সুস্বাদু ও মজাদার মুরগির মাংসের রেসিপি// 10% beneficiary @shy-fox এবং 5% @abb-school

in hive-129948 •  3 years ago 

IMG_20220410_195631.jpg

সোমবার,১১ এপ্রিল ২০২২



২৮ চৈত্র ১৪২৮
০৯রমজান ১৪৪৩


আমি তারেক রহমান।আমার ইউজার আইডি @tareq123

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই রামাদান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন।আশা‌করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

গতো চারদিন থেকে আমি আপনাদের মাঝে আসতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে।আজ একটু সুস্থ বোধ করছি যার কারনে আপনাদের মাঝে হাজির হতে পারলাম,এতে করে আমি অনেক খুশি হয়েছি।যাইহোক,আজ আবারো আপনাদের মাঝে নতুন ভাবে তৈরি করা মুরগির মাংসের রেসিপি ভাগাভাগি করতে আসলাম।

মুরগির মাংস সবাই পছন্দ করে। মুরগির মাংস যতো ভালো করে রান্না করা যায় এর স্বাদ ততোটাই মজাদার হয়ে থাকে।তাই আজ ভিন্ন ভাবে মুরগির মাংস রান্না করে আপনাদের মাঝে নিয়ে আসলাম।চলুন তাহলে মূল অংশে ফিরে যাই।

প্রয়োজনীয় উপকরণ

মুরগির মাংস১কেজি
পেঁয়াজ৫টি
আদা১টুকরা
রসুন২টি
তেল২বাটি
মরিচ গুঁড়াপরিমাণ মতো
হলুদ গুঁড়াপরিমাণ মতো
জিরা বাটাপরিমাণ মতো
লবণপরিমান মতো

👩‍🍳রন্ধন প্রক্রিয়া👩‍🍳

ধাপ১

IMG_20220410_190810.jpg

প্রথম অবস্থায় মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি।

1641402500107.jpg

ধাপ২

IMG_20220410_190751.jpgIMG_20220410_190747.jpg
তারপর পরিমান মত রসুন,আদা ও জিরা মসলা বেটে নিয়েছি।তারপর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি।

1641402500107.jpg

ধাপ৩

IMG_20220410_190848.jpgIMG_20220410_190954.jpg
এরপর একটি পরিষ্কার কড়াই নিয়েছি এবং সেখানে ২কাপ তেল ঢেলে দিয়েছি।তারপর কুচি করা পেঁয়াজগুলো দিয়েছি গরম তেলের উপর।

1641402500107.jpg

ধাপ৪

IMG_20220410_190959.jpgIMG_20220410_191006.jpg
এরপর একটি একটি করে বেটে রাখা রসুন ও আদা বাটা দিয়েছি।

1641402500107.jpg

ধাপ৫

IMG_20220410_191013.jpgIMG_20220410_191239.jpg
তারপর জিরা বাটা দিয়েছি।এরপর ভালো করে সব গুলোকে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। সবগুলো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি এবং সেগুলোকেও একত্রে মিশিয়ে নিয়েছি।

1641402500107.jpg

ধাপ৬

IMG_20220410_191619.jpgIMG_20220410_191848.jpg
এরপর ডের চামচ মরিচ গুঁড়া দিয়েছি।আপনারা আপনাদের চাহিদা মতো দিতে পারেন।এরপর আমি লবণ দিয়েছি ২চামচ।তারপর আবার সেগুলোকে মিশিয়ে নিয়েছি।

1641402500107.jpg

ধাপ৭

IMG_20220410_192110.jpgIMG_20220410_192149.jpg
তারপর ধুয়ে রাখা মুরগির মাংস গুলো দিয়েছি।একটি চামচ নিয়ে মাংস গুলোকে ভালো করে মসলা গুলোর সাথে মিশিয়ে দিয়েছি।

1641402500107.jpg

ধাপ৮

IMG_20220410_193403.jpg

চুলার তাপ বাড়িয়ে দিয়ে মাংস গুলোকে কষাতে শুরু করেছি।প্রায় ২০ মিনিটের মতো কষিয়ে নিয়েছি।এরপর মাংসের ঝোল কমিয়ে আসলে কষানো বন্ধ করে দেই।

1641402500107.jpg

ধাপ৯

IMG_20220410_193814.jpg

তারপর পরিমান মতো পানি দিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য।

1641402500107.jpg

ধাপ১০

IMG_20220410_193821.jpg

তারপর ঢাকনা দিয়ে দিয়েছি।এই অবস্থায় ১০ মিনিট রেখেছিলাম।

1641402500107.jpg

ধাপ১১

IMG_20220410_195002.jpg

১০ মিনিট পর মাংস গুলো সিদ্ধ হয়ে গিয়েছে।আমি যে পরিমান ঝোল রাখতে চেয়েছিলাম সে পরিমাণ ঝোল হয়ে গিয়েছে।তারপর আমি চুলা বন্ধ করে দিয়েছি।

1641402500107.jpg

ধাপ১২

IMG_20220410_195628.jpg

তারপর একটি পরিষ্কার বাটিতে মাংস গুলো পরিবেশনের জন্য তুলে নিয়েছি।

1641402500107.jpg

আশা করি ভিন্ন ভাবে আমার তৈরি করা মুরগির মাংস আপনাদের অনেক ভালো লেগেছে।আপনারা চাইলে সময় নিয়ে এভাবে সুন্দর করে রেসিপিটি তৈরি করে এর মজাদার স্বাদ উপভোগ করতে পারেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

1642853450490.jpg

💞ধন্যবাদ 💞


1642853450490.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

1642185090956.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই সহজ পদ্ধতিতে আমাদের মাঝে মুরগির মাংস তৈরি করার রেসিপি শেয়ার করেছেন ভাই। মুরগির মাংস খেতে আসলে খুব ভালো লাগে। আপনার রান্নাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর কালার টা খুব সুন্দর হয়েছে

আপনি প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে পাসে থাকেন।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাসে থাকার জন্য।

মুরগির মাংসের রেসিপি আমার খুবই পছন্দের। আমি সপ্তাহে প্রায় ৩ দিন মুরগির মাংস খাই। আসপনার রেসিপি দিকে তাকিকেই আমার পছন্দ হয়েছে। কালার দেখার মতো ছিলো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

দেখেই অনেক লোভ লেগে যাইতেছে ভাইয়া, সত্যি আপনি অনেক সুন্দর করে মুরগির মাংস রান্না করেছেন, এবং রান্নার উপকরণ গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, আর ভাইয়া লোভ যখন লেগেই গেছে দু এক পিস পার্সেল করে দিয়ে পাঠিয়ে শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

আপনার মন্তব্য শুনে আমার অনেক হাসি পেলো ভাইয়া।এখন মনে হচ্ছে আপনাকে দাওয়াত করে খাওয়াতে হয়।যাই হক এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপানাকে অনেক ধন্যবাদ।আপনার জন্য রইল শুভকামনা

মুরগির মাংস আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ছবিটা দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় একটা রেসিপি। মনে হচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে ভাইয়া ।আপনাকে ধন্যবাদ মুরগির মাংসের রেসিপি টা থাকবে তবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।আপনার জন্যেও রইলো শুভকামনা।

মুরগির কথা শুনেই তো ভাই জিবে জলে ভরে গেল।এতো দারুন রেসিপি করেছেন খুব লভনীয় ছিল।বেশ গুছিয়ে আপনি উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি অনেক সুন্দর ভাবে সুস্বাদু ও মজাদার মুরগি রান্নার রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে রেসিপি তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

আপনার জন্য শুভকামনা রইল

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন আপনাকে অনেক ধন্যবাদ।আপনার জন্যেও রইল শুভকামনা।

ভাইয়া আপনার মুরগির মাংসের রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। যেহেতু কালার সুন্দর হয়েছে তার মানে খেতেও অনেক মজাদার ছিল। প্রতিটা ধাপে ধাপে আপনি অনেক সুন্দর ভাবে মুরগির মাংস রান্নার পদ্ধতি বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

জি আপু খেতে অনেক মজাদার ছিল।আপনাকে অনে ধন্যবাদ সম্পূর্ণ পোস্ট পরে সুন্দর মন্তব্য করার জন্য।

সুস্বাদু মজাদার মুরগির মাংস রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। তবে রোজা আছি তাই খেতে পারলামনা। ইফতারের সময় খেয়ে নেব। মজা করলাম শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে মতামত প্রকাশ করার জন্য।

বাহ সুন্দর একটি রেসিপি। মুরগির মাংস আমার অনেক পছন্দের একটি খাবার। মুরগির মাংসের রেসিপি টা ভালো তৈরি করেছেন। রেসিপির প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে ভালো একটি রেসিপি দেখলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

সম্পূর্ণ পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার রেসিপি দেখে তো সঙ্গে সঙ্গে আমার জিভে জল চলে এসেছে ভাইয়া। আপনি অনেক অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে মুরগির মাংসের রেসিপি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপানার জন্যেও রইল শুভকামনা।

আপনি খুব সুন্দর করে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন। মুরগির মাংস রেসিপি খুবই অসাধারণ হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া ধাপসমূহঃ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই দুর্দান্ত হয়েছে । এত অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।আপনার জন্যেও রইল শুভকামনা।

আপনার মুরগির মাংস রেসিপি টা অনেক সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার মুরগির মাংস রেসিপি লোভনীয় এত সুন্দর ভাবে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

আপ্নাকে অনেকধন্যবাদ সুন্দর মন্তব্য অরার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

ওয়াও দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং মজাদার। রেসিপিটি দেখে মনে হচ্ছে একটু ঝাল ঝাল হয়েছে। আমার কাছে আবার ঝাল ঝাল রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। ঝাল ছাড়া কোনো রান্না দেখতে ভালো দেখায় না। আপনার রেসিপিটি প্রথমেই দেখে মনে হচ্ছিল অনেক বেশি টেস্টি হয়েছে। এত সুন্দর ভাবে মুরগির মাংসের রান্না করেছেন একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।জি আপু একটু ঝাল বেশি দিয়েছিলাম।আর ঝাল খেতে অনেক ভালো লাগে।

আপনার সুস্বাদু ও মজাদার মুরগির মাংসের রেসিপি অনেক সুন্দর হয়েছে। মুরগির মাংস খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা খুবই পছন্দনীয় খাবার ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাক অনেক ধন্যবাদ।

আপনি অনেক মজাদার একটি মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুরগির মাংস আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আপনার এই মুরগির মাংসের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি মুরগির মাংসের রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

আপনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

লোভনীয় ভাবে মুরগির মাংস ভুনা রেসিপি আমাদের মধ্যে উপস্থাপন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল আমি তো লোভ সামলাতে পারছিনা

সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

মুরগির মাংস ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে।। যদি একটু ঝাল বেশি দেওয়া হয় তাহলে এর টেস্ট আরো বেড়ে যায় ।।আপনি খুবই সুন্দর ভাবে মুরগির মাংস ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ।।
শুভকামনা রইল আপনার জন্য।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।আপানার জন্যেও রইলো শুভকামনা।

আপনি সুস্বাদু ও মজাদার মুরগির মাংসের রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

ওয়াও আপনি মুরগির মাংস অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে জিভে পানি চলে আসলো। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আমি যে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। মুরগির মাংসের রেসিপি সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তৈরি করার রেসিপি এটি দেখে কোন ভাবে লোভ সামলাতে পারছিলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গঠন মূলক মন্তব্য করার জন্য।