আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আত্মরক্ষা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে আমরা এমন একটা যুগে অবস্থান করছি যে আমরা যদি আমাদের নিজেদের আত্মরক্ষা না করতে পারি তাহলে এর পরিণতি অনেক বেশি খারাপ হবে। কেননা এই সমাজের বিভিন্ন ধরনের খারাপ মানুষ ঘুরে বেড়াচ্ছে। আর এসব খারাপ মানুষেরা সব সময় চেষ্টা করে কি করে ভালো মানুষদের ক্ষতি করা যায়। আর আমরা সবাই জানি যে এসব ভালো মানুষের অনেকটা নরক প্রকৃতির হয়ে থাকে। আর এইসব খারাপ মানুষ এই মানুষের নরম স্বভাবকে দুর্বল মনে করে তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চালায়। আসলে বর্তমান সময়ে পুরুষের থেকে নারীরা অনেক বেশি ভীত। কেননা যেভাবে কিছু খারাপ মানুষ আমাদের সমাজের নারীদের অপমান করে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে এতে করে আমার মনে হয় যে সকল মেয়েদেরকে আত্মরক্ষার বিষয়টি মাথায় রেখে চলাচল করা উচিত।
কেননা আমরা যদি আমাদের নরম প্রকৃতির মন-মানসিকতা নিয়ে সমাজে চলাফেরা করার চেষ্টা করি তাহলে এসব খারাপ মানুষগুলো আমাদের মাথার উপরে উঠে নাচা শুরু করবে। এছাড়াও আমরা যদি কোন অন্যায়ের প্রতিবাদ না করে শুধু সেগুলো সহ্য করে যাই তাহলে তারা আরো বেশি সাহস পেয়ে যাবে খারাপ কাজ করার জন্য। কিন্তু আমরা এই জিনিসটাকে কখনো প্রাধান্য না দিয়ে সব সময় যেসব খারাপ ব্যক্তিরা সমাজে ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আমাদের সমাজটাকে নতুন করে একটা ভালো সমাজের রূপান্তরিত করতে হবে। আর তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে না তারা কি করে সমাজের আজ বসবাসকারী মানুষের সাহায্য করবে সে বিষয় নিয়ে এমন অনেক বেশি চিন্তা আছে। আসলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে শক্ত হতে হবে।
কেননা আমরা যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের সমাজের অন্যায় অত্যাচার দিন দিন বেড়েই যাবে। আসলে বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গায় ধর্ষণ, খুন ইত্যাদি দেখতে পাই। আসলে এই ধরনের জঘন্য কাজগুলো যেসব মানুষেরা করে তারা কখনোই একজন মানুষ বলে গণ্য নয়। আসলে তাদেরকে আমি এখানে পশুর সাথেও তুলনা করতে পারছি না। কেননা তারা যেসব আচরণ দেখায় তা কিন্তু কখনো একটা পশুও তাদের নিজেদের ভিতর এই ধরনের আচরণ কখনোই দেখায় না। আসলে এভাবে যদি দিন দিন এইসব খারাপ লোকেদের অন্যায় অত্যাচার বেড়েই চলে তাহলে এই সমাজে বসবাস করা বড়ই কঠিন হয়ে দাঁড়াবে। আর এজন্য সর্বপ্রথম আমাদেরকে আত্মরক্ষার বিষয়টি মাথায় রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
আর আমরা যদি নিজেদের আত্মরক্ষা করতে পারি তাহলে আমরা অন্যকেও বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবো। এভাবে যদি আমরা সবাই সবার বিপদে আপদে এগিয়ে আসতে পারি তাহলে খারাপ মানুষেরা আর কখনো সাহস পাবে না আমাদের কোন ক্ষতি করার। তাইতো আমার মনে হয় যে প্রতিটি স্কুল কলেজের পাঠ্যপুস্তকে আত্মরক্ষার বিষয় সম্পর্কে আলাদা করে জ্ঞান দেওয়া উচিত। কেননা আমরা যখন নিজেদের আত্মরক্ষা করে যে কোন বড় হতে পারব তাহলে আমরা সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবো এবং অন্যান্য মানুষকে এসব অন্যায়ের হাত থেকে আমরা বাঁচাতে পারব। আর এভাবে যদি আমরা সবাই মিলে ভালোভাবে উপরের দিকে যেতে পারি তাহলে আমাদেরকে আর কেউ কখনো অত্যাচার করতে পারবে না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।