স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বরচিত কবিতা " ভারতমাতা"

in hive-129948 •  last year 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। গতকাল আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি। এটি ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস। গতকাল সারাদিন বাড়ির বাইরে ছিলাম। আর বাড়ীতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো। গতকাল অনেক দিন পর স্বাধীনতা দিবস নিয়ে একটি কবিতা লিখছি। কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে
পারিনি। তবে এখন আর সেভাবে কবিতা লেখা হয় না। তাই ভেবেছিলাম একটা কবিতা লিখি। জানিনা কবিতাটি আপনাদের কেমন লাগবে। অনেক দিন পর লিখছি তো তাই একটু ভয় ভয় লাগছে।

IMG_20230806_175611.jpg

ভারতমাতা

ভারত আমার স্বপ্নভূমি শাশ্বত এক আলোর দেশ
মিলন প্রতি ঐক্য গড়া শান্তি প্রেমের অবশেষ।
ভারত আমার মানব গাধা মহাপ্রাণের কৃত্রিময়,
ধূলিকণায় আজও জাগে স্বপ্ন তাদের ভাঙার ভয়।
লক্ষ্য শহীদের অমর গাঁথা অমর চেতনাতে আলোর গান
তপোবনের পরম্পরা প্রজ্ঞা প্রেমের অধিষ্ঠান।
ভারতবর্ষ বোধের সূর্য শুদ্ধ প্রাণের বহমান
প্রলয় বাধা যতই আসুক উত্তরণের গাইকো গান
দুর্যোগের দিন বিদায় নেবে হাসবে উসা নতুন দিন।
শপথ নিয়ে গর্ব সবাই সুস্থ সমাজ দেশ রঙিন,
প্রতিবেশী রনং দেহি যুদ্ধ সাজে আগ্রাসন
বীর সেনাদের নেইকো গর্ব দেশের অখণ্ডতায় মরণ-পন।
স্বাধীনতা আলোর পথে ঐক্যতান এর অঙ্গীকার,
জগত হিতে সেবাব্রত নিখিল বিশ্ব পারাপার।
কৃষক শ্রমিকদের মুখের হাসি দেশের মান,
মুগ্ধ মানুষ ধর্মজীবী লুঠ করে খায় সোনার ধান।
ভারত বর্ষ চিরন্তনের সপ্তসুরের সাত কাহন,
পৃথিবী হোক সবুজ বসত ভালোবাসায় আপনজন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৌদি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে দারুন একটি কবিতা। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ভারত স্বাধীনতা লাভ করার পরে এটি ছিল ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। আপনি নিজের দেশের প্রতি অটুট ভালোবাসা রেখে দারুণভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভারত স্বাধীনতা লাভ করার পর থেকে এটি ছিল ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। বৌদি স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার নামটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভারতমাতা। নিজের দেশকে নিয়ে কবিতাটি লিখেছেন। আপনার লেখা কবিতার প্রত্যেকটা লাইন খুবই চমৎকারভাবে সর্বজনীন মানুষের নিয়ে লিখেছেন। কবিতার প্রতিটা লাইন আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

নিজের দেশকে নিয়ে অনেক সুন্দর লিখেছেন বৌদি। বলতে গেলে দেশের প্রতি নিজের যে ভালোবাসার অনুভূতিগুলো থাকে তার পুরোটাই যেন এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

প্রথমেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বৌদি। বরাবরই আপনি ভালো কবিতা লিখেন এবং আপনার কবিতাগুলো পড়েও ভালো লাগে। আজকের কবিতাটিও দূর্দান্ত হয়েছে, আমার কাছে শেষের লাইনগুলো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বৌদি। দেশের প্রতি এত নিবিড় গভীর প্রেম এটি আপনার কবিতায় একদম সুন্দর ফুটে উঠেছে। আর আপনি বরাবরই খুব চমৎকার কবিতা লেখেন। ধন্যবাদ বৌদি এত চমৎকার কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

বৌদি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ সুন্দর একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করলেন। লক্ষ্য শহীদের অমর গাঁথা ভারতবর্ষের স্বাধীনতা আপনার কবিতায় অনেক সুন্দর ভাবে স্থান পেয়েছে। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রতিটা মানুষের কাছে তার জন্মভূমিকে নিয়ে অনেক আবেগ আপ্লুত কথা থাকে। ঠিক তেমনি স্বাধীনতা দিবস উপলক্ষে ষ আপনি দারুন একটি কবিতা লিখেছেন। যেটা আপনার অনুভূতি থেকে লেখা অনেক সুন্দর ছিল। প্রতিটা দেশের মানুষ তার স্বাধীনতাকে স্মরণ করে ভালোবাসে দেশকে আপন করে ভালো লাগলো আপনার এই কবিতাটি।

Hats off to you, @followbtcnews! Your lightning-fast work in getting things up and running is truly impressive. 🌟

A round of applause for you, @tanuja! Your swift actions in launching and managing things are simply rockstar-worthy. 🚀

নিজের জন্মভূমিকে নিয়ে সবার একটি আবেগ থাকে। এবং সেই জন্মভূমিকে সবাই অনেক ভালোবাসে। ঠিক সেই ভালোবাসার টানে স্বাধীনতার দিবস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

নিজের স্বাধীন জন্মভুমিকে কেন্দ্র করে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন বৌদি। আপনার কবিতা আবৃত্তি করে নিজের অনেক ভালো লাগলো এবং নিজের স্বাধীন দেশের প্রতি আরো যেন মায়া বেড়ে গেল।