বাঙালি রেসিপি "চিংড়ি মাছ ভুনা"

in hive-129948 •  3 years ago 

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব "চিংড়ি মাছ ভুনা"। আজ আমি বাটা
মশলা দিয়ে রান্না করেছি।এটি অনেক টেস্টি একটি খাবার। আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি। এটি আমার খুবই পছন্দের একটি খাবার। আমার মা প্রায়ই এই খাবারটি রান্না করতেন। তাই ভাবলাম আজ মায়ের মতো করে রান্না করি। কিন্তু মা তো মা ই হয়। মায়ের রান্নার কোনো তুলনা হয় না। তবুও মাঝে মাঝে একটু চেষ্টা করি মায়ের মতো রান্না করতে।
তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211115_132209.jpg
উপকরণঃ
১. চিংড়ি মাছ - ৫০০ গ্রাম
২. লবণ - ২ চামচ
৩. হলুদ - ২ চামচ
৪. তেল - হাপ্ কাপ
৫. জিরা বাটা - ১ চামচ
৬. শুকনো মরিচ বাটা - ১ চামচ
৭. গরম মশলা - ১ চামচ
৮. কাচা মরিচ - ৪ টি
৯. গোটা জিরা - ১ চামচ
১০. তেজ পাতা - ২ টি

IMG_20211115_114243.jpg
চিংড়ি মাছ

IMG_20211115_122206.jpg
জিরা বাটা, শুকনো মরিচ বাটা ও গরম মশলা

IMG_20211022_122321.jpg
তেল

IMG_20211022_122315.jpg
তেজ পাতা, লবণ, হলুদ, ও কাচা মরিচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চিংড়ি মাছ গুলো কেটে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

IMG_20211115_114337.jpg
২. এবার সামান্য লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছ গুলো মেখে নিতে হবে।

IMG_20211115_114645.jpg
৩. চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

IMG_20211115_130305.jpg
৪. এবার তেলের ভিতর জিরা দিয়ে একটু ভেজে নিতে হবে। জিরা ভাজা হয়ে গেলে তেজপাতা দিয়ে চিংড়ি মাছ গুলো একটু ভেজে নিতে হবে।

IMG_20211115_130323.jpg

IMG_20211115_130359.jpg
৫. চিংড়ি মাছ গুলো হালকা ভেজে পরিমান মতো বাটা মসলা দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছ গুলো মসলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20211115_130608.jpg

IMG_20211115_130634.jpg
৬. চিংড়ি মাছ গুলো কষানো হয়ে গেলে দুই কাপ জল দিয়ে দিতে হবে।

IMG_20211115_130805.jpg
৭. ঝোল ফুটতে শুরু করলে লবণ ১ চামচ ও হলুদ গুঁড়া ১ চামচ দিয়ে দিতে হবে। এভাবে ১০ মিনিট ধরে রান্না করতে হবে।

IMG_20211115_131511.jpg
৮. ঝোল গাঢ় হয়ে গেলে এক চামচ গরম মসলা ও ৪ টি কাচা মরিচ হালকা চিরে দিয়ে দিতে হবে। এভাবে ৫ মিনিট চুলার আঁচ কমিয়ে চুলার উপর রেখে দিতে হবে। এরপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211115_132200.jpg
তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছ ভূনা। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চিংড়ি মাছ সবসময়ই ভীষণ টেস্টি একটি মাছ। চিংড়ি মাছের ভুনা রেসিপি খেতেও খুব সুস্বাদু লাগে। বৌদির রান্না টা দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিলো। আপনি অনেক ভালো রেসিপি করেন। খুবই ভালো লাগে। অসংখ্য শুভেচ্ছা বৌদি।

বৌদি আমার মা-ও আগে এভাবেই চিংড়িমাছ রান্না করতেন কিন্তু আমার মায়ের এলার্জির সমস্যার কারণে আমরা এখন আর চিংড়ি মাছ খুব একটা খাইনা। আসলে মায়ের হাতের রান্নার কোন তুলনাই হয়না।

হ্যা,ঠিক বলেছেন মায়ের হাতের রান্নার স্বাদই অন্যরকম। আমার মায়ের অন এলার্জির সমস্যা আছে কিন্তু আমাদের জন্য রান্না করতো।

চিংড়ি মাছ ভুনা কখনো খাওয়া হয়নাই এটা আমি সত্যিই অনেক খাওয়ার জন্য আগ্রহী কিন্তু চিংড়ির চপ খেতে ভালো লাগে এবং চিংড়ি কোনদিন বাসায় এনে রান্না করা হয় নাই। ভাবছি বাসায় এনে রান্না করে খাব। আপনি এত সুন্দর ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ কত সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আসলে চিংড়ি দিয়ে অনেক রকমের রান্না করা যায়। দেখেছি চচ্চড়ি থেকে শুরু করে অনেক রান্না হয়েছে এই কমিউনিটিতে।

আমি নিজে ও কমিউনিটিতে এসে অনেক নতুন নতুন রেসিপি দেখেছি। আপনাকে ধন্যবাদ

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন বৌদি। সকালবেলায় চিংড়ি মাছ ভুনা দেখে ক্ষুধা লেগে গেল। আপনার রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ দেখে তো মনে হচ্ছে এখনি খেয়ে ফেলি। প্রতিনিয়ত দারুন দারুন রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ আপু। আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে।

আপু আপনার চিংড়ি মাছ এমনভাবে তাকিয়ে আছে যে দেখে মনে হচ্ছে একটি নিয়ে টুপ করে মুখে দিয়ে দেই। খুবই চমৎকার এবং সুস্বাদু হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে খেয়ে দেখার দরকার নেই। আপনার রান্না বরাবরই খুব সুন্দর হয় এবং উপস্থাপনা ও চমৎকার থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিংড়ির রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

চিংড়ি মাছ আমার খুব পছন্দের একটি খাবার। আপনার চিংড়ি মাছ ভুনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে খেতে ইচ্ছা করছে। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপানার সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ

বৌদি রেসিপিটি দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। আপনাদের আশেপাশে যদি থাকতাম তাহলে তো বিনা নিমন্ত্রণে চলে যেতাম। সব মিলিয়ে খুব অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছ আমার খুব প্রিয় ।

বৌদি আপনার চিংড়ি মাছের ভুনা অনেক সুন্দর হয়েছে।যে ভাবে ছবিসহ চিংড়ি মাছ ভুনার বিশদভাবে বর্ণনা দিয়েছেন যা পড়ে খুব সহজেই বুঝতে পেরেছি রেসিপির প্রস্তুত প্রণালী সম্পর্কে।আমি কখনো এভাবে চিংড়ি মাছের ভুনা করতে পারিনি তবে এবার চেষ্টা করবো।

চিংড়ি মাছ খেতে আমি খুবই পছন্দ করি। চিংড়ি মাছ ভুনা দেখে জিভে জল চলে আসলো। আপনার তৈরি করা রেসিপিটির প্রতিটি ধাপ ভালো ভাবে উপস্থাপন করেছেন। চিংড়ি মাছ ভুনা রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে। আপনার রেসিপি তৈরীর প্রক্রিয়া গুলো আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে বৌদি আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনার চিংড়ি মাছ ভুনা রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।সেইসঙ্গে রেসিপির ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

চিংড়ি মাছের রেসিপি টি অনেক লোভনীয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চিংড়িমাছ অনেক ভালোবাসি এবং এই মাছ নিয়ে সব ধরনের রেসিপি আমার খুব পছন্দ। রেসিপি টি দেখে আমার জিভে জল চলে এসেছে ☺️☺️, অনেক গুছিয়ে লিখেছেন দেখলাম। ধন্যবাদ দিদি এমন লোভনীয় একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চিংড়ি মাছের ভুনা রেসিপিটি খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে এটি তৈরি করেছেন, আমার অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর হয়েছে আমাদের মাঝে শেয়ার করেছেন।

ওয়াও বৌদি মাছগুলোর কি কালার হয়েছে শুকনো মরিচ এভাবে বেটে দেওয়ার কারণে মনে হয় কালারটা সুন্দর এসেছে। আপনার খাবারগুলো এমনিতেই দেখতে অনেক আকর্ষণীয় হয় এবং দেখে মনে হয় খেয়ে ফেলি ।পোলাও দিয়ে খেতে অনেক মজা লাগবে ।দেখে বোঝা যায় যে খাবারটি অনেক মজা হয়েছে ।চিংড়ি মাছ এমনিতেই অনেক পছন্দ তারপরে এভাবে ভুনা করে রান্না করলে তাহলে তো কথাই নেই। আপনার রেসিপিগুলো সব সময় বেস্ট।ধন্যবাদ আপনাকে।

বৌদি এইটা যে আমার কতো প্রিয় একটি রান্না জাস্ট বলে বুঝাতে পারবোনা।চিংড়ি মাছ গুলো এইভাবে ভেজে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। আর আপনার মায়ের মতো আপনার রান্না গুলোও অনেক বেশি সুস্বাদু হয়। যা দেখলেই বুঝা যায় বৌদি।

ঠিক বলেছেন দিদি,মায়ের হাতের রান্না গুলো সব সময় অতুলনীয় স্বাদ হয়।যতই আমরা মায়ের মত রান্না করতে চায়না কেন মায়ের রান্নার মত হবেনা।
দিদি,চিংড়ি মাছ আমার খুবই পছন্দের চিংড়ি মাছ ভুনা দেখে আমার জিভে জল এসে যাচ্ছে।আপনি সব সময় খুবই সুস্বাদু ভাবে রান্না করেন।আপনার রান্না দেখে দেখে আমি প্রায় সময় আমার ঘরেও রান্না করি অনেক সুস্বাদু হয়।দিদি চিংড়ি মাছ ভুনা করার প্রতিটি ধাপ বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি, এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

চিংড়ি মাছ ভূনা অনেক মজাদার একটি রেসিপি। একটু টেস্ট করতে ইচ্ছে করছে কিন্তু কী আর করার দেখেই মনের ইচ্ছা পূরণ করতে হবে। রেসিপিটি দেখতে ও খুব লোভনীয় লাগছে যার জন্য বেশি লোভ হচ্ছে 😋। অনেক অনেক ধন্যবাদ দিদি।

চিংড়ি মাছ মানেই দারুণ টেস্টি খাবার।খুবই সুন্দর হয়েছে বৌদি চিংড়ি মাছের ভুনাটি।👌খুবই লোভনীয় ও আকর্ষণীয় দেখতে লাগছে।আপনার প্রত্যেকটি রেসিপি বরাবরই সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে।

বৌদি আপনার রেসিপিগুলো এমনিতেই স্পেশাল। তার মাঝে যদি আরো স্পেশাল কিছু রেখে দেন তাহলে তো বলার মত ভাষা খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তবুও এটুকুই বলি আপনি অসাধারণ রেসিপি করেন যা দেখামাত্রই জিভে জল আসতে আর দেরি হয় না। যেমন তেতুল দেখলে জিভে জল চলে আসে ঠিক তেমনি আপনার রেসিপি দেখলে আমার জিভে জল চলে আসে। আর মায়ের উপমা দিলেন পৃথিবীতে মা ই শ্রেষ্ঠ সম্পদ। মায়ের মতো পৃথিবীতে আর কিছুই নয় মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। যাইহোক আপনি মায়ের মত বাটা মশলা দিয়ে চিংড়ি মাছের ভাজি রেসিপি খুব সুন্দর করে করেছেন। এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য ভালোবাসা রাশি রাশি বৌদি।

এটা চিংড়ি মাছ ভুনা। আমি মায়ের মতো রান্না করার চেষ্টা করেছি মাত্র। মায়ের রান্নার বা মায়ের তো তুলনা হয় না।

আমি চিংড়ি ছাড়া আর কোনো মাছই খেতে পছন্দ করি না। আপনার চিংড়ি রান্নার পদ্ধতিটা অনেক সহজ লেগেছে বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবো।

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন বৌদি। আমি এর আগেও অনেকবার চিংড়ি মাছ ভুনা খেয়েছি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটার টেস্ট অনেকটা ভিন্ন আসবে। কারণ আপনি কাঁচা মরিচের সাথে বাকি যে মসলাগুলো দিয়েছেন সবগুলোই বাটা মসলা ছিল। আর আমরা তো এটা সবাই জানি যে বাটা মশলা খাবারের স্বাদ কতটা বাড়িয়ে দেয়। আর পরিবেশনটা তো জাস্ট অসাধারণ হয়েছে দেখেই খিদে পেয়েছে। অনেক ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।

আপনি যা পরিবেশন করেন তা খুবই সুস্বাদু।

আপু আপনার চিংড়ি মাছ ভুনা টি দারুন হয়েছে। আপনার তরকারির কালারই বলে দিচ্ছে এটা কত স্বাদের হয়েছে ।আর আপনি গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছেন ।আসলে আপনি ঠিকই বলেছেন গ্রাম্য পদ্ধতিতে রান্না করা তরকারির স্বাদ একটু অন্য রকমের হয়ে থাকে ।এটি খেতে খুবই ভালো লাগারই কথা। আর মায়ের হাতের রান্না তো অন্য রকম তবুও আপনার রান্নাটিও অনেক সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

বৌদি চিংড়ি মাছের বিভিন্ন তরকারি খেয়েছি কিন্তু চিংড়ি মাছের ভুনা কখন খাইনি ও কেউ কখনো রান্না করেনি। তবে আপনার রান্না মানে ইউনিক কোন একটা রেসিপি থাকবেই ।পরিচিত জিনিসগুলো দিয়ে আপনার সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু রেসিপি বানানো আমার বেশ ভালো লাগে। আমি আপনার রেসিপি পোষ্ট গুলো ফলো করি আমার নিজের জন্য শেখার জন্য ভবিষ্যতে এপ্লাই করার জন্য ।আপনার মাধ্যমে আমি অনেক রান্না শিখেছি এজন্য আপনাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ।অনেক সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপিটি উপস্থাপন করেছেন আপনি।

জাস্ট অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন বৌদি। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার চিংড়ি মাছ ভুনা। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। যদি খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো বৌদি। দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে কিন্তু সেটা তো আর সম্ভব না বাসায় একদিন রান্না করে খাব। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

দিদি চিংড়ি ভুনা আমার সব চাইতে প্রিয় একটি খাবার। কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় বাবা কখনও কোন দিন চিড়িং মাছ কেনেনি। তাই কখনও মা রান্না ও করেনি। কিন্তু আমি দেশের বাড়ী গেলে আমার জ্যাঠি মা ঝাল ঝাল করে এই চিড়িং মাছ ভুনা করে খাওয়াতো । আপনার রান্না দেখে আবার লোভ টা জেগে উঠলো। আমি এখন মাঝে মাঝে বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনি কারন এখন আর বাবা বাজার করে না। যাই হোক দিদি আমি যদি আবার চিংড়ি কিনে আনি আপনাদের সাথে সেই রেসিপি টি শেয়ার করবো। ভাল থাকবেন।

বউদি চিংড়ি মাছ আমার খুব পছন্দ।তারউপর চিংড়ি মাছ ভুনা জীবে জল চলে আসলো দেখেই ।সুন্দর করে রেসিপিটি উপস্থাপন করেছেন দেখতেও ভালো লাগতেছে ।ধন্যবাদ বউদি এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ।

দিদি অসাধারণ সুস্বাদু এবং লোভনীয় রেসিপির পোস্ট করেছেন। দিদি চিংড়ি মাছ খেতে আমি খুবই পছন্দ করি। আর আপনার চিংড়ি মাছের রেসিপি টা পড়তে পড়তে আমার জিভে জল চলে এসেছে। খুবই চমৎকার ভাবে বর্ণনা করেছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আহা শুধু বাঙালি না স্বাদের রেসিপি এটা, দেখেই লোভ লাগছে বৌদি।
খুব সুন্দর এবং স্বাদের করে রান্না করেছেন চিংড়ি মাছগুলো, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে চিংড়ি মাছগুলো। ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

বৌদি আপনি ঠিকই বলেছেন, মায়ের হাতের রান্নার কোন তুলনা হয় না। মায়ের হাতের রান্না প্রত্যেকটি সন্তানের কাছে খুবই প্রিয় হয়। বৌদি আপনি আপনার মায়ের মত করে গ্রামীণ পদ্ধতিতে চিংড়ি মাছ ভুনা রান্না করেছেন, রান্নাটা দেখে মনে হচ্ছে চিংড়ি মাছ ভুনা খেতে খুবই সুস্বাদু হয়ে যায়। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন বৌদি। শুভকামনা রইল আপনার জন্য।

It looks so yummy
I should follow your recipe and make one too

বৌদি খুব সুন্দর করে চিংড়ি রান্না করেছেন ।আপনার চিংড়ি রান্না করা দেখে আমার মনে পড়েছে ছোটবেলার কথা। আমার আম্মা যখন চিংড়ি রান্না করত,আমি রান্নাঘরে বসে থাকতাম খাওয়ার জন্য। সর্বপ্রথম ভাজা চিংড়ি আগে আমার হাতে তুলে দিতেন একটি বাটিতে করে। আগে আমাদের পুকুরে দেশী চিংড়ি পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তাই মিস করি সেই দিনগুলো। পুকুর থেকে বাবার চিংড়ি ধরা আর মায়ের রান্না করা সেই অতীত স্মৃতিগুলো কোথায় যেন হারিয়ে গেছে।

দিদি এই রেসিপিটি আমার খুবই ভালো লাগে খেতে। এর ভেতর নারকেল এর দুধ দিয়ে রান্না করি আমরা। খেতে খুবই মজা। আপনার রেসিপি ও উপস্থাপনা বরাবর এর মতোই চমৎকার। ধন্যবাদ দিদি

কি সুন্দর রেঁধেছ দিদি
চিংড়ি মাছের ভুনা
রূপে-গুণে বৌদি মোদের
অপরূপ অনন্যা♥♥

বৌদি আপনার চিংড়ি মাছের রান্নার রংটা আমার অনেক ভালো লেগেছে। দেখেই মনে হচ্ছে অনেক ভালো হবে। তবে কখনো চিংড়ি মাছ খাওয়া হয়নি এইভাবে। তবে খাওয়ার ইচ্ছা আছে।