"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৪ || ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপি।

in hive-129948 •  2 months ago 

20241029_145118.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপি। আসলে এটা আমি আমাদের এবারের প্রতিযোগিতার জন্য তৈরি করেছি। আমার ব্লগ মানেই হচ্ছে নতুন কিছু। আর প্রতিনিয়ত আমার বাংলা ব্লগের মাধ্যমে আমরা নতুন রেসিপি গুলো খেতে পারি।

তবে এবারে মাছের রেসিপি দেখে সব থেকে বেশি ভালো লেগেছে। কারণ আমাদের প্রতিনিয়ত খাবারের তালিকায় মাছ থাকবেই। কিন্তু রেসিপি হিসেবে কি তৈরি করবো এটাই খুঁজে পাচ্ছিলাম না। অনেক চিন্তা ভাবনা করে একটা রেসিপি খুঁজে বের করলাম। তবে আমি এই রেসিপিটা কোরিয়ান রেসিপি হিসাবে একটা রেসিপি দেখেছিলাম। কিন্তু ঐ রেসিপিটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে ওই রেসিপিটার আঙ্গিকে আমি নিজের মতো করে তৈরি করবো ভেবেছিলাম। যাতে আমরা রেসিপিটা খেতে পারি।

20241029_145502.jpg

আসলে কোরিয়ান রেসিপি গুলো আমাদের বাঙ্গালীদের জন্য নয়। তবে এই রেসিপিতে আমি মাছ এবং সবজি দুইটাই ব্যবহার করেছি। কারণ এমনিতে সবজি রেসিপি খেতে খুবই ভালো লাগে। তাই জন্য রেসিপিটা একটু নিজের মতো করে তৈরি করলাম। তবে সবজিগুলোতে আমি মরিচের গুড়া ব্যবহার করিনি। কাঁচামরিচ এবং হলুদ দিয়েছি। যাতে বেশি কালার না হয়। তবে রেসিপিটা কি রকম হবে এটা নিয়ে একটু সন্দেহ ছিল।

এমনিতে খেতে ভীষণ ভালো লেগেছে। আসলে রেসিপি তৈরি করতে করতে একেবারে অনেকটা সময় লেগে গেছিল। ফটোগ্রাফি করার সাথে সাথেই খেতে বসে পড়লাম আমরা সবাই মিলে। কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। সব মিলিয়ে নতুন একটা রেসিপিতে অনেক ভালো একটা অভিজ্ঞতা তৈরি হলো। এমনকি নতুন কোন রেসিপি তৈরি করে সবাই মিলে খেতেও ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

20241029_145414.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
মাছ১ টা
ফুলকপি১ টা
বরবটিকয়েকটা
পটল২ টা
আলু সেদ্ধ২ টা
টমেটো২ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20241029_211856.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা মাছ ভালোভাবে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে নিলাম।

IMG_20241029_211431.jpg

ধাপ - ২ :

এরপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং হলুদ মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে মাখিয়ে নিলাম। এভাবে বেশ কিছুক্ষন রেখে দিবো।

IMG_20241029_211456.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম।

IMG20241029101931.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি , রসুন বাটা লবণ এগুলো দিয়ে দিলাম। এরপর একটু নেটে ছেড়ে এরমধ্যে সবজিগুলো দিয়ে দিলাম।

IMG_20241029_211540.jpg

ধাপ - ৫ :

এরপর আমি সিদ্ধ করা আলু এবং টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিবো।

IMG_20241029_211557.jpg

ধাপ - ৬ :

এরপরের মধ্যে ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20241029_211611.jpg

ধাপ - ৭ :

এরপরে মসলা মাখা মাছের ভেতরে সবজিরপুর ভরে নিলাম।

IMG_20241029_211637.jpg

ধাপ - ৮ :

এরপরে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এপারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সবজির পুর ভরা মাছটা বসিয়ে দিলাম। এর পাশে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

IMG_20241029_211659.jpg

ধাপ - ৯ :

এরপরে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিলাম। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20241029_211716.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241029_145414.jpg

20241029_145118.jpg

20241029_145016.jpg

20241029_144857.jpg

20241029_144921.jpg

20241029_145502.jpg

20241029_145216.jpg

20241029_145059.jpg

20241029_145426.jpg

20241029_145123.jpg

1000181678.jpg

1000181669.jpg

1000181667.jpg

1000181676.jpg

1000181677.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য ইউনিক রেসিপি শেয়ার করেছেন। এভাবে ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপি কখনও খাওয়া হয়নি। এই প্রতিযোগিতার মাধ্যমে কাতলা এবং তেলাপিয়া মাছের বেশ কিছু রেসিপি শিখতে পারলাম। আপনার এমন লোভনীয় উপস্থাপনা দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। তেলাপিয়া মাছের ভেজিটেবল ফিশ স্টাফড রেসিপি তৈরি করেছেন। যা দেখতে ভীষণ লোভনীয় এবং ইউনিক লাগছে। আপনার উপস্থাপনাও বেশ দারুন হয়েছে। বিস্তারিতভাবে রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপের বর্ণনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

আপনার প্রশংসা শুনে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভকামনা জানাই। ভেজিটেবিল স্টাফড তেলাপিয়া মাছ রান্না করেছেন বেশ সুন্দরভাবে। তেলাপিয়া মাছের নানান ধরনের রেসিপি হয় এবং তেলাপিয়া মাছ দিয়ে নানান রেসিপি ট্রাইও করা যায়। স্টাফিং করে আপনি বিষয়টাকে তেলে ভেজেছেন বেকড বা রোস্ট কি করা যায় না?

আসলে আমার মনে হয়েছে ভাজলেই ভালো হবে। তার জন্য এভাবে করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার তৈরি করা প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে খুবই সুন্দর একটি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করা মাছের রেসিপি টি একদম একটি রেসিপি। আর আপনি ধারাবাহিকভাবে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

রেসিপিটা আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপির পরিবেশন দেখে ভীষণ ভালো লাগলো। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটা একদিন ট্রাই করে দেখব। বেশ মজার একটা রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে প্রতিযোগিতা - ৬৪ তে ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই রেসিপির মাধ্যমে একটি নতুন নামে রেসিপি চিনতে পারলাম। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি ভিন্ন নামের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার রেসিপির পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও।

প্রতিযোগিতায় অংগ্রহন করার জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভ কামনা। আসলে আপু কোরিয়ান কোন রেসিপি আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়। তবে তাদের রেসিপি আদলে আমাদের দেশীয় পদ্ধতিতে তৈরি করলে খেতে ভালই লাগে। আপনার আজকের ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

একটু ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করেছি এই রেসিপিটা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই ইউনিক এবং মজাদার একটি রেসিপি শেয়ার করলেন। এই ধরনের রেসিপি আমি প্রথম দেখলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

এই রেসিপিটা অনেক মজাদার ছিল।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আজকে আপনি খুব সুন্দর করে ভেজিটেবলস ফিস স্টাফড রেসিপি করেছেন। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আর কোরিয়ান রেসিপি দেখে নিজের মতো করে মজার রেসিপি তৈরি করেছেন। মজার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।