যার ফলে হান্নান ঈদের কয়দিন প্রচন্ড পরিশ্রম করে বেশ কিছু টাকা ইনকাম করে। তারপর ঈদের দুই দিন পরে সে তার বাড়িতে ফিরে যায়। অনেকদিন পর বাড়িতে ফেরার ফলে হান্নানের মা বাবা তাকে দেখে খুব খুশি হয়। হান্নান ফেরার সময় তার বাবা-মা আর ভাই বোনের জন্য কিছু কাপড়চোপড় নিয়ে যায়। সবকিছু পেয়ে তারা অনেক খুশি হয়। হান্নান দুই তিন দিন বাড়িতে কাটিয়ে আবার শহরে চলে আসে। তবে আসার আগে সে তার মাকে বলে আসে। যদি শহরে একটা দোকান নিতে পারি। তাহলে তোমাদের সবাইকে শহরে নিয়ে যাবো। হান্নানের কথা শুনে তার মা অনেক খুশি হয়।
সে চিন্তা করতে থাকে তার ছোট্ট হান্নান কবে এতো বড় হয়ে গেলো। যাইহোক হান্নান আবার শহরে এসে রিকশা চালাতে থাকে। দেখতে দেখতে তিন বছর অতিক্রান্ত হয়ে যায়। ইতিমধ্যে হান্নান দোকান করার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করে ফেলে। সে তার বন্ধু সবুজকে একদিন ফোন দিয়ে বলে তুই একটু আমার সাথে এক জায়গায় যেতে পারবি? তখন সবুজ তাকে জিজ্ঞেস করে কোথায় যাবি? তখন হান্নান সবুজের কাছে সবকিছু খুলে বলে। মাত্র তিন বছরের ভিতরে হান্নান দোকান করার টাকা জোগাড় করে ফেলেছে শুনে সবুজ অবাক হয়ে যায়। আসলে হান্নান সবুজকে নিয়ে দোকানের চুক্তি করতে যাবে।(চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।