ডিজিটাল আর্ট// তুষারের ছাউনিতে ঢাকা বরফ এর পাহাড়//10% beneficiary @shy-fox এবং 5% beneficiary @abb-school

in hive-129948 •  3 years ago 

tajul 9.png

আজ রবিবার,২৭ মার্চ ২০২২



আসসালামু আলাইকুম

আমি তারেক রহমান। আমার ইউজার আইডি @tareq123।আমি বাংলাদেশের নাগরিক।

👋হ্যালো👋

বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম।

নিজের মত করে আজকেও ডিজিটাল আর্ট কাল্পনিকভাবে অংকন করার চেষ্টা করেছি। নিজের মত করে নিজের মনের মত রং ব্যবহার করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার তৈরি করা ডিজিটাল আর্ট টি। চলুন তাহলে শুরু করা যাক।

ধাপ১

tajul 1.PNG

প্রথম অবস্থায় আমি একটি সাদা ফাইল নিয়েছি।

ধাপ২

tajul 2.PNG

এরপর আমি pencil tool নিয়েছি।এটি নেওয়ার কারণ হলো পাহাড়ের কিছু চিত্র অঙ্কন করবো।তারপর ধীরে ধীরে পাহাড়ের প্রতিবিম্ব অংকন করেছি।যা দেখতে পারছেন।

ধাপ৩

tajul 3.PNG

প্রতিটি পাহাড় তৈরীর জন্য একটি করে layer নিয়েছিলাম। এরপর একটি একটি করে layer এর উপরে click করে পাহাড়ের রং পরিবর্তন করেছি।সবগুলো পাহাড়ে রং এর ব্যবহার শেষ হয়ে গেলে gradient tool নিয়েছিলাম।gradient tool নেওয়ার কারণ হলো এটি দিয়ে পাহাড়ের অংশকে একটু কালো ছাউনিতে ঢেকে দিবো।তারপর সুন্দর ভাবে এই tool এর ব্যাবহার করেছি।

ধাপ৪

tajul 4.PNG

পাহাড়ের সম্পূর্ণ কাজ শেষ করার পর আমি custom shape tool নিয়েছিলাম।এই tool নিয়েছি ক্রিসমাস গাছ নেওয়ার জন্য।ক্রিসমাস গাছ নিয়ে প্রথম পাহাড়ে ধীরে ধীরে গাছ বসিয়ে দিয়েছি।

ধাপ৫

tajul 5.PNG

একই ভাবে ২য় পাহাড়ে ক্রিসমাস গাছ বসিয়ে দিয়েছি।এই সব গুলো কাজের জন্য ১টি করে layer ব্যাবহার করা হয়েছে।

ধাপ৬

tajul 6.PNG

এরপর বরফ এর পাহাড়ের উপর একটি ঘর বসিয়ে দিয়েছি।যেন একটু অন্য রকম দেখা যায়।তারপর ধীরে ধীরে সবগুলো পাহাড়ের উপর ক্রিসমাস গাছ বসিয়ে দিয়েছি।

ধাপ৭

tajul 7.PNG

এরপর তুষারপাতের জন্য brush tool নিয়েছি। যেহেতু বরফের পাহাড়ের চিত্র অঙ্কন করেছি,তো তুষারপাতের বিষয়টি না থাকলে খারাপ দেখায়।তাই তুষার পরার চিত্র অঙ্কন করে দিয়েছে।

শেষ ধাপ

tajul 9.png

এই ধাপে আমার সম্পূর্ণ চিত্র টি তৈরি করা হয়ে গিয়েছে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

ধন্যবাদ

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি তো দেখছি ডিজিটাল আর একদম প্রফেশনাল ভাবে করেছেন। আপনার গ্রাফিক্সের কাজ গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। আপনি দারুণভাবে তুষার পড়া এই ডিজিটাল আর্ট টি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন এটি অনেক চমৎকার একটা বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

না ভাইয়া আমি প্রফেশনাল না।কাজ শিখতেছি ভালো ভাবে কিছু করার এবং আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার জন্য। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তুষার সামনে থেকে এরা বরফের পাহাড় এর দারুন একটি ডিজিটাল চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন তেমনি সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লাগলো শুভেচ্ছা রইলো

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

তুষারের ছাউনিতে ঢাকা বরফ এর পাহাড় শেয়ার করেছেন ভাই। চমৎকার লাগল আপনার এই ডিজিটাল অংকন টি। বরফের পাহাড় গুলো বেশ ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

আপনাকে অসংখ্য ধন্যবাদ।এতো সুন্দর মন্তব্য করার জন্য।

তুষার ছাউনিতে ঢাকা বরফের ডিজিটাল আর্ট দেখে মুগ্ধ হলাম। আপনি খুব দক্ষতার সাথে ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে তুলে ধরলেন। আমার কাছে ডিজিটাল আর্ট গুলো খুবই ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

তুষারের ছাউনিতে ঢাকা বরফ এর পাহাড় চিত্র টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিজিটাল আর্ট সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই তারপরও আমার ডিজিটাল আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যে ও রইল অনেক অনেক শুভকামনা।

অসাধারণ একটি দৃশ্য চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। তুষারের ছাউনিতে ঢাকা পাহাড়টি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যে ও রইল অনেক অনেক শুভকামনা।

বাহ দারুণ একটি ল্যান্ডস্কেপ আর্ট বানিয়েছেন ভাই। খুব ভালো হয়েছে আপনার আর্ট টি। টুল গুলোর ব্যবহার খুব সুন্দর ভাবে দেখিয়েছেন তাই অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

ধন্যবাদ। আপনার জন্যে ও রইলো অনেক অনেক শুভকামনা

ওয়াও! ভাই অসাধারণ, এক কথায় অসাধারণ। খুবই চমৎকার ভাবে আপনি তুষার চাউনিতে ঢাকা বরফের পাহাড় এর ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। এভাবে প্রতিনিয়ত আমাদের মাঝে ডিজিটাল আর্ট গুলো শেয়ার করে যাবেন এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য দোয়া রাখবেন যেন খুব ভালোভাবে কাজ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি

আমি তো প্রথমে ভেবেছিলাম কোন ডাউনলোড করা সিনারি। পরে দেখতে পাই না আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে এত সুন্দর একটি সিনারি বানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আশা করি সামনে আরও ক্রিয়েটিভ কাজ আপনার কাছ থেকে দেখতে পাবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য। দোয়া রাখবেন যেন ভালোভাবে কাজ করে আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করতে পারি।

ওয়াও ভাইয়া,আপনি তো খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তুষারের ছাউনিতে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য টি সত্যিই অসাধারণ হয়েছে।খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে এই ডিজিটাল আর্টটি আপনি সম্পন্ন করেছেন। ডিজিটাল আর্ট করার প্রতিটি ধাপ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,শুভকামনা রইল আপনার জন্য।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন ভাইয়া, তুষারে ঢাকা বরফের পাহাড়টি অনেক সুন্দর করে আর্ট করেছেন, দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম, অনেক সুন্দর করে উপস্থাপনাও করেছেন ভাইয়া , আপনকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ওয়াও ভাইয়া আপনার ডিজিটাল আর্ট দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন আপনি। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন টাও করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

তুষারে ঢাকা বরফের পাহাড় ডিজিটাল চিত্রাংকন দেখে অনেক অনেক ভালো লাগছে ভাইয়া। আপনার ডিজিটাল চিত্রাঙ্গনটি দেখে মনে হচ্ছে একদম বাস্তব। অনেক সুন্দর হয়েছে চিত্র অংকনটি। আমার অনেক ভালো লেগেছে।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার তুষারের ছাউনিতে ঢাকা বরফ এর পাহাড়ের ডিজিটাল আর্টি অনেক ভালো হয়েছে । দেখে মনে হচ্ছে স্বপ্নের মাঝে চলে গেলাম। কারণ এসব পাহাড়ি অঞ্চলে কোনদিন যাওয়া হয় নি। তবে ইচ্ছা আছে যাবো একদিন (ইনশাআল্লাহ)। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দোয়া করি আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা পূরন করে।ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

ওয়াও সুন্দর হয়েছে তো আপনার তৈরি করা ডিজিটাল আর্ট টি। তুষারের ছাউনীতে বরফে ঢাকা এলাকা অনেক সুন্দর লাগতেছে। উপস্থাপনাটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ ভিন্ন ধরনের একটা ডিজিটাল আর্ট ছিল। আমাদের কপালে না থাকায় কখনো বরফপাত দেখিনি সরাসরি তবে টিভিতে অনেক দেখছি। পাহাড়ে বরফপাত এর দৃশ্যের ডিজিটাল আর্টটা দারুণ করেছেন ভাই। প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা।।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্যে ও রইলো শভকামনা।

আপনার ডিজিটাল আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্যে ও রইল অনেক অনেক সুভকামনা।

খুব সুন্দর একটা ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। আপনাদের ডিজিটাল আর্ট টি অসাধারণ লাগছে। আপনি খুবই সুন্দর করে তুষারের ছাউনিতে ঢাকা বরফের পাহাড় চিত্র অঙ্কন করেছেন। অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে

এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ওয়াও ভাইয়া অনেক সুন্দর ছিল আপনার ডিজিটাল আর্ট টি। তুষারে ঢেকে যাওয়া বরফের পাহাড় সত্যি দেখতে অনেক‌ চমৎকার লাগছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে ডিজিটাল আর্ট// তুষারের ছাউনিতে ঢাকা বরফ এর পাহাড় অংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

দোয়া রাখবেন ভাইয়া যেন আপনাদের মাঝে ভালো বিষয় উপস্থাপন করতে পরি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর হয়েছে আপনার ডিজিটাল আর্ট টি। অনেক সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্য গুলো। আপনার জন্য শুভকামনা রইলো।

আপনাকে অনেক ধন্যবাদ

ভাইয়া, আপনি নিজের মতো করে কাল্পনিকভাবে খুবই চমৎকার একটি ডিজিটাল আর্ট তৈরি করেছেন। তুষারের ছাউনিতে ঢাকা বরফের পাহাড় ডিজিটাল আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর গুছিয়ে ডিজিটাল আর্টটিকে উপস্থাপন করেছেন। এজন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তুষারের ছাউনিতে ঢাকা পাহাড়ের এই দৃশ্যটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম একটি অংকন দেখে। এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার ডিজিটাল আর্ট খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে তুষারের ছাউনিতে ঢাকা বরফ এর পাহাড় আর্ট করেছেন। আমরা তো খুব ভালো লেগেছে। এত সুন্দর আর্ট আমাদের আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্যে ও রইল অনেক শুভকামনা।

ভাইয়া আপনার ডিজিটাল আর্ট টি অনেক সুন্দর হয়েছে।অনেক ভালো লাগলো ।আপনার আর্ট এর প্রসেস গুলো অনেক সুন্দর করে উল্লেখ করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য

  ·  3 years ago (edited)

আপনাকে অনেক ধন্যবাদ