"হটাৎ করেই মায়ের জন্য নতুন ফোন কিনতে যাওয়া"

in hive-129948 •  8 months ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন?আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কিছুদিন ধরে মনটা খুব খারাপ লাগছিলো। আসলে মন খারাপ লাগলে কেনাকাটা করলে মন ভালো হয়ে যায়। কেন জানি না মন খারাপ হলেই শুধু কেনাকাটা করতে মন চায়। যদিও আমি শপিং করতে খুবই পছন্দ করি । তাই তো প্রায়ই আমি শপিং এ যাই। গতকাল সকাল থেকে খুবই মন খারাপ লাগছিলো।কিছুতেই কোন কিছু ভালো লাগছিলো না তাই ভাবলাম শপিং এ যাবো। কিন্তু কি কিনবো সবই তো আছে।আর সপ্তাহ খানেক আগে অনেক কিছু শপিং করেছি। হটাৎ করেই মনে হলো অনেক দিন মা কে কিছুই দেওয়া হয় না। তাহলে মায়ের জন্য একটা নতুন ফোন কিনবো। আমার মা আগে কখনো ফোন ব্যাবহার করতো না। অনেকবার বলেছি মা কে ফোন দিয়েছি কিন্তু মা নিজে ব্যাবহার না করে ভাইকে ব্যাবহার করতো। আমার মা সবার থেকে অনেক আলাদা। কখনো নিজের জন্য ভালো কিছু নিতে চাইতো না। মা বাবা সারাজীবন অনেক কষ্ট করেছে আমাদের জন্য। নিজেরা কখনো দামী জিনিস ব্যাবহার করতো না। সবসময় আমার আর ভাইয়ের কথা চিন্তা করতো। এখন আমরা বড় হয়ে গিয়েছি তারপরও আমাদের নিয়ে। চিন্তা।

IMG_20240130_183520.jpg

IMG_20240130_181843.jpg
তাই হটাৎ করেই সিদ্ধান্ত নিলাম মায়ের জন্য নতুন একটা ফোন কেনা যাক। ঠিক তখনই আপনাদের দাদা কে বলা মাত্রই সে কিনতে বললো। সে জানে কিছু কেনাকাটা করলে আমার মন ভালো হয়ে যায়। তাই আর বাঁধা দিলো না। হটাৎ করে সিদ্ধান্ত নেওয়া তে আমি নিলয়কে নিয়ে গেলাম। কারণ আপনাদের দাদার কাজের খুব চাপ ছিলো তাই বললো নিলয়কে নিয়ে যেতে। সন্ধ্যার দিকে বাবুকে ওর ম্যাডামের কাছে পড়াতে দিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকেই আপনাদের দাদা দোকানে কথা বলে সবকিছু ঠিক করে রেখেছিলো। আমি শুধু দোকানে গিয়ে দেখেশুনে নিয়ে আসবো।

IMG_20240130_183537.jpg

IMG_20240130_181729.jpg
নতুন ফোনের বিল করতে করতে কিছু নিজের ফোনের কভার দেখছিলাম। ভেবেছিলাম ফোনের কভার চেঞ্জ করবো। কিন্তু মনের মত কোন কভার পেলাম না। তাই বিল পেমেন্ট করে বাড়ি ফেরার সময় দেখি কিছু কিছু ফুলের গাছ। আর বিভিন্ন রং এর গোলাপ এর দোকান।

IMG_20240130_184510.jpg

IMG_20240130_184450.jpg

IMG_20240130_184503.jpg
আসলে সামনে ১৪ ই ফেব্রুয়ারী তাই বিভিন্ন ফুলের দোকানে বিভিন্ন ধরনের গোলাপের সমারোহ।ফলের দোকান থেকে কিছু কমলা লেবু নিলাম। টিনটিন বাবু ও তার বাবা লেবু খেতে খুবই পছন্দ করে।

IMG_20240130_184723.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টিনটিন বাবু এবং দাদা কমলা লেবু খেতে পছন্দ করে জেনে খুশি হলাম। বৌদি আপনি আপনার মায়ের জন্য নতুন ফোন কিনেছেন জেনে ভালো লাগলো। আশাকরি আপনার মা নতুন ফোন পেয়ে খুশি হবে। আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল ❣️

Posted using SteemPro Mobile

শপিং করতে গিয়ে কেনাকাটা করলে আসলেই মন ভালো হয়। খুবই ভালো লাগলো দিদি আপনার মন খারাপ থাকলে কেনাকাটা করলে মন ভালো হয়ে যায়। সত্যিই আমার এই বিষয়টা অনেক ভালো লেগেছে। যাইহোক, আপনার কেনাকাটার বিষয়ে যেহেতু মাকে নিয়ে যে মা সব সময় তার সন্তানকে নিয়ে চিন্তা করে। কিভাবে তাদেরকে ভালো রাখা যায় সেই মায়ের ভালোবাসার প্রতিদান স্বরূপ নতুন একটি মোবাইল কিনে দেওয়া । যেটা নিজের কাছে অনেক তৃপ্তির বিষয়। সত্যিই সেই কেনাকাটার মুহূর্তের গল্প পড়ছিলাম আর অনেক ভালো লাগছিল। আপনার পোস্ট পড়ে আমাদেরও মন ভালো হয়ে গেল।

Posted using SteemPro Mobile

মা বাবা সব সময় সন্তানদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। নিজের জন্য কিছুই রাখে না। বৌদি আপনি আপনার মায়ের জন্য ফোন কিনেছেন জেনে সত্যিই ভালো লাগলো। আর ফুল গাছ গুলো দেখে অনেক ভালো লাগলো। এই সময় অনেক ফুল গাছ বাজারে কিনতে পাওয়া যায়।

বাবা-মা সবসময় সন্তানদের ভালো মন্দের কথাই চিন্তা করে।নিজেদের কথা একটুও ভাবে না। প্রত্যেক বাবা -মা তাদের সন্তানদের জন্য অনেক কষ্ট করে। আপনি আপনার মায়ের জন্য নতুন ফোন নিয়েছেন দেখে অনেক খুশি হলাম। নিশ্চয়ই আন্টিও নতুন ফোন পেয়ে অনেক খুশি হয়েছে। আপনার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা 💙

আসলেই শপিং করলে মন ভালো হয়ে যায়। যাইহোক আপনার মায়ের জন্য খুবই সুন্দর একটি মোবাইল কিনেছেন বৌদি। আশা করি মোবাইলটি দেখে আপনার মা ভীষণ খুশি হবে। যাইহোক আমিও মোবাইলের দোকানে গেলে, নিজের মোবাইলের জন্য সুন্দর সুন্দর কভার খুঁজি। সুন্দর কভার পেলেই কিনে ফেলি। দাদা এবং টিনটিন বাবু কমলা লেবু খেতে খুব পছন্দ করে, জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

দিদি আপনি হঠাৎ করে আপনার মায়ের জন্য ফোন কিনতে গিয়েছেন শুনে খুবই ভালো লাগলো। আর দাদা ব্যস্ততার কারণে আপনার সাথে যেতে পারেনি তাই নিলয় দাদাকে আপনার সাথে পাঠিয়ে দিয়েছে। যদিও দাদা আগে থেকে সবকিছু পেমেন্ট করে রেখেছিল যে কারণে আপনার খুব একটা সময় ব্যয় করতে হয়নি। এছাড়াও বাজার থেকে ফল কিনবেন এবং সেখান থেকে খুব সুন্দর একটি ফটোগ্ৰাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদি আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম টেন টেন পাব এবং দাদার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে লেবু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

বাবা মা সব সময় ছেলে মেয়েদের ভালোর কথাই চিন্তা করেন। যা কিছু ভালো তা সন্তানের জন্য রেখে দেন নিজে ব্যবহার না করে। আপনি আন্টির জন্য ফোন কিনেছে দেখে বেশ ভালো লাগলো। আন্টিও বেশ খুশি হবে ফোন পেয়ে। আর মা বাবার জন্য কিছু করতে পারলে নিজেরও বেশ ভালো লাগে। তারাও খুশি হন ছেলে মেয়েদের থেকে কোন কিছু পেলে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

অনেকের ক্ষেত্রেই এরকম হয় বৌদি, যে শপিং করলে মন মেজাজ ভালো হয়ে যায়। তুমি তোমার মাকে এত সুন্দর একটা গিফট দিয়েছো তার মানে অবশ্যই উনি অনেক বেশি খুশি হবেন। যদিও আমাদের কাকিমার দামি মোবাইল খুব বেশি একটা ব্যবহার করতে ইচ্ছা হয় না যা বুঝলাম। তারপরও কিছু দায়িত্ব থাকে আর কি। যাইহোক, শেষ পর্যন্ত আমাদের নিলয় কে নিয়ে বাজারে এসে এত সুন্দর একটা মোবাইল কিনলে তুমি, তারপর আবার আমাদের গল্টু বাবু এবং দাদার জন্য কিছু কমলা লেবু কিনে নিয়ে গেলে, সব মিলিয়ে এত কিছু মার্কেট করে অবশ্যই তোমার মন ভালো হয়ে গেছিল বৌদি, এটা আশা করা যায়।