প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।
আজ ক্যালিওগ্রাফি আর্ট-এর ওপর একটি বিশেষ পোস্ট করলাম। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে!" গানটির এই কোট-লাইন ব্যবহার করে।
রবি ঠাকুরের এই গান মানুষের হৃদয়ে গেঁথে আছে গানটির নিজস্ব গুণের জন্য। এই গানটিতে রবি ঠাকুর মানবজাতিকে একলা চলার বার্তা দিয়েছেন। মানুষ মূলত ভ্রান্ত হয়ে পড়ে অপরের ভরসা করে। এর ফলে মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে জীবনে। ফলস্বরূপ জীবনে নেমে আসে বিরাট অশান্তি। গানটি মানুষকে তার পথ চলার উপদেশ দিয়েছে খুবই সুন্দর ভাবে। যদি কাউকে ডেকে না পাওয়া যায় তবে থেমে থাকা বা নিজের উদ্দেশ্যকে থামিয়ে দেওয়া কোন ভাবে কাম্য নয়। রবি ঠাকুর এই গানের মধ্যে মূলত এই কথাটিকে মুখ্য ভাবে বলতে চেয়েছেন যা দীর্ঘ জীবনে চলার পথে অমৃতের মত একটি বাণী। যদি উদ্দেশ্য সঠিক হয় তবে সেই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনে একাই যেতে হবে সে পথ যেমনই দুর্গম হোক না কেন। কেউ সাথে যেতে না চাইলে একাই হেঁটে যাওয়ায় একজন বুদ্ধিমান মানুষের কাজ হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশেষ গানের লাইনটি নিয়ে আজকের ক্যালিওগ্রাফি আর্ট অঙ্কন করার চেষ্টা করলাম।
কেমন হয়েছে আপনারা জানাবেন। মন্তব্যের অপেক্ষায় রইলাম।
উপকরণসমূহ
১. সাদা আর্ট পেজ
২. তুলি
৩. কালো ও নীল জল রং
৪. ব্ল্যাক স্কেচ পেন
৫. জল
অঙ্কন শুরু করার প্রাক-মুহূর্ত।
ব্যাকগ্রাউন্ড অঙ্কন করার জন্য নীল রং জলে দিয়ে খুব হালকা ভাবে কালার করতে শুরু করলাম। এখানে ব্যাকগ্রাউন্ড আকাশ তাই আকাশ অঙ্কন করা শুরু করলাম।
হালকা নীল রঙের পুরো পেজটা প্রথমে রাঙিয়ে তুললাম।
প্রথম রঙের প্রলেপটা শুকিয়ে গেলে আবার আরেকটি প্রলেপ দিলাম যাতে আকাশের রং কিছুটা ডিপ হয়।
এখানে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে এক নিঃসঙ্গ মানুষকে আঁকার চেষ্টা করছি।
স্কেচ পেন দিয়ে মানুষটি আঁকা সম্পূর্ণ হয়েছে এবার ধীরে ধীরে রাস্তা অংকনের চেষ্টা শুরু করলাম।
রাস্তাটি কালো জল রং দিয়ে অঙ্কন করে ফেললাম।
নিঃসঙ্গ মানুষ ও রাস্তা অঙ্কন সম্পন্ন হয়ে গেল।
এবার ক্যালিওগ্রাফি আর্ট শুরু করলাম।
ক্যালিওগ্রাফি আর্ট এর নিজের লাইনটি মিনি করলাম যাতে দেখতে ভালো লাগে।
এবার উপরের লেখাটি একটু বোল্ড করলাম, যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়।
ক্যালিওগ্রাফিটি আর্টটি সম্পন্ন হয়ে গেছে।
ক্যামেরা - iQOO 9se
মডেল - 12019
ফোকাস লেংথ - 35mm
আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন কিছু কাজ নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
হ্যাঁ রবি ঠাকুর মানুষের জন্য অর্থাৎ মানবজাতির জন্য খুব সুন্দর সুন্দর বার্তা দিয়ে গেছেন। যাই হোক খুব সুন্দর ক্যালিওগ্রাফি করেছেন আপনি ভাইয়া। আমিও ভাবছি একদিন ক্যালিগ্রাফি করব। কিন্তু এর আগের কোন অভিজ্ঞতা নেই। তবে চেষ্টা করব। আর যে কথা না বললেই নয় আপনার হাতের লেখা আসলেই অসাধারণ। পিছনের ব্যাকগ্রাউন্ড এবং একজন মানুষ একে আপনি লেখাটির যথার্থ তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করুন। নিশ্চয় ভালো হবে। আমিও যে খুব ভালো করেছি তা নয়। ধন্যবাদ আপনাকে সুগঠিত মন্তব্য প্রদানের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্যালিগ্রাফি করার জন্য সর্বপ্রথম শব্দ বা কথা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার লেখা লাইনটি যেমন ভালো লেগেছে তেমনি সাজানো-গোছানো একটি ক্যালিগ্রাফি উপহার দিয়েছেন। জলরঙের হালকা ব্যবহার করাতে দেখতে ভালো লাগছে। হালকা নীল রঙের মাঝে আপনার করা ক্যালিগ্রাফিটি যেন আরো বেশি পূর্ণতা পেয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ক্যালিওগ্রাফি আর্ট টি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে সংগে রবিন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন টিও। আর্ট করতে আমারো খুব ভালো লাগে। আপনি ক্যালিওগ্রাফি আর্ট টির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাস্ট একটা পোস্ট আপনার কবিতা পড়েছি। আর এইবার আপনার হাতে আঁকা অনিন্দ্য সুন্দর ক্যালিওগ্রাফি আর্ট দেখলাম। সত্যিই খুব সুন্দর হয়েছে প্রশংসার দাবিদার আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর ভাবে ক্যালিগ্রাফির মাধ্যমে কয়েকটি শব্দ একত্রিত করে লিখেছেন। সুন্দর ভাবে লেখার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit