ডিজিটাল আর্ট //জোছনা রাতের অপরূপ দৃশ্য// 10% beneficiary @ shy-fox এবং 5% beneficiary @abb-school

in hive-129948 •  3 years ago 

tareq-Recovered-Recovered.png



২০ চৈত্র ১৪২৮
০১ রমজান ১৪৪৩


রবিবার,০৩ এপ্রিল ২০২২

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই রমজান এর শুভেচ্ছা।আসা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি।আজ আবারো আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অনেক ভালো লাগছে।আমার ফাইনাল পরীক্ষা চলার কারনে আপনাদের মাঝে আসতে পারছি না।ইনশাল্লাহ,আমি চেষ্ঠা করবো আপনাদের মাঝে প্রতিদিন আশার জন্য।আর দোয়া করবেন যেনো ভালো ভাবে ফাইনাল পরীক্ষা শেষ করতে পারি।

যাইহক,আজ আবারো আপনাদের মাঝে ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম।আজ সকাল ১১টা, পরিক্ষা শেষ করে বাসা এসে ঘুমিয়ে পরি।ঘুম ভেঙ্গেছে প্রায় দুপুর ২ঃ৩০ মিনিটে।শরীরটা অনেক কেলান্ত ছিল। তারপর চিন্তা করলাম ৪ দিন থেকে আমার বাংলা ব্লগ এ পোষ্ট করা হয়নি,আজ করতে হবে।তার পর বসে পরলাম ডিজিটাল আর্ট করার জন্য।আমি যে আর্ট টি করেছি সেটি কোন প্রিপারেশন ছাড়া অংকন। আশা করি আমার তৈরি আর্ট টি ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

ধাপ১

art 1.PNG

প্রথম অবস্থায় আমি একটি সাদা ফাইল নিয়েছি

ধাপ২

art 2.PNG

এরপর ফাইলের ব্যাকগ্রাউন্ড এর রং(Gradient tool)দিয়ে নিজের মনের মতো করে নিয়েছি।আর এমন একটি রং নিয়েছি যেনো ডিজিটাল আর্ট টি সুন্দর দেখা যায়।

ধাপ৩

art 3.PNG

এরপর আমি(Pencil tool) নিয়েছি।তারপর ভূমি তৈরি করার জন্য একটি দাগ কেটে নিয়েছি।তারপর (Freeform pen tool) নিয়েছি এবং দাগ কাটা অংশটিকে আবদ্ধ করে নিয়েছি।তারপর(Gradient tool) দিয়ে সবুজ রঙ করে দিয়েছি।

ধাপ৪

art 4.PNG

এবার ভুমির উপর গাছ বসানোর জন্য (Custom shape tool)থেকে একটি গাছের সেফ নিয়েছি এবং বসিয়ে দিয়েছি।

ধাপ৫

art 6.PNG

এই ধাপে চাঁদ তৈরি করে নেওয়ার জন্য (Ellipse tool) দিয়ে একটি বৃত্ত তৈরি করে নিয়েছি।তারপর ঠিক গাছের উপর বসিয়ে দিয়েছি।গাছের আড়াল দিয়ে চাঁদের জোছনা দেখতে অনেক ভালো লাগে তাই এটি আমি নিজের মনের মতো করে বসিয়ে দিয়েছি।

ধাপ৬

art 7.PNG

এই ধাপে আরও একটি গাছ নিয়েছি সৌন্দর্য বাড়ানোর জন্য।

ধাপ৭

art 9.PNG

এই ধাপে জোছনা রাতের আকাশে তারা বসিয়ে দিয়েছি।এরপর কালো মেঘ এর কিছু অংশ দিয়েছি।তারপর একটি সাইকেল বসিয়ে দিয়েছি।

ধাপ৮

art 10.PNG

এই ধাপে দুইটি মানুষের প্রতিবিম্ব নিয়েছি।

শেষ ধাপ

tareq-Recovered-Recovered.png

এই ধাপে আমার ডিজিটাল আর্ট টি সম্পূর্ণ হয়।

আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার তৈরি ডিজিটাল আর্ট টি।সবাই ভালো থাকবেন সুস্থা থাকবেন।সকলের মঙ্গল কামনা করে আমি আমার ডিজিটাল আর্ট এর বর্ণনা এখানেই সমাপ্তি করছি।আল্লাহ হাফজ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt9prwpfixV9jD5M85Ei6oiWnG42EMKYXRZE8jfcMYe62uXh3Do97He6YjiJXGSUYa4yS9ATECD48A23GWePQ3tVrQ4s2LT5oxnvFE7DNMEx4BY.png

ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt9prwpfixV9jD5M85Ei6oiWnG42EMKYXRZE8jfcMYe62uXh3Do97He6YjiJXGSUYa4yS9ATECD48A23GWePQ3tVrQ4s2LT5oxnvFE7DNMEx4BY.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি অনেক অসাধারণ একটি জোসনা রাতের অপরূপ দৃশ্য ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক পছন্দ করি ডিজিটাল আর্ট দেখতে। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে আপনি একটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি জোসনা রাতের অপরূপ দৃশ্য এর ডিজিটাল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্য ধন্যবাদ এতো সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে জোছনা রাতের অপরূপ দৃশ্য ডিজিটাল আর্ট করছেন। দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

এ ধরনের ডিজিটাল আর্ট গুলো দেখতে আমার খুবই চমৎকার লাগে। বর্তমানের সবাই খুব সুন্দর সুন্দর ডিজিটাল রাগ করতেছে। এত অসাধারন একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

আপনি জ্যোৎস্নারাতে এমন সবুজ কালার কেন ব্যবহার করলেন সেটা বুঝতে পারছি না। তবে আপনার ডিজিটাল আর্টটি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আমি সবুজ রং অনেক পছন্দ করি।তাই সবুজ রং দিয়ে আমার মনের মতো করে তৈরি করেছি ডিজিটাল আরট।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

জোসনা রাতের খুবই সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন আপনি। বিশেষ করে সাইকেল নিয়ে দুজন দাঁড়িয়ে থাকার দৃশ্যটি আমার কাছে বেশি ভালো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া জ্যোৎস্না রাতের খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার তো দেখে ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

তারা ভরা আকাশে ফুটফুটে জোসনা নিচে সবুজ পরিবেশ খুবই সুন্দর একটি চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে ধাপগুলো সুন্দর উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

জোছনা রাতের অপরূপ দৃশ্যের ডিজিটাল পেইন্টিং টি দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি তেমন একটা ডিজিটাল পেইন্টিং করতে পারিনা। তবে আপনাদের পেইন্টিং দেখে অনেক কিছু শিখতে পারছি। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া চেষ্ঠা করবেন অবশ্যই পাবেন।আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি জোছনা রাতের দৃশ্যটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনেকেও অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া।

জোসনা রাতে অপরূপ দৃশ্যের অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে দুই বন্ধুর দাঁড়িয়ে থাকা দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে অঙ্কন পর্বটি উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার ভিজিটার জোছনা রাতের অপরূপ দৃশ্য পেইন্টিং টি অত্যান্ত দুর্দান্ত হয়েছে। দেখে আমার কাছে খুব ভালো লেগেছে।এক কথায় অসাধারণ। এতো সুন্দর আট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ।

ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুবই সুন্দর ভাবে জোসনা রাতের একটি দৃশ্য অঙ্কন করতে সক্ষম হয়েছেন ভাইয়া। চিত্রটিতে আপনি খুবই সুন্দরভাবে চাঁদ তারা এবং দুজন মানুষের দাঁড়িয়ে থাকা দৃশ্য অঙ্কন করতে সক্ষম হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।