আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩ || আমার শরতের সেরা ফটোগ্রাফি

in hive-129948 •  22 days ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি। তবে আজকের ফটোগ্রাফি গুলো আমি আমাদের এবারের প্রতিযোগিতার জন্য নিয়ে আসলাম। আমাদের মাঝে এবারে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য শুভ ভাইয়াকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ফটোগ্রাফি করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে।

এমনিতে আগে থেকেই আমি ফটোগ্রাফি করার জন্য বিভিন্ন জায়গায় বের হয়। তবে শরৎকালের দৃশ্য কিংবা ফটোগ্রাফি গুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমি যখনই দেখলাম ফটোগ্রাফি প্রতিযোগিতা দেওয়া হয়েছে, তখনই ভাবলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে বের হব ফটোগ্রাফি করতে। তো আসলে পুরো সপ্তাহের মধ্যে প্রায় কয়েকদিন আমরা বের হয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে পেরেছি। সেখান থেকেই বাছাই করা কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ফটোগ্রাফি করতে বের হয়েছি এই বিষয়টাই অনেক বেশি ভালো লেগেছে। কারণ ফটোগ্রাফি করার উদ্দেশ্যে অনেক জায়গায় ঘুরতে পেরেছি। তাছাড়া অনেকদিন পর কাশফুল বাগানেও গিয়েছি। সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে । আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

শরৎকালীন কাশফুলের ফটোগ্রাফি

20241007_171115.jpg

20241007_111734.jpg

device : Redme note 9

লোকেশন

আমরা সবাই জানি কাশফুল হচ্ছে শরৎকালীন অন্যতম একটি ফুল। কাশফুল কিন্তু সব সময় দেখা যায় না। শরৎকালীন সৌন্দর্য ফুটে ওঠে শুধুমাত্র কাশফুলের কারণে। এমন কি আমার মনে হয় অনেকেই শরৎকালীন কাশফুলের সৌন্দর্য দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। আমার নিজেরও কাশফুল অনেক বেশি পছন্দের। ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখার সাথে সাথেই আমি আর আমার হাজবেন্ড বের হই কাশফুলের বাগানের উদ্দেশ্যে। সত্যি বলতে এমনিতে ব্যস্ততার কারণে সময় পাইনা। তবে এরকম একটা সুযোগ দেখে ভীষণ ভালো লাগলো। বাইকে করে অনেক দূরে একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে দেখি খুব সুন্দর কাশফুল। দেখেই আমার কেন জানি না ভালো লেগেছিল। তাই কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। তার মধ্য থেকে এই ফটোগ্রাফিটা বেছে নিলাম। আশা করি ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।

শরৎকালীন শাপলা ফুলের ফটোগ্রাফি

20241008_092009.jpg

device : Redme note 9

লোকেশন

শরৎকালীন আরেকটা জনপ্রিয় ফুল হচ্ছে শাপলা ফুল। শাপলা ফুল নিশ্চয়ই আমাদের সবার অনেক পরিচিত। তবে এটা যে শুধুমাত্র শরৎকালীন ফুল আমার আগে জানা ছিল না। একটু এনালাইসিস করে বুঝলাম। এজন্য অন্য আরেকটা দিন বেরিয়ে পড়লাম শাপলা ফুলের খোঁজে । যদিও বর্তমানে শাপলা ফুল যেন দেখাই যায় না। কারণ আগে কিন্তু অনেক বিলে শাপলা ফুল ফুটতো। এখন কিন্তু এই ধরনের ফুল খুঁজে পাওয়া অনেক কঠিন। তারপরেও আমরা বাইক নিয়ে বেশ কয়েকটা জায়গায় গেলাম। অনেকগুলো জায়গাতে না পেলেও শেষে একটা জায়গায় শাপলা ফুল পেয়ে গেলাম। তবে ফুলগুলো ছিল অনেক দূরে। দূর থেকেই অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম ফটোগ্রাফি করার জন্য। সেই ফটোগ্রাফি গুলো থেকে একটা ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

শরৎকালীন জবা ফুলের ফটোগ্রাফি

20241009_085824.jpg

device : Redme note 9

লোকেশন

শরৎকালীন আরেকটা ফুল হচ্ছে জবা ফুল। জবা ফুল কিন্তু আমার অনেক বেশি পছন্দের। যদিও বর্তমানে বিভিন্ন ধরনের হাইব্রিড কালারের জবা ফুল রয়েছে। তবে সেগুলো কিন্তু সারা বছর দেখতে পাওয়া যায়। এমনিতে সাধারণ লাল জবা গুলো শুধুমাত্র শরৎকালেই পাওয়া যায়। এইজন্য আমি জবা ফুলের খোঁজে বেরিয়েছিলাম। তবে এখনো পর্যন্ত অনেক জবা ফুলের গাছে‌ ফুল ফোটেনি। আমার মনে হয়েছে কিছুদিন পরে খুব সুন্দর ভাবেই ফুলগুলো দেখতে পাওয়া যাবে। তবে অনেক খোঁজাখুঁজি করে একটা গাছে ফুল দেখতে পেলাম। এখান থেকেই আমরা দুজন ফটোগ্রাফি করে নিলাম। তবে এমনিতে জবা ফুলের গাছ কিন্তু অনেক জায়গায় পেয়েছি। কিন্তু ফুল না থাকার কারণে একটা গাছের ফুল থেকেই ফটোগ্রাফি করেছিলাম। তবে সেই ফুলগুলো কিন্তু বেশি দারুন ছিল। তার মধ্যে থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

শরৎকালীন পাতাবিহীন গাছের ফটোগ্রাফি

20241007_110430.jpg

device : Redme note 9

লোকেশন

শরৎকালে কিন্তু গাছের পাতা ঝরা শুরু করে । আর এ কারণে গাছের পাতা ঝরে পড়লে গাছে কোন পাতা থাকে না। তখন পাতা বিহীন গাছ গুলো দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর দেখায়। আর পাতাবিহীন গাছ কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগে। আসলে পাতা সহ গাছের একটা সৌন্দর্য আবার পাতা বিহীন একটা সৌন্দর্য। আমি যখন ফটোগ্রাফি করতে বেরিয়েছিলাম, খুজতেছিলাম কি পাওয়া যায়। তবে পাতাবিহীন গাছ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তাই জন্য অনেক উঁচু গাছ হওয়া সত্বেও একদম নিচে থেকে একটা ফটোগ্রাফি করলাম। ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ ভালো লাগলো। আকাশটা সাদা মেঘে এমনিতেই দেখতে দারুন লাগছিল। তার মধ্যে গাছসহ আকাশের ফটোগ্রাফি বেশ ভালো লাগলো। সব মিলিয়ে এমনিতে ঘুরতে গিয়ে অনেক এনজয় করেছি। তারমধ্যে ফটোগ্রাফি গুলো দেখে ও ভীষণ ভালো লাগলো।

শরৎকালীন ঘাসসহ আকাশের ফটোগ্রাফি

20241007_102758.jpg

device : Redme note 9

লোকেশন

শরৎকালে কিন্তু আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে। কারণ নীল আকাশে সাদা মেঘ বিষয়টা খুবই সুন্দর। তার মধ্যে সুন্দর আকাশ এবং ঘাস যদি একটা ফ্রেমে থাকে তাহলে আরো বেশি ভালো লাগে। তাই জন্য আমি ফটোগ্রাফি করতে গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে দেখি নিচের ঘাস এবং উপরের আকাশ দুইটাই বেশ ভালো লেগেছে। তাই জন্য আমি ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করছিলাম এই দুইটা বিষয় একসাথে করে ফটোগ্রাফি করার। আবার দেখলাম আকাশে একটু সূর্যের রশ্মি পড়েছে। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে চেষ্টা করে বেশ দারুন একটা ফটোগ্রাফি করতে পারলাম। আসলে আমার কাছে ভালো লেগেছে ফটোগ্রাফি টা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। এমনিতে এত সুন্দর ফটোগ্রাফি করতে পেরে বেশ ভালো লাগলো।

শরৎকালীন কাশফুলসহ সূর্যাস্তের ফটোগ্রাফি

20241007_171746.jpg

device : Redme note 9

লোকেশন

সূর্যাস্তের দৃশ্য কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের। তবে কাশফুলের সাথে সূর্যাস্ত বিষয়টা কিন্তু আমার কাছে অনেক দারুন লেগেছে। আমরা একদিন বেরিয়েছিলাম বিকেল বেলায়। বিকেল বেলায় বেরিয়েছিলাম মূলত সূর্যাস্তের ফটোগ্রাফি করার জন্য। তখন গিয়েছিলাম কাশফুল বাগানে। দেখলাম সূর্যাস্তের রশ্মি যখন কাশফুলের উপরে পড়েছে, কাশফুল গুলো দেখতে বেশ দারুন লাগছিল। এই মুহূর্তটা অনুভব করতে হবে ভীষণ ভালো লাগতেছিল। তবে চেষ্টা করলাম এরকম একটা দৃশ্য ক্যামেরা বন্দি করার। এত সুন্দর একটা দৃশ্য আসলেই আমার ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করে খুব সুন্দর একটা ফটোগ্রাফি করে ফেললাম। ফটোগ্রাফিটা দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে কাশফুলের উপরে সূর্যের রশ্মি কাশফুল গুলোকে আরো সুন্দর করে তুলেছে। আশা করবো এই ফটোগ্রাফিটা ও আপনাদের খুব ভালো লেগেছে।

শরৎকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

20241007_124346.jpg

20241007_110402.jpg

20241007_110650.jpg

device : Redme note 9

লোকেশন

শরৎকালে কিন্তু প্রাকৃতিক দৃশ্য অনেক অন্যতম। কারণ শরৎকালীন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেও ভীষণ ভালো লাগে। এজন্য চেষ্টা করেছি বিভিন্ন রকম ভাবে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার। শরৎকালীন গাছপালা এবং আকাশ দুটোই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য যখন ক্যামেরায় বন্দি করতে পারি তখন অনেক বেশি ভালো লাগে। আসলে আমি কয়েকটা জায়গায় গিয়ে বেশ কয়েকটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তার মধ্য থেকে কয়েকটা ফটোগ্রাফি এখানে শেয়ার করলাম। সবুজ গাছপালা এবং চারপাশের সৌন্দর্য যেন অনেক বেশি ফুটে উঠেছে। সবুজ প্রকৃতির সাথে নীল আকাশ এবং সাদা মেঘ দুইটাই ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা মুহূর্ত অনুভব করলাম। আবার তার সাথে ফটোগ্রাফি করেও ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি তো দারুন দারুন ফটোগ্রাফি নিয়ে অংশগ্রহণ করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি সাথে বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আশা করছি আপনি প্রতিযোগিতায় খুব সুন্দর একটি স্থান অর্জন করবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

সবসময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করে বর্ণনা সহ শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে খুবই ভালো লাগলো আপু। খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে। এর মধ্যে কাশ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

কাশফুলের ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে ভালো লাগছে।

খুবই সুন্দর এবং নজরকাড়া ছবি আপলোড দিয়েছেন। শরৎকালের সৌন্দর্যই অন্যরকম যার কিছু আপনার ছবিতে ফুটে উঠেছে। প্রতিযোগিতায় আপনার জন্য শুভ কামনা রইল।

ফটোগ্রাফি গুলো নজর কাড়া ছিল শুনে অনেক ভালো লাগলো।

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। অনেক অনেক ভালো লেগেছে আপনার কাশফুলের ফটো গুলো দেখে। শরতের সুন্দর দিনের অসাধারণ চিত্র ধারণ করেছেন আপনি। আকাশের মেঘগুলো ছিল বেশ চমৎকার।

আমার অংশগ্রহণ দেখে এবং ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

একেবারে চোখ ধাঁধানো কিছু ফটোগ্রাফি করেছ তুমি। তোমার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। কারণ প্রত্যেকটা ফটোগ্রাফি হয়েছে অনেক বেশি চমৎকার। খুব সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছো, আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ। এটা দেখে খুব ভালো লাগলো। তুমি সত্যি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকো।

আমার ফটোগ্রাফি গুলো চোখ ধাঁধানো হয়েছে শুনেই তো ভালো লাগছে।

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। শরৎকালের সৌন্দর্য দেখি সত্যি অনেক ভালো লাগে। বিশেষ করে কাশফুল এবং শাপলা ফুল দেখতে বেশি সুন্দর লাগছে। আপনি প্রতিযোগিতার জন্য চমৎকার সব ফটোগ্রাফি করেছেন আপু। অনেক ভালো লাগলো দেখে।

কাশফুল এবং শাপলা ফুল দেখতে সুন্দর লাগছে শুনে খুশি হলাম। সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করলাম।

আপনি অনেক সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা পোস্ট থেকে ভালো লাগলো। যেখানে আমি খেয়াল করে দেখলাম কাশফুলের সৌন্দর্য আকাশের সৌন্দর্য বেশ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ফটোগুলো বেশ দারুণ।

চেষ্টা করেছি কাশফুল এবং আকাশের সৌন্দর্যকে একটু বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

প্রথমেই আপুকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। শরতের প্রকৃতিটা দেখতে যেনও অন্য রকম একটা সুন্দর। একদম ঠিক বলছেন আপু ফটোগ্রাফি করার উপলক্ষে একটু ঘুরাঘুরি করতে পেরেছেন।আর আপু সত্যি বলতে আপনার প্রতিটি ফটোগ্রাফি অমায়িক হয়েছে দারুণ। অনেক অনেক ধন্যবাদ আপু।

হ্যাঁ ফটোগ্রাফি করা উপলক্ষ্যে একটু ঘুরাঘুরি করা হলো।

আগেও আমি এইরকম ফটোগ্রাফি করতে বের হতাম। কিন্তু এখন আর সময় হয়ে উঠে না। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। কাঁশফুল, শাপলা ফুল,. প্রাকৃতিক দৃশ্য নীল আকাশ সবকিছুই অসাধারণ ছিল। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

কাশফুল, শাপলা ফুল, প্রাকৃতিক দৃশ্য এবং নীল আকাশ সবকিছু অসাধারণ ছিল শুনে খুশি হলাম।

সুনীল আকাশ এবং ফুলে সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। ফটোগ্রাফির মধ্যেই যে প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে আপনার পোস্টটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আপনি খুব সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে তুলে ধরার জন্য। আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।

আপু আপনার শরতের সেরা ফটোগ্রাফি দেখলাম। চমৎকার ফটোগ্রাফি হয়েছে। শরতের আকাশ এত সুন্দর হয় হয়তো এমন ভাবে কখনো ফিল করা হয়নি। শাপলা ফুলটা দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ।

শরতের সেরা ফটোগ্রাফি গুলো খুব সুন্দরভাবে করার জন্য চেষ্টা করেছি আমি। আর আপনার মন্তব্য পেয়ে আরো ভালো লাগছে।