যবাদ বৌদি এত সুন্দর লাল পাথরের ভাস্কর্য আমাদের সামনে শেয়র করার জন্য ।

বৌদি আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লাগলো, এই ধরণের ভাস্কর্য দেখে অনেক কিছু শিক্ষার আছে আমাদের ,যদিও কখনো যায়নি তবু ও আমার এই ধরণের ভাস্কর্য গুলো অনেক বেশি ভালো লাগে আর অনেক আকর্ষণ কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে বৌদি এতো সুন্দর ফটুগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে।

আপনাকেও ধন্যবাদ আপু। ফটোগ্রাফী গুলো দেখার জন্য।