বাঙালিদের পছন্দের একটি খাবার " আলু পোস্ত"

in hive-129948 •  3 years ago 

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার তৈরি করবো। এটি খুবই টেস্টি একটি খাবার। এই কয়েকদিন যাবৎ শরীরটা খুব খারাপ। এদিকে টিনটিন বাবুর শরীর ও খুব খারাপ। নতুন নতুন ঠান্ডা পড়ছে তো ওর একটু ঠান্ডা লেগে গেছে। সারাদিন শুধু কান্না করে আর কিছু ই খেতে চায় আবার মাঝে মাঝে জ্বর আসছে। তার উপর নিজের শরীরটা খুব একটা ভালো না। আসলে বাড়ীতে বাচ্চাদের কিছু হলে পরিবারে সবার ভিতর একটা টেনশন কাজ করে। এই দুই দিন টিনটিন খুব কান্না করছে। তাই এই কয়েক দিন আমার প্রচন্ড ব্যস্ততা ও
অসস্থির মাঝে কাটছে। আর বাবুর একটু কিছু হলে আমার কিছু ভালো লাগে না। ওর মুখে হাসি না দেখলে তখন আমার কিছুই ভালো লাগে না। তাই মন মানসিকতা খুব একটা ভালো না। আমার প্রিয় মানুষটা ও বাবুকে নিয়ে টেনশনে আছে। ও কিছু বলে না কিন্তু আমি তো বুঝি। তাই আমি ভাবি যতটা ওকে কম টেনশনের ভিতর রাখা যায়। বছরে ১২ মাস ই তার ব্যস্ততার মাঝে কাটে। কখনও নিজের জন্য একটু সময় ব্যায় করে না। আর ও যখন বেশি টেনশনে থাকে তখন ওর পছন্দের খাবার রান্না করি। আমি জানি ওর পছন্দের কোন খাবার পেলে ও টেনশন টা অনেক কমে যায়। আর ওর খুব ভালো লাগে। তাই আমার একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি ওকে খুশির রাখার। তাই কাল রাতে ওর পছন্দের একটি খাবার রান্না করেছিলাম। যদিও এই খাবার টি আমি খাই না। ও প্রায়ই আলু পোস্ত খেতে চায়। কিন্তু সবসময় রান্না করা হয় না। তাই ভাবলাম কাল রাতে রান্না করি। এবং আপনাদের সাথে শেয়ার করি। শুনেছি এটি নাকি খুব ই টেস্টি একটি খাবার। তাহলে চলুন আমরা মূল পর্বে ফিরে যাই।

IMG_20211119_220712.jpg
উপকরণ:
১. আলু - ৬ টি
২. পোস্ত - ৪ চামচ
৩. আদা বাটা- ১ চামচ
৪. কাচা মরিচ বাটা - ১ চামচ
৫. লবণ - ১ চামচ
৬. হলুদ - ২ চামচ
৭. জিরার গুঁড়া - ১ চামচ
৮. শুকনো মরিচ - ২ টি
৯. গোটা জিরা - ১ চামচ
১০. সরিষার তেল - ১ কাপ

IMG_20211119_195622.jpg
আলু

IMG_20211119_194750.jpg
পোস্ত

IMG_20211119_214850.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, গোটা জিরা ও শুকনো মরিচ,

IMG_20211119_205140.jpg
কাচা মরিচ বাটা, আদা বাটা ও পোস্ত বাটা

IMG_20211022_122321.jpg
সরিষার তেল
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এবং জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

IMG_20211119_201357.jpg
২. এবার পোস্ত বেটে নিতে হবে। তাই প্রথমে পোস্ত সামান্য একটু জল দিয়ে ২০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে।এরপর পোস্ত শীল ও পাটায় বেটে নিতে হবে। চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শীল ও পাটায় বেটে নিয়েছি কারণ বাটা মসলায় বেশি স্বাদ হয়। এবার একে একে কাচা মরিচ ও আদা বেটে নিতে হবে। এরপর পোস্ত বাটা , আদা বাটা ও কাচা মরিচ বাটা সব কিছু এক সাথে সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে।

IMG_20211119_214654.jpg
৩. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

IMG_20211119_210839.jpg
৪. তেল গরম হয়ে গেলে দুইটি শুকনো মরিচ ছিড়ে দিতে হবে একই সাথে গোটা জিরা দিয়ে দিতে হবে।

IMG_20211119_211108.jpg
৫. জিরা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে। সামান্য লবণ ও হলুদ ৫ মিনিট ভেজে নিতে হবে।

IMG_20211119_211540.jpg
৬. আলু ভাজা হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে দিতে হবে। জল ফুটতে শুরু করলে এক চামচ লবণ ও এক চামচ হলুদ এক জিরা গুঁড়া দিয়ে দিয়ে দিতে হবে।

IMG_20211119_213352.jpg
৭.এভাবে ১০ মিনিট ধরে রান্না করতে হবে। এরপর আলু সেদ্ধ হয়ে গেলে গুলে রাখা পোস্ত দিয়ে দিতে হবে। এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।

IMG_20211119_215352.jpg

IMG_20211119_215451.jpg
৮. পোস্ত মিশানোর পর আরো ৫ মিনিট ধরে রান্না করতে হবে। এরপর ঝোল গাঢ় হয়ে এলে কাচা সরিষার তেল এক চামচ দিয়ে দিতে হবে। এতে করে আলু পোস্ত র স্বাদ বেড়ে যাবে। উপরে কিছু কাচা
মরিচ দিয়ে দিতে হবে। এরপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211119_220526.jpg

IMG_20211119_220709.jpg
তৈরি হয়ে গেল সুস্বাদু আলু পোস্ত। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ হয়েছে বৌদি। হাতের নাগালে থাকা জিনিসপত্র দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানিয়েছেন।

তরকারির কালার দেখে তো খুব লোভনীয় লাগছে। আমিও বলতে চাই, আমিও খেতে চাই। হ্যাঁ খেতে চাই খেতে চাই খেতে চাই। 😉🤩

আর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, এতে করে আমি খুব সহজেই এই রেসিপিটি শিখে নিতে পেরেছি।

ওয়াও অসাধারণ হয়েছে আপনার আলু প্রস্ত প্রস্তুত।দেখেই লোভ হচ্ছে খাওয়ার জন্য। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। বিশেষ করে উপস্থাপনা বেশী ভালো লেগেছে।

এত ভালো দেখাচ্ছে বৌদি বলার বাইরে। আমার কাছে তো আলু পোস্ত টা দেখে মনে হচ্ছে ছোট মাছের ডিম দিয়ে রান্না হয়েছে। খেতেও অনেক সুস্বাদু হয়েছে মনে হয় তাই না বৌদি। আমরা তো খাই নাই তাই বলতেও পারতেছিনা তেস্ট কেমন হয়েছে। কিন্তু আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছে। আপনারা তো খুব মজা করে খেয়েছেন তাই না বৌদি। এক কথায় অসাধারণ দেখাচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য

দিদি,বাড়িতে ছোটদের যদি কোন কিছু হয় পরিবারের সবার মন খারাপ থাকে। বিশেষ করে মায়েদের সন্তানের যদি কোন কিছু হয় মায়ের প্রচন্ড রকমের খারাপ লাগে সেটা আমি বুঝতে পারছি।আজ পাঁচ দিন যাবত আমার 10 মাসের এক মাত্র ছেলে সর্দি-জ্বরে অসুস্থ কিযে টেনশন সেটা আমি বুঝতে পারব না। আশীর্বাদ করি আমাদের টিনটিন বাবু যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। দিদি, আলু পোস্ত রেসিপি আমার কাছে একদম নতুন আমি কখনোই রেসিপিটি তৈরি করে খাইনি। তবে আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। দিদি, আপনার রেসিপি গুলো সব সময় সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে। রেসিপি তৈরি প্রতিটি ধাপ বর্ণনাসহ করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ দিদি,এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

খাবারটা সত্যিই সুস্বাদু লাগছে👏

আলু পোস্ত শুধু নাম শুনেছি কখনো খেয়ে দেখিনি ।পোস্ত আসলে কি তাইতো চিনিনা তবে খাওয়ার খুব ইচ্ছা আছে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে খাবারটি ।দেখে তো আমার জিভে পানি চলে আসলো ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে রেসিপিটি তৈরি করেছেন। বৌদি শিখে নিলাম কিন্তু ।একদিন অবশ্যই চেষ্টা করবো আমিও। আসলে বাচ্চার শরীর খারাপ থাকলে নিজের কাছে কোন কিছুই ভালো লাগেনা ।আর এখন যা আবহাওয়া তাতে একজনের ঠান্ডা কাশি হলে পরিবারের সবারই ঠান্ডা কাশি হয়ে থাকে। সাবধানে থাকবেন বৌদি বাবু টার দিকে খেয়াল রাখবেন। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল বাবুটার জন্য।

আলু পোস্ত দেখে জিভে জল চলে আসলো বৌদি। আপনার রান্নার দক্ষতা আমার অনেক ভালো লাগে। আপনি প্রতিনিয়ত দারুন দারুন রেসিপি আমাদের সাথে শেয়ার করেন যা আমার খুবই ভালো লাগে। আপনার তৈরি প্রতিটি রেসিপি অনেক সুন্দর হয়। আপনার পোস্টগুলো থেকে প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি শিখতে পারি এটা আমার ভালই লাগে। ধন্যবাদ আপনাকে বৌদি মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

বৌদি দাদা যে আলু পোস্ত পছন্দ করে সেটা তো জানতাম না। জানতাম তো শুধু আলুর দম খেতে ভালোবাসে। আপনার শারীরিক অসুস্থতা, তার মধ্যে টিনটিন বাবুর শরীর ভালো না জ্বর হয় এত কিছুর মাঝেও সংসারে ঝামেলা মিটিয়ে আপনি যে দাদার প্রতি এত যত্নশীল সেটা জেনে খুবই ভালো লাগছে। নারী হচ্ছে স্বামীর সংসারের অলংকার, আর নারীর কাছে স্বামী হচ্ছে অহংকার। এবং কি দাদা সেইরকম একটা অলংকার পেয়েছে আপনাকে। যাইহোক আপনি অনেক সুন্দর করে আলু পোস্ত রেসিপি টা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং ধাপে ধাপে দেখিয়েছেন এবং আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

আলু পোস্ত নামটা শুধু শুনেছি কিন্তু কখনো তৈরি করে খাওয়া হয়নি। বৌদি অসম্ভব মজাদার লাগছে আপনার তৈরি করা আলু পোস্ত রেসিপি। আপনার রেসিপিগুলোর মধ্যে এক অন্যরকমের স্বাদ কাজ করে।সব সময় বাটা মসলা ব্যবহার করেন আমার মনে হয় যে এটি খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়। এবার আপনার রেসিপি দেখে সহজেই আমিও আলু পোস্ত তৈরি করতে পারব। অসংখ্য ধন্যবাদ বৌদি এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনার ও টিনটিনের জন্য আশীর্বাদ করি , তারাতারি সুস্থ হয়ে উঠুন আপনারা । আলু পোস্ত রান্নাটি সুন্দর হয়েছে । এইটা আমার সাদা চালের রুটি দিয়ে খেতে ভালোই লাগে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

এই আলু পোস্ত রেসিপিটি আমি দেখেছি। বিশেষ করে কলকাতার মুভি গুলোতে আলু পোস্তর কথা অনেক শুনেছি। তবে কখনোই রেসিপিটা ওইভাবে জানা হয়নি। তবে আজকে আপনার কারণে আলু পোস্ত রান্না শিখলাম।আপনার রান্না গুলো অনেক দারুণ হয় মিষ্টি বৌদি। আপনি যেমন আপনার রান্না গুলোও তেমন। জাস্ট ওয়াও। একদিন খেয়ে দেখতে পারলে ভালো হতো।

আসলেই বৌদি ঠিক বলেছেন পরিবারের কেউ অসুস্থ থাকলে আর সেটা যদি সবচেয়ে ভালোবাসার মানুষ অর্থাৎ বাচচা হয় তাহলে কিছুই ভালো লাগে না। আপনার আলু পোস্ত রেসিপি অনেক অসাধারণ হয়েছে আসলে এটি খেতে অনেক টেস্টি বৌদি। আমার এটা খুব পছন্দের একটি খাবার তবে আপনার রেসিপি তৈরির প্রসেস গুলো একটু ব্যতিক্রম।এবার আপনার প্রসেস অনুযায়ী আলু পোস্ত তৈরি করার চেষ্টা করবো।

অসাধারন ভাবে বানিয়েছেন বউদি আলু পোস্ত রেসিপিটি ।এটা গরম ভাতে এতো মজা লাগে খেয়েছি আমি ।যেদিন বাসায় বানায় সেদিন বেশি ভাত খাই এতো মজা লাগে ।ধন্যবাদ বউদি এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

আলু এমন একটি তরকারি যেটা সব ধরনের সবজির সাথে চলে।আলু পোস্ত অনেক খেয়েছি, খেতে খুবই সুস্বাদু।আলু পোস্ত তৈরি মাধ্যম গুলো পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি।

খাবো খাবো আমিও খাবো বৌদির রান্না আলু পোস্ত, বেশ হয়েছে রান্নাটা।

এটা সত্যি কথা বলেছেন বাচ্চারা সুস্থ্য না থাকলে বাড়ীর সকলের মোড অফ হয়ে থাকে, কেমন একটা অস্বস্তিকর পরিবেশ বিড়াজ করে। তবে এটা সত্য যে প্রিয় খাবারগুলো আমাদের মোড ভালো করার ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে।

সত্যি কথা বলতে বৌদি আলু পোস্ত খেতে আমার দারুন লাগে। আসলে এটি আমরা যারা গ্রাম অঞ্চলে একটু মধ্যবিত্ত তাদের বাড়িতে এটি প্রায়ই রান্না হয়ে থাকে এবং খুব ভালোভাবে জমে ওঠে আলু পোস্ত দিয়ে গরম ভাতের মিশ্রণ। অনেক ভালো লাগে খেতে। আপনি দারুন ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনি বরাবরই দারুন দারুন রান্না নিয়ে আমাদের মাঝে হাজির হন।

আলুর পোস্ত রেসিপি সত্যিই বাঙ্গালীদের প্রিয়। বিশেষ করে আমার অনেক পছন্দ। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছেন আপনার হাতের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে তাই বারবার খেতে ইচ্ছে করছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বৌদি।

I like to know every information what you are providing us regularly

আলু পোস্ত আসলে খুবই মজার আপনার রান্না দেখে মনে হচ্ছে এটা আরও বেশি মজার হবে। রান্নার কালারটা একদম পারফেক্ট ধন্যবাদ আপনাকে এরকম একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য

বাহ্ আলু পুস্ত , আমি নাম শুনেছি তবে কখনো খাইনি , আপু আপনার রেসিপি কিন্তু অসাধারণ লাগে সব সময় , আলু আমার কাছে অনেক বেশি ভালো লাগে , আর যা যা অ্যাড করেছেন এই আলু পুস্তর সাথে দেখেই মন ভরে গেলো , সব কিছু ঠিক আছে , আপনার আর টিনটিনের শরীর খারাপ শুনে আর ভালো লাগলো না , যদিও এখন সবার মোটামুটি শরীর খারাপ হচ্ছে তবু ও বিষয় টা মানা যাচ্ছেনা , দোয়া করি আপু আপনি ও টিনটিন যেন তারা তারি সুস্থ হয়ে উঠেন।

দিদি আলুর প্রতিটি তরকারি অসাধারণ সুন্দর এবং মজাদার হয়। আলুর পোস্ত আমার খুবই পছন্দের একটি খাবার। দিদি আপনার পোষ্টের প্রতিটি ধাপের বর্ণনা এবং ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দিদি আলু পোস্ত আমি অনেক বার নাম শুনেছি তবে আমার কখনো খাওয়া হই নি। তাই জানিনা এর স্বাদ কেমন। তবে আপনার রান্না টি দেখে মনে হচ্ছে যে খুবই মজা লাগবে খেতে।
সাথে সাথে আমিও রেসিপিটি শিখে নিলাম অনেক ধন্যবাদ আপনাকে।

  ·  3 years ago (edited)

আলু পোস্ত ,পটল পোস্ত নামগুলি শুনতে আমার বেশ লাগে।আমি অতটা পছন্দ করি না এটি।তবে আপনি যেভাবে রান্না করেছেন দেখে মনে হচ্ছে সেই স্বাদের হয়েছে বৌদি।দারুণ হয়েছে রেসিপিটা।ধন্যবাদ আপনাকে।
সত্যিই বাড়িতে বাচ্চাদের হাসিমাখা মুখ না দেখতে পেলে খুবই চিন্তা কাজ করে মনে।তবুও টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

বৌদি আমি কেমন জানি একটা অন্য রকম ফিল করলাম কথা গুলি পড়ে। কতটা ভালোবাসা যে প্রকাশ পেয়েছে দাদার আর আপনার তা বলে বুঝানো সম্ভব না। আর দাদাও ডিস্কোর্ডে মাঝে মাঝে কিছু কথা বলে তখন বুঝতে পারি দাদা আপনাকে কতটা ভালোবাসে। আমি মন থেকে দোয়া করি এই ভাবোবাসা সারাজীবন থাকুক। টিনটিন বাবাই এর জন্য দোয়া রইল।আসলেই সন্তান অসুস্থ হলে বাবা মা ঠিক থাকতে পারে না। কারন মা বাবা যে নিজের সন্তানের জন্য সব করতে পারে 🥺

বউদির হাতে যাদু আছে সেইটা আমরা সবাই জানি। বউদি যে অনেক সুন্দর রান্না করে তা দেখলেও বোঝা যায়। আমার মনে হয় আলু পোস্তর এই রেসিপি টি বুঝি আজকে আমি প্রথম দেখেছি। খেয়েছি কিন্ত রেসিপি বিশ্লষনের চিন্তা কেন জানি কখনোই মাথায় আসেনি। আজকে প্রথম দেখলাম। শিখতে পারলাম এক দারুন কিছু। অনেক অনেক ধন্যবাদ বউদি আমাদের সাথে এমন মজার কিছু শেয়ার করার জন্য। আর টিনটিন বাবুর জন্য রইলো এত্তগুলা ভালোবাসা।

দিদি আপনি একজন শিল্পী কারন রান্না করা একটা শৈল্পিক বিষয়। তবে সত্যি বলতে আমাদের দেশে আলু পোস্ত খাবার টি খুব একটা প্রচলন নেই। আমার মা মাঝে মধ্যে তৈরী করে আমি লুচি দিয়ে খাই। ভারতে খুবি প্রচলন আছে এই আলুপোস্ত। আপনার রেসিপি টি আমি রিস্টিম করে রাখলাম কারন আপনার রান্নার প্রক্রিয়া আরো বেশী সুন্দর মনে হয়েছে। ধন্যবাদ।

প্রথমেই আপনার রান্নার প্রশংসা না করলেই নয়। অনেক সুন্দর ভাবে রান্নার উপকরণ গুলো উপস্থাপন করেছেন। রান্নার নিয়ম গতানুগতিক ভাবে উপস্থাপন করেছেন এর আগে কখনো আলু পোস্ত খাওয়ায়নি। তবে এবার বাসায় রান্না করার চেষ্টা করব।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনার সেই আদরের কলিজার সন্তানকে সুস্থ রাখে।
আপনার প্রতি শুভকামনা রইল এবং আপনার সন্তানের প্রতি।

আমারও একটা ছোট ভাগ্নে আছে বাসায়। ওর কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল, তখন খালি কান্নাকাটি করতো দিনভর। এজন্য বাসায় একটি থমথমে পরিবেশ বিরাজ করতো। আসলে ছোট মানুষের কান্নাকাটি দেখে সবারই মনটা খারাপ হয়ে যায়। দোয়া করি যেন শীঘ্রই সুস্থ হয়ে উঠুক টিনটিন। আমি এখন পর্যন্ত আলু আলু পোস্ত খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে পরোটা বা লুচি বিয়ে খেতে দারুণ লাগবে। খুবই মজাদার মনে হচ্ছে রান্নাটি দেখে ।