আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-33 || বিরিয়ানি মোচার চপ রেসিপি

in hive-129948 •  2 years ago 

1679322852483.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। সারা বছরের মধ্যে রমজান মাসটা আমাদের জন্য খুবই স্পেশাল হয়ে থাকে। আর এই রমজান মাস উপলক্ষে আমার বাংলা ব্লগ থেকে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন দেখে ভালো লাগলো। বিশেষ করে এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আসলে রমজান মাসে ইফতার উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের চপের আয়োজন করে থাকি। কিন্তু এবারে যেহেতু প্রতিযোগিতা দেওয়া হয়েছে তাই ভাবলাম একদম ইউনিক কিছু করতে হবে।

যেটা কিনা কখনো তৈরি করিনি এমনকি খাইও নি। এখন এরকম ধরনের কিছু চিন্তা ভাবনা করতেইতো সময় লেগে গেল। আসলে ইউনিক কিছু ভাবতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন। পরবর্তীতে আমি ভাবলাম যদি বিরিয়ানির চপ তৈরি করি তাহলে কেমন হবে। হয়তোবা বিরিয়ানির চাপের কথা আপনারা শুনে থাকবেন কিংবা খেয়ে থাকবেন। কিন্তু বিরিয়ানির সাথে মোচা এই বিষয়টা কেউ শুনেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইজন্য আমি এটাই ঠিক করলাম যে বিরিয়ানির সাথে মোচা দিয়ে চপ তৈরি করব। বিরিয়ানি এবং মোচা এই দুইটা বিষয় সংমিশ্রণে চপটা তৈরি করব।

আসলে আমি নিজেও কখনো এই রেসিপিটি তৈরি করিনি এমন কি খেয়েও দেখিনি। তাই জন্য প্রথম থেকে আন্দাজ করতে পারছিলাম না যে আসলে কি রকম হবে। কিন্তু যখন ঠিক করলাম তখন ভাবলাম তৈরি করে ফেলি। অবশ্য এজন্য আমাকে প্রথমে বিরিয়ানি রান্না করতে হয়েছে তারপর আবার মৌচাকে আলাদাভাবে পুর তৈরি করতে হয়েছে। তারপর আবার বিরিয়ানির মধ্যে মোচার পুর দিয়ে চপটা তৈরি করতে হয়েছে। আসলে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আবার যেকোনো কাজ সময় দিয়ে করতেই পছন্দ করি। পরবর্তীতে যখন আমি সবগুলো তৈরি করলাম এত অসাধারণ হয়েছে কি বলবো। আসলে নিজের রান্নার নিজে প্রশংসা করি কিভাবে। কিন্তু আমি সবগুলো তৈরি করার পর আমাদের পাশের বাড়ির জন্য পাঠিয়েছিলাম। আসলে সেদিন অনেকগুলো চপ তৈরি করেছিলাম। এজন্য সবাই মিলে খেয়ে ভীষণ মজা পেয়েছিল। প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করে খেতে পারলাম এটাই অনেক ভালো লাগলো। আশা করি রেসিপি টা দেখে আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1679322853157.jpg

1679322852625.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
চিনিগুড়া চাল২০০ গ্রাম
মুরগির মাংস২০০ গ্রাম
মোচা১ টা
আলু২ টা
ব্রেডক্রাম্বপরিমাণ মতো
ডিম১ টা
পেঁয়াজ কুচি২ কাপ
কাঁচামরিচ১০ টা
বিরিয়ানির মসলা২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো১ টেবিল চামচ
চাট মসলা১ টেবিল চামচ
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

1679245738221.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম। এরপরের মধ্যে সবগুলো মসলা দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে চুলায় বসিয়ে দিলাম।

1679246498395.jpg

ধাপ - ২ :

এরপরে এইভাবে কিছুক্ষণ তারপর কষিয়ে নিব।

1679246530399.jpg

ধাপ - ৩ :

কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমান মত পানি দিয়ে দিব। এরপর এইভাবে আরো কিছুক্ষণ রান্না করব।

1679246577967.jpg

ধাপ - ৪ :

পানি একদম শুকিয়ে আসলে এরপর চুলা থেকে নামিয়ে দিব।

1679246587585.jpg

ধাপ - ৫ :

এরপর আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরের মধ্যে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে এরমধ্যে আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব।

1679246603101.jpg

ধাপ - ৬ :

এরপরে এরমধ্যে চাল দিয়ে দিলাম। চাল গুলোকে একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম।

1679246623185.jpg

ধাপ - ৭ :

এরপরে এরমধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব।

1679246921477.jpg

ধাপ - ৮ :

এরপর কিছুটা হয়ে আসলে এর মধ্যে মুরগির মাংস গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। আমি বিরিয়ানি গুলোকে একটু নরম করে রান্না করবো। তাহলে সুবিধা হবে। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।

1679246963609.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি মোচার ভেতরের অংশগুলো নিয়ে কুচি কুচি করে কেটে দিলাম।

1679245775330.jpg

ধাপ - ১০ :

এরপরে আমি একটি পাতিলের মধ্যে মোচাগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি এবং হলুদের গুঁড়ো আর লবন দিয়ে দিলাম। এরপরে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম।

1679246042587.jpg

ধাপ - ১১ :

এরপর এই সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিলাম।

1679246080812.jpg

ধাপ - ১২ :

এরপরে একটা ব্লেন্ডারের জাগে পেঁয়াজকুচি, রসুন, লবণ এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম।

1679247030902.jpg

ধাপ - ১৩ :

এরপরে সবগুলো একসাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম।

1679247043571.jpg

ধাপ - ১৪ :

এরপরে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। এরপরে ব্লেড করা মসলাগুলো দিয়ে দিলাম।

1679247067862.jpg

ধাপ - ১৫ :

এরপরের মধ্যে গোল মরিচের গুঁড়ো, চাট মসলা এই সকল মসলাগুলো দিয়ে দিলাম।

1679247092537.jpg

ধাপ - ১৬ :

এরপরে এরমধ্যে সিদ্ধ করা মোচা দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

1679247152735.jpg

ধাপ - ১৭ :

এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব।প্রায় একদম শুকনো হয়ে ভাজা হয়ে গেলে এরপর চুলা থেকে নামিয়ে নিব।

1679247177440.jpg

ধাপ - ১৮ :

এরপর আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিলাম। এরপর এরমধ্যে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম।

1679247213372.jpg

ধাপ - ১৯ :

এরপর আমি একটি পাউরুটি ব্লেন্ড করে ব্রেডক্রাম্ব তৈরি করে নিলাম।

1679247227906.jpg

ধাপ - ২০ :

এরপর আমি বিরিয়ানিগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। এরপর কিছুটা পরিমাণে নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে নিব।

1679247251181.jpg

ধাপ - ২১ :

এরপরে এর মধ্যে মোচার পুর দিয়ে দিলাম। এরপর আবারো হাত দিয়ে গোল করে নিলাম।

1679247282466.jpg

ধাপ - ২২ :

এভাবে প্রায় অনেকগুলো তৈরি করে নিলাম।

1679247296748.jpg

ধাপ - ২৩ :

এরপর একটা নিয়ে ডিমের মিশ্রনের মধ্যে দিয়ে দিলাম। তারপর ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে নিলাম।

1679247314800.jpg

ধাপ - ২৪ :

এরপরে আমি ব্রেডক্রামের মধ্যে দিয়ে দিলাম। এরপর ব্রেডক্রামের এর মধ্যে গড়িয়ে দিলাম।

1679247328753.jpg

ধাপ - ২৫ :

এভাবে করে সবগুলো চপ তৈরি করে নিলাম।

1679247342264.jpg

ধাপ - ২৬ :

এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম।এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর কয়েকটা চপ দিয়ে দিলাম।

1679247357901.jpg

ধাপ - ২৭ :

এরপর ভালোভাবে উল্টেপাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে দিব। এভাবে করে সবগুলো চপ ভেজে নিব।

1679247390636.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1679322853196.jpg

1679322853098.jpg

1679322852537.jpg

1679322853016.jpg

1679322853237.jpg

1679322852781.jpg

1679322852818.jpg

1679322852483.jpg

1679322853056.jpg

1679322853287.jpg

1679322853327.jpg

1679322852903.jpg

1679322852856.jpg

1679322852944.jpg

1679322852625.jpg

1679322852664.jpg

1679322853157.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হায় হায় এইডা আপনি কি দেখাইলেন, আমার তো মাথা ঘুরতাছে এখন। বিনিয়ানির কথা শুনলে এমনি আমি চোখে কম দেখি তারপর আবার সাথে চপ, ঠিকনাটা দিয়ে দেই কিছু পার্সেল করে দিন আপু, হি হি হি।

দিন দিন ঠিকানা দিন। বিরিয়ানির চপগুলো তো শেষ হয়ে গেল তাহলে আপনার জন্য আবারো তৈরি করে পাঠাবো। অনেক ধন্যবাদ ভাইয়া।

এই রেসিপিটা খেতে খুবই মজা হয়েছিল। যেন এখনো জিভে লেগে আছে। আসলে প্রতিযোগিতার জন্য হলেও খুবই মজার চপ চেয়েছিলাম। মুগ্ধ হলাম তোমার উপস্থাপনা দেখে। প্রতিযোগিতার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো তোমার জন্য।

সত্যি অনেক মজা হয়েছিল রেসিপিটি। অনেক ধন্যবাদ আপনাকে।

এত সুন্দর রেসিপি দেখে কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ হয়েছে আপু চপ রেসিপিটি। আর আমার কাছে তো বেশ ইউনিক লেগেছে। রমজান মাসে কাজে আসবে। ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনার এত প্রশংসা পেয়ে অনেক বেশি ভালো লাগলো। তাছাড়া রমজান মাসে কাজে লাগবে শুনে আরো ভালো লাগলো।

আপু এত সুন্দর রেসিপি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এর আগে এমন রেসিপি কখনোই দেখিনি। আসলে আপু এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক চমৎকার সব চপ রেসিপি শিখতে পারছি। এই রমজানে ভালো ভালো চপ রেসিপি তৈরি করে খাব ।পরিবেশন খুব সুন্দর হয়েছে ধন্যবাদ।

আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে।

বিরিয়ানি মোচার চপ রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। এই রেসিপি একদম নতুন লেগেছে । অসাধারণ রেসিপি তৈরি করেছেন।

আমার কাছেও কিন্তু অনেক সুস্বাদু লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

বিরিয়ানি মোচার চপ রেসিপি খুব সুন্দর লাগতেছে। এধরনের খাবার গুলো দেখলে খেতে ইচ্ছে করে। পুষ্টিকর একটি খাবার তৈরি করেছেন। পারফেক্ট একটা নাস্তার রেসিপি। ধন্যবাদ আপনাকে আপু।

ঠিক বলেছেন এই ধরনের খাবার গুলো দেখলে খেতে ইচ্ছে করে। অনেক ধন্যবাদ আপনাকে।

শুনেছি বিরিয়ানির চপ নাকি অনেক জনপ্রিয়। তবে বিরিয়ানি মোচার চপ রেসিপি কখনো দেখিনি। খুবই ইইউনিক একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছেন ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন বিরিয়ানির চপের জনপ্রিয়তা শুনেছি। তবে একটু ইউনিক করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

বিরিয়ানি মোচার চপ রেসিপি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু। কিভাবে প্রশংসা করবো সেটা বুঝতে পারছি না। খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আমার তো দেখেই সবগুলো চপ খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আশা করি বিজয়ী হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

আপনার কাছ থেকে এত বেশি প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

জীবনে বহুৎ রকমের চপ দেখেছি খেয়েছি নাম শুনেছি কিন্তু এরকম ভাবে আপনার প্রস্তুত করা এবং নাম দেওয়া চপ প্রথমবারের মতো আপনার মাধ্যমে পর্যবেক্ষণ করলাম।।
তবে এতটাই লোভনীয় দেখাচ্ছে দেখে স্থির থাকা মুশকিল।। ইচ্ছে করছে সবগুলো চপ তুলে খেতে শুরু করি।
রেসিপি প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।।

তাহলে ভার্চুয়ালি খেয়ে নিন। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু, বিরিয়ানি চপের কথা অনেক শুনেছি, তবে বিরিয়ানির সাথে মোচা সংমিশ্রণে চপ তৈরি এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। তাই এই চপ রেসিপি আমার কাছে একদম নতুন ও ইউনিক রেসিপি। আর আপনার ইউনিক বিরিয়ানি মোচার চপ দেখে তো লোভে পড়ে গেলাম। একটু খেতে পারলে মন্দ হতো না। যাই হোক ভার্চুয়ালি খেয়ে নিলাম আপু। তো খেয়ে দেখলাম খুবই স্বাদ হয়েছে। তাই একদিন আমাকেও বাসায় তৈরি করে খেতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপু, বিরিয়ানি মোচার চপের রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

ভার্চুয়ালি খেয়েছেন শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

কি বলে মতামত করব ভাষা খুঁজে পাচ্ছি না। এতদিন জানতাম বিরিয়ানি বিভিন্নভাবে তৈরি করা হয় কখনো বিরিয়ানি চপ রেসিপি দেখতে পাবো কল্পনাও করিনি। আসলেই প্রতিযোগিতার মাধ্যমে সবার মধ্যে ইউনিক চিন্তাধারার ব্যবহারের বিষয়টি পরিলক্ষিত হয়। সবাই খুব সুন্দর সুন্দর চপ রেসিপি করেছে আপনারটা বেস্ট ছিল।

আপনার বেস্ট এর কথা শুনে অনেক বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

বিরিয়ানি মোচার চপ বেশ লোভনীয় লাগছে। এটা খেতে পারলে চপ, মোচা ও বিরিয়ানির স্বাদ একসাথে পাওয়া যাবে। বেশ ভাল একটিতে তিন স্বাদ। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

আসলেই তিন ধরনের সাধ ছিল এই চপে।

অনেক ইউনিকে একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে বিরানি ও মোচার চপ আগে কখনোই খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে ইচ্ছা করছে একটু টেস্ট করতে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

তাহলে কখনো খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রেসিপির কালার কম্বিনেশন এবং উপস্থাপনা গুলো এত সুন্দর ভাবে শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে আমার কাছে। চপের কালার দেখেই তো এখনি খেতে ইচ্ছে করতেছে। আপনার শেয়ার করা চপের রেসিপিটি অনেক ইউনিক হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল সুন্দর চপের রেসিপি নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।

একটা নিয়ে খেয়ে নিন ভার্চুয়ালিভাবে। অনেক ধন্যবাদ আপনাকে।

বিরিয়ানি মোচার চপ এই প্রথম শুনলাম । আগে কখনো এর নাম শুনেনি। খাওয়া তো দূরের কথা। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদুও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

সত্যি অনেক সুস্বাদু ছিল এই রেসিপিটি। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপু, মুগ্ধ হয়ে গেলাম আপনার তৈরি বিরিয়ানি মোচার চপ গুলো দেখে। এভাবেও যে অতি চমৎকার চপ তৈরি করা যায় সেটা আজ আপনার এই পোস্টটি পড়ে বুঝতে পারলাম। আপনার চপ তৈরিতে কলার মোচা ব্যবহারের বিষয়টি আমাকে অবাক করে দিয়েছে। অসাধারণ এবং ইউনিক একটি চপ এর রেসিপি শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অবাক হয়ে গিয়েছেন শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

কিছুদিন আগে আমাদের এলাকায় এক চপ বিক্রেতা ভাইরাল হয়েছিল বিরিয়ানি চপ বিক্রি করে। তার সেই বিরিয়ানির চপ এর রেসিপির পেছনে একটি মজার ইতিহাস ছিল। যাইহোক আজকে আর সেই ইতিহাস বলতে চাচ্ছি না। তবে আপনার চপ গুলো দেখেই মনে হচ্ছে খেতে দারুন মজা হয়েছে। অত্যন্ত লোভনীয় হয়েছে দেখতে। কলার মোচার ব্যবহারটা এই চপের রেসিপিকে একটি ভিন্নমাত্রা প্রদান করেছে। ধন্যবাদ আপনাকে।

আমিও শুনেছি আপনাদের ওইদিকে বিরিয়ানির চপের কথা। কিন্তু আসলে কখনো খাইনি। এইজন্য বিরিয়ানির সাথে মোচাটা এড করে তৈরি করলাম। তাছাড়া অনেক বেশি সুস্বাদু ছিল।

বিরিয়ানির কথা শুনলেই জিভে জল চলে আসে আর সবজির মধ্যে মোচা ও অনেক প্রিয় আমার। বিরিয়ানি মোচার চপ একদমই ইউনিক আইডিয়া। দারুণ হয়েছে নিশ্চয়ই খেতে। আর পরিবেশন তো খুবই ভালো হয়েছে।

দুইটা ব্যবহার করে ইউনিক করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।