ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in hive-129948 •  yesterday 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

শাপলা ফুলের ফটোগ্রাফি

IMG-20241229-WA0119.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে শাপলা। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। আর শাপলা ফুল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আমি যে শাপলা ফুলের ফটোগ্রাফি করেছি, এটার পাপড়ি গুলো একেবারে ছড়ানো ছিল। যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছিল। শরৎকালে আমরা শাপলা ফুল অনেক বেশি দেখে থাকি। বিভিন্ন রকম নার্সারিতেও কিন্তু শাপলা ফুল দেখা যায়। আরো অনেক দিন আগে একটা বড় নার্সারিতে গিয়েছিলাম। ওখানে আমি এই শাপলা ফুল দেখেছিলাম, আর তখন ফটোগ্রাফি করেছি।

নয়নতারা ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0013.jpg

device : Redme note 9

লোকেশন

আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে নয়নতারা। নয়নতারা ফুল কয়েক কালারের হয়ে থাকে। তবে সব থেকে বেশি গোলাপি কালারের নয়ন তারা ফুল দেখা যায়। আমার কাছে প্রতিটা কালারের নয়নতারা ফুল দেখতে খুবই ভালো লাগে। বেশ কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে সুন্দর একটা নার্সারিতে গিয়েছিলাম। যেখানে আমি এই ফুল দেখেছিলাম। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। কারণ এরকম সুন্দর ফুল দেখলে বসে থাকতে ইচ্ছে করে না। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই ফটোগ্রাফিটি।

কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0011.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে কাটামুকুট ফুলের ফটোগ্রাফি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কাটা মুকুট ফুলগুলো দেখতে। আজকে আমি ভিন্ন কালারের একটা কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি করেছি। ফুলগুলো অনেক বেশি গুচ্ছ হয়ে থাকে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। এরকম সুন্দর সুন্দর ফুল গুলো দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকতেই ভালো লাগেনা। আর এই জন্যই তো আমি যেখানেই এরকম ফুল দেখি, তখনই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। কয়েকদিন আগে একটা নার্সারিতে যাওয়ার পর এই ফুলটা হঠাৎ দেখেছিলাম। তখন এই ফটোগ্রাফি করা হয়েছিল।

ডালিয়া ফুলের কলির ফটোগ্রাফি

IMG-20250303-WA0007.jpg

device : Redme note 9

লোকেশন

ডালিয়া ফুলগুলো দেখতে যেমন সুন্দর। ডালিয়া ফুলের কলিও দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। ডালিয়া ফুলের কলির সৌন্দর্য অনেক বেশি দারুন ছিল। ডালিয়া ফুলের এই কলি অনেক বেশি ছোট এখনো পর্যন্ত। কিন্তু দেখতে খুবই সুন্দর। বেশ কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। অনেক সুন্দর ডালিয়া ফুলের গাছ তাদের বাড়িতে দেখেছিলাম। যেখানে এই সুন্দর কলি গুলো ছিল। ফুলের এই কলি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই জন্য আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম।

ডালিয়া ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0009.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে একটা ডালিয়া ফুলের ফটোগ্রাফি। এর আগের ফটোগ্রাফিতে আপনাদের মাঝে শেয়ার করেছি, কলির ফটোগ্রাফি। এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে গোলাপী কালারের ডালিয়া ফুল। যেটা পুরোপুরি ভাবে ফুটন্ত অবস্থায় ছিল। আর এই ডালিয়া ফুলের আকৃতি এবং সৌন্দর্য অনেক বেশি দারুন ছিল। বেশ কয়েকদিন আগে সুন্দর একটা নার্সারিতে আমার যাওয়া হয়েছিল আমার হাজবেন্ডের সাথে। ওখানে যখন ঘুরাঘুরি করছিলাম তখন হঠাৎ এই ডালিয়া ফুলটা দেখেছিলাম। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

IMG-20250303-WA0005.jpg

device : Redme note 9

লোকেশন

আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে বাগান বিলাস। যেটা আমি খুবই পছন্দ করি। বাগান বিলাস ফুল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। বিভিন্ন কালারের বাগান বিলাস ফুল রয়েছে। তার মধ্যে সাদা কালারের বাগান বিলাস ফুল অনেক সুন্দর। অনেকেই রয়েছে বাড়ির সামনে বাগান বিলাস ফুল লাগিয়ে থাকে। আর তখন দেখতে খুব সুন্দর লাগে। অনেকে এই ফুলগুলোকে কাগজ ফুল অথবা গেট ফুল বলে থাকে। কয়েকদিন আগে নার্সারিতে যাওয়ার পর আমার এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করা হয়েছিল। আশা করি ফটোগ্রাফিটা আপনাদের ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।ফুল সৌন্দর্যের প্রতীক আর ফুল দেখতে সবারই ভালো লাগে। ডালিয়া ফুল কাটা মুকুট নয়ন তারা ফুলের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুল হলো সৌন্দর্যের প্রতীক তাই সবাই এত পছন্দ করি। ডালিয়া ফুল, বাগান বিলাস ফুল, কাটামুকুট ফুল প্রত্যেকটি সুন্দর ছিল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার শেয়ার করা সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

ফুল দেখতে কার না ভালো লাগে। আজ আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

শাপলা ফুলের ফটোগ্রাফি সত্যি অনেক অসাধারণ ছিল।

শাপলা ফুলের ছবিটা অসাধারণ হয়েছে। ওখানে চোখ আটকে গেছে আপু। অপূর্ব। ঝুলিতে বিশেষণ কম পড়ে যাবে যাই বলি না কেন। বাকি গুলো মন্দ না তবে শাপলা ফুলের কাছে ফিকে লাগছে৷ সেটা যদিও আমার চোখে৷

ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

আপু আপনার শেয়ার করা প্রথম এবং শেষের ফটোগ্রাফি দুইটা মন কেড়ে নিলো। লাল রঙের শাপলা ফুলটি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফির নিচে দারুন বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

প্রথম এবং শেষের দুইটি ফটোগ্রাফি আপনার মন কেড়ে নিয়েছে শুনে ভালো লাগলো।

ঠিক বলেছেন আপু সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন যা দেখে অনুপ্রাণিত হই।আপনার শাপলা ফুল খুবই পছন্দের ফুল জেনে ভালো লাগলো।আপনি লাল শাপলা ফুলের ফটোগ্রাফি করেছেন যা খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর ফুলটি।ধাপে ধাপে নয়ন তার, ডালিয়া, কাটা মুকুট ওসাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

চেষ্টা করেছি সব সময়ের মতো আজকেও সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

ওয়াও! দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপু প্রথম ফটোগ্রাফি শাপলা ফুল এর ফটোগ্রাফি দেখে। সত্যি অসাধারণ আপু আপনার ফটোগ্রাফির ক্যাপচার করার দক্ষতা। আর নয়ন তারা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। তাছাড়াও ডালিয়া ফুলের কলি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

শাপলা ফুলের ফটোগ্রাফি টা আসলেই মুগ্ধ হওয়ার মতো ছিল। ফটোগ্রাফি গুলো দেখে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

খুবই ভালো লাগলো তোমার তোলা চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। তুমি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছ। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছ তুমি।

শাপলা ফুলের ফটোগ্রাফিটা তো দেখছি দারুণ হয়েছে। পাপড়ি গুলো একেবারে ছড়ানো ছিলো বিধায় দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। তাছাড়া ডালিয়া ফুলের ফটোগ্রাফিটাও দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Screenshot_2025-03-01-09-43-43-99_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-01-09-45-32-39_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

প্রত্যেকটি ফুলের ছবি অসাধারণ তুলেছেন আপু। বিশেষ করে শাপলা ফুলের ছবিটি এবং নয়ন তারা ফুলের ছবিটি আমার সব থেকে পছন্দ হলো। এছাড়াও ডালিয়া ফুলের কলিটিও ভীষণ সুন্দরভাবে ছবিতে ধারণ করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। অসাধারণ এতগুলি ফুলের ছবি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

বাহ্ আপনি তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে শাপলা ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। শাপলা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার করা ফটোগ্রাফিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপু। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

কি অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বর্ণনা ছিল অসাধারণ।

.আপু আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। শাপলা ফুলের ফটোগ্রাফিটি তো অসাধারণ হয়েছে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার।

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি ও কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি ও খুব চমৎকার হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

অনেকদিন পর এই শাপলা ফুল গুলো দেখলাম। আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। ডালিয়া ফুলের ফটোগ্রাফি এবং শাপলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। শীতকালে ডালিয়া ফুল অন্যতম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার ছবিগুলি একেবারে মনোমুগ্ধকর ।বিশেষ করে শাপলা ফুলের ছবিটি এবং নয়ন তারা ফুলের ছবি, একেবারে অনবদ্য। ডালিয়া ফুলের কলিটি তো অসাধারণভাবে ছবি তোলার জন্য ধন্যবাদ। এই সব সুন্দর ফুলের ছবি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

ফুলের সৌন্দর্যে আপনার পোস্ট আজকে ভরে উঠেছে।বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য ভোগ করলাম। চমৎকার সব ফটোগ্রাফি করেছেন আপু। এক কথায় বলতে অসাধারণ। প্রত্যেকটা ফটোগ্রাফি নিখুত হয়েছে, বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি আমাকে আলাদাভাবে আকৃষ্ট করেছে।ফুলের মনোমুগ্ধকর সব ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আসলে প্রথমের ফটোগ্রাফি টা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। কেননা এই ছবিটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি বারবার এই ছবিটা দেখছিলাম। এছাড়া প্রত্যেকটি ছবি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।