DIY || এসো নিজে করি | রঙিন কাগজের তৈরি কলমদানি ১০% @shy-fox

in hive-129948 •  2 years ago 

1660882986902.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করলাম।

প্রথমত আমি ড্রাই পোস্ট তৈরি করতে সবথেকে বেশি ভালোবাসি। কিন্তু এখন মেয়ের জন্য বসতে পারি না। ও একটু বেশি দুষ্টামি করে। এইজন্য হাতের আঁকাগুলো ও আর এখন আঁকতে পারি না। তারপরেও অনেক কষ্ট করে রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি করলাম। কলমদানিটা কিন্তু বেশ শক্ত হয়েছিল। তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আবার রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসপত্র বেশি পছন্দ করি।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই কলমদানি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই কলমদানি তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের রহিম কাগজের তৈরি কলমদানি আপনাদের ভালো লাগবে।

1660883009730.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


🎇 উপকরণ 🎇

• রঙিন কাগজ
• কাঁচি
• গ্লু গান
• গাম

IMG_20220819_101748.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

🎇 বিবরণ : 🎇

✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটাকে সমান ভাবে কেটে নিলাম।

1660880190356.jpg


✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ :

এরপরে একটা কাগজের টুকরো চিকন চিকন করে এক মাথা থেকে ভাঁজ করা শুরু করি। একদম পুরোটা ভাঁজ করে গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে একটা কাঠি তৈরি করে নিলাম।

1660880248626.jpg


✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ :

এভাবে আমি প্রায় অনেকগুলো কাঠি বিভিন্ন কালারের কাগজ দিয়ে তৈরি করে নিলাম।

IMG_20220812_202532.jpg


✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ :

এরপর আমি সবগুলো কাঠি কে সামনে এবং পেছনের অংশ কেটে সমান করে নিলাম।

IMG_20220812_203806.jpg


✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ :

এরপর আমি গ্লু গান দিয়ে একটা কাঠের সাথে আরেকটা কাঠি জোড়া লাগিয়ে নিলাম। এভাবে আমি কয়েকটা কাঠি জোড়া লাগিয়ে নিলাম।

1660880276240.jpg


✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ :

এরপর আমি আরো কয়েকটা কাঠি একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

1660880300613.jpg


✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ :

এভাবে আমি সবগুলো কাঠি জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20220812_205153.jpg


✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ :

এরপর আমি পুরোটা কে একটু একটু করে চার ভাজ দিয়ে নিলাম। চারভাজ দিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1660880332470.jpg


✴️ ধাপ 0️⃣9️⃣ ✴️ :

এরপর নিচের অংশে একটা কাগজ জোড়া লাগিয়ে নিলাম। নিচের অংশের বাড়তি কাগজ গুলো কেটে নিলাম।

1660880350453.jpg


✴️ শেষ ধাপ ✴️ :

এভাবে আমি পুরো কলম দানি তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের কলমদানি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1660882986902.jpg

1660882957941.jpg

1660883009730.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে কলম দানি তৈরি করেছেন আপু। আসলেই আপনার কলমদানিটি দেখে অনেক ভালো লাগলো ।এমন ধরনের কলমদানি তৈরি করতে পারলে আসলেই কলম থোওয়া অনেক ভালো হয়।

ঠিক বলেছেন কলমদানিতে কলম রাখলে অনেক ভালো। অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। সত্যিই দেখতে অনেক সুন্দর লাগছে। আসলেই এই ধরনের কাজের দক্ষতা থাকা দরকার কখন কি প্রয়োজন সেটা তো বলা যায় না।

ঠিক বলেছেন এই ধরনের কাজের দক্ষতা থাকা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কলমদানি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। কলমদানিটি বিভিন্ন কালার হওয়া তার আরো বেশি আকর্ষণীয় । আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর রঙিন কাগজ দিয়ে কলমদানি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

বিভিন্ন কালারের হওয়াতে সত্যি ভীষণ সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজের তৈরি কলমদানি দেখতে অনেক সুন্দর হয়েছে। এধরনের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে

এই ধরনের কাজ সত্যি ভীষণ ভালো লাগে।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। এই কলমদানিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এ ধরনের কলমদানি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে।

আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

ওয়াও আপু অসাধারণ আপনি রঙিন কাগজের তৈরি কলমদানি বেশ চমৎকার ছিল ৷আমি দেখে মুগ্ধ হলাম ৷অসংখ্য ধন্যবাদ আপু ধাপে ধাপে শেয়ার করেছেন

চমৎকার হয়েছে এরকম কথা শুনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে তৈরি কলমদানি টি সত্যি খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে বিষয়টি খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ এমন একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এরকম কাজ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কলমদারি তৈরি করতে বেশ ভালো লেগেছিল।

অসাধারণভাবে আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজের কলমদানি তৈরি করে শেয়ার করেছেন। আপনার কলমদানি তৈরি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছে। এত সুন্দর ভাবে একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনি মুগ্ধ হয়ে গেছেন শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি ডাই পোস্ট করতে যেমন ভালোবাসেন , আর আমরাও আপনার হাতের কাজ দেখতে খুব পছন্দ করি আপু। আপনার হাতের কাজের সব সময় দুর্দান্ত একটা ফিনিশিং থাকে। আজকের কলম দানি টাও খুব মিষ্টি লাগছে এক কথায়।

আমার হাতের কাজ আপনি পছন্দ করেন এটা জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

বিভিন্ন কালারের রঙ্গিন কাগজ পেচিয়ে পাইপ এর মতো করে নিয়েছেন। তারপর রঙিন কাগজের পাইপগুলো পর্যায়ক্রমে সাজিয়ে আঠ লাগিয়ে অসাধারণ সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। পড়ে আমার সত্যিই অনেক অনেক ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি সৃজনশীলনমূলক পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সত্যিই বেশ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। অনেক সুন্দর ভাবে উৎসাহ দিয়েছেন।

রঙ্গিন কাগজের তৈরি কলমদানি গুলো খুব সুন্দর হয়। আপনি আজকে যে পদ্ধতিতে এই কলমদানি তৈরি করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে আর দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রমজান কি আপনার কাছে এত ভাল লেগেছে জেনে খুব ভালো লাগতেছে।

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি কলমদানি তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এর আগে আমি এরকম একটি কলমদানি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এটা তৈরি করতে অনেক সময় লাগে।

এই ধরনের কলমদানি তৈরি করতে বেশ ভালো লাগে। এভাবে পাশে থাকবেন।

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি কলমদানি তৈরি করেছেন আপনি। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তবে একটু ধৈর্য আর পরিশ্রমের প্রয়োজন যা আপনার রয়েছে কাজ দেখেই বোঝা যাচ্ছে।

কলমদানিতে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। সত্যি অনেক পরিশ্রম হয়েছিল।

আমিও কিছুদিন ধরে ভাবছি রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু তার পূর্বে আপনি তৈরি করে আমাদের দেখালেন। বেশ ভালো হলো। আমিও এই সপ্তাহে আপনাদের মাঝে কলমদানি তৈরি করে দেখাবো।

আপনিও কলমদানি তৈরি করবেন শুনে বেশ ভালো লাগলো।

প্রাইমারি স্কুলে থাকতে কর্মশিক্ষা ক্লাসে এসব শিখিয়েছিল ।মনে পড়ে গেল আপনার কাজ দেখে। খুব সুন্দর লাগছে।

তাই নাকি আপু তাহলে তো বলব এখন আপনি এসব কথা একদম পারফেক্ট।

রঙিন কাগজগুলো ভাস দিয়ে তাতে আঠা লাগিয়ে অনেক সুন্দর কলমদানি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। বিভিন্ন রংয়ের রঙিন কাগজ ব্যবহার করায় দেখতে একটু বেশি কালারফুল লাগছে যেটা সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।

সত্যি কাগজ দেওয়ার কারণে বেশি ভালো লাগতেছে।