ছোটবেলা থেকে দেখে আসছি যদি কোন বড় ভাই কিংবা কোন আত্মীয় স্বজনের বিয়ে হয় তার আগে (যদি ছেলে পক্ষ হয়) তাহলে ব্যাচেলর পার্টি দেয়। তার সকল বন্ধুদের নিয়ে কোথাও থেকে ঘুরে আসে কিংবা বাসার আশেপাশে পিকনিকের মত করে একটি পার্টি করে। আমি একবার কৌতুহল বশতো এটা জিজ্ঞাসা করেছিলাম। যে বিয়ের আগে কেন এ ধরনের ব্যাচেলর পার্টি দেওয়া হয়। তবে এক বড় ভাইয়ের একটি কথা আমার কাছে আজও ভালো লাগে। সে বলেছিল মোমবাতি কিংবা কোন লাইট নিভার আগে খুব জোরে জোরে জ্বলে ওঠে সেটাই সাধারণত ব্যাচেলার পার্টি এবং এটা বুঝানো হয়েছে যে বিয়ের পরে সবকিছুই নিয়মমাফিক করতে হবে তখন আর মন মত কোন কিছুই করতে পারবে না। তাই হয়তো এই ব্যাচেলার পার্টি দেওয়া উচিত।
যেহেতু আমার বিবাহ খুব সন্নিকটে তাই আমিও চিন্তা ভাবনা করছি বন্ধুদের সাথে একটি ব্যাচেলর পার্টির আয়োজন করব। সেখানে সব বন্ধুরা মিলে শেষবারের মতো হয়তো অনেকটাই আনন্দ করবো। শেষবার বলতো ভুল হবে তবে একটি বিষয় রয়েছেন যেটা আসলে সামাজিক নিয়মের মধ্যেই পড়ে। তাই বন্ধুরাও জোর করছে অনেক দিন ধরেই। যে একটি পার্টি দেওয়ার জন্য দেখি সময় সুযোগ বুঝে সেই কাজটি ও সেরে ফেলবো।
জীবনে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে হবে। কোন কিছুতে যেন আফসোস না হয় পরবর্তীতে গিয়ে যে, কেন আমি সেই সময়ে এই কাজটি করলাম না। হয়তো এই ব্যাচেলার পার্টি কিংবা আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হয়তো আমাদের জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে আজ থেকে ২০-২৫ বছর পরে যখন আমরা অতীতে তাকাবো তখন হয়তো এই বিষয়গুলো আমাদের কাছে অনেকটাই মধুর বলে মনে হবে। তাই আমিও চিন্তা ভাবনা করছি এরকম কিছু একটা করব যাতে করে পরবর্তীতে গিয়ে আফসোস না করতে হয়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।