এসো নিজে করি একটি ট্রাই এঙ্গেল এর 3ডি আর্ট, 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম



মার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।

জ আমি আবার আরেকটি আর্ট করতে চলে এসেছি ।আজ আমি আপনাদেরকে একটি ট্রাই এঙ্গেল থ্রিডি আর্ট করে দেখাবো।আমি অনেক চেষ্টা করে এই আর্টটি করেছি যা আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে ।তাই ভাবলাম আমার এই সুন্দর আর্টটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার আজকের এই আর্টটি আপনাদের সবার পছন্দ হবে ।চলুন তাহলে আঁকাটি শুরু করি।

IMG20211119203029.jpg

প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ

পেন্সিল

কম্পাস

কালো পেন্সিল

কটন বাড

কালো কলম
স্কেল
রাবার

IMG20211119203136.jpg

প্রস্তুত প্রণালী:

১ম ধাপঃ

IMG20211119165758.jpgIMG20211119165918.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি ।তারপর বৃত্তের তিনপাশে এভাবে করে লম্বা তিনটি দাগ দিয়ে দিয়েছি।

২য় ধাপঃ

IMG20211119170016.jpg

তারপর নিচের দিকে এভাবে করে আরও একটি দাগ দিয়ে এভাবে ঘরের মত বানিয়ে নিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211119170131.jpgIMG20211119170244.jpg

এ পর্যায়ে তার নিচে আরও একটি ঘরের মতো বানিয়ে নিয়েছি তারপরে।

৪র্থ ধাপঃ

IMG20211119170311.jpg

তারপর আবার কম্পাস দিয়ে বড় বৃত্তের মাঝখানে ছোট ছোট করে তিনটা বৃত্ত এঁকে নিয়েছি।

৫ম ধাপঃ

IMG20211119170517.jpgIMG20211119171511.jpg

এরপর সব সাইডে এভাবে গোল গোল করে দাগিয়ে নিয়েছি।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211119171707.jpg

৭ম ধাপঃ

IMG20211119172303.jpgIMG20211119174302.jpg

তারপর সবগুলোর সাইডে আরো চিকন করে আরো একটি করে দাগ দিয়ে নিয়েছি। তারপর সবগুলো দাগ কালো কলম দিয়ে এভাবে ডিপ করে দিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211119174423.jpg

৯ম ধাপঃ

IMG20211119175123.jpgIMG20211119175834.jpg

তারপর কাল কলম দিয়ে মাঝখান থেকে ডিজাইনটা করা শুরু করেছি।

১০ম ধাপঃ

IMG20211119175955.jpg

১১তম ধাপঃ

IMG20211119180747.jpgIMG20211119183110.jpg

১২তম ধাপঃ

IMG20211119183707.jpg

এভাবে একে একে আমি পুরো মাঝখানের বড় অংশটুকুর ডিজাইন করে নিয়েছি।

১৩তম ধাপঃ

IMG20211119183711.jpgIMG20211119192512.jpg

কিছু কিছু জায়গায় আমি পেন্সিল দিয়ে দাগ নিয়ে নিয়েছি।

১৪তম ধাপঃ

IMG20211119193401.jpg

এ পর্যায়ে নিচের অংশগুলোর ডিজাইন করা শুরু করেছি।

১৫তম ধাপঃ

IMG20211119194326.jpgIMG20211119195344.jpg

১৬তম ধাপঃ

IMG20211119195745.jpg

এভাবে একে একে আমি আর একটা অংশের পুরোটুকু ডিজাইন করে নিয়েছি।

১৭তম ধাপঃ

IMG20211119200125.jpgIMG20211119201314.jpg

১৮তম ধাপঃ

IMG20211119201637.jpg

তারপর ধাপে ধাপে আমি নিচের অংশটুকু ডিজাইন করে নিয়েছি।

১৯তম ধাপঃ

IMG20211119201826.jpgIMG20211119201859.jpg

তারপর নিচের সাইডের চিকন অংশগুলো আমি কালো পেন্সিল দিয়ে এভাবে করে ভরে দিচ্ছি।

২০তম ধাপঃ

IMG20211119202326.jpg

এভাবে কালো পেন্সিল দিয়ে পুরো সাইডগুলো দাগানো হয়ে গিয়েছে।

২১তম ধাপঃ

IMG20211119202810.jpgIMG20211119202903.jpg

এ পর্যায়ে একটি কটনবাড দিয়ে ঘষে ঘষে কালো দাগ গুলোকে আমি মিশিয়ে নিচ্ছি।

২২তম ধাপঃ

IMG20211119203005.jpg

২৩তম ধাপঃ

IMG20211119203035.jpg

২৪তম ধাপঃ

IMG20211119203029.jpg

এখানে আমার আঁকাটা সম্পন্ন হয়ে গিয়েছে ।তারপর আমি আমার নাম লিখে নিয়েছি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার ট্রাইংগেলটি দেখতে এমন হয়েছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

মি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পেইন্টিংটি খুব সুন্দর এবং দেখতে খুব আকর্ষণীয়, আপনি যা ভাগ করেন তা দেখতে আমি পছন্দ করি।

ধন্যবাদ আপনাকে।

image.png

দিদি আজ চোখ টা ভরে গেল পুরো এত সুন্দর কাজ দেখে। এত ধর্য্য নিয়ে কিভাবে করতে পারেন ! এটাই ভাবছি বসে। এর আগের থ্রী ডি আর্ট ও খুব ভালো ছিল। কিন্তু আজ পুরো অন্য লেবেলের কাজ করে দেখালেন। প্রতিটি ধাপ এত চমৎকার উপস্থাপন। খুব ভালো লাগলো দিদি। শুভেচ্ছা রইলো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি দেখেও আমার মনটা ভরে গেল।

আপনি খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন ।থ্রিডি আর্ট করা খুবই কঠিন ।তবু আপনি খুবই দক্ষতার সঙ্গে কাজটি করেছেন। প্রথমে দেখতে আর্টটি আমার কাছে অনেক জটিল মনে হয়েছিল। পরে যখন আপনার প্রতিটি ধাপ আস্তে আস্তে দেখতে থাকলাম তখন মনে হল, না এখন একটু সহজ লাগছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

মার্কডাউন এর প্রশংসা করতেই হবে। আর অংকন এর বিষয়ে কিছু বলার নাই। ১৭ নং স্টেপের ছবিটা সেই হয়েছে। সব মিলিয়ে পুরাই ৩ডি দেখার মতন ছিল 😍😍❣️❣️❣️❣️

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।

আপু আপনি খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। এই কাজগুলো করতে আপনার অনেক সময় লেগেছে আপু অনেক ধৈর্য্য সহকারে আপনি আপনার কাজটি খুব সুন্দর করে সম্পূর্ণ করেছেন। সত্যিই প্রশংসনীয় একটি কাজ করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার এই থ্রিডি আর্ট। খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আপনার আজকের আর্ট। আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

সত্যি আপু অসাধারণ ছিল আপনার মান্ডালা আর্ট টি দেখার মত এবং অকল্পনীয় সুন্দর হয়েছে। এই আটটি আপনি নিজে করেছেন শিওর হওয়ার জন্য আপনার নিজের হাতে ফটোগ্রাফি সহকারে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং অনেক সুন্দর করে দাপে দাপে আমাদের সাথে শেয়ার করেছেন। চোখ জুড়ানোর মত একটা মাল আর্ট কোরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে থ্রীডি চিত্রাংকন করেছেন। ফুলের চিত্রাংকন গুলো আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে। আর আপনি মার্ক ডাউন অনেক সুন্দর ভাবে করেছেন।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

  ·  3 years ago (edited)

আমি সত্যিই ধাপগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আসলেই এতো ধৈর্য্য নিয়ে আপনি অঙ্কন ঠিক করলেন। একটি ট্রাই এঙ্গেলের থ্রিডি আর্ট অংকন। প্রতিটি ধাপ ছিল দেখার মতো এবং খুব দক্ষতার সাথে আপনি কাজটি সম্পন্ন করেছেন। আসলে আপনি বরাবরই ভাল ম্যান্ডেলা অঙ্কন করে থাকেন। আবারো আপনি অঙ্কন করলেন। আমার কাছে সব থেকে ভালো লাগলো এটা। আপনার জন্য শুভকামনা রইল

আপনার আজকের ট্রাই এংগেল এর থ্রি ডি আর্ট টি আমার কাছে অনেক বেশি সুন্দর হয়েছে।আসলে এসব আর্ট গুলো কর‍তে অনেক সময় আর অনেক পরিশ্রম এর দরকার হয়।

ঠিকই বলেছেন আপু এই আর্টগুলো করতে অনেক সময় লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

দিদি অনেক সুন্দর ভাবে 3ডি আর্টটি করছেন।দেখে চোখ দুটি জুড়িয়ে গেলে।আমার কাছে আপনার প্রতিটি ডিজাইন আমার কাছে ভালো লাগছে।এই সব আর্ট করতে অনেক সময় আর পরিশ্রম করতে।আর্টের সাথে সাথে উপস্থাপনা বেশ দারুণ ।এতে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

একটি ট্রাই এঙ্গেল এর 3ডি আর্ট, টি
সত্যিই অসাধারণ হয়েছে আপুমণি
তাছাড়া আপনার প্রেজেন্টেশনটি ও
ছিল বেশ আকর্ষণীয়♥♥

ধন্যবাদ আপু আপনাকে।

আপু,হঠাৎ আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম।অসম্ভব সুন্দর হয়েছে 3ডি আর্টটি।অনেক ছোট ছোট বিষয় ও অনেক গভীরতা আছে।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ আপু।

আপনার অঙ্কন করা থ্রিডি ম্যান্ডেলাটি অনেক সুন্দর হয়েছে। ত্রিভুজের ভেতরের ডিজাইনটা অনেক ভাল লেগেছে আমার কাছে।ধাপ আকারে খুব সুন্দর ভাবে থ্রিডি ম্যান্ডেলা অঙ্কনের পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

থ্রিডি আর্টটি আপনি 24 টি ধাপ এর মাধ্যমে সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। আর আপনার লেখার স্টাইল অনেক আকর্ষণীয় ছিল। থ্রিডি আর্ট করার কঠিন হলেও আপনি বিষয়টিকে সহজভাবে ফুটিয়ে তুলেছেন। সর্বশেষে আর্টটি অনেক দৃষ্টিনন্দন ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।