সচেতনতা মুলক পোস্টsteemCreated with Sketch.

in hive-129948 •  3 years ago 

দুই বন্ধু ছিল (ম) ও (হ)। তারা দুইজন সব কাজ একে অপরকে জানিয়ে করত।,হটাত করে(ম) প্রেমে পরল ।আস্তে আস্তে তারা গভীর প্রেমে পরে গেল তারা দুজন দুজন কে ছাড়া কিছুই বুজত না ।এদিকে দুই বন্ধু মিলে ট্রেনিং করতেছিল কম্পিটার শেখার জন্য ।তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ফ্রিলান্সিং করবে । এদিকে তাদের ট্রেনিং যেমন এগচ্ছিল এদিকে (ম) এর প্রেম অ অনেক দূর এগোচ্ছিল।ট্রেনিং যখন শেয একাউন্ট খুলতে হবে ফাইবার এ ইনকাম করার জন্য সেখানে এন আইডি ,ছাড়া একাউন্ট ভেরিফিকেসন করা যায় না ।(হ) এর এন আইডি ছিল কিন্তু (ম)এর ছিল না । এদিকে তার প্রেম অনেক দূর এগিয়ে গেছিল । এদিকে তার এন আইডি না থাকায় সে সমস্যায় আছে ।পরে সে তার প্রেমিকার এন আইডি দিয়ে ভেরিফিকেসন করে । তার বন্ধু নিসেধ করলেও সে বলে তাকে তো একদিন বিয়ে করবেই সমস্যা নাই ।এরপর একাউন্ট খুলার কিছু দিন পর সে অনেক সফলতা অর্জন করে ।এদিকে তার প্রেমিকার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়ে যায় তাদের ব্রেকআপ হয়ে যায়। কিছুদিন পর যখন তার আইডি ভেরিফিকেসন চায় কিন্তু এন আইডি তো তার সাবেক প্রেমিকার ।এতে সে মহা বিপদে পরে যায় কারন তার ইনকামের প্রধান উৎস ছিল সেই ফাইবার একাউন্ট ।আর সে তার প্রেমিকার কাছে গেলে সে ভেরিফিকেসন দিতে চায় না অনেক জরাজরি করলেও মেয়েটি তাকে কোনভাবে সাহায্য না করার কথা বলে দেয় ।এতে(ম) দিশেহারা হয়ে যায় সে কোন রাস্তা না পেয়ে মেয়েটির বাবার সরনাপর্ণ হয় এরপর তার বাবা সহ অনেক চেষ্টা করে মেয়েটিকে রাজি করানো হয় তাকে সাহায্য করার জন্য।
এখান থেকে আমরা শিক্ষা গ্রহন করতে পারি গুরুত্ব পূর্ণ সকল বি্যয় বন্ধু বা প্রেমিকার নামে না খুলি কারন সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যেতে পারে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লিখাটি পড়ে ভালো লেগেছে।

তবে, কিছু দরকারী সাজেশন,

১.নো বেনিফিসিয়ারি, নো সাপোর্ট। বেনিফিসিয়ারি দেওয়ার নিয়ম কমিউনিটির পিন পোস্টে পাবেন।সেখান থেকে শিখে নিবেন।
২.পোস্টটি মাইক্রো পোস্টের মতো হয়ে গিয়েছে।পোস্টে লিখার পরিমাণ আরো বাড়াতে হবে।
৩.পোস্টের ট্যাগ ভুল করেছেন আপনি।পোস্টের ট্যাগ হবে পোস্ট সম্পর্কিয়।আপনি ইন্ট্রো পোস্ট করছেন না তাই এবিবি-ইন্ট্রো এই ট্যাগ দেওয়ার দরকার নেই।
৪.পোস্ট লিখার সময় কভার ফটো দেওয়ার চেষ্টা করবেন।

সব সমস্যা ক্লাসে উপস্থিত থাকলে সমাধান হয়ে যাবে।চিন্তা করার কিছু নেই।

okk tnx u

@tanzilislam আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পুনরায় স্বাগতম জানানো হচ্ছে। আপনি যদি আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভ ব্লগার হতে চান,
তাহলে কমিউনিটির Discord এ এসে লেভেল -১ এর ক্লাসে জয়েন হন। এই সুযোগ অল্প সময়ের জন্য চালু থাকবে। ধন্যবাদ আপনাকে।