ঘরের কিছু জিনিস কেনাকাটা করার মুহূর্ত ১০% @shy-fox

in hive-129948 •  3 years ago 

1656989052042.jpg

device : Redme note 9

লোকেশন



✋ হ্যালো বন্ধুরা, ✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে ঘরের জন্য কিছু হালকা জিনিস কেনাকাটা করেছি। এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।

1656925894713.jpg

device : Redme note 9

লোকেশন


ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল এজন্য ভাবছি মার্কেটে যাব কেনাকাটা করার জন্য। আমার বোন আমাদের বাড়িতে এসেছিল একদিন আগে। ভাবলাম ওকে নিয়ে যায় কেনাকাটা করতে। সকালে কাজকর্ম থাকে এজন্য ভাবলাম বিকেলের দিকে যাব। এরপরে আমরা একসাথে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আমরা প্রথমে ক্রোকারিজের দোকানে গেলাম। সেখান থেকে কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম। আমি আবার বেশি দোকান ঘুরে কেনাকাটা করা পছন্দ করি না। এজন্য যে জিনিসগুলো দরকার তা যে কোন এক দুইটা দোকান থেকেই কিনে নিয়ে থাকি।

1656925939297.jpg

1656925881147.jpg

এরপরের ছোটখাটো কিছু জিনিস কেনার দরকার এজন্য 99 প্লাস দোকানে গেলাম। এই দোকানটা বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। একসাথে অনেক কিছুই কেনাকাটা করা যায়। এই দোকানে ছোটখাটো কাচের জিনিস থেকে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা জাতীয় জিনিস এমনকি ফুলের যেকোনো ধরনের সামগ্রী ও পাওয়া যায়। এখানে প্রায় অনেক বড় বড় পাওয়া যায়। একদম কম দামি ফুল থেকে অনেক বেশি দামি পর্যন্ত ফুলের সমারোহ রয়েছে। আমার কিছু কাপের দরকার ছিল এজন্য আমি এখান থেকে কফি কাপ কিনে নিলাম।

1656925945426.jpg

1656925867665.jpg

এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। যদিও একটার দাম ৯৯ টাকা। এজন্য আমি ছয়টা একই ধরনের কিনে নিলাম। তাহলে একটা সেট তৈরি হয়ে যায়। এরপর বাবুর জন্য কয়েকটা ছোটখাটো খেলনা কিনে নিলাম। যদিও সব সময় ওর জন্য কিছু না কিছু নেওয়া হয়। প্রথম থেকে আমি এই জিনিস গুলার ছবি উঠাতে ভুলে গিয়েছি। আসলে আমি আগে থেকেই এরকম পোস্টগুলা করার অভ্যস্ত ছিলাম না। এরপরে যখন ফুলের সাইটে গেলাম তখন ভাবলাম যদি আজকের বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে তাহলে কেমন হয়।

1656925900953.jpg

1656925951310.jpg

এটা ভেবে চুলের দোকানে অনেকগুলো ফটোগ্রাফি করলাম। ফুলের সাইট থেকে আমি একটা ফুলের ঝাঁড় কিনলাম। তারপরে টুকটাক কিছু ছোটখাটো জিনিস কিনলাম। ওইখানে ছোটখাটো বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই জিনিসপত্র গুলো আমাদের ঘরের অনেক প্রয়োজনীয়। এইজন্য আমি বেশিরভাগ সময় এখান থেকে এসে ঘরের জন্য টুকটাক কিছু কিনে থাকি। এইভাবে সব কেনাকাটা শেষ করলাম। কেনাকাটা করতে করতে প্রায় অনেকটা সময় কেটে গেছে। তারপর সবকিছু নিয়ে আমি আর আমার বোন একসাথে বাড়ির দিকে রওনা দিলাম।

1656925930792.jpg

1656925861079.jpg

এভাবে আজকের মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফি এবং কথাগুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারো দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু এক জায়গায় মনে হচ্ছে ফুলের পরিবর্তে চুল লিখেফেলেছেন।যাই হোক এক সময় ৯৯ এ খুব ভালো ভালো জিনিস পাওয়া যেতো।এখন মনে হয় আগের চেয়ে কিছুটা মান কমেছে। ছবিগুলো ভালো ছিলো।ধন্যবাদ

হয়তো ভুল করে উঠে গেছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

১ টু ৯৯ এ ছোটখাটো প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায় এবং বিশেষ করে আনকমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেটা অন্যান্য দোকানে পাওয়া যায় না । অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে নিজেদের কেনাকাটা এবং বিষয়বস্তু আমাদের সাথে তুলে ধরার জন্য।

ঠিক বলেছেন এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

যেকোনো কেনাকাটা আমিও এক দোকান থেকে কিনতে পছন্দ করি। আসলে এই ৯৯ এ খুব ভালো কেনাকাটা করা যায়। এখানে আসলে অনেক জিনিসই পাওয়া যায়। আপনি আপনার কেনাকাটা মাধ্যমে খুব ভালো মুহূর্ত উপভোগ করেছেন বোঝাই যাচ্ছে। অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে

ঠিক বলেছেন এক দোকান থেকে কিনলেই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

ফুলগুলো আর্টিফিশিয়াল হলেও অনেক সুন্দর। আপনি কেনাকাটার ছবি শেয়ার করেছেন সেগুলো দেখেও অনেক ভালো লাগলো। এত আকর্ষণীয় একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

এই আর্টিফিসিয়াল ফুলগুলো সত্যি অনেক চমৎকার লাগে দেখতে। কিন্তু আমার একটা অভিযোগ আছে। আপনি কেন বাইরের দোকান থেকে কিনবেন আপু? আপনি নিজেই তো অনেক চমৎকার হাতের কাজ করেন, দূর্দান্ত ফিনিশিং হয় সেগুলোর। নিজেই নিজের পছন্দ মত তৈরি করতেন। বিশেষ করে আমি বেশি খুশি হতাম তাহলে।

ঠিক বলেছেন বাজার থেকে এগুলা কেন আসছে হাতে তৈরি করা বেশ ভালো। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার ঘরের কিছু জিনিস কেনাকাটা করার মুহূর্ত টি অনেক সুন্দর ভাবে কিছু শব্দ ও আলোকচিত্রের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। প্লাস্টিক ফুলগুলো অসম্ভব সুন্দর। ধন্যবাদ আপনাকে পোস্ট টি করার জন্য।

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।