প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন। গতকাল সন্ধ্যেয় আমরা হটাৎ করেই কোয়েস্ট মল বেরোয়। দাদা জেঠিমা বন্ধুবান্ধব সকলকে নিয়ে গতকালের সন্ধ্যে-ভ্রমণ টুকু আমাদের ভালোই কেটেছে।
নান্দনিকতা হোক বা আধুনিকতা, কোয়েস্ট কোলকাতার বাকি সকল মল থেকে দু ধাপ এগিয়ে। তবে এই কোয়েস্ট এর অন্য দিকটি বরং আমার বেশি পছন্দ। এখানে আর্ট এর ওপর বেশ কিছু নিদর্শন দেখা যায়। যা দেখলে অবাক হয়ে হয় এবং চোখ ফেরানো সহজ নয়। আজ তারই কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। একই সাথে আমাদের ঘোরাফেরার কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।
কাঠি দিয়ে তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের মুখের আদল। এখানে কোনো কারিগরের নাম উল্লেখ নেই। তবে এই আর্ট যিনি করেছেন তিনি যে অসামান্য প্রতিভার অধিকারী তা বলতেই হয়।
এখানে কাছে থেকে শট নেওয়া হয়েছে। কাঠি গুলো দেখে এখানে আন্দাজ করা মুশকিল যে এটা কোনো একটা আর্ট বা মানুষের মুখের আদল।
রবীন্দ্রনাথ ঠাকুর।
অমর্ত্য সেন। ( নোবেল জয়ী অর্থনীতিবিদ )
আমরা সবাইকে কে এফ সি -তে।
সকলে মিলে আইনক্স সিনেমা হলের বাইরে সেলফি তুললাম।
কোয়েস্ট মলের অন্দর মহলের ছবি।
কোয়েস্ট মল বাইরের ছবি।
ফেরার মুহুর্তে সকলের একসাথে চা খাওয়া।
ক্যামেরা - iQOO 9se
মডেল - 12019
ফোকাস লেংথ - 35mm
আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন একটি লেখা নিয়ে নতুন কিছু কথা নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
আমি প্রথমে ছবিগুলো দেখি ভেবেছিলাম এটা কোন জাদু ঘর☺️। পরে আপনার পোস্টটি পড়ে এবং বাকি সব ছবিগুলো দেখে বুঝতে পারলাম এটি একটি মল। আপনি ঠিক বলেছেন ভাইয়া ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো আধুনিকতা বা নান্দনিকতা সবগুলো থেকে এগিয়েই আছে। এবং খাবারের ছবিগুলো বেশ লোভনীয় ছিল ভাইয়া 😋
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা প্রথমে জাদুঘর ভেবেছেন আপনি।😄, যাক গে, হ্যাঁ এই মল টা বেশ মজা পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাই সত্যি কাঠের দিয়ে তৈরি এইরকম ক্রাফট বা মুখের দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর বাহ। সত্যি কারিগরের প্রশংসা করতে হয়। ফ্রাইড চিকেন টাও বেশ চমৎকার ছিল হি হি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ মলের বেশ কয়েকটা জিনিসের মধ্যে এটা বেশ নজর কাড়া। ধন্যবাদ দাদা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো শর্ট লেখা পোস্ট কিউরেশনে যাবে না , বেশি লেখার চেষ্টা করুন ছবির সাথে সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit