জেনারেল রাইটিং:- "অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেলে"

in hive-129948 •  28 days ago 

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250113_210741_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রত্যেকটা মানুষ নিজের জীবনে অনেক বেশি অর্থ চায়। আর এই অর্থ অর্জন করার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, এটা আমরা আমাদের আশে পাশে তাকালে অবশ্যই দেখতে পাবো। অর্থ যেমন মানুষকে পশু বানিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে স্বার্থ ও মানুষকে পশু বানিয়ে দেয়। অর্থ এবং স্বার্থের জন্য মানুষ নিম্ন থেকে নিম্ন শ্রেণীর কাজগুলোও করতে পারে। যেগুলো তাদেরকে পশুর থেকেও অনেক বেশি নিকৃষ্ট করে বলে আমার মনে হয়। অর্থ অর্জনের জন্য একজন ভাই আরেকজন আপন ভাইকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করে না।

অর্থ এবং স্বার্থ মানুষকে খুবই নিকৃষ্ট করে। এগুলো একটা মানুষের জীবনে অনেক খারাপ প্রভাব ফেলে থাকে। একটা মানুষকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়ার জন্য ওর ওর জনের খারাপ চিন্তা আর নিজের স্বার্থ উদ্ধার করার বিষয়টি যথেষ্ট। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র নিজের স্বার্থ নিয়েই সব সময় চিন্তা করে। সবকিছুর আগে তারা নিজেদের স্বার্থ নিয়ে ভাবে। আর তাদের স্বার্থের কাছে সবকিছুই অন্যরকম হয়ে যায়। প্রতিটা সম্পর্ক এখন শুধুমাত্র মানুষের স্বার্থের জন্যই তৈরি হয়। স্বার্থ ফুরিয়ে গেলে এখন সম্পর্ক শেষ হয়ে যেতে দুই মিনিটও লাগেনা।

যারা স্বার্থের জন্য সবকিছুই করতে পারে তারা অনেক বেশি খারাপ হয়ে থাকে। আর এরকম মানুষ গুলোকে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। বিশেষ করে স্বার্থের জন্য আসা মানুষগুলো আমাদের অনেক বেশি আপন হয়ে থাকে। আর তারা যখন এভাবে আমাদেরকে কষ্ট দেয় তখন সত্যি বেশি খারাপ লাগে। মানুষ শুধুমাত্র নিজের স্বার্থটাই চিন্তা করে সবার আগে অন্য কিছু নয়। স্বার্থপর মানুষ এই দুনিয়াতে অনেক বেশি রয়েছে। এখন পুরো পৃথিবীটা যেন স্বার্থপর মানুষে ভরে গিয়েছে। আসলে আমাদের এই পৃথিবীটা স্বার্থপর নয় বরং পৃথিবীর মানুষগুলো স্বার্থপর।

এখন বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্ক সবকিছুই স্বার্থের জন্য আর অর্থের জন্যই হয়ে থাকে। আর এই দুইটা বিষয় একটা মানুষকে যেমন নষ্ট করে দেয়, তেমনি এগুলোর জন্য অন্যরা অনেক বেশি কষ্ট পায়। কারণ একজন কষ্ট দেয় আরেকজন কষ্ট পায়। যারা কষ্ট দেয় তাদের কাছে বিষয়টা সিম্পল মনে হয়। কিন্তু যারা কষ্ট পায় তারাই বোঝে আসলে তাদের সাথে কি হয়েছে। এখন তো মানুষ কোনো সম্পর্ক গড়তে অনেক বেশি ভাবে। কারণ কোন মানুষ কিরকম, এটা আমরা উপর থেকে ভালোভাবে বুঝতে পারি না। তাদের মুখে মুখোশ পড়া থাকে সবসময়।

আমি সবসময় এটাই মনে করি, স্বার্থপর এই দুনিয়ায় কেউই কারো আপন নয়। অর্থ এবং স্বার্থের জন্য মানুষ অনেকটা নিচে নেমে যায়। যেখানে পশুরও স্থান হয় না বলে আমার মনে হয়। তারা অনেক বেশি নিকৃষ্ট হয়ে থাকে। আপন মানুষ গুলোর সাথে তারা অল্পতেই বেইমানি করে ফেলে শুধুমাত্র অর্থ আর স্বার্থের জন্য। আর প্রত্যেকটা মানুষেরই উচিত এই ধরনের মানুষগুলোর থেকে যত বেশি সম্ভব ততই দূরে থাকা। আজকে আমি চেষ্টা করলাম এই বিষয়টা নিয়ে সুন্দর করে পোস্টটা লেখার জন্য। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্ট পড়তে অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যে মানুষ যত বেশি স্বার্থবাদী হয়ে উঠবে সে মানুষ তত বেশি পশুর আচরণ দেখাতে চাইবে। কারণ তার মধ্যে অহংকার কাজ করবে সব সময়। এদিকে অর্থ তাকে অহংকার করাতে আরো সহযোগিতা করে। সব মিলিয়ে মানুষ ভালোর পরিচয় দেওয়া যেন ভুলে যায়। যাই হোক আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো।

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখতে পেরে ভালোই লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_2025-01-13-12-07-30-05_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-13-12-05-46-67_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-21-22-43-58-06_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

তোমার এই কথার সাথে আমি নিজে পুরোপুরিভাবে একমত। অর্থ এবং স্বার্থ একটা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এটা একেবারে ঠিক। আর এই মানুষগুলো সব সময় অর্থ আর স্বার্থ ছাড়া কোনো কিছুই বুঝে না। এগুলো তাদেরকে পশুর থেকেও নিকৃষ্ট করে তোলে। অনেক ভালো লেগেছে আমার কাছে তোমার এই পোস্টটা পড়তে।

আমার কথার সাথে তুমি পুরোপুরিভাবে একমত শুনে খুব ভালো লাগলো।

আপু আজ আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছেন।‌সত্যি আপু অর্থ আর স্বার্থ দুটোই একে অপরের পরিপূরক সম্পর্ক। এই দুটোই মানুষকে মানুষ থেকে পশু বানিয়ে দেয়। এই দুটোই মানুষের সম্পর্ক গুলোকে নষ্ট করে দেয়। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

আমিও ঠিক এটাই মনে করি সব সময়।

দারুন একটি টপিক নিয়ে আজকের পোস্ট লিখেছেন আপু। অর্থ এবং স্বার্থ যে মানুষকে পরশু বানিয়ে দেয় তা আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখতে পাই। অর্থের জন্য যেমন মানুষ খারাপ কাজ করতে দ্বিধা বোধ করে না তেমনি নিজের স্বার্থে মানুষ যেকোনো খারাপ কাজ করতে পারে। অর্থ এবং স্বার্থ যে মানুষকে কতটা নিচে নামিয়ে নিয়ে যায় তাহলে বলার বাহিরে। অর্থ দরকার আছে কিন্তু অতিরিক্ত অর্থ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আপনার দারুণ একটি পোস্ট পড়ে খুব ভালো লাগলো আপু।

এই দুইটার লোভ অনেক বেশি খারাপ।

দারুন একটা টপিক নিয়ে আজ আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আসলে আপনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সাথে আমি একদম সহমত। কেননা এই পৃথিবীতে অর্থ এবং স্বার্থ দুটোই মানুষকে পশু থেকেও অধম করে দেয়।

হ্যাঁ দাদা এগুলো একটা মানুষকে পশু বানিয়ে দেয়।

অর্থ আর স্বার্থের জন্য মানুষ অনেক খারাপ কাজ করে থাকে। অনেক ভালো সম্পর্ক নষ্ট করে ফেলে। আপনি ঠিক বলেছেন, অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেলে তা খুব বাস্তব। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ এটা একেবারে বাস্তব।

আপু আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। অর্থ আর স্বার্থ এই দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে।মানুষ অর্থের জন্য নিজেকে যেমন অনেক নিচে নামিয়ে ফেলে। ঠিক তেমনি স্বার্থের কারনে ও মানুষ পশু হয়ে যেতে পারে। এই বিষয়টি নিয়ে খুব সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

এরকম মানুষ গুলো অনেক ডেঞ্জারাস হয়ে থাকে।

আপনার পোস্টটি অত্যন্ত বাস্তবমুখী এবং সচেতনতার বার্তা তুলে ধরেছেন। অর্থ ও স্বার্থ মানুষের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা সুন্দরভাবে তুলে ধরেছেন। সম্পর্কের মূল্য ও আন্তরিকতার গুরুত্ব বুঝতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এ ধরনের ভাবনা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

হ্যাঁ আমাদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন।

হ্যাঁ আপু অর্থ এবং স্বার্থ মানুষকে নিকৃষ্ট করে তুলে। মানুষ জীবন সুন্দর করার জন্য বেশিরভাগ মানুষ অর্থ উপার্জন করতে চাই। আর এই অর্থের কারণে মানুষ অনেক নিচে নেমে যায়। আবার স্বার্থ মানুষকে ভয়ঙ্কর করে তুলে। এই কারণে অর্থ এবং স্বার্থ মানুষকে পশু বানায়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

হ্যাঁ এগুলো মানুষকে অনেক নিকৃষ্ট করে। পাশে থাকার জন্য ধন্যবাদ।