প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।
আজ একটি কবিতা লিখলাম। কবিতাটির নাম- 'শরতে তুমি'। কোন এক সময়ের ভীষণ ভালোলাগা প্রিয়জন স্বপ্নের মত যে এসেছিল এবং স্বপ্নের মতোই যার চলে যাওয়া, এমনই একজন মানুষকে ঘিরেই আজকের কবিতা।এমন প্রিয় মানুষ সকলের জীবনেই বোধহয় থাকে। মানুষটিকে হয়তো পাওয়া যায় না, কিন্তু তার শুভ্র স্নিগ্ধতা নিজেকে মাঝে মাঝে ভীষণ আবেগ প্রবন করে তোলে। এই কবিতায় তেমনি এক প্রিয় মানুষের কথা বর্ণনা করা হয়েছে, যেখানে সে হয়তো বর্তমানে নেই, তবে তার উপস্থিতি নদীর ধারে শরতের বিকেলে কাশফুলের শুভ্রতায় এবং আকাশের নীলের নিদারুণ সৌন্দর্যের মাঝে পাওয়া যায়। আসলে এই ধরনের মানুষ প্রকৃতির মতোই সুন্দর। এরা যেন সুন্দর কিছু অনুভূতি দেওয়ার জন্যে জীবনে আসে। ভালো কিছু অনুভূতি, স্মৃতি দিয়ে আবার প্রকৃতির মাঝে বিলীন হয়ে যায়।
নির্জন বিকেলের মাঠে যেখানে মৃদু চঞ্চল নদী বয়ে যাচ্ছে। নদীর মিঠে হাওয়া হৃদয় অব্দি চলে যায়। যেখানে শরতের সুনীল আকাশ ছেঁড়া ছেঁড়া সাদা মেঘগুলোকে ইতি উতি খেলে নিয়ে বেড়ায়। তারই মাঝে এই প্রিয়তমার উপস্থিতি বর্তমান বলেই মনে হয়। যেখানে ঘাসে ভরা সবুজ উঁচু ঢিপিটির ওপর বসলে যখন শুনতে পায় আকাশ থেকে ভেসে গান কানের কাছে বেজে উঠলে মনে হয়, এই বুঝি প্রিয়তমা পাশেই বসে রয়েছে!
আসলে প্রকৃতির সৌন্দর্যে মানুষ সর্বদাই বিভোর হয়ে ওঠে। প্রকৃতির সৌন্দর্যের কাছে একেবারে উজাড় করে দেয় নিজের সমস্ত মন। তাই এমন উতলা আবেগপ্রবন হয়ে ওঠে সমস্ত হৃদয়। আসলে মানুষ প্রকৃতির পূজারী। প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে দিতেই মানুষ বরাবরই ভালোবাসে। তাই তার সমস্ত হৃদয় দিয়ে উঠে আসা উচ্ছ্বাস আকাশের বুকে বাটোয়ারা হয়ে যায়, বাটোয়ারা হয়ে যায় নদী আর কাশফুলের সৌন্দর্যের মাঝে।
তবে নদীর ধারে যেখানে
কাশফুলের সারি চলে গেছে চোখের সীমানা
পেরিয়ে, যেখানে শুভ্রতায় ভরে আছে
সমস্ত শূন্যতা
যেখানে সুনীল আকাশের বুকে ছেঁড়া সাদা মেঘগুলো
খেলে বেড়ায় ইতি উতি,
যেখানে ঘাসের বিছানা করা উচ্চ ঢিপিটির ওপর
বসলে বাতাসের শরীর বেয়ে কানে আসে
উতলা প্রেমের গান,
আমি সেখানে তোমার আঁচলের গন্ধ
বারবার পায়।
তবে শরতের বিকেলে মৃদু চঞ্চল নদীর হাওয়ায়
তোমার গন্ধ পেয়েছি।
তবে কাশফুলের শুভ্রতায় তোমার আলোর মত
মুখখানি কাছে-ভিতে আছে বলে মনে হয়েছে বারংবার।
তবে প্রত্যেক শরতে তোমাকে
খুঁজে পায়।
আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন কিছু কথা নিয়ে নতুন একটি লেখা নিয়ে হাজির হব। ততক্ষন আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।