লেভেল ৩ থেকে অর্জন - By @tarique52||১০% বেনিফিট @shy-fox ও ৫% @abb-school এর জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

কমিউনিটির সকল সদস্যকে প্রথমেই আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুস্থ আছেন। আজ আমার লেভেল-৩ এর লিখিত পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পূর্বে আমার কিছু অনুভূতি ভাগ করে নিতে চাই আপনাদের সাথে।
প্রথম থেকেই কমিউনিটির আদর্শতা বজায় রেখে কাজ করার চেষ্টা করছি। এবং আমি আন্তরিক ভাবে চাইবো, এই ধারাবাহিকতা যেন সবদিনই বজায় রাখতে পারি।

IMG-20220601-WA0004.jpg

আমি উপলব্ধি করেছি, একজন ক্রিয়েটিভ কনটেন্ট রাইটার অথবা ক্রিয়েটরকে, এই প্লাটফর্মে কাজ করতে হলে প্ল্যাটফর্ম সমন্ধে অনেক ধারণা ও জ্ঞান অর্জন করা দরকার। প্ল্যাটফর্ম এর বিভিন্ন নিয়ম-শৃঙ্খলা থেকে শুরু করে পরিচালনার জন্য বিভিন্ন কলা-কৌশল আয়ত্ত করতে হয়। এক্ষেত্রে বেসিক নলেজ থাকাটা খুবই জরুরী। ঠিক এই জায়গায় এসে একজন শিক্ষকের ভীষণভাবে দরকার হয়ে পড়ে, আর তারই অভাব মেটাতে আমাদের পাশে থেকে হাত ধরে এগিয়ে নিয়ে যায় @abb-school. তাই @abb-school এর অবদান স্বীকার করতেই হয়। বিগত দিনের লেভেল গুলোর মতই লেভেল-৩ এর প্রফেসরগণও আমাকে যথেষ্ট আন্তরিকতার সাথে নানান ধারণা ও জ্ঞান দান করেছেন।
শিখিয়েছেন বহু কলা-কৌশল ও প্রসেস। এই জায়গায় @hafizullah দা ও @alsarzilsiam দার নাম উল্লেখ করবো। তাদের আন্তরিক প্রচেষ্টা ও শেখানোর ধরন সত্যিই প্রশংসনীয়।

আমি লেভেল-৩ থেকে শিখেছি, কিভাবে মার্কডাউন করতে হয়, একটি পোস্টকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে মার্কডাউনের গুরুত্ব কতটা সে সম্বন্ধে।

জানতে পেরেছি কনটেন্ট-এর প্রকারভেদ। সঠিক জ্ঞান, উপযুক্ত ধারণা ও সৃজনশীলতার মাধ্যমে কিভাবে একজন ক্রিয়েটিভ কনটেন্ট রাইটার হওয়া যায়, সেটাও।

জানা গেছে কিউরেশনের নানান ভাগ ও বন্টন সম্বন্ধে। কাকে কত পরিমান ভোট দিলে কতটা লাভ হবে, কোনটা বেশি লাভজনক, কোন ক্ষেত্রে ও কখন ভোট দেওয়া উত্তম তার বিস্তর জ্ঞান ও ধারণা আমরা পেয়েছি।
জানতে পেরেছি কিউরেশনের নানান দিক ও সূক্ষ্ম হিসেব নিকেষ সমন্ধে, যা একজন ইউজারের জানাটা অত্যাবশ্যক।

এবার আমরা এগোবো প্রশ্নোত্তর পর্বে--

প্রশ্নোত্তর পর্ব

১. মার্কডাউন কি ?

উত্তর: একটি পোস্টকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার জন্যে কিছু কোডিং এর ব্যবহার করা হয়ে থাকে, একে মার্কডাউন বলে।

২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: পোস্টে মার্ক ডাউন একটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্কডাউনের মাধ্যমে একটি পোস্টকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, যা একজন পাঠকের পোস্ট-এর প্রতি আগ্রহের জন্ম দেয়। যদি আমরা সঠিক কোডিং-এর ব্যবহার না করি, তাহলে একটি ভালো পোস্টও পাঠক এড়িয়ে যেতে পারেন। কারণ বাইরে থেকে কোনো একটা জিনিসের যত্ন, নিপুণতা ও পরিপাটি সজ্জা দেখা গেলে, স্বাভাবিক ভাবেই মানুষের দৃষ্টি তার প্রতি বেশি আকর্ষিত হয়ে থাকে। তাই মার্ক মার্কডাউন কোডের ব্যবহার খুবই গুরত্বপূর্ণ বিষয়।

৩. পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তর: মার্ক ডাউন কোডগুলোর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করা যায় তা নিম্নে বর্ণিত হল -

• লেখার শুরুতে ৪ টি স্পেস দিতে হবে।
• লেখার শুরু এবং শেষে (') apostrophe চিহ্ন ব্যবহার করতে হবে।
• লেখার শুরু এবং শেষে (`) back quote চিহ্ন ব্যবহার করতে হবে।

যেমন -

# কবিতা

'# কবিতা'

'#কবিতা'

৪. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তর: | User | Posts | Steem Power|
| --- | --- | ---|
| User1 | 10 | 500|
| User2 | 20 | 9000|

৫. সোর্স উল্লেখ করার নিয়ম কি?

উত্তর: সোর্স উল্লেখ করার জন্যে যে কোডটি ব্যবহার করতে হয় তা হল : [সোর্স] (লিংক)

সোর্স

৬. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর:

 # মাছের রেসিপি
## মাছের রেসিপি
### মাছের রেসিপি
#### মাছের রেসিপি
##### মাছের রেসিপি
###### মাছের রেসিপি

৭. টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

টেক্সট এর উপরে দিতে হবে <div class="text-justify">এবং টেক্সট এর নিচে দিতে হবে </div>

৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ- কনটেন্টের টপিকস নির্বাচন করার জন্য মূলত জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা এই সমস্ত বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত।

৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?

উত্তর: কোন টপিকস এর ওপর ব্লগ লিখতে গেলে সে টপিকস এর ওপর যথেষ্ট জ্ঞান থাকাটা খুবই জরুরী। কেননা আমরা যদি কোনরকম সঠিক তথ্য-জ্ঞান না রেখে একটি বিষয়ের উপর লিখতে বসি, তাহলে স্বভাবতই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং এর ফলস্বরূপ পাঠক সমাজের কাছে একটি ভুল বার্তা পৌঁছয়। এক্ষেত্রে নিজের ক্ষতি তো হচ্ছেই,সাথে পাঠক সমাজেরও একটা বড় ক্ষতি হচ্ছে। তাই কোন টপিক লেখার পূর্বে সেই টপিক সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করতে হবে।

১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?

উত্তর: তাহলে আমি কিউরেশন রিওয়ার্ড হিসাবে পাবো $3.5 USD, যা হবে ৭ স্টিম পাওয়ার।

১১. সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর: সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার জন্য প্রথমত পোস্টের মান বাড়াতে হবে। লিখতে হবে ভাল ভাল কনটেন্ট। এবং প্রথমে ভোট দেয়ার প্রবণতা থাকতে হবে। সে ক্ষেত্রে আমার ভোট দেওয়ার পরবর্তীতে যদি কোনো বড় ভোট পড়ে ওই পোস্টে, তাহলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব।

১২. নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর: যতদূর আমি শিখেছি তাতে নিজে কিউরেশন না করে @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ আমরা যারা ক্ষুদ্র ইউজার, আমাদের স্টিম পাওয়ার খুব কম হয়ে থাকে এবং এই স্টিম পাওয়ার নিয়ে যদি কিউরেশন করি তাহলে খুবই ছোট্ট একটা ভোট দিতে পারব, যা কোন কাজে লাগবে না এবং সেটা রিওয়ার্ড পুলে চলে যাবে। এক্ষেত্রে যদি @heroism কে ডেলিগেশন করি তাহলে আমাদের বেশি আর্ন হবে। কারণ @heroism এর
স্টিম পাওয়ার অনেক বেশি। এছাড়াও আমাদের ভালো ভালো কনটেন্ট খুঁজে বের করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই কাজটি @heroism খুব ভালোভাবে করে থাকে।

@tarique52

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারন হয়েছে ভাই। সব প্রশ্নেরর সঠিক ভাবে উত্তর দেওয়ার চেস্টা করেছেন আপনি, উপস্থাপনাটি অনেক ভালো ছিলো। পরবর্তী লেভেলের জন্য শুভ কামনা রইলো।

এরকমই সহযোগী মনন নিয়ে পাশে থাকুন। অনেক ধন্যবাদ দাদা।।

আপনি লেভেল 3 এর পরীক্ষা দিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে ভাই। আমি নিজেও পরীক্ষাগুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছি। আমি আশা করি অনেক কিছু শিখতে পারতেছেন ক্লাসগুলো করে। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ লেভেল - 3 থেকে অনেক কিছুই শিখেছি দাদা। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি লেভেল 3 থেকে অনেক কিছু শিখেছি । লেভেল 3 ক্লাস আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনার পোস্টটি দেখে বুঝতে পারলাম আপনি অনেক সুন্দর ভাবে পুরো বিষয়টি বুঝেছেন। আপনার পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল ভাইয়া।

আপনার পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে আপনি আপনি লেভেল-৩ তে পড়ানো বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। কারণ আপনি খুবই সুন্দরভাবে লেভেল ৩ এর অর্জিত বিষয়গুলো উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করেছি ভালো ভাবে উপস্থাপন করার। ধন্যবাদ দিদি মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। level3 থেকে আপনার অর্জন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।