||প্রথমবার জল-রং দিয়ে অঙ্কনের চেষ্টা||

in hive-129948 •  2 years ago  (edited)

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন।
পরীক্ষা ও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি বহুদিন পোস্ট করতে পারিনি। আমি সাধারণত এ প্লাটফর্মে স্বরচিত কবিতা ও গল্প পোস্ট করে থাকি। অনেক সময় নানান ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ লিখেছি। একই সাথে আপনাদেরও বিভিন্ন ক্রিয়েটিভ লেখা , যেমন - কবিতা, গল্প, গান, নানান রকম হস্তশিল্প দেখে - পড়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি কিছু শিখে নেওয়ার।

IMG_20220731_214710.jpg

আজ কবিতা বা গল্প নয়। জল রং দিয়ে আঁকা গাছ ও আকাশের একটি চিত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। একেবারে ছোটবেলায় আমি আঁকাআঁকি করেছি। তারপর বহুদিন পর আজ আবার করলাম।

IMG_20220731_214024.jpg
প্রথমে পেন্সিল দিয়ে মরা গাছ এঁকে ফেলি, যাতে করে অঙ্কনটি নির্মাণ করতে সুবিধা হয়। তারপর ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড আঁকার চেষ্টা করি।

IMG_20220731_214309.jpg

নীল রং দিয়ে ব্যাকগ্রাউন্ড আঁকা শুরু করি যেহেতু এটা রাতের চিত্র তাই নীল রং দিয়ে ব্যাকগ্রাউন্ড সাজানোটাই শ্রেয় বলে মনে করেছি।

IMG_20220731_214517.jpg

IMG_20220731_214444.jpg

মোটামুটি ভাবে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেলে মরা গাছটি রং করতে শুরু করি। রাতের দৃশ্য বলে মরা গাছটি কালো রং দিয়ে কালার করি।

IMG_20220731_214627.jpg

IMG_20220731_214558.jpg
ধীরে ধীরে মরা গাছটির গাছের আকার আনার চেষ্টা করা হয় এবং সেটিকে ক্রমশ কালো ও সামান্য ব্রাউন রংয়ের মিশেল দেওয়া হয়।

IMG_20220729_135504.jpg

গাছ ও নিচের মাটি কালো ও ব্রাউন কালার দিয়ে রং করা হয়েছে।

IMG_20220731_214710.jpg

এ চিত্রটি আঁকতে যা যা সামগ্রী ব্যবহার করা হয়েছে তা নিম্নে প্রদত্ত হল-
• pencil - ( apsara TRIGA extra dark )
• A5 size white sheet - ( ARTIST PRO SERIES )
• colour - ( poster colour- Camel )

বন্ধুরা আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন একটি কাজ নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
@tarique52

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমবার হলেও আপনি জল রঙ দিয়ে চমৎকার ভাবে অঙ্কন করেছেন । আপনার জলরঙের পেইন্টিং টি দেখেই খুবই ভালো লাগলো ভাইয়া । আপনি চমৎকার ভাবে পেইন্টিংটি করেছেন । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।

আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আমার তরফ থেকে ধন্যবাদ নেবেন।

প্রথমে বার জল রং দিয়ে আপনি চমৎকার একটি পেইন্টিং তৈরি করেছেন ভাইয়া। পেইন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সত্যি আপনার দক্ষতা আছে। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ দিদি উৎসাহমূলক মন্তব্যটি করার জন্য।

জলরঙের আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে ভাইয়া। আপনার আর্টের দক্ষতা অনেক ভাল ছিল। প্রথমবারেই আপনি দারুন একটি আর্ট করেছেন। আশা করছি ধীরে ধীরে আরো ভালো কিছু উপহার দিবেন। শুভকামনা রইল ভাইয়া।

ক্রমে চেষ্টা করব আরও ভালো কিছু আঁকার। ধন্যবাদ দিদি।।

প্রথমবার জলরং নিয়ে চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী চিত্রাংকন দেখার জন্য অপেক্ষায় রইলাম।

নিশ্চয়ই আরো ভালো কিছু আঁকার চেষ্টা করব জল রং দিয়ে। ধন্যবাদ দাদা, মন্তব্যের জন্য।

প্রথমবার অংকন করলেও আসলে অসাধারণ হয়ে গেছেন ভাই। সত্যিই যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন চিত্রটির।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আপনার এই অঙ্কনটি ভালো লেগেছে শুনে আমারও বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা, মন্তব্য করার জন্য।

আসলে ভাই আপনি অনেক সুন্দর ভাবে প্রথমবার জল-রং দিয়ে অঙ্কনের করেছেন। আসলে ভাইয়া আপনার অংকন দেখে মনে হচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে অঙ্কন করেছেন। আসলে ভাইয়া আমি কখনো জল রং দিয়ে কোন কিছু আকানোর চেষ্টা করিনি তাই আমার কাছে অনেক ভালো লাগে।

জল রং দিয়ে আপনিও চেষ্টা করুন নিশ্চয়ই ভালো পারবেন একথা বলতে পারি। ধন্যবাদ।

জল রং দিয়ে ছবি তৈরি করা সত্যি খুব কঠিন একটি কাজ, প্রথম বারেই আপনি বেশ চমৎকার ছবি অঙ্কন করেছেন শুভকামনা আপনার জন্য।

হ্যাঁ জল-রং দিয়ে অঙ্কন একটু ঝুঁকিপূর্ণ তো বটে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আমার মনে হয় প্রথমবারের তুলনায় এই জল রং দিয়ে অঙ্কন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। এভাবে নিয়মিত চেষ্টা করতে থাকলে আরো ভালো করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ দাদা, মন্তব্য করার জন্য। আপনাকেও শুভকামনা।

প্রথমবার অংকন করেছেন বেশ ভালোই তো হয়েছে। অংকনটি দেখে বোঝা যাচ্ছে না যে আপনি প্রথমবার অংকন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

উৎসাহ মূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

প্রথমবার হিসেবে খুবই সুন্দরভাবেই প্রস্তুত করতে সক্ষম হয়েছেন চিত্রটি রুক্ষ পরিবেশের। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল চেষ্টা করতে থাকেন আশা করি পরবর্তীতে আরো চমৎকার চমৎকার চিত্র আমাদেরকে উপহার দিতে পারবেন

নিশ্চয়ই পরবর্তীতে আরো ভালো কিছু আঁকার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্যর জন্য।

অনেকদিন পর আবার আপনাকে একটিভ দেখছে।আশা করি এখন থেকে একটিভিটিস বজায় রাখবেন।সুন্দর হয়েছে আর্টটি।

কিছু সমস্যা ছিল দিদি, সেগুলো কাটিয়ে উঠতে দেরি হল। আবার সমান ইচ্ছে নিয়ে কাজ করার চেষ্টা করবো ও অ্যাক্টিভিটিজ বজায় রাখবো। ধন্যবাদ নেবেন। 🌸

ওয়াও! ভাই আমি জাস্ট মুগ্ধ আপনার জল রং এর কাজ দেখে। আমি মনে করি প্রথম আর্টেই আপনি সফল হয়েছেন। কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ হয়েছে। ভালোবাসা নিয়েন ভাই।

আপনার ভালো লাগল জেনে আমিও খুশি হলাম। ধন্যবাদ। আমার তরফ থেকেও ভালোবাসা নেবেন।

অনেকদিন পর আজকে আপনি প্রথম অঙ্কন করলেও আপনার এ দৃশ্যটি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। বোঝাই যাচ্ছে যে আপনি যদি আরেকটু চেষ্টা করেন তাহলে খুবই ভালভাবে আপনি এই চিত্র অঙ্কন করতে পারবেন ধন্যবাদ আপনাকে।

চেষ্টা জারি থাকবে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।