বেকার জীবনের কষ্টগুলো (১৫ তম পর্ব)

in hive-129948 •  5 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


যার মূল ব্যবসা বিদেশ থেকে পণ্য আমদানি করা। রাজন সেখানে কিছুক্ষণ বসে থাকার পর রিসিপশনে কার্ডটা দিয়ে বলল স্যার আমাকে সকালে আসতে বলেছেন। রাজন কার্ডটা রিসেপশন জমা দেয়ার সাথেই রিসিপশনে বসা মেয়েটা বললো আপনার নাম কি রাজন? রাজন হ্যা বলতেই মেয়েটা বলল আপনি স্যারের রুমে চলে যান। স্যার সকালেই আপনার কথা আমাকে বলে রেখেছেন। রাজন দুরু দুরু বুকে মেয়েটার দেখিয়ে দেয়া রুমে ঢুকে পড়ে। সেখানে ঢুকে দেখে বিশাল এক সুসজ্জিত কামড়ায় গতকালকের সেই ভদ্রলোক বসে আছেন।


Black and Gold Fancy New Year Card_20240623_230344_0000.png

তিনি রাজনকে দেখতেই বলেন তুমি চলে এসেছো? বাহ তোমার সময় জ্ঞান তো বেশ ভালো। একদম নির্ধারিত সময়ে চলে এসেছো। এই কথা বলতেই রাজনকে তার সামনে রাখা একটি চেয়ারে বসতে বলেন। তারপর ফোন করে কাকে যেনো তার রুমে আসতে বললেন। কিছুক্ষণের ভেতরেই এখানে আর একজন ভদ্রলোক এসে উপস্থিত হোলো। তখন প্রতিষ্ঠানের মালিক সেই ভদ্রলোককে রাজনকে দেখিয়ে বলল এই ছেলে আজকে থেকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।

আগামী ছয় মাস সে আপনার অ্যাসিস্ট্যান্ট থাকবে। তারপর থেকে সে আমার পিএ হিসাবে কাজ করবে। এই ছয় মাসে আপনি তাকে কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দেবেন। তখন সে ভদ্রলোক রাজনকে বলল তুমি ওনার সাথে চলে যাও। উনি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। কৃতজ্ঞতায় রাজনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিলো। রাজনের চোখের পানি দেখে ভদ্রলোক এসে রাজনকে জড়িয়ে ধরলো।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অবশেষে তাহলে রাজনের চাকরিটা হলো। আসলে সততার পুরষ্কার ঠিকই পাওয়া যায়। যাইহোক সাবিহা যদি শুনে রাজন চাকরি পেয়েছে, তাহলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবার মনে হয় রাজন আর সাবিহার মিলন হবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

"Wow! 😊 What a wonderful story you've shared here! It's amazing how a simple greeting from someone in a reception room can lead to an unexpected turn of events, resulting in a life-changing experience for Rajan. 💡 I love how this tale highlights the importance of humility, hard work, and being open to new opportunities. 🙌

I'm so glad you've shared this inspiring story with us here on Steem! It's stories like these that remind me why I love this community so much - it's full of kind, supportive people who share their experiences and learn from each other.

As we wrap up for today, I'd like to thank you for bringing a smile to my face and a sense of wonder to my heart. 🌟 If you have any more stories or thoughts to share, please don't hesitate - your contributions are invaluable to our community! 💬

And if you haven't already, could you please take a moment to vote for the witness 'xpilar.witness' by going to https://steemitwallet.com/~witnesses? Your support would mean the world to us, and it will help us continue to grow and thrive as a community. 🙏"