"আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা - ১৫ "ট্যাঙ্গো ম্যাংগো জুস

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি "আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ। আজ আমি নতুন একটি জুস শেয়ার করবো। এই জুস টি আমি নিজের আইডিয়া দিয়ে তৈরি করেছি। আপনারা জানেন আমি নতুন নতুন খাবার তৈরি করতে পছন্দ করি। আমি বেশ কয়েকদিন ধরে ভাবছি নতুন একটি জুস তৈরি করবো। কিন্তু আমার ব্যাস্ততার জন্য সুযোগ হয়ে উঠছিলো না। তারপর অবশেষে গতকাল বিকালে তৈরি করেছি। এই জুস টির নাম দিয়েছে আপনাদের দাদা। কারণ আমি তৈরি করে কি নাম দিবো বুঝতে পারিনি।ঠিক তখনই আপনাদের দাদা নামকরন করেছে। এই আমি আগে কখনও তৈরি করিনি।

বেশ গরম পড়ছে তার উপর আবার রোজার মাস তাই এ সব মাথায় রেখে ভাবলাম যদি এই গরমে ঠান্ডা টক মিষ্টি ঝাল জুস হয় তাহলে তো কথাই নেই। আবার প্রতিযোগিতায় বলেছে গ্রীষ্মকালীন ফলের জুস তৈরি করতে হবে। এটি মাথায় রেখে আর আমার পছন্দের ফল দিয়ে তৈরি করেছি। এই জুস টি আমি তৈরি করেছি কাচা আম, পাকা আম ও তরমুজ দিয়ে। এখন সচরাচর কাচা আম ও তরমুজ বাজারে পাওয়া যাচ্ছে।আর কাচা আম আমাদের শরীরকে ঠান্ডা করে। কাচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কাচা আম দিয়ে প্রায়ই সবাই জুস ও শরবত তৈরি করে খেয়ে থাকি। তাই আমি একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করেছি। আর এই জুস টি খেতে অনেক টেস্টি হয়েছে। আমি নিজে তৈরি করে খেয়ে আমি নিজেই এই জুসের প্রেমে পড়ে গেছি।এতটাই টেস্টি হয়েছিলো। তাহলে চলুন শুরু করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে

IMG_20220413_163059.jpg

IMG_20220413_162951.jpg
উপকরণ:
১.কাচা আম - ১ টি
২. পাকা আম - ১ টি
৩. তরমুজ একটির অর্ধেক
৪. পুদিনা পাতা - ৭ টি
৫. লেবু - ১ টি
৬. ব্ল্যাক সল্ট - ১ চামচ
৭. চিনি - ৩ চামচ
৮. গোল মরিচের গুঁড়া - ১ চামচ

IMG_20220413_142405.jpg
তরমুজ

IMG_20220413_142259.jpg
চিনি, গোল মরিচের গুঁড়া ও ব্ল্যাক সল্ট

IMG_20220413_142227.jpg
কাচা আম, পাকা আম, লেবু ও পুদিনা পাতা
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কাচা আম পুড়িয়ে নেওয়ার জন্য গ্যাসের চুলার উপর একটা চাকতি বসিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিতে হবে। চাকরির উপর কাচা আম বসিয়ে দিতে হবে। এবার কাচা আম ভালো করে উল্টিয়ে উল্টিয়ে পোড়ায় নিতে হবে।দেখবেন আম পুরনো হয়ে গেলে আমটি নরম হয়ে যাবে। এবার আম চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে নিতে হবে।

IMG_20220413_142531.jpg

IMG_20220413_142553.jpg

IMG_20220413_142701.jpg

IMG_20220413_143640.jpg

IMG_20220413_143657.jpg

IMG_20220413_153229.jpg
২.আম ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিতে হবে। একই সাথে পাকা আমের ও খোসা ছাড়িয়ে নিতে হবে।

IMG_20220413_153432.jpg

৩. এবার কাচা আম ও পাকা আমের পাল্প বের করে নিতে হবে।এরপর তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার তরমুজ থেকে রস বের করে নিতে হবে।

IMG_20220413_153749.jpg

IMG_20220413_155537.jpg
৪. এবার কাচা আমের পাল্প ব্লেন্ডারে দিয়ে দিতে । একই সাথে ।একই সাথে কয়েকটি পুদিনা পাতা ,ব্লাক সল্ট ও চিনি দিয়ে দিতে হবে। এবার এক সাথে ব্লেন্ড করে নিতে হবে।

IMG_20220413_155732.jpg

IMG_20220413_155809.jpg
৫. ব্লেন্ড হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিতে হবে। এবার গোলমরিচের গুঁড়ো ও হাফ কাপ জল দিয়ে একটা চামচ দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে।

IMG_20220413_161124.jpg
৬. এবার গ্লাসে ঢেলে দিতে হবে। প্রথমে কাচা আমের জুস দিতে অর্ধেক এরপর পাকা আমের জুস দিতে হবে আর অর্ধেক সব শেষে তরমুজের জুস দিতে হবে।

IMG_20220413_161604.jpg

![IMG_20220413_161628.jpg](

IMG_20220413_161719.jpg

IMG_20220413_162102.jpg
৭. এবার সাজিয়ে নেওয়ার জন্য জুসের ভিতরে একটা পাইপ দিয়ে দিতে হবে। জুসের ভিতরে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিতে হবে। এবার একটা টুট পিকে তরমুজের টুকরো ঢুকিয়ে দিয়ে গ্লাসের উপর দিয়ে দিতে হবে। একই সাথে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিতে হবে।এবার গ্লাসের উপরে লেবু কেটে সাজিয়ে দিতে হবে। সেই সাথে জুসের ভিতরে লেবুর রস দিয়ে দিতে হবে।

IMG_20220413_162444.jpg

IMG_20220413_162512.jpg

IMG_20220413_162951.jpg

IMG_20220413_163059.jpg
এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল জুস। এটি আপনারা দুপুরে ও ইফতারের সময় ও পরিবেশন করতে পারেন। এই রকম ভাবে তৈরি করে কার ও সামনে দিলে সহজেই আপনি তার মন জয় করে নিতে পারবেন আমার মতো। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220413_162951.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

এই জুস টি খেতে অনেক টেস্টি হয়েছে। আমি নিজে তৈরি করে খেয়ে আমি নিজেই এই জুসের প্রেমে পড়ে গেছি।এতটাই টেস্টি হয়েছিলো।

নামটা শুনে চমকে উঠলাম ট্যাঙ্গো ম্যাংগো জুস। ইউনিক রেসিপি শেয়ার করেছেন বৌদি। বৌদি আপনি জুস তৈরি করে খেয়ে নিজেই প্রেমে পরে গেছেন যেনে ভিশন ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

নতুনত্বে ভরা একটি জুস এর রেসিপি। এভাবেও যে জুস বানিয়ে খাওয়া যায় এটা একদম ই জানা ছিলো না। অনেক ইউনিক একটি জুস বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন বৌদি। এই জুসটি বাসায় বানিয়ে খেতে হবে।
ধন্যবাদ আপনাকে বৌদি ইউনিক এই জুস বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালোবাসা ও শুভ কামনা রইলো।

প্রিয় বৌদি, আপনার তৈরি ট্যাঙ্গো ম্যাংগো জুসের নামকরণ করার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেননা উপকরণের সাথে দাদা যে নামটি দিয়েছে তা অত্যন্ত মানানসই একটি নাম। কি অসাধারণ নাম ট্যাঙ্গো ম্যাংগো জুস। আর এই জুস দেখেই বুঝতে পারছি খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে। খুবই সুস্বাদু করে তৈরি করেছেন এবং সেইসাথে পরিবেশনের জন্য যে ভাবে সাজিয়ে রেখেছেন তার কোন তুলনা হয় না। সব মিলিয়ে আপনার তৈরি ট্যাঙ্গো ম্যাংগো জুস অসাধারণ স্বাদের একটি জুস। মজাদার এই জুস তৈরি করে আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

বৌদি আপনার জুস তৈরির রেসিপি টি সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়েছে এবং আপনার উপস্থাপনায় জুস তৈরীর প্রক্রিয়া টি ও খুব সুন্দর লাগছে। আপনি জুস তৈরি করার জন্য কাঁচা আম ,পাকা আম এবং তরমুজ ইত্যাদি ব্যবহার করেছেন যা জুসটিকে অনেক সুস্বাদু করেছে। এই প্রচন্ড গরম আবার রমজান এর মধ্যে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

বৌদি এই জুসের রেসিপিটি আমার কাছে সত্যিই খুবই ইউনিক লাগলো। এটা তৈরি করার পদ্ধতি ও আমার কাছে খুব ইউনিক মনে হল। ইউনিক এর পাশাপাশি জুস গুলো দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আমি অবশ্যই এভাবে এই জুস টি বাসায় বানিয়ে খেয়ে দেখব। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি জুসের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

বাহ দারুন এক রিসিপি হয়েছে। কাচাঁ পাকা আমের সংমিশ্রণের।

জুসটি দেখেই আমি নিজেও এর প্রেমে পড়ে গেছি। এত সুন্দর দেখতে হয়েছে না কি আর বলবো আমি নিশ্চিত এই শরবতটি খেতেও খুব মজা হয়েছে। আর শরবতের নামটাও খুব সুন্দর দিয়েছে দাদা।

অনেকে অনেক ধরনের শরবত বানালেও আপনার শরবতটি সবথেকে ইউনিক লেগেছে আমার কাছে।

বৌদি, আপনার বানানো জুসের কালার টি অসাধারণ হয়েছে। আপনি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি জুস তৈরি করেছেন। এইরকম জুস আমি আগে কখনো দেখিনি। নামটাও ছিল একদম আনকমন। আপনি অনেক সুন্দর ভাবে জুস পরিবেশন করেছেন। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

  ·  3 years ago (edited)

আমি নিজে তৈরি করে খেয়ে আমি নিজেই এই জুসের প্রেমে পড়ে গেছি।

বৌদি অসাধারণ অসাধারণ অসাধারণ আপনি তো খেয়ে এর প্রেমে পড়েছেন আমি তো জাস্ট দেখেই প্রেমে পড়ে গেছি। খুব খেতে ইচ্ছে করছে বৌদি করছে বৌদি। ডেকোরেশন টা খুব সুন্দর ছিল। খুব সুন্দর হবে প্রথমে কাঁচা আম পরে পাকা আম পরে তরমুজ সুন্দর আপনি শরবত টি বানিয়েছেন। সব মিলিয়ে খুব ইউনিক একটা শরবতছিলো বৌদি। আমার কাছে বেশ ভালো লাগছে। আমিও একদিন বাসায় ট্রাই করে দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল।

আরে বাহ বাহ বাহ! কি দেখলাম আমি এটা, নামডা যেমন জোস ট্যাঙ্গো ম্যাংগো দেখতেও তেমনি জোস লাগছে, কালারটা সত্যি দারুণ হয়েছে। আশে পাশে হলে তো ঝাঁপ দিয়ে এক গ্লাস তুলে নিতাম আমি হি হি হি। দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন বৌদি। ধন্যবাদ

ট্যাঙ্গো ম্যাংগো জুস দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে আপনি খুবই ইউনিক জুস রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন। সত্যিই উপস্থাপন খুবই ভাল হয়েছে।যদি খেতে পারতাম ভালো লাগতো। শুভকামনা রইল আপনার জন্য।

বৌদি আপনি অনেক সুন্দর একটি মজার রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করা এই জুসের রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। আসলে কাঁচা পাকা আম ও তরমুজ দিয়ে এত সুন্দর একটি রেসিপি দেখে আমার অনেক ভালো লেগেছে। মন চাচ্ছে এখনই তৈরি করে ফেলি। বৌদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

ওয়াও বৌদি!
সত্যি বলি,আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে সবসময় দারুণ কিছুই সকলের সামনে আনেন।ভাবছি কতো স্বাদের হবে এই শরবত।

আপু দেখেই মনে হচ্ছে খেতপ খুব টেস্টি হয়েছে।প্রেমে তো পড়তেই হবে।রেসিপি দেখেই তো আমার ভালো লাগছে।প্রতিটি ধাপ আপু খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ।

বাহ্ বৌদি। আপনি তো শেষ সময়ে একদম কামাল করে দিলেন। এরকম ইউনিক শরবত আমি জীবনেও দেখিনি। খুবই লোভ লাগছে। একে তো রোজা আছি তারপরে রকম শরবত দেখে তৃষ্ণা টা বেড়ে গেল।

ওয়াও দাদা নামটি দিয়েছি সেটা আবার ট্যাঙ্গো ম্যাঙ্গো জুস। জুসের নামটা ইউনিক দিদি সেই সাথে জুসটাও ভালো ছিল। আপনি কাচা আম, পাকা আম আর তরমুজের সংমিশ্রণে খুব সুন্দর করে সহজভাবে বানিয়ে দেখিয়েছেন। খেতেও মজা হয়েছে। রোযার সময় ইফতারে এমন জুস খেলে প্রাণটায় যেন জুড়িয়ে যায়। ধন্যবাদ দিদি আপনাকে

বৌদি আপনার তৈরি ট্যাঙ্গো ম্যাংগো জুস নিঃসন্দেহে অনেক ভালো হয়েছে। আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে ট্যাঙ্গো ম্যাংগো জুসের রেসিপি শেয়ার করেছেন। রেসিপির সবগুলো ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। তরমুজ এবং কাঁচা ও পাকা আমের মিশ্রণে জুস আমার কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপনার ট্যাঙ্গো ম্যাংগো জুসের মধ্যে টক এবং মিষ্টি দুরকম টেস্ট পাওয়া যাবে বিষয়টা আমার কাছে অসাধারণ লাগছে। ট্যাঙ্গো ম্যাংগো জুসের রেসিপি আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাহ,অসাধারণ হয়েছে বৌদি জুসটি।এটি খুবই মজার খেতে ।তাছাড়া শরীরের জন্য খুবই উপকারী ও বটে।গরমের সময় যেকোনো জুস খুবই ভালো লাগে খেতে।আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন এটি।ধন্যবাদ বৌদি।

শরবতের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই বৌদি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি খুবই সুন্দর ভাবে একটি শরবত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার তৈরি করা শরবত যদি একবার খেয়ে দেখতে পারতাম তাহলে অনেক ভালো হতো।

একটি কারণে প্রতিনিয়ত কৃতজ্ঞতা জানাই যে ,সামনে থেকে আপনি আমাদেরকে যেভাবে সহানুভূতি এবং সাহস যুগিয়ে যাযাচ্ছেন বৌদি এটা সত্যিই অতুলনীয় ।আমরা কৃতজ্ঞ যে, আপনি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনার অংশগ্রহণ সবার থেকে আলাদা ছিল । ধন্যবাদ জানাচ্ছি, এই সুন্দর উপস্থাপনার জন্য এবং দেখেই মনে হচ্ছে যে , অনেক লোভনীয় ও স্যুস্বাদ যুক্ত হয়েছে জুসটি । শুভেচ্ছা রইল আপনার জন্য।

বৌদি দারুন একটা জুস রেসিপি । পাকা আম, কাচা আম, সাথে তরমোজ। একদম ভাবনার বাহিরে। দেখেয় মনে হচ্ছে লোভ সামলানো বারণ । ইউনিক একদম। ধন্যবাদ বৌদি।

আপনি ট্যাঙ্গো ম্যাংগো জুস অসাধারন ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি নিজে তৈরি করে খেয়ে আমি নিজেই এই জুসের প্রেমে পড়ে গেছি

আপু সরবতের পিক দেখেই যেকেউ এর প্রেমে পড়ে যাবে। সত্যি খুবই চমৎকার, আপনি যে সকল উপকরণ দিয়ে সরবতটি বানিয়েছেন তাতে যে কেউ এর জিব্বা দিয়ে এমনেই পানি পড়বে।

প্রিয় বৌদি আপনার তৈরি ট্যাংগো ম্যাংগো জুস দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছে। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন।আমি অসুস্থ থাকার কারণে আপনার পোস্ট পড়তে পারিনি বৌদি। হ্যাংআউট এ আপনার জুস তৈরি জুস নিয়ে শুভভাইয়া বলার পর পরই আপনার পোস্ট দেখতে চলে আসলাম সত্যি অসাধারণ একটি জুস তৈরি করেছেন অনেক প্রশংসনীয়। উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনার তৈরি জুস আমি বাসায় তৈরি করে খাবো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুভকামনা রইল প্রিয় বৌদি। ভালোবাসা নিবেন।
♥️♥️♥️♥️

বৌদি আপনার জুস দেখে লোভ সামলাতে পারছি না। এমন জুস খেতে দারুণ লাগে। আপনার জুসের কালার দেখতে অসাধারণ হয়েছে। এক গ্লাস এমন জুস খেতে পারলে মনে হয় শরীর ঠান্ডা হয়ে যাবে। আমি একদিন অবশ্য বাসায় তৈরি করে দেখবো। আপনার জন্য শুভকামনা রইল।

একদম ইউনিক একটি জুস এর রেসিপি শেয়ার করেছেন বৌদি। সত্যিই আপনি স্পেশাল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। আপনার কাছে অনেক কিছু শেখার রয়েছে। কিভাবে কোন কনটেস্টে পার্টিসিপেন্ট করতে হয় তা আপনাকে দেখেই শেখা যাবে।

বৌদি আপনি অনেক মজাদার একটি জুস তৈরি করেছেন। আপনার জুস তৈরি করার পদ্ধতি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে আপনার তৈরীর জুস দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এটা আমার কাছে নতুন একটি রেসিপি। আমিও একদিন বাসায় আপনার মতো করে তৈরি করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি জুস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।