"আমার বাংলা ব্লগ" লিপ্পান আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের ক্রিয়েটিভিটি উপস্থাপন।

in hive-129948 •  5 months ago 

IMG-20240609-WA0022.jpg

IMG-20240609-WA0008.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। তবে আমাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেশ কয়েকদিন ধরেই অনেক বেশি এনজয় করছি। আর এই প্রত্যেকটা বিষয়ে আনন্দ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের প্রিয় দাদা। আসলে গত বছর এই সময়টা আমরা বিভিন্নভাবে আনন্দ করেছিলাম।

IMG-20240609-WA0017.jpg

এ বছরেও তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেশ কয়েকদিন ধরে অনেকগুলো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে এই প্রতিযোগিতায় আমি একটা বিষয়ে উপস্থাপন করবো বলে ঠিক করে নিয়েছি। তবে এই বিষয়টা মূলত আমি একটা থিমস আকারে তৈরি করেছি। আমি ভেবে নিয়েছি লিপ্পান আর্টের মাধ্যমে বড় একটি ক্যানভাসে আমার বাংলা ব্লগ নিয়ে সকল ক্রিয়েটিভ বিষয়গুলো উপস্থাপন করবো। এর থিমসটা আমি নিচে বর্ণনা করেছি। তবে দুঃখের বিষয় হলো আমি যখন কাজটা করার জন্য গেলাম, তখন কিছুটা কাজ করে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি আসলে অনেক প্ল্যান করে কাজ করছিলাম। তবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে দুইদিন ধরে একদম সোয়া থেকেই উঠতে পারিনি। এইজন্য আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেলো। ভেবেছিলাম হয়তোবা সময়ের মধ্যে আর কাজটা কমপ্লিট করতে পারবো না। পরবর্তীতে একটু সুস্থ হয়ে আবারো কাজটা করা শুরু করে দিলাম। তবে শেষের দিনে এসে কাজটা কমপ্লিট করতে পেরেছি। না হলে হয়তোবা আমার জয়েন করা হতো না। তবে তাড়াহুড়ো করে পুরো কাজটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি এটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

IMG-20240609-WA0020.jpg

থিমসের বর্ণনা :

• প্রথমেই আমি এখানে মাঝখানের অংশে স্টিমেট প্ল্যাটফর্মের লোগো টা ব্যবহার করেছি। এর চারপাশে আমি আমার বাংলা ব্লগের বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়গুলো নিয়ে সাজিয়েছি।

• এর মধ্যে আমি এক পাশে, কয়েকজন ব্লগারের ক্রিয়েটিভ কাজগুলো উল্লেখ করেছি। যেহেতু আমার বাংলা ব্লগে বেশ অনেকগুলো কাপল একসাথে কাজ করে, তাই জন্য এখানে একজোড়া কাপল একসাথে রান্না করছে এরকম একটা দৃশ্য উপস্থাপন করলাম। তার সাথে একজন পেইন্টিং করার মুহূর্তটা উপস্থাপন করেছি। যেহেতু আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে ফটোগ্রাফি, তাই একজনের ফটোগ্রাফি করার মুহূর্তটাও উপস্থাপন করেছি। এর সাথে দিয়েছি ল্যাপটপে ব্লগিং করার মুহূর্ত। এই ক্রিটিভিটি গুলো নিয়ে এক পাশের অংশটা সাজিয়েছি।

• এরপর অন্য পাশে দিয়েছি একটা গাছের মাধ্যমে দৃশ্য আর তার নিচের অংশে রয়েছে আমাদের প্রিয় সাইফক্স। কারণ সাইফক্স না থাকলে আমরা সবাই কিন্তু এতো এতো সাপোর্ট পেতাম না।

• এর নিচে অংশটায় আমি আমাদের তৃতীয় বর্ষ উপলক্ষে একটা স্টেজ সাজিয়েছি। এই স্টেজের মাঝে দুইজন ব্লগার আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষ টাকে ধরে উপস্থাপন করছে। আর স্টেজের অনেকগুলো দর্শক হাত উঠিয়ে এনজয় করছে। এই দৃশ্যটা উপস্থাপন করার চেষ্টা করলাম।

• এরপরে উপরের অংশে দিয়েছি এবিবি স্কুল। কারণ আমরা সবাই এবিবি স্কুলের মাধ্যমে প্রত্যেকটা কাজ খুব সুন্দর ভাবে শিখে এরপর ব্লগিং করতে পারি। এই সবগুলো বিষয় আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম।

IMG-20240609-WA0021.jpg

IMG-20240609-WA0018.jpg

IMG-20240609-WA0010.jpg

IMG-20240609-WA0009.jpg

IMG-20240609-WA0007.jpg

IMG-20240609-WA0005.jpg

IMG-20240609-WA0003.jpg

IMG-20240609-WA0011.jpg

প্রয়োজনীয় উপকরণ

• চক পাউডার
• গ্লু
• টিস্যু
• পানি
• বড় ক্যানভাস
• এক্রোলিক কালার
• পেন্সিল
• স্কেল

IMG_20240609_102630.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বাটিতে গ্লু নিয়ে নিলাম। এরপর এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।

IMG_20240609_103255.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এর মধ্যে টিস্যুকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এরপরের মধ্যে চক পাউডার দিয়ে একটু একটু করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এটা মূলত লিপ্পান আর্ট করার জন্য ফেবিকল গ্লু ক্লে। আমি এই ক্লে টা তৈরি করে নিলাম।

IMG_20240609_103318.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা ক্যানভাস নিয়ে নিলাম। ক্যানভাসের মাঝখানের অংশটায় পেন্সিল দিয়ে স্টিমেট লোগো এঁকে নিলাম। এরপর এর উপরের অংশে একটা এবিবি স্কুলের স্কেচ এঁকে নিলাম।

IMG_20240609_103348.jpg

ধাপ - ৪ :

এরপর আমি এক পাশে একটা কাপল যারা দুজনে মিলে রেসিপি রান্না করছে, এর পাশে একজন পেইন্টিং করছে, তার সাথে একজন ফটোগ্রাফি করছে, তার সাথে একজন কম্পিউটার নিয়ে ব্লগিংয়ের কাজ করছে। এই দৃশ্য গুলো পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিলাম।

IMG_20240609_103408.jpg

ধাপ - ৫ :

এরপর আমি নিচের অংশে আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষের স্টেজ, একপাশে একটা গাছ এবং গাছের নিচে সাইফক্স, এর উপরের অংশে আমার বাংলা এবং তৃতীয় বর্ষের লোগো এগুলো পেন্সিল স্কেচ করে নিলাম।

IMG_20240609_103441.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি স্টিমিট লোগোর উপরে লিপ্পান ক্লে চিকন করে এরপর লোগোর উপরে একটু একটু করে দিয়ে দিলাম। চিকন ক্লে দিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম ক্লে টাকে।

IMG_20240609_103501.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি নিচের অংশের স্টেজের দুই পাশের অংশে চিকন করে ক্লেটাকে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240609_103529.jpg

ধাপ - ৮ :

এরপরে আবারো একটু একটু করে ক্লে গুলোকে চিকন করে স্টেজের ভেতরের অংশটাকেও একটু একটু করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG_20240609_103555.jpg

ধাপ - ৯ :

এরপর যারা বিভিন্ন ধরনের ব্লগিং করছে তাদেরকেও উপরের অংশে ক্লে দিয়ে একটু একটু করে পুরোটার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে গাম দিয়ে এরপর উপরের অংশে চিকন করে লাগিয়ে নিলাম।

IMG_20240609_103627.jpg

ধাপ - ১০ :

এরপর অন্য পাশে সাইফক্স, এবিবি স্কুল, এবং ক্যামেরাম্যানের আর্টের উপরে এই ক্লেগুলোকে চিকন চিকন করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240609_103709.jpg

ধাপ - ১১ :

এরপর আমি সাইফক্স এর উপরে গাছটাকে ক্লে জোড়া লাগে খুব সুন্দরভাবে গাছটা তৈরি করে নিলাম।

IMG_20240609_103733.jpg

ধাপ - ১২ :

এরপর একদম উপরের অংশে প্রথমে গাম লাগিয়ে এরপর ক্লে গুলোকে চিকন করে আমার বাংলা ব্লগের উপরে লাগিয়ে নিলাম।

IMG_20240609_104315.jpg

ধাপ - ১৩ :

এরপর দুই পাশে ছোট করে নতুন বর্ষের লোগোটা ক্লে দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে প্রথমে পুরো ক্যানভাসটা লিপন ক্লে দ্বারা আর্ট করে নিলাম।

IMG_20240609_104344.jpg

ধাপ - ১৪ :

প্রথমে আমি নীল রং দিয়ে স্টিমেট লোগোটার ভেতরের অংশ রং করে নিলাম।

IMG_20240609_104402.jpg

ধাপ - ১৫ :

এরপর আমি নিচের অংশের স্টেজ টার ভেতরের অংশ লাল রং দিয়ে রং করে নিলাম। এরপর দুইজন স্টেজের উপরে নতুন বর্ষের তৃতীয় লোগো টা নিয়ে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা রং করা শুরু করি।

IMG_20240609_104433.jpg

ধাপ - ১৬ :

এরপর আমিও স্টেজ এর ভেতরের অংশটা হলুদ কালার দিয়ে রং করে নিলাম। এরপর নিচের অংশে স্টেজের বাইরের মানুষগুলো হাত উঠিয়া আনন্দ করার মুহূর্তটা কালো রং দিয়ে রং করে নিলাম।

IMG_20240609_104457.jpg

ধাপ - ১৭ :

এরপর আমি কফি কালার এবং আরেকটু হালকা কালার দিয়ে গাছের অংশটাকে একটু একটু করে রং করে দিলাম। এর উপরে গোল্ডেন গ্লিটার কালার দিয়ে রং করে নিয়েছি।

IMG_20240609_104525.jpg

ধাপ - ১৮ :

এরপর আমি সাইবক্সটাকে খুব সুন্দর ভাবে রং করে নিয়েছি।

IMG_20240609_104546.jpg

ধাপ - ১৯ :

এরপর আমি বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করার মানুষগুলোকে একটু একটু করে কয়েকটা কালার দিয়ে রং করে নিয়েছি। এর বাহিরের অংশটাকে আমি সবুজ, হলুদ এবং টিয়া কালারের মিশ্রণে রং করে নিয়েছি।

IMG_20240609_104626.jpg

IMG_20240609_104711.jpg

ধাপ - ২০ :

এরপর আমি গাছের বাইরের অংশটা কে সেম কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20240609_104736.jpg

ধাপ - ২১ :

এরপরে আমি এবিবি স্কুলটাকে খুব সুন্দর ভাবে রং করে নিয়েছি। এমনকি এর বাহিরের অংশটাকেও রং করে নিলাম।

IMG_20240609_104803.jpg

ধাপ - ২২ :

এরপরে আমি উপরের অংশের আমার বাংলা ব্লগের অংশটা খালি রেখে বাহিরের অংশটা আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20240609_104833.jpg

ধাপ - ২৩ :

এরপর দুই পাশের তৃতীয় বর্ষের লোগো টাকে সবুজ রং দিয়ে রং করে খুব সুন্দর ডিজাইন করে নিলাম। এরপর লেখার ভেতরের অংশে কয়েকটা পাতা দিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG_20240609_104910.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240609-WA0008.jpg

IMG-20240609-WA0012.jpg

IMG-20240609-WA0006.jpg

IMG-20240609-WA0020.jpg

IMG-20240609-WA0021.jpg

IMG-20240609-WA0018.jpg

IMG-20240609-WA0011.jpg

IMG-20240609-WA0010.jpg

IMG-20240609-WA0009.jpg

IMG-20240609-WA0007.jpg

IMG-20240609-WA0005.jpg

IMG-20240609-WA0003.jpg

IMG-20240609-WA0004.jpg

IMG-20240609-WA0008.jpg

IMG-20240609-WA0016.jpg

IMG-20240609-WA0014.jpg

IMG-20240609-WA0015.jpg

IMG-20240609-WA0013.jpg

IMG-20240609-WA0017.jpg

IMG-20240609-WA0022.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এত সুন্দর একটা লিপ্পান আর্টের মাধ্যমে তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ দেখে খুবই ভালো লেগেছে। অনেক বড় এটা ক্যানভাসের মধ্যে এই আর্টটি অংকন করেছ এটা বুঝতেই পারছি দেখে। তুমি এই আর্টটি করার জন্য নিজের হাতেই লিপ্পান ক্লে তৈরি করেছো দেখে ভালো লেগেছে। অনেক সময় দিয়ে তুমি পুরোটা কমপ্লিট করেছ। আর এর মাধ্যমে তোমার দক্ষতার আরো অনেক বেশি প্রকাশ ঘটেছে। দারুন একটা আর্ট নিয়ে অংশগ্রহণ করেছ এইবারের প্রতিযোগিতায়। তোমার করা এই আর্টের প্রশংসা যত বেশি করবো ততই কম হবে। সত্যি প্রশংসা তো করতেই হচ্ছে।

চেষ্টা করেছি নিজের হাতেই সুন্দর একটা আর্ট করার জন্য। আমার কাছে আর্ট করতে খুব ভালো লাগে তাই আর্ট করলাম। প্রশংসা মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

অসুস্থতার মধ্যেও আপনি যে কাজটি করছেন ,এটাই অনেক । আসলেই অংশগ্রহন করাটাই অনেক আনন্দের । আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে যে কাজটি করেছেন খুব সুন্দর হয়েছে ।

আসলেই ঠিক বলেছেন অংশগ্রহণ করতেই অনেক বেশি আনন্দ লাগে। তবে আপনি যে কাজটা পছন্দ করেছেন এটা শুনে খুবই ভালো লাগলো। অনেক বেশি উৎসাহ পেয়েছি।

লিপ্পান আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের অনেক কিছুই খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। সময় এবং খুব সুন্দর দক্ষতা নিয়ে আপনি এই কাজটি সম্পন্ন করেছেন। চমৎকার লাগছে এ,বি,বি স্কুল ,সাইফক্স, স্টিম, এই প্লাটফর্মে কাজ করা মানুষের আর্ট ,ফটোগ্রাফি রান্না সব মিলিয়ে মনমুগ্ধকর একটি আর্ট। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এই আর্টের মধ্যে সব কিছুকে তুলে ধরার চেষ্টা করলাম।

অসুস্থতার মাঝেও খুব সুন্দর একটি জিনিস তৈরি করে শেয়ার করেছেন তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে। লিপ্পান আর্ট এর মাধ্যমে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। লিপ্পান আর্ট গুলো কখনো করা হয়নি। আপনি পুরো জিনিসটা দারুন ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শাই ফক্স টা কে খুবই ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

যেহেতু এই আর্ট গুলো কখনো করা হয়নি অবশ্যই এক সময় করে দেখবেন। শাই ফক্সটা আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

দারুন লেগেছে আপু কমিউনিটির সব কার্যক্রম যেন এক আর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন। কেউ রেসিপি তৈরি করছে কেউ ফটোগ্রাফি করছে, মানে বিষয়টা সত্যি অন্যরকম লেগেছে। প্রশংসনীয় ছিল আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি চেষ্টা করেছি রেসিপি তৈরি করা ফটোগ্রাফি করা সব কিছুকে তুলে ধরার জন্য।

লিপ্পান আর্টের মাধ্যমে বড় একটি ক্যানভাসে আমার বাংলা ব্লগ নিয়ে সকল ক্রিয়েটিভ বিষয়গুলো উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। তবে এটা জেনে খারাপ লাগলো যে, আপনি দুইদিন অনেক অসুস্থ ছিলেন। তবে শেষ পর্যন্ত যে এত সুন্দর একটি ক্রিয়েটিভিটি আর্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। থিমসের বর্ণনাগুলো দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপনার এই পোষ্টটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অসুস্থ থাকলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে ভালো লাগে না, তাই অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আর চেষ্টা করেছি নিজের ক্রিয়েটিভিটিকে ভালোভাবে কাজে লাগানোর জন্য।

আপু আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন শুনে সত্যি খারাপ লাগছে। আসলে অসুস্থতার সময় গুলোতে কোন কিছু তৈরি করা হয়ে ওঠেনা। অবশেষে আপনি কাজটি শেষ করতে পেরেছেন দেখে ভালো লাগলো। আপনার হাতের কাজ সব সময় অনেক সুন্দর হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আপনার পোস্ট অসাধারণ হয়েছে আপু।

আমার কাছেও খুব ভালো লাগতেছে আমি বিশেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করতে পেরেছি।

আপু,আপনি অসুস্থতার মধ্যে দিয়েও দারুণ একটি
ক্রিয়েটিভিটি উপস্থাপন করেছেন আমাদের মাঝে।আপনার এই লিপ্পান আর্টটি এককথায় অসাধারণ হয়েছে।আপনার সুনিপুণ হাতের কাজ দেখে মুগ্ধ হলাম, প্রতিযোগিতায় খুবই ভালো একটি অবস্থানে আপনি থাকবেন বলে আমি আশা করি।অনেক ধন্যবাদ আপনাকে।

আসলে প্রতিযোগিতায় কোন স্থানের অর্জন করার জন্য অংশগ্রহণ করি না। বরং নিজের ভালোলাগা থেকেই অংশগ্রহণ করি।

লিপ্পান আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের ক্রিয়েটিভিটি উপস্থাপন অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করে শেষ করা যাবে না। আপনি অসুস্থতার মধ্যেও এত সুন্দর একটি পোস্ট তৈরি করেছের।আর আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে পেয়ে খুবই মুগ্ধ হলাম।

এটা করেছি অসুস্থতার মধ্যেও সুন্দর একটা আর্ট করার জন্য।

খুবই ভালো লাগলো আপু আপনার সুন্দর এই কনটেস্টে অংশগ্রহণ করতে দেখে। বেশ দারুণভাবে আপনি আপনার কাজ সম্পন্ন করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এটা। আমি তো আপনার সুন্দর এই পোস্ট দেখে পুরাই মুগ্ধ হয়েছি।

এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

অসুস্থ শরীর নিয়েও আপনি চমৎকার কাজ করেছেন আপু। কোন কিছু তৈরি করতে গেলে যেমন দক্ষতা লাগে তেমনি সুস্থ থাকাটাও জরুরী। লিপ্পান আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের ক্রিয়েটিভিটি উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

অনেক সময় নিয়ে আমি এই আর্ট টি অংকন করেছি প্রতিযোগিতার জন্য। আপনাদের ভালো লেগেছে এটার জন্য অনেক ভালো লাগতেছে।

ওয়াও অসাধারন আজকে আপনি লিপ্পান আর্টের মাধ্যমে খুব চমৎকারভাবে আমার বাংলা ব্লগের ক্রিয়েটিভিটি উপস্থাপন করেছেন। সত্যি আমার কাছে দেখে খুব ভালো লাগলো। আসলে এ ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে। ধৈর্য ধরে কাজ করে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

হ্যাঁ অনেক সময় নিয়ে এবং ধৈর্য ধরে আমি এই আর্টটি করেছি। আর এটার মধ্যে সবকিছুকেই তুলে ধরার চেষ্টা করেছি।

প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আপনার প্রতিভা উপস্থাপন করেছেন। আপনার সুন্দর প্রতিভা দেখে মুগ্ধ হলাম। দারুন একটি লিপ্পান আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের ক্রিয়েটিভিটি উপস্থাপন করেছেন। খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। অঙ্কন করার পাশাপাশি নিখুঁতভাবে উপস্থাপনা করার চেষ্টা করলাম।

আপনাকে সাধুবাদ জানাই আপু। নিজের অসুবিধা থাকা সত্বেও এমন একটা ক্রিয়েটিভ কাজ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।। লিপ্পান আর্ট টা প্রথমবার দেখছি। সত্যি কী অসাধারণ। কী চমৎকারভাবে আমার বাংলা ব্লগের বিভিন্ন টপিকস বিভিন্ন কাজ তুলে ধরেছেন। অসাধারণ হয়েছে আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

চেষ্টা করেছি একটু ভিন্নভাবে বাংলা ব্লগের সবকিছুকে তুলে ধরার জন্য। আমার আর্ট অসাধারণ হয়েছে শুনে খুশি হলাম।

হায় রে হায়! আপনাদের এমন ক্রেয়েটিভিটি দেখে তো মনে হয় ইঁদুরের গোহায় যেয়ে লুকাই। কেমন করে এত দারুন দারুন ক্রেয়েটিভ পোস্ট করেন। আপনার পোস্ট দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ইঁদুরের গুহায় লুকাতে হবে না আপু। আপনি যদি লুকিয়ে পড়েন তাহলে আমার ক্রিয়েটিভিটি দেখবে কে😁🤭। তাই আপনাকে বাহিরেই থাকতে হবে।

আপু আপনার লিপ্পান আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের ক্রিয়েটিভিটি উপস্থাপনটা আমার কাছে দারুন লেগেছে। এই চিত্রটা অঙ্কন করতে অবশ্যই অনেক সময় লেগেছে। অনেক কিছুই চিত্রের মধ্যে যোগ করেছেন। সব মিলিয়ে দারুন হয়েছে। ধন্যবাদ।

লিপ্পান আর্টের মাধ্যমে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ ভাইয়া অনেক সময় লেগেছিল এটা অংকন করতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।

আমার কাছে প্রতিযোগিতা মানে হার-জিত না আপু অংশগ্রহণ করতে পেরেছি এটাই অনেক। আপনি অসুস্থতা নিয়েও অনেক সুন্দর ডাই পোস্ট করেছেন। আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর একটি ডাই প্রজেক্ট দেখে। আমার বাংলা ব্লগের প্রত্যেকটা কার্যক্রম অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনার এই ডাইপোস্টে।অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।