"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২ !! এসো নিজে করি - কার্ড বোর্ড দিয়ে তাজমহল তৈরি।

in hive-129948 •  2 years ago 

1678210250719.jpg

1678210250803.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। যদিও আজকে এসেছি আপনাদের সাথে প্রতিযোগিতার পোস্ট শেয়ার করার জন্য। এবারেও এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে এবারের প্রতিযোগিতার বিষয়টা ভীষণ ভালো লেগেছে। কারণ আমার এই ধরনের কাজগুলো করতে বরাবরই ভীষণ ভালো লাগে। যদিও কার্ডবোর্ড দিয়ে যেকোনো কিছু তৈরি করাটা ভীষণ কঠিন। এইজন্য প্রথম থেকেই ভাবতে শুরু করলাম কি তৈরি করা যায়।

আমি আসলে পরিশ্রম হলেও সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করছিলাম। পরবর্তীতে ভাবলাম যদি তাজমহল তৈরি করি তাহলে কি রকম হবে। এইজন্য তাজমহল তৈরি করার সিদ্ধান্তটা নিয়ে নিলাম। যদিও আমি জানতাম এটা তৈরি করতে অনেক বেশি সময় এবং পরিশ্রম লাগবে। কিন্তু তারপরেও আমি যে কোন কাজ করতে চেষ্টা করি। কথা অনুযায়ী আমি কাজ করা শুরু করে দিলাম। তবে সত্যিই এত বেশি সময় লাগবে এটা একদমই বুঝতে পারিনি। আমি যতক্ষণ পর্যন্ত এটা তৈরি করেছিলাম একদম অন্য কোন কাজ করিনি। বিশেষ করে টানা তিন দিন সময় লেগেছিল তৈরি করতে। আর তাজমহলের মধ্যে এত ছোট ছোট কিছু কাজ ছিল, যা করাটা খুবই কঠিন। তারপরেও আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করার। আসলে এই কাজটা করার সময় গ্লু গান লেগেছিল। আর গ্লু গান লেগে আমার হাতও পুড়ে গিয়েছিল। যেহেতু এটা ইলেকট্রিকের সাহায্যে চলে এই জন্য অনেক বেশি গরম হয়ে যায়। তবে এত কষ্ট করার পরেও যখন তৈরি করা শেষ করি তখন ভীষণ ভালো লাগলো।

কিন্তু সমস্যাটা হলো যখন পোস্ট তৈরি করতে গেলাম। আসলে আমি তাজমহল তৈরি করার সময় প্রায় অনেক বেশি ছবি তুলেছি। আসলে এর মধ্যে এত বেশি কারুকাজ ছিল এইজন্য ছবিও তুলতে হয়েছে বেশি। এতগুলো ছবি দেখে কিভাবে পোস্ট করব তা বুঝতে পারছিলাম না। পরবর্তীতে আমি সবগুলো ছবি আলাদা আলাদা ভাবে তিনটা এবং চারটা করে বক্স করে ফেললাম। কিন্তু তারপরেও দেখি অনেক বেশি ধাপ হয়ে গেল। আসলে এই ধাপগুলো না দেখালেই নয়। কারণ প্রত্যেকটা কাজ যদি না দেখাই তাহলে তো সেটা বোঝা যাবে না। এইজন্য পোস্ট অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা একটু কষ্ট করে পুরো পোস্ট দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।

1678210250596.jpg

1678210250637.jpg

তাজমহলের ভিডিও করার কিছু মুহূর্ত

প্রয়োজনীয় উপকরণ

• কার্ডবোর্ড
• গ্লুগান
• কাঁচি
• কাঁটার
• পেন্সিল
• স্কেল
• মাস্কিং টেপ
• মার্কার কলম
• রং
• তুলি

IMG_20230304_094332.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর স্কেল দিয়ে মেপে দাগ দিয়ে দিলাম।

1678031831289.jpg

ধাপ - ২ :

এরপরে একটু একটু করে খুব সুন্দর ভাবে নিচের অংশটা কেটে নিলাম। এরপর আমি সেম একটার মাপে আরও একটা কেটে নিলাম।

1678031910208.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি একটু একটু করে চারপাশের অংশগুলো সমানভাবে মেপে তারপরে কেটে নিলাম।

1678031939153.jpg

ধাপ - ৪ :

এরপরে নিচের অংশের উপরে চারপাশের অংশগুলো গাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1678032064251.jpg

ধাপ - ৫ :

এরপরে উপরের অংশটা লাগিয়ে একটা বক্সের মতো তৈরি করে নিলাম।

1678032100801.jpg

ধাপ - ৬ :

এরপরে সামনের অংশের জন্য চারটা অংশ এবং একটু বড় করে আরো একটা অংশ কেটে নিলাম।

1678031975662.jpg

ধাপ - ৭ :

এরপর পেন্সিল দিয়ে দাগ দিয়ে মাঝখানের অংশগুলো কেটে নিলাম।

1678032020832.jpg

ধাপ - ৮ :

এরপরে আবারো কার্ডবোর্ডের চিকন কিছুটা অংশ নিয়ে খালি জায়গাগুলোর চারপাশে লাগিয়ে নিলাম। এভাবে সবগুলোর মধ্যে লাগিয়ে নিলাম।

1678032131292.jpg

ধাপ - ৯ :

এরপর একটা কার্ডবোর্ড জোড়া লাগিয়ে নিলাম।

1678032158605.jpg

ধাপ - ১০ :

এভাবে সবগুলো অংশের পিছনে জোড়া লাগিয়ে নিলাম।

1678032183204.jpg

ধাপ - ১১ :

এরপর সামনের দরজা এবং জানালার অংশ গুলোর মধ্যে চিকন চিকন করে ভেতরে জানালা দরজায় এঁকে নিলাম।

1678032209777.jpg

ধাপ - ১২ :

এরপরে আমি আবারও দাগ দিয়ে দুই পাশে জোড়া লাগানোর অংশগুলো কেটে দিলাম।

1678032249948.jpg

ধাপ - ১৩ :

এরপরে সব গুলোর মধ্যে মাস্কিং টেপ দিয়ে সমান সমান করে লাগিয়ে ডিজাইন করে নিলাম।

1678032287803.jpg

ধাপ - ১৪ :

এরপরে নিচের অংশের মধ্যে গাম লাগিয়ে দুইপাশে জানালার অংশগুলো জোড়া লাগিয়ে নিলাম।

1678032365969.jpg

ধাপ - ১৫ :

এরপরে দুই পাশের অংশ এবং পেছনের অংশটা ও একইভাবে জোড়া লাগিয়ে দিলাম।

1678032411659.jpg

ধাপ - ১৬ :

এরপর এর সামনে দুইটা চিকন অংশ জোড়া লাগিয়ে বড় দরজা লাগিয়ে দিলাম।

1678032473245.jpg

ধাপ - ১৭ :

এরপরে উপরের অংশটা মাফ নিয়ে কেটে নিলাম। তারপর উপরের অংশটা জোড়া লাগিয়ে দিলাম।

1678034234865.jpg

ধাপ - ১৮ :

এরপরে আমি একটা মাপ নিয়ে তিনটা বৃত্ত দিয়ে দিলাম। তারপর বৃত্তগুলোকে কেটে নিলাম।

1678034273512.jpg

ধাপ - ১৯ :

এরপর চিকন চিকন করে কতগুলো কাগজ কেটে নিলাম। এরপর একটা কাঠের মধ্যে একটা বৃত্ত নিচে এবং মাঝখান ব্যবহার করে লাগিয়ে নিলাম। এরপরে চিকন চিকন কাগজগুলো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া লাগিয়ে একটা গম্বুজ তৈরি করে নিলাম।

1678034305304.jpg

ধাপ - ২০ :

এরপর আরেকটা বৃত্তের মধ্যে নিচের অংশ গোল করে জোড়া লাগিয়ে নিলাম। এরপর গম্বুজের নিচের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

1678034342297.jpg

ধাপ - ২১ :

এরপর আবারো আরেকটু ছোট সাইজের বৃত্ত কেটে নিলাম। একই রকম ভাবে চিকন চিকন কাগজ কেটে চারপাশে জোড়া লাগিয়ে আরো দুইটা ছোট গম্বুজ তৈরি করে নিলাম।

1678034377130.jpg

ধাপ - ২২ :

এরপরে দুইটা কার্ডবোর্ড এর মধ্যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে এরপর ডিজাইন করে কেটে নিলাম। এরপর গোল করে জোড়া লাগিয়ে নিলাম।

1678034397668.jpg

ধাপ - ২৩ :

এরপর আরেকটা বৃত্তের মধ্যে উপরের অংশটা লাগিয়ে দিলাম। এরপর নিচের অংশের সাথে গম্বুজ দুইটা জোড়া লাগিয়ে দিলাম। এভাবে দুইটা গম্বুজ তৈরি করে নিলাম।

1678034427217.jpg

ধাপ - ২৪ :

এরপরে আমি সাদা কাগজ মুড়িয়ে দুইটা মিনারের জন্য লম্বা করে তৈরি করে নিলাম।

1678034446583.jpg

ধাপ - ২৫ :

এরপরে মিনারের উপরের অংশে দুইটা ডিজাইন করে তৈরি করে নিলাম। তারপর সেগুলো উপরের অংশ জোড়া লাগিয়ে নিলাম। এভাবে খুব সুন্দর ভাবে দুইটা মিনার তৈরি করে দিলাম।

1678034492198.jpg

ধাপ - ২৬ :

এরপরে আবারো মিনার গুলো বসানোর জন্য তাজমহলের নিচের পাটের মতো করে কয়েকটা কার্ডবোর্ড কেটে বক্সের মতো তৈরি করা শুরু করি।

1678034530830.jpg

ধাপ - ২৭ :

চারপাশে জোড়া লাগিয়ে এরপর উপরের অংশে জোড়া লাগিয়ে দুইটা বক্স তৈরি করে নিলাম।

1678034550754.jpg

ধাপ - ২৮ :

এরপর নিচে বক্স দুইটা দুই পাশে জোড়া লাগিয়ে নিলাম।

1678034570360.jpg

ধাপ - ২৯ :

এরপরে তাজমহলের উপরের অংশে বড় গম্বুজ বসিয়ে দিলাম।এরপর আর একটু পেছনের অংশে দুই পাশে দুইটা একটু ছোট গম্বুজ বসিয়ে দিলাম।

1678034598207.jpg

ধাপ - ৩০ :

এরপর নিচের দুই পাশে অংশের সামনের দিকে দুইটা মিনার বসিয়ে দিলাম।

1678034623657.jpg

ধাপ - ৩১ :

এরপর খুব সুন্দর করে একটা ডিজাইন করে কাটিং করে নিলাম। সেটা তাজমহলের নিচের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

1678034645879.jpg

ধাপ - ৩২ :

এরপরে নিচের অংশের মধ্যে কালো রং দিয়ে রং করে ডিজাইন করে নিলাম।

1678034676440.jpg

ধাপ - ৩৩ :

এরপরে উপরের অংশগুলোতে এমন কি জানালার উপরের অংশগুলোতে কালো রং দিয়ে ডিজাইন করে নিলাম।

1678034702844.jpg

ধাপ - ৩৪ :

এরপর কার্ডবোর্ড কেটে কয়েকটা চাঁদ তৈরি করে নিলাম। চাঁদ গুলোকে কালো রং দিয়ে রং করে দিলাম। এরপর গম্বুজের উপরের অংশে চাঁদগুলো জোড়া লাগিয়ে নিলাম।

1678034719555.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো তাজমহল তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1678210250679.jpg

1678210251051.jpg

1678210250549.jpg

1678210250969.jpg

1678210250843.jpg

1678210251009.jpg

1678210250925.jpg

1678210250884.jpg

1678210251104.jpg

1678210250596.jpg

1678210250762.jpg

1678210250637.jpg

1678210250719.jpg

1678210250803.jpg

বিহাইন্ড দ্যা সিন :- ছাদের উপরে বসে তৈরি করার মুহূর্ত।

IMG_20230307_232006.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি ভাবছি কতটা ডেডিকেশন থাকলে কাজটা তিনদিন সময় নিয়ে করা যায়! আপনার প্রশংসা করতেই হবে। আমার মনে হয় এবারের প্রতিযোগিতার সেরা আকর্ষন থাকবে আপনার কাঠের তৈরি তাজমহলটি। গ্লু গান দিয়ে জোড়া লাগাতে গিয়ে আপনার হাত পুড়ে গিয়েছিল এটা জেনে খারাপ লাগলো আপু! আশা করি বেশি পুড়েনি, ভালো আছেন এখন! এক কথায়, অসাধারণ, অনবদ্য 🦋🌼

জি ভাইয়া একটুখানি পুড়েছিল। তবে আপনাদের প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আমি প্রথম দিন থেকেই ভেবেছিলাম আপনি তাজমহল বানাবেন। আমার ভাবনাটাই সত্যি হলো। সত্যি আপু মনের অনেক মিল আছে। তাই তো মিলে গেল। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।

আমরা তো এক পরিবারের এই জন্যই আপনার ভাবনাটা মিলে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

ওরে বাবা এটা কি তৈরি করেছেন আপু, আপনার তাজমহল দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু এই তাজমহল তো আমাদের ভাইয়ের বানানো উচিত ছিল। কেননা সম্রাট শাহজাহান মমতাজের জন্য তৈরি করেছিল। আর এখানে দেখছি আপনি নিজেই তৈরি করে ফেলেছেন। তো এটা কি ভাইয়ের জন্য। না না এটা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। যাইহোক আপু, কার্ডবোর্ড দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে গেলেই কতটা কঠিন তা আমিও বেশ বুঝতে পারছি। তাই অনুধাবন করছি আপনার এই তাজমহল তৈরি করতে আপনার ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছে। এত পরিশ্রম করে শেষ পর্যন্ত আপনি অসাধারণ সুন্দর একটি তাজমহল তৈরি করতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ আপু, কার্ডবোর্ড দিয়ে খুবই চমৎকার একটি তাজমহল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এখন যুগ পাল্টে গেছে এইজন্য আপনার ভাইয়ের বদলে আমি বানিয়ে ফেললাম। অনেক ধন্যবাদ আপনাকে।

কার্ড বোর্ড দিয়ে তাজমহল তৈরি দেখে ভাষা হারিয়ে ফেললাম।এতো সুন্দর ভাবে তৈরি করেছেন, যা দেখে আমার খুবি ভালো লেগেছে। আপনার চিন্তা ধারা অসাধারণ। ধাপে ধাপে উপস্থাপন ছিলো অসাধারণ আপু।

আপনি ভাষা হারিয়ে ফেললেন এটা শুনে খুবই মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। কার্ডবোর্ড কেটে আপনি এত সুন্দর ভাবে তাজমহলের চিত্র প্রস্তুত করেছেন কি বলে প্রশংসা করবো আসলে ভাষা হারিয়ে ফেললাম।। আপনার প্রস্তুত প্রণালী দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করে খুব পরিশ্রম করে এটি প্রস্তুত করতে হয়েছে।।
তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

সত্যি অনেক ধৈর্য নিয়ে কাজটা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রত্যেক প্রতিযোগিতায় ইউনিক কিছু তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন। এবারও তার ব্যতিক্রম কিছু তৈরি করেছেন। আপনার তৈরি তাজমহলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি প্রত্যেকটা ধাপ খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়েছেন। তৈরি করা দেখে বোঝা আছে আপনি অনেক পরিশ্রম করেছেন। খুবই সুন্দর একটি তাজমহল আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আসলেই পরিশ্রমের কোন শেষ ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে।

  ·  2 years ago (edited)

সত্যি আপনার পরিশ্রমের প্রশংসা না করে পারছি না। এটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি তৈরি করতে অনেক বেশি সময় ও পরিশ্রমের প্রয়োজন হয়েছে। টানা তিন দিন ধরে আপনি কাজটি করেছেন যা কিন্তু কম সময় নই। তবে আপনার পরিশ্রম সার্থক কেননা এই তাজমহলটু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এবং আপনি প্রতিযোগিতায় ভিন্ন কিছু নিয়ে এসেছেন।

আপনার থেকে প্রশংসা পেয়ে আমার কাজের সার্থকতা পেলাম। তবে এটা ঠিক বলেছেন পরিশ্রম করার পর যখন সম্পূর্ণটা তৈরি করতে পেরেছি তখন ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু এটা কি দেখালেন! দেখেই তো মুগ্ধ হয়ে গেছি। এটা কতটা সুন্দর হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই তাজমহল টি দেখতে একেবারে সত্যিকারের তাজমহলের মতোই লাগছে। মনে হচ্ছে এটা তৈরি করতে আপনার অনেক বেশি সময় লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

চেষ্টা করেছি সত্যিকারের তাজমহলের রূপ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি কার্ডবোর্ড কেটে দারুন দেখতে একটি তাজমহল তৈরি করেছেন। আমার কাছে তো বেশ ভালই লেগেছে। মনে হচ্ছে এটা শুধু আমার কাছে না সবার কাছেই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে কার্ডবোর্ড দিয়ে সুন্দর দেখতে তাজমহল বানানোর প্রক্রিয়াটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটি তাজমহল তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম ও ধৈর্য সহকারে এই কাজটি সম্পন্ন করেছেন। আপনার তাজমহল তৈরি করা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি তাজমহল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

সত্যি অনেক বেশি পরিশ্রম করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

সত্যি বলতে দেখেই বুঝা যাচ্ছে এটি তৈরি করতে আপনার কতটা পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়েছিল। তিন দিন সময় লেগেছিল আপনার এটি তৈরি করতে। নিশ্চয়ই বিরক্ত হয়েছিলেন। কিন্তু কাজটি সম্পন্ন করার পর ভালো লেগেছিল তা নিঃসন্দেহে বলা যায়। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সত্যি অনেক ধৈর্য ধরে কাজটা করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

কার্ডবোর্ড দিয়ে এত কিছু তৈরি করা যায় আমার আগে জানা ছিল না আপু। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক ইউনিক পোস্ট দেখতে পেয়েছি অনেক ভালো লেগেছে। আপনার আজকের তৈরি করা তাজমহলটি অসাধারণ সুন্দর হয়েছে আপু। তাজমহলটি তৈরি করতে আপনার অনেক পরিশ্রম এবং সময়ে ব্যয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আশা করি আপনি ভাল অবস্হানে থাকেবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

সব সময় ইউনিক পোস্ট করার চেষ্টা করি আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

দারুণ হয়েছে আপু আপনার তৈরি তাজমহলটি। খুব সুন্দর দেখাচ্ছে। আর এই ভাবনা টাই তো খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

ভাবনাটা সুন্দর ছিল এটা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

আমি তো প্রথমে দেখে নিজের চোখ দুটিকে বিশ্বাস করতে পারছিলাম না। কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটি তাজমহল তৈরি করেছেন। কিভাবে আপনার প্রশংসা করবো সেটা বুঝে উঠতে পারছিনা। আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি। টানা তিনদিন পরিশ্রম করে আপনি এই তাজমহলটি তৈরি করেছেন। আপনার কষ্ট করাটা একেবারে সার্থক হয়েছে আপু। আশা করি আপনি প্রথম স্থান অধিকার করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

সত্যি আমিও মনে করি আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনি কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দরভাবে তাজমহল করলেন।খুব সুন্দর হয়েছে দেখতে।আপনি খুব সময় ও ধৈর্য্য নিয়ে কাজটি শেষ করলেন। আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

চেষ্টা করেছি অপু সময় এবং ধৈর্য দিয়ে কাজটা করার। অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর হয়েছে আপু আপনার তাজমহল। সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না। এত চমৎকার একটি তাজমহলের ভিডিও দেখে আমি অভিভূত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।♥♥

আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে অনেক ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। কার্ডবোর্ড দিয়ে অসাধারণ একটি তাজমহল তৈরি করেছেন আপনি। তাজমহল তৈরির প্রতিটি ধাপ অতি চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন।আপনার তৈরি তাজমহল টি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। অসাধারণ এবং অনন্য একটি ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।