আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫১ , সাতটা শীতকালীন সবজির সাতটা ভর্তা রেসিপি ।

in hive-129948 •  10 months ago 

20240115_162327.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর রেসিপি নিয়ে এসেছি । তবে আজকের রেসিপি গুলো করার জন্য ,প্রথমেই আমি আমাদের প্রিয় আরিফ ভাইয়াকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

এবারের প্রতিযোগিতাটা একেবারে সময়োপযোগী একটি প্রতিযোগিতা ছিল। ভর্তা খেতে আমরা সবাই কমবেশি খুবই পছন্দ করি। এমনকি আমরা কেউ কেউ রয়েছে যারা সব থেকে বেশি ভর্তা পছন্দ করে থাকি। আর শীতকালীন সবজির ভর্তা হলে তো কোন কথাই নেই। শীতকালীন আসলে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। বিশেষ করে শীত পড়লে সবজিগুলো খেতে বেশি ভালো লাগে। আমি নিজেও সবজি খেতে এখন খুব পছন্দ করি। তার সাথে আবার যদি ভর্তা করে খাওয়া হয় আরো বেশি ভালো লাগে।

20240115_162450.jpg

এই প্রতিযোগিতা দেখেই ভেবেছিলাম আমি অবশ্যই জয়েন করব। যেহেতু এখানে কমপক্ষে দুইটা ভর্তা রেসিপি দিতে বলেছিল, তাই জন্য ভাবতে শুরু করি কি করা যায়। পরবর্তীতে ভাবলাম আমি ৭ টা ভর্তা রেসিপি তৈরি করব। যদিও প্রথম থেকেই ভেবেছিলাম আসলে সাতটা রেসিপি একদিনে তৈরি করা খুবই কঠিন হবে। কিন্তু তারপরেও আসলে পরিশ্রম করতে ভয় পায় না। এজন্য আমি ভেবেছিলাম যতই পরিশ্রম হোক এটাই করবো। তাই জন্য আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে আসলাম। এখানে আমি শালগম, পালং শাক, গাজর, ফুলকপি, বাঁধাকপি, টমেটো , শিম এই শিবজি গুলো দিয়ে আলাদা আলাদা সাতটা রেসিপি তৈরি করলাম।

20240115_162704.jpg

20240115_163116.jpg

আমি সকাল থেকেই রেসিপিগুলো তৈরি করা শুরু করি। আমি তো সত্যি বলতে এগুলো তৈরি করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। এগুলো ফটোগ্রাফি করতে একেবারে বিকেল চারটা বেজে গিয়েছিল। তখন ফটোগ্রাফি করার পরে আমরা পরিবারের সবাই মিলে বিকেল বেলায় দুপুরের খাবার খেয়েছিলাম। আসলে পুরো কাজটা সম্পূর্ণ না করে খেতে পারলাম না। তবে রেসিপিগুলো তৈরি করার পর সবাই মিলে একসাথে খেতে অনেক বেশি ভালো লেগেছে। এটা ছিল আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। আসলে আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু। আশা করে এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে।

20240115_162317.jpg

20240115_162559.jpg

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
শালগম৩ টা
পালং শাক১/২ কাপ
গাজর২ টা
ফুলকপি১ টা
বাঁধাকপি১ টা
টমেটো৬ টা
শিমহাফ কেজি
পেঁয়াজ কুচি৩ কাপ
রোসন বাটাকয়েকটি
কাঁচামরিচহাফ কেজি
শুকনা মরিচপরিমাণ মতো
ধনিয়া পাতা কুচি২ কাপ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
সরিষার তেল১ কাপ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

1000062667.jpg

1000062668.jpg

রান্নার বিবরণ :

( ১ ) শালগম ভর্তা :

ধাপ - ১ :

প্রথমে আমি শালগম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর এগুলোকে পরিষ্কার করে একটা পাতিলে দিয়ে, এরপর পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম। সেদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

20240115_112028.jpg

20240116_230543.jpg

ধাপ - ২ :

এরপরে সিদ্ধ করা হয়ে গেলে পানি ঝরিয়ে শালগমের টুকরোগুলোকে শিলনোড়ায় বেটে নিব।

20240116_230612.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরপর এরমধ্যে বেটে নেওয়া শালগাম দিয়ে দিলাম। এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিবো।

20240116_230627.jpg

ধাপ - ৪ :

এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম।

20240116_230646.jpg

ধাপ - ৫ :

এগুলো এরপরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নিবো।

20240116_230707.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপর এরমধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পেঁয়াজকুচি গুলো দিয়ে দিলাম। এরপরে এগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব।

20240116_230731.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি আবারো ফ্রাইপ্যানের মধ্যে রসুনগুলোকে টুকরো টুকরো করে হালকা একটু ভেজে নিব।

1000062896.jpg

ধাপ - ৮ :

এরপরে আবারও একটু সরিষার তেল দিয়ে , ফ্রাই প্যানের মধ্যে শুকনা মরিচ গুলো দিয়ে একটু ভেজে নিবো।

20240116_230745.jpg

ধাপ - ৯ :

এরপর আমি ভাজা শালগমের সাথে একটু ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ কুচি, সরিষার তেল এবং ভাজা রোসন দিয়ে দিলাম।

20240116_230814.jpg

ধাপ - ১০ :

এরপরে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করে নিলাম।

20240116_230833.jpg

20240115_162552.jpg

20240115_162809.jpg

( ২ ) গাজর রেসিপি :

ধাপ - ১ :

প্রথমে আমি গাজরটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম।

20240115_115345.jpg

ধাপ - ২ :

এরপরে আমি একটি পাতিলের মধ্যে গাজর দিয়ে পানি এবং লবণ দিয়ে, চুলায় বসিয়ে সিদ্ধ করে নিলাম।

20240116_231119.jpg

ধাপ - ৩ :

এরপর আমি গাজরটাকে বেটে একদম মিক্স করে নিলাম।

20240116_231140.jpg

ধাপ - ৪ :

এরপরে মাখানো গাজর এবং তার সাথে ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ কুচি, সরিষার তেল এবং ভাজা রোসন দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে মেখে ভর্তা তৈরি করে নিলাম।

20240116_231302.jpg

20240115_162804.jpg

20240115_162545.jpg

( ৩ ) পালং শাক রেসিপি :

ধাপ - ১ :

প্রথমে আমি পালং শাকগুলোকে টুকরো করে কেটে নিলাম। এরপরে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম।

20240116_231339.jpg

ধাপ - ২ :

আমি পালং শাক গুলোকে সিদ্ধ করে নিলাম।

20240116_231431.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরমধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব।

20240116_231525.jpg

ধাপ - ৪ :

এরপর আমি সিদ্ধ করা শাকটাকে শিল নোড়ায় বেটে নিলাম।

20240116_231505.jpg

ধাপ - ৫ :

এরপর আমি বেটে নেওয়ার শাকের সাথে আগে থেকে ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ কুচি, সরিষার তেল এবং ভাজা রোসন দিয়ে দিলাম।

20240116_231553.jpg

ধাপ - ৬ :

এরপর এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করে নিলাম।

20240116_231607.jpg

20240115_162813.jpg

20240115_162538.jpg

( ৪ ) শিম ভর্তা রেসিপি :

ধাপ - ১ :

প্রথমে আমি শিম গুলোকে কেটে এবং ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম।

20240115_115507.jpg

ধাপ - ২ :

এরপরে আমি একটি পাতিল এর মধ্যে পানি দিয়ে সিম এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপরে এগুলোকে সিদ্ধ করে নিলাম।

20240116_231704.jpg

ধাপ - ৩ :

এরপরে সিদ্ধ করা সিম এবং কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা শিল নোড়ায় বেটে নিলাম।

20240116_231823.jpg

ধাপ - ৪ :

এরপরে বেটে নেওয়া শিমটাকে ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ কুচি, সরিষার তেল এবং ভাজা রোসন দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে ভর্তা তৈরি করে নিলাম।

20240116_232210.jpg

20240115_162528.jpg

20240115_162820.jpg

। ( ৫ ) ফুলকপি ভর্তা রেসিপি :

ধাপ - ১ :

প্রথমে আমি ফুলকপি গুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপরে এগুলোকে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম ।

20240115_115606.jpg

20240116_232251.jpg

ধাপ - ২ :

এরপরে সিদ্ধ করা ফুলকপিটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে দিলাম। এর সাথে সেদ্ধ আলু দিয়ে আলুগুলোকেও ভালোভাবে ম্যাশ করে নিলাম।

20240116_232323.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি চুলায় একটি করায় বসিয়ে দিলাম। এরপরের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরের মধ্যে পেঁয়াজকুচি এবং শুকনা মরিচ দিয়ে দিলাম।

20240116_232338.jpg

ধাপ - ৪ :

এরপরে এরমধ্যে মেখে নেওয়া আলু এবং ফুলকপি দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

20240116_232403.jpg

20240115_162533.jpg

20240115_162817.jpg

( ৬ ) বাঁধাকপি ভর্তা রেসিপি :

ধাপ - ১ :

এরপরে আমি বাঁধাকপি টাকে কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে এর মধ্যে এরপর পানি, হলুদের গুড়া এবং লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম। সেদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

20240116_232531.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এগুলোকে সিদ্ধ করা বাঁধাকপি শিল নোড়ায় বেটে নিবো।

20240116_232719.jpg

ধাপ - ৩ :

পুরো বাঁধাকপিটাকে বেটে নিয়ে নিলাম।

20240116_232753.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরে এরমধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেটে নেওয়া বাঁধাকপি দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব।

20240116_232828.jpg

ধাপ - ৬ :

ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। এরপরে ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ কুচি, সরিষার তেল এবং ভাজা রোসন দিয়ে দিলাম। এগুলোকে হাত দিয়ে মেখে ভর্তা করে নিব।

20240116_233217.jpg

20240115_162518.jpg

20240115_162829.jpg

( ৭ ) টমেটো ভর্তা:

ধাপ - ১ :

প্রথমে আমি টমেটো গুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর চুলায় একটু পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিব।

20240115_120633.jpg

20240116_233301.jpg

ধাপ - ২ :

এরপরে সিদ্ধ করা টমেটো গুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিবো।

20240116_233325.jpg

ধাপ - ৩ :

এরপরে চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজকুচি এবং শুকনা মরিচ দিয়ে দিলাম।

20240116_233340.jpg

ধাপ - ৪ :

এরপরে এর মধ্যে মেখে নেওয়ার টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে নেটে ছেড়ে ভালোভাবে ভেজে নিবো।

20240116_233352.jpg

ধাপ - ৫ :

এরপরে ভাজা হয়ে গেলে চুলে থেকে নামিয়ে নেব

20240116_233412.jpg

ধাপ - ৬ :

এরপরে এর মধ্যে ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ কুচি, সরিষার তেল এবং ভাজা রোসন দিয়ে দিলাম।

20240116_233435.jpg

ধাপ - ৭ :

এরপরে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তা করে নিবো।

20240116_233446.jpg

20240115_162823.jpg

20240115_162620.jpg

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20240115_162450.jpg

20240115_162327.jpg

20240115_162749.jpg

20240115_162434.jpg

20240115_162559.jpg

20240115_162502.jpg

20240115_162743.jpg

20240115_162450.jpg

20240115_162327.jpg

20240115_162749.jpg

20240115_162455.jpg

20240115_162835.jpg

20240115_162317.jpg

20240115_163104.jpg

20240115_162206.jpg

20240115_162628.jpg

20240115_163116.jpg

20240115_162719.jpg

20240115_163053.jpg

20240115_162704.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই প্রতিযোগিতা টা আমার খুবই পছন্দের একটি প্রতিযোগিতা ছিল। ঘরের ছাদের উপর সবাই একসাথে বসে ভর্তাদিয়ে ভাত খাওয়ার মুহূর্তটা ছিল অন্যরকম আনন্দের। পরিবারের সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছিল। খুব সুন্দর একটি আয়োজন ছিল। এই প্রতিযোগিতায় যারা আয়োজন করেছেন সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। তোমার পোস্টটি ও আমার অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল তোমার জন্য।

সাথে ছাদের উপরে খেতে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

ভাইরে ভাই কি রকম স্বাদের ভর্তা রেসিপি নিয়ে আপনি আজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। আপনার ভর্তা দেখে তো জিভ আর ঠান্ডা রাখা সম্ভব নয়। এমন ঠান্ডার দিনে এরকমের ভর্তা দিয়ে গরম ভাত খেতেও বেশ স্বাদের লাগবে। শুভ কামনা রইল আপনার জন্য আপু।

ঠিক বলেছেন গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমেই অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার পোস্টটি দেখে অনেক বেশি ভালো লাগলো আপনি একই সাথে অনেকগুলো ভর্তা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে আপনার উপস্থাপনাটা এবং পরিবেশন বেশ ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

চেষ্টা করেছি সুন্দর সুন্দর ভর্তা রেসিপিগুলো শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

শীতকালে গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে সব থেকে বেশি মজা লাগে।
আর একবার খাবারের সাথে যদি এত রকমের ভর্তা হয় তাহলে তো কোন কথাই নেই।
আপনি লোভনীয় লোভনীয় সবজি দিয়ে মজাদার ভর্তা প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখেই তো জিভে জল চলে আসলো।
বিশেষ করে গাজর ফুলকপি এবং টমেটো এর মধ্যে সবথেকে বেশি প্রিয় আমার।

Posted using SteemPro Mobile

বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর প্রশংসা গুলো পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

বাবারে বাবা এত্তো গুলো লোভনীয় ভর্তা আপু কয় দিনে করেছেন আর কয়দিনে খেয়েছেন ভাবছি।তবে সব গুলো ভর্তা অসাধারণ লোভনীয়। ধাপে ধাপে সব গুলো ভর্তা তৈরি পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন অসাধারণ ভাবে।ধন্যবাদ আপু সুন্দর সাতটি ভর্তা রেসিপি আমাদের সাথে সুন্দর করে গুছিয়ে শেয়ার করার জন্য।

করেছি তো একদিনে কিন্তু খেয়েছি তিন দিনে। অনেক ধন্যবাদ আপনাকে।

ভর্তা বরাবরই আমার খুবই পছন্দের। শীতের সময় গরম ভাতের সাথে ভর্তা খাওয়ার মজাই আলাদা। আপনার ভর্তার রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম করে রেসিপিগুলো তৈরি করেছেন। এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। পরিবেশন টাও বেশ চমৎকার ছিল। আশা করছি ভালো একটা পজিশনে যাবেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আসলেই গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই লোভনীয় ভর্তা রেসিপি শেয়ার করেছেন। একসাথে এতগুলো ভর্তা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। সবজি দিয়ে এত মজাদার ভর্তা রেসিপি তৈরি করা যায় জানা ছিল না। আপনার উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ভর্তার ধাপ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত মজাদার ও ইউনিক ভর্তা রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ঠিক বলেছেন আপু রেসিপি গুলো সত্যি খেতেও দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যাইহোক আপনি তো দেখছি বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করেছেন। ভর্তা গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খাওয়ার মজাই আলাদা। শীতকালীন সবজির ভর্তা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রেসিপি গুলো দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো মজার মজার রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আপনার মত আমার কাছেও সবজি ভর্তাগুলো বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

বাপরে বাপ এক সাথে সাতটি ভর্তা রেসিপি শেয়ার করলেন আপনি। দেখে তো আমি বিশ্বাসই করতে পারছি না। এক সাথে সাতটি রেসিপি আপনি শেয়ার করলেন। যাক দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর রেসিপির প্রেজেন্টেশন তো অসাধারণ হলো। আর কিছু বলার নেই আপু এক কথায় সবকিছুতেই আমি মুগ্ধ হয়ে গেলাম। আর ভর্তা গুলো খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে সেটা আমি নিশ্চিত বলতে পারছি। আপনার জন্য শুভকামনা রইল।

জ্বী আপু ভর্তা গুলো খেতেও কিন্তু বেশ দারুন লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু, এই প্রতিযোগিতায় আপনি সাতটি রেসিপি দিয়েছেন যা দেখে অবাক হয়ে গেলাম আমি!😲 আমাদের তো দুইটি রেসিপি করতে গিয়েই মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে।🥲 আপনি এতগুলো রেসিপি কিভাবে তৈরি করলেন তাই ভেবেই অবাক হয়ে যাচ্ছি। যাক, একসাথে অনেকগুলো ভর্তার রেসিপি দেখার সুযোগ হলো। রেসিপিগুলো রান্নার পদ্ধতি, উপস্থাপন, পরিবেশন সবকিছুই অনেক সুন্দর ছিল। আপনার শেয়ার করা রেসিপি অবলম্বন করে গাজরের আর টমেটোর ভর্তা রেসিপি বাড়িতে দু-একদিনের মধ্যেই ট্রাই করবো এমনটা ভাবছি। অনেক অনেক শুভকামনা রইল আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সত্যি বলতে বলার বাহিরে পরিশ্রম হয়েছে। কিন্তু আপনাদের প্রশংসা গুলো শুনে পরিশ্রম সার্থক হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনার পরিশ্রমের প্রশংসা করতেই হবে। এত গুলো ভর্তা তৈরি করা অনেক কষ্টের কাজ একদিনে।

Posted using SteemPro Mobile

একসাথে এতো ভর্তা দেখে লোভ লেগে গেলো আপু।আপনি দারুন দারুন ভর্তা রেসিপি শেয়ার করেছেন।কিছু ভর্তা খুব নতুন লেগেছে আমার কাছে। ঝাল ঝাল ভর্তা খেতে ভীষণ মজার। আপনি সময় ও পরিশ্রম করে এতো এতো ভর্তার রেসিপি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আসলেই ঝাল ভর্তা আমার নিজেরও খুব পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে।

আমি তো স্ক্রোল করতে করতেই শেষ একসাথে সাত টা রেসিপি, অনেক ধৈর্য নিয়ে এবং অনেক সময় নিয়ে আপনি রেসিপিগুলো তৈরি করেছেন, আপনার অংশগ্রহণটা খুবই চমৎকার ছিল আপনার জন্য অগ্রিম শুভ কামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।

শীতকালীন এত মজাদার ভর্তা রেসিপি দেখে যেন আমি অবাক হয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন আমরা কেউ কেউ অনেক বেশি ভর্তা পছন্দ করে থাকি। যার কারণে এই ভর্তা দিয়েই ভাত খেতে খুবই মজা লাগে। আপনার আজকের এই ভর্তাগুলো দেখে যেন এত খেতে ইচ্ছা করতেছিল। যেটা বলার মত না। মনে হচ্ছিল এখনই আপনার বাড়িতে গিয়ে দাওয়াত খাই।

চলে আসেন তাহলে এই ভর্তাগুলো তৈরি করে খাওয়াবো। অনেক ধন্যবাদ আপনাকে।

বলতে গেলে আপু ভর্তার একটা প্যাকেজ পেয়ে গেলাম। সাতটা ভর্তা করা চাট্রনি খানি কথা না। সকাল থেকে বিকেল অবধি লেগে গেল! আপনার ধৈর্যের তারিফ করতেই হয় আপু। আপনি সবসময় দারুণ সব ও ইউনিক কাজ শেয়ার করেন এজন্য ভালো লাগে। আপনার জন্য শুভেচ্ছা আপু 🌼

ঠিক বলেছেন আসলেই অনেক ধৈর্য নিয়ে করেছি। তবে আপনাদের এত ভালো লেগেছে এটা শুনে সত্যিই আরো বেশি ভালো লাগলো।