কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।।ব্যর্থ প্রেম।সুনীল গঙ্গোপাধ্যায় আমার অংশগ্রহণ। ১০% @shy-fox

in hive-129948 •  3 years ago 

✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে একটা বিশেষ অনুভূতি নিয়ে আপনাদের সামনে এসেছে। বলতে গেলে জীবনে প্রথমবার এই অনুভূতি ‌‌। আমাদের ছোট দাদা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা "ব্যর্থ প্রেম" আবৃতি করার একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রথমেই ধন্যবাদ জানায় ছোট দাদাকে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি কবিতা সম্পর্কে কিছুই বুঝিনা। এমনকি জীবনে কখনো কবিতা আবৃত্তি করেছে কিনা তাও জানিনা। এর আগেও একটা প্রতিযোগিতায় দেখেছিলাম অনেকে জয়েন করেছে। এমনকি প্রতি হ্যাংআউটে দেখি অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা আবৃতি করে। এবারের প্রতিযোগিতায় দেখলাম অনেকে জয়েন করেছে। সবাইকে দেখে আমার নিজেরও ইচ্ছে হলো নিজের মতো করে কবিতাটা আবৃত্তি করব। আমার কাছে মনে হয় কবিতা আবৃতি করাটা একটা সাহসের ব্যাপার। কখনো এইভাবে কবিতা আবৃত্তি করিনি। তবে এবার নিজেকে নিজে সাহস দিয়েছি কবিতা আবৃত্তি করব। যাই হয়ে যাক না কেন এমন কি শুনতে যেমনই হোক না কেন। হয়তবা ভাল হয়নি কিন্তু চেষ্টা করলাম। আসলে এখানে এখানে প্রাইস জেতাটা বড় কথা নয়। সবাইকে দেখে আমি একটু অনুপ্রাণিত হলাম। এইজন্য প্রথমবারের মতো আমার চেষ্টা। হয়তোবা খুবই খারাপ হয়েছে, কিন্তু তাও আপনারা শুনবেন। আমি তো একদম ভয় পেয়ে আছি।


আবৃত্তি কভার : আমি নিজেই
ব্যাকগ্রাউন্ড মিউজিক: সংগৃহীত

ব্যর্থ প্রেম – সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

ব্যক্তিগত নিজস্ব মতামত আমি তুলে ধরার চেষ্টা করবো, কবিতাটি সম্পর্কে ।

ব্যক্তিগতভাবে আমি কবিতাটি পড়ে কিংবা শুনে বুঝতে পেরেছি যে, একজন মানুষ কারো কাছ থেকে প্রতারিত হয়েছে। মানে কারো কাছ থেকে আঘাত পেয়েছে। আমাদের দেখা অনুসারে যদি কেউ কারো কাছ থেকে আঘাত পেয়ে থাকেন তাহলে সে সহজেই ভেঙে পড়ে। এমনকি সে আঘাত থেকে অনেকে স্বাভাবিক হয়ে উঠতেই পারে না।

কিন্তু কবির কবিতায় কারো কাছ থেকে আঘাত কিংবা দুঃখ পেয়ে ও তিনি ভেঙে পড়েনি। এমনকি সে সহজেই এব্যাপারটা থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসেছে মাথা উঁচু করে। ব্যর্থ প্রেমের নতুন অহংকার মানে ব্যর্থ হয়েও তিনি অনেক গর্বিত। লম্বা হয়ে ওঠার বিষয়টি হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো। যদিও দুঃখ তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে কিন্তু তার পরেও তিনি একটুও পিছুপা হয়নি।

সার্থক মানুষদের আরো-চাই কথাটার মধ্যে অনেক কিছু বোঝানো হয়েছে। বলতে গেলে মানুষ যত বেশি পায় তত আরো বেশি চাহিদা থাকে। শুধু সবকিছু নিজেই পেতে চায়। পথের কুকুর এবং রিক্সাওয়ালার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন তিনি সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। এমনকি সবার সাথে ভালো আছেন।

তিনি বোঝাতে চেয়েছেন তার অনেক দয়া। কোন একজন ফিরিয়ে দিলেও সারা পৃথিবীটা তার কাছে সব থেকে বেশি আপন। তিনি বোঝাতে চেয়েছেন অনেক দুঃখ কষ্ট সবকিছু পেরিয়ে আবারো তিনি বেরিয়ে এসেছেন। তিনি মনে করেন তিনি নিজেই অনেক সুন্দর। তিনি নিজেকে নিজেই খুব ভালোবাসেন। আমিও মনে করি সবার আগে নিজেকে ভালোবাসা উচিত। যে মানুষ নিজেকে ভালবাসতে পারে না সে অন্যকে কিভাবে ভালবাসবে। এর জন্য কবি নিজেকে নিজে বেশি তুলে ধরেছেন।

কবি বোঝাতে চেয়েছেন তিনি সবার থেকে আলাদা। তার মাঝে কোনো রকমের অহংকার বোধ কাজ করেনি। অহংকারকে পেছনে ফেলে এসেছেন তিনি। উনি অভিমান করে নি। নিজেই ভাবছিলেন অভিমান কার উপরে করবো। অভিমানের কথা মনে করে উনার আরো বেশি হাসি পায়।

কবি বোঝাতে চেয়েছেন উনি এমন ভাবে চলাফেরা করে যাতে নিজের কারণে কেউ একটুও আঘাত না পায়। এমনকি চলাফেরা করার সময় মাটি ও উনার থেকে কোন রকমের আঘাত না পায়। কিন্তু ওনার তো কোন দোষ ছিলনা। উনিতো কাউকে কষ্ট দেয়নি কিন্তু তার পরেও আজ এই পরিণতি।

মূল বিষয় হচ্ছে কারো কাছ থেকে দুঃখ কষ্ট এবং আঘাত পেয়ে ও তিনি ভেঙে পড়েনি এমন কি সবকিছু সাথে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছেন। সারা পৃথিবীতে কেউ আপন করে নিয়েছেন‌। একজনের জন্য নিজের জীবনটাকে থেমে রাখেননি। এমন কি এতো আঘাত পাওয়ার পরেও কারো প্রতি অভিমান ও করেননি।

অনেক ভয়ে ভয়ে এই প্রথমবার কবিতা আবৃতি করা। ভালো না হলেও আপনারা ক্ষমা করবেন।

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি খুব সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সেই সাথে আপনি খুব সুন্দর করে কবিতার মূল ভাবটি তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কথা শুনে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

আপু আপনার আবৃত্তি সহ আজ পর্যন্ত বেশ কয়েকজনের কবিতা আবৃত্তি শুনলাম। সবাই যার যার সাধ্যমতো চেষ্টা করেছে ভালো করতে। আপনার কবিতা আবৃত্তিও আমার কাছে অনেক ভাল লেগেছে। মনে হচ্ছে গত প্রতিযোগিতায় আমরা আপনার আবৃত্তি থেকে বঞ্চিত হয়েছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আপনার গলা দারুণ মানিয়ে গেছে। শুভকামনা রইল আপনার জন্য

ঠিক বলেছেন সবার কবিতাবৃতি বেশ ভালো হচ্ছে। দেখা যাক কি হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন আপু। আপনার কন্ঠে কবিতাটি খুব ভালো লাগছে শুনতে। আমার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে আপনার কবিতাটির মূলভাব। আপনি কবিতাটির মূলভাব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ আপু।

আপনার কবিতা আবৃতি ও শুনেছি খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

মুগ্ধ হয়ে তোমার পুরো কবিতা আবৃতি আমি শুনেছি। কি বলবো তোমাকে তা বলার ভাষা নেই। কবিতা আবৃত্তির পেছনের গল্পটা খুবই কষ্টকর। রাতের প্রায় আড়াইটা পর্যন্ত পরিশ্রম করে অসংখ্যবার কবিতাটি তুমি গেছিলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যে সফটওয়্যার এর মাধ্যমে আমরা ভয়েস রেকর্ড করেছিলাম সেখান থেকে ফাইল সেভ করা যায় না। রাতে মন খারাপ করে দুজনে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করলাম না আবার করা যাক। তারপরও তোমার কনফিডেন্স ছিল অনেক। এত কষ্টের পরেও যে তুমি আবার কবিতাটি আবৃতি করেছ এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

একদম ঠিক কথা বলেছ সব। কি যে কষ্ট হয়েছিলো। অনেক ধন্যবাদ।

কমিউনিটির সকলেই দেখি কবি হয়ে গিয়েছে, সকলের কবিতা আবৃতি আমার কাছে অনেক ভালো লেগেছে এই সাপেক্ষে আপনার আবৃত্তি ও খারাপ ছিল না অনেক বেশি ভালো ছিল। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে কবিতাটি আবৃতি করে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

ঠিকই বলেছেন আসলে সবার দেখায় নিজেও অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

শান্ত এবং নরম ধীর কন্ঠ খুব সুন্দর হয়েছে।তবে আপনার জন্য আফসোস হচ্ছে এর আগের বার আবৃত্তিতে অংশগ্রহণ করেন নি কেনো😁

আসলে এটাই প্রথমবার খুব ভয়ে ভয়ে বলেছি। আগেরবার আপনার প্রথম স্থান অধিকার হওয়াতে বেশ ভালো লেগেছিল। আপনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আবৃত্তি টি শুনতে খুবই ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অনেক সুন্দর লেগেছে। সব মিলিয়ে আসলেই সুন্দর একটি আবৃত্তি ছিলো এটি। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর করে কবিতাটি আবৃত্ত করার জন্য আপনার জন্য একটি অনেক শুভকামনা রইলো।

আমার কবিতা আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনি খুব সুন্দর করে ধীরে ধীরে কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অসাধারণ ছিল। সত্যি যাবে আমাদের মাঝে খুব সুন্দর একটা কবিতার প্রতিযোগিতা শেয়ার করেছেন সেজন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং কবিতাটি সুন্দর করে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ঠিকই বলেছেন দাদা আমাদের মাঝে অনেক সুন্দর কবিতার প্রতিযোগিতা দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি একজন দক্ষবান মানুষ। আপনি সকল বিষয়ে পারদর্শী। সত্যিই আপনার চিত্রগুলো আমার খুবই ভালো লাগে, আজকে আপনি আবার খুবই সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন। আসলে আপনার গুণের কোন শেষ নেই। কবিতা আবৃত্তি খুবই সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

আসলে আপনার এত প্রশংসা পেয়ে সত্যিই খুবই ভালো লাগলো। এই প্রথমবার একটু চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনি প্রত্যেকটা কাজই দক্ষতার সাথে করে থাকেন। ঠিক আজকেও অনেক দক্ষতার সাথে এবং অনেক সুন্দরভাবে প্রতিটা শব্দ ভালোভাবে উচ্চারণ করে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লেখা ব্যর্থ-প্রেম কবিতাটি আবৃত্তি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা শুনে আমার খুবই ভালো লাগছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে কবিতাটি আবৃতি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

এতগুলো প্রশংসা একসাথে করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমবার চেষ্টা করলাম।

যদি এটা প্রথমবার আবৃত্তি করা হয় আপু, তাহলে আমি বলব যথেষ্ঠ ভালো করেছেন। কবিতা পড়া এবং আবৃত্তি করার চেষ্টা চালিয়ে যাবেন মাঝে মাঝে। অনেক ভালো করবেন আপনি। কারণ আপনি শিল্পী মানুষ। আপনার চাইতে ভালো আবেগ আর কে দিতে পারবে! অনেক শুভ কামনা রইলো 🙏

এইভাবে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি এতো সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারেন তা আমার জানা ছিল না আপু। সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যর্থ-প্রেম কবিতাটি আপনার কন্ঠ অনেক সুন্দর লাগছে। আমি চাইব পরবর্তীতেও আপনি আমাদের মাঝে বিভিন্ন ধরনের কবিতা আবৃতি করে শেয়ার করবেন।

আপনারা পাশে থাকলে অবশ্যই চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি চমৎকার ভাবে কবিতাটি আবৃতি করেছেন। শুনে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।