বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বর্তমান সময়ে জনপ্রিয় ফল কালো জাম নিয়ে চলে এলাম। আমরা অনেকেই কালো জাম খুবই পছন্দ করি। আবার ছেলে বেলায় স্কুলে সামনে কাচা আম,পেয়ারা ও কালো জাম মাখা পাওয়া যেতো। আমি তো প্রায়ই এই সব মাখা খেতাম। আমি ছেলেবেলা থেকেই বাইরের খাবার খেতে খুবই পছন্দ করি। তাই গতদিন কালো জাম আনতে বলেছিলাম বাজার থেকে। এখন আর আগের মতো রাস্তার পাশের আম মাখা ও জাম মাখা খাওয়া হয় না। তাই ভেবেছিলাম ঠিক একই ভাবে জাম মাখা খাওয়া যেত নাকি। জাম মাখা আমার মত আপনারা খেতে পছন্দ করেন। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক।
উপকরণ:
১.কালো জাম - পরিমান মতো
২. লবণ - ১ চামচ
৩. কাচা মরিচ কুচি - ২ চামচ
৪. লেবুর পাতা - ৪টি
৫. সরিষার তেল - হাপ্ চামচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কালো জাম পরিস্কার করে ধুয়ে একটা পাত্রে জাম গুলো হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে। একই সাথে লেবুর পাতা জামের সাথে চটকে নিতে হবে।
২. এবার ফেটানো জামের ভিতর একই সাথে পরিমান মতো লবণ, কাচা মরিচ কুচি ও সরিষার তেল দিয়ে পাত্রের মুখ আটকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে গেল জাম মাখা।
এবার জাম মাখা একে একে সবাই কে খেতে দিলাম। সবাই খেয়ে খুব প্রশংসা করছিলো। আমি খেয়ে দেখি সত্যি অনেক মজার হয়েছিলো। এই জাম মাখা খেতে খেতে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গিয়েছিলো।
পড়ন্ত বিকেলে বেশ দারুন একটি রেসিপি নিয়ে এসেছেন বৌদি আপনার কালোজাম মাখা দেখে খুব খেতে ইচ্ছে করছে। লোভ সামলাতে পারছিনা বৌদি। জাম আমার অনেক প্রিয়। বেশি ভালো লেগেছে লেবু পাতা জাম এর সঙ্গে এড করেছেন। বাসায় আবার জাম নিয়ে এলে আপনার মত করে এভাবে মেখে খাবো। ধন্যবাদ দিদি সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইস বৌদি আপনার জাম মাখা দেখেই তো জিভে জল চলে এলো । এটি খেতে কি যে ভালো লাগে । আর আপনি চমৎকার করে মাখিয়েছেন দেখেই খেতে ইচ্ছে করছে । যদিও লেবুর পাতা ও সরিষার তেল দিয়ে কখনো জাম মাখা খাওয়া হয়নি । খেতে মনে হয় অন্যরকম স্বাদের লাগবে । বেশ ভাল ছিল রেসিপিটি । ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখেই তো খেতে মন চাচ্ছে। একে তো জাম আমার বেশ পছন্দ, তার উপর আবার এভাবে ভর্তা করতে দেখলে তো মাথা ঠিক থাকে না। আমারও মনে চাচ্ছে এভাবে এক প্লেট জাম মাখিয়ে খেতে। আমিও বানিয়ে খাব। তখন আপনাদের কে দিব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি জাম মাখা আমার বেশ পছন্দের। আমিও এই জাম মাখা খেতাম যখন স্কুলে পড়তাম। আপনার কথা শুনে আমারও সেই স্কুলের ছেলেবেলার কথা মনে পড়ে গেল। যাইহোক বৌদি আপনার কাছ থেকে নতুন ভাবে জাম মাখা রেসিপি শিখলাম। আমি কখনো জাম মাখাতে লেবু পাতা দেয়নি। তবে এখন ট্রাই করবো। এত লোভনীয় একটা রেসিপি আমাকেও একটু দিতেন, সবাইকে তো দিলেন 😋😋
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্কুলের সামনের সেই দোকান গুলোর কথা মনে পরে গেল বৌদি। জাম মাখানো খেতে অনেক ভালো লাগে। এছাড়া জাম খুবই পুষ্টিকর। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছিল। তাইতো সবাই প্রশংসা করেছে। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি আপনি ঠিকই বলেছেন কালো জাম ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আপনার থেকে আজকে নতুন একটি রেসিপি শিখলাম। আপনার মাখানো কালোজাম দেখে খেতে ইচ্ছা করছে। আমাদের বাড়িতে কালো জামের গাছ আছে এবার ছুটিতে বাড়িতে গিয়ে ঠিক আপনার মত করে মাখিয়ে খাবো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনার জাম মাখানো দেখে আমার জিভে জল চলে এলো। আমিও এমন জাম মাখানো বেশ পছন্দ করি।তবে বাইরের নয়।নিজের হাতে মাখিয়ে নিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনার মাখানো জাম সবাই খুব মজা করে খেয়েছে জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দিদি মজার এই জাম মাখানো রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি বৌদি ভালো আছেন? জাম খাওয়ার অনুভূতি সত্যি খুব অসাধারণ। এভাবে জাম মাখানো খেতে খুব ভালো লাগে। জাম মাখানো দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। বিশেষ করে কাঁচা মরিচ দেওয়াতে খেতে নিশ্চয় অনেক ভালো লেগেছে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি এভাবে জাম মাখিয়ে খাওয়া খুবই মজাদার। প্রত্যেক বছরে এভাবে আমরা নিজেরাই মাখিয়ে খেয়ে থাকি। যদিও এ বছরে সেভাবে খাওয়া হয়নি। জাম গুলো যদি বেশি পাকা হয় তাহলে এভাবে মাখিয়ে খেতে খুব বেশি সুস্বাদু লাগে। আপনি যে এখানে যে উপকরণ গুলো ব্যবহার করেছেন এগুলো দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাকা কালো রংয়ের রসে ভরা টসটসে জাম মাখানো খেতে খুবই মজাদার লাগে। বৌদি আপনি খুবই চমৎকারভাবে পাকা জামগুলো মাখিয়েছেন। আপনার এই জাম মাখানোর ক্ষেত্রে লেবুর পাতার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই লোভনীয় একটি জাম মাখানোর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা জেনে খুবই ভালো লাগলো বৌদি যে আপনি ছেলেবেলা থেকেই স্কুলের পাশ থেকে এরকম কাঁচা ফল মাখানো খেতেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এরকম মুহূর্ত অতিবাহিত করেনি এরকম মানুষকে খুব কমই আছে আর কালোজাম মাখানো খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষ করে দুপুরবেলা আপনার মত করে এরকম জাম মাখানো খেতে যে কতটা সুস্বাদু লাগে সেটা বলে বোঝানো যাবে না। দেখি জিভে জল এসে যাচ্ছে, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি সেই স্কুল লাইফে এমন আম মাখা জাম মাখা পিয়ার মাখা খুব খেয়েছি। আজকে আপনার জামমাখা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে। জিভে চলে এসেছে। সবাই তো প্রশংসা করবেই আপনি যেভাবে মাখিয়েছেন প্রশংসা করারই কথা।সে স্কুলের সামনে মামারা কিন্তু ফেল আপনার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ স্বাদের কিছু দেখে জিবে তো জল চলে আসলো বৌদি, সত্যি বলতে লেবু পাতা দেয়াতে আলাদা একটা ঘ্রাণ থাকে এবং তখন বেশ লাগে খেতে। আমিও এভাবে মাঝে মাঝে লেবু পাতা দিয়ে খাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালো জাম মাখানো দেখেই তো জিভে পানি চলে এলো বৌদি। কালো জাম আমার খুব পছন্দ। কারণ কালো জাম খেতে যেমন সুস্বাদু, তেমনি আমাদের শরীরের জন্যও বেশ উপকারী। এই সিজনে কয়েকবার কালো জাম মাখা খেয়েছি। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অও,জাম মাখা রেসিপিটি দেখে আবার খেতে মন চাইছে বৌদি।কয়েকদিন আগে আমিও লেবুপাতা দিয়ে জামমাখা রেসিপি শেয়ার করেছিলাম।তবে সরিষার তেল দিয়ে খেয়ে দেখিনি।আমার থেকে আপনার কিনে আনা জামগুলি একটু বেশি পাকা মনে হচ্ছে।এইজন্য বেশিই স্বাদ হয়েছে মনে হয়, দারুণ হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট কালে আমার এলাকার ছোট ভাই ও বন্ধুরা মিলে কালো জাম পেড়ে মেখে অনেক মজা করে খেতে। আজকে আপনার কালো জামের পোস্ট টা দেখে মনে পড়ে গেল। আপনার মাখানো জামগুলো দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হবে। জাম মাখানো আমি ও বেশ পছন্দ করি। কালো জামে অনেক পুষ্টি রয়েছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit