ঠিকই বলেছেন ভাইয়া ফটোগ্রাফি পোস্ট গুলো দিতে হলে বাইরে যেতে হয় আমারও আপনার মত একই অবস্থা বাইরে গেলেও ছবি তোলা হয় না। আমিও কিছুদিন আগে সংসদ ভবনের এই এলাকায় গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে গিয়ে এইসব জায়গা ঘুরে দেখেছি খুব ভালো লাগে এই জায়গাটিতে যেতে ।আপনি ছবিগুলো খুব সুন্দর তুলেছেন এই ছবিগুলো আমিও তুলেছিলাম ।ঠিকই বলেছেন ভাইয়া সবুজ ঘাস তেমন একটা দেখা যায় না তবে এই জায়গাটা খুব সুন্দর লেগেছিল আমার কাছেও। হাতির ঝিলের ছবিগুলো ভালো তুলেছেন তবে আমি এখন পর্যন্ত হাতিরঝিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যায়নি। আমার ইচ্ছা আছে হাতিরঝিলে গিয়ে নৌকায় চড়ার।
ভাইয়া আমার মনে হচ্ছে আপনি টাইটেলটা একটু ভুল লিখেছেন ফুলের রেনডম ফটোগ্রাফি লিখেছেন আপনি কষ্ট করে ঠিক করে দিয়েন।