সুস্বাদু ও মজাদার আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি//10% beneficiary @shy-fox এবং 5% abb-school

in hive-129948 •  3 years ago 

IMG_20220403_190843.jpg



২১ চৈত্র ১৪২৮
০২ রমজান ১৪৪৩


সোমবার,০৪ এপ্রিল ২০২২

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন। রমজান মাসের প্রতিটি দিনই অনেক সুন্দর ভাবে কেটে যায়। আজকের দিনটিও অনেক সুন্দর ভাবে কেটে গেল।

যাইহোক আজ আবারো আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মুরগির মাংসের রেসিপি। মুরগির মাংস পছন্দ করেন না এমন মানুষ নাই বললেই চলে। প্রায় সব মানুষ মুরগির মাংস নিজের পছন্দের তালিকায় প্রথম অবস্থানে রেখেছে।

চলুন তাহলে এখানে আর সময় না কাটিয়ে মুরগির মাংস রান্নার প্রয়োজনীয় উপকরণ এবং রন্ধন প্রক্রিয়া দেখে নেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

মুরগির মাংস১কেজি
দেশি আলু৭টি
লবণপরিমাণ মতো
তেল২কাপ
গরম মসলাপরিমাণ মতো
জিরা মসলাপরিমাণ মতো
ধনিয়া গুড়াপরিমাণ মতো
হলুদ গুঁড়াপরিমাণ মতো
লংকা গুড়াপরিমাণ মতো
পেঁয়াজ৪-৫টি
রসুন২টি
আদা১টুকরা

রন্ধন প্রক্রিয়া

ধাপ১

IMG_20220403_180047.jpgIMG_20220403_175941.jpg

প্রথম অবস্থায় আমি সুন্দরভাবে মুরগির মাংস ধুয়ে নিয়েছি এবং দেশি আলু চামড়া ছিলে চার ভাগে কেটে নিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ২

IMG_20220403_180007.jpgIMG_20220403_175952.jpg

এ ধাপে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে। তারপর আদা এবং রসুন বেটে নিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ৩

IMG_20220403_180221.jpgIMG_20220403_180237.jpg

এভাবে একটি করে নিয়েছি তারপর দুই বাটি তেল ঢেলে দিয়েছি। তেলুগুলো একটু গরম হয়ে গেলে সেখানে কুচি করা পেঁয়াজগুলো দিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ৪

IMG_20220403_180304.jpgIMG_20220403_180308.jpg

এই ধাপে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর রসুন বাটা দিয়েছি এবং আদাবাটা দিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ৫

IMG_20220403_180336.jpgIMG_20220403_180410.jpg

সবগুলোকে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি একটি চামচ দিয়ে। তারপর হলুদ গুঁড়ো পরিমাণমতো ও শুকনা মরিচ গুঁড়া পরিমাণমতো দিয়েছি। তারপর সব গুলোকে আবারো একত্রিত করে নিয়েছি ভালো করে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ৬

IMG_20220403_180538.jpg

এরপর ডের চামচ লবণ দিয়েছি।এই সময় গরম মসলা দিয়েছি। তারপর সব গুলোকে খুব সুন্দর ভাবে মিশ্রণ করে নিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ৭

IMG_20220403_180644.jpg

তারপর ধুয়ে রাখা মাংসগুলো সেখানে ঢেলে দেই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ৮

IMG_20220403_180723.jpg

এরপর একটি চামচ দিয়ে সবগুলো মাংস মসলার সঙ্গে মিশিয়ে নিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ৯

IMG_20220403_181315.jpg

তারপর মাংসগুলোকে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি। কড়াই এর নিচে যখন একটু দাগ লাগতে শুরু করেছিল তখন সামান্য পরিমান পানি দিয়ে আবার কষাতে শুরু করেছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ১০

IMG_20220403_181333.jpg

তারপর আলু দিয়েছি।আলু গুলো এখন দিয়েছি করণ দেশি আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে।তারপর সব গুলো ভালো ভাবে কষিয়ে নিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ১১

IMG_20220403_181558.jpg

মাংস ও আলু গুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমান মতো পানি দিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ১২

IMG_20220403_182043.jpg

এরপর ঢাকনা দিয়ে দিয়েছি।এই সময় ঢাকনা দিয়ে ৮-১০ মিনিট এর মতো রাখতে হবে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ১৩

IMG_20220403_182332.jpg

১০ মিনিট পর ঢাকনা খুলে দেখি পানি কমে গিয়েছে।এই সময় আমি ধুনিয়া গুঁড়া দিয়েছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ১৪

IMG_20220403_182047.jpg

তারপর আবার ঢাকনা দিয়েছি।ঝোলের পরিমানটা কমার জন্য।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধাপ১৫

IMG_20220403_184012.jpg

এবার মাংস রান্না সম্পূর্ণ হয়েছে।এখন আপনি যেমন ইচ্ছা তেমন করে পরিবেশন করতে পারেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

আশা করি আমার তৈরি মুরগির মাংসের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। রমজান মাসে সকলের মঙ্গল কামনা করে আমি আমার রেসিপি সংক্ষিপ্ত বর্ণনা এখানেই সমাপ্ত করছি।

1642853450490.jpg

💞ধন্যবাদ সবাইকে 💞


1642853450490.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM-1.gif

1642185090956.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলু দিয়ে মজাদার মুরগির মাংসের রেসিপি তৈরি করছেন ভাইয়া। আপনার তৈরি মুরগির মাংস রেসিপি দেখে জিভে জল চলে এলো। রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

এভাবে শুকিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে বেশ দারুন হয়। আপনার রান্না করা মুরগির মাংস গুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। আপনার উপস্থাপনা ও বেশ ভালো হয়েছে। এভাবে এগিয়ে চলেন ভাই আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন যেন এভাবেই কাজ করতে পারি আপনাদের মাঝে।

সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। দেখেই আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনার উপস্থাপন করেছেন। এত অসাধারন পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্যেও রইল শুভকামনা।

মুরগির মাংস খেতে আমি ভীষণ ভালোবাসি। আর সেই সুস্বাদু মুরগির মাংসের সাথে আপনি আলু দিয়ে রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে অনেক অনেক মজাদার হয়েছে। আর এই মজাদার রেসিপি আপনি খুব সুন্দর গুছিয়ে ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দরভাবে সম্পন্ন পোস্ট পড়ে সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এলো। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে সেই মাংসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনি আজকে আলু দিয়ে মজাদার মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন দেখতে খুব লোভনীয় লাগছে। আর খুব সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে মতামত প্রকাশ করার জন্য।

আপনার আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি টি খুবই চমৎকার হয়েছে। দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই আপনার রান্নার প্রণালী বোঝা যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।

সম্পুর্ন পোস্ট পড়ে এত সুন্দর ভাবে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে এই মজার রেসিপি তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দরভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য।

আলু দিয়ে মুরগির মাংস সত্যি আমার অনেক পছন্দের একটি খাবার। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

মুরগির মাংস আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আলু দিয়ে খুবই সুন্দর ভাবে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

আলু দিয়ে মুরগির রেসিপি টা খুব সুন্দর ছিল এবং খুব ভালো ভাবে উপস্থাপনের মাধ্যমে আপনি রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সুস্থ রাখে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা রইল। সবসময় ভাল ভাল কাজ উপহার দেবেন এই কামনা করি।

আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি অনেক সুস্বাদু হয়েছে দেখে মনে হচ্ছে ।আপনি খুব সুন্দর করে পুরো রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আলু না দিলে মুরগির মাংস খেতে ভালো লাগে না। অনেক ধন্যবাদ ভাইয়া রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন আপু আসলেই মুরগির মাংসের আলু না দিলে খেতে ভালো লাগেনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

আলু দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আপনি খুব লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইল।

সুস্বাদু ও মজাদার আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছেন ভাই। চমৎকার লাগল আপনার এই রেসিপি টি। দেখে সত্যি খেতে ইচ্ছে করছে ভাই।
চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল 💞💞

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।আপ্নার জন্যেও রইলো শুভকামনা।

মুরগি আমার ভীষণ পছন্দের একটা খাবার। আমি মনে করি আমার মতো সবারই মুরগি অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আলু মুরগি দিয়ে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি আলু মুরগির রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ওয়াও আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি মুরগির মাংস ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুরগির মাংসের মধ্যে আলু যোগ করলে এর স্বাদ কয় গুণে বেড়ে যায়। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি দারুন হয়েছে। দেখেই মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। কালারটাও বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করে আমাদের মাঝে আপনি অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরি করে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু রেসিপি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।