বাজারে জিনিসপত্রের মাত্রাতিরিক্ত দাম দেখে তার মাঝে মাঝে সরকারের উপর রাগ হয়। সে চিন্তা করে সরকার কেনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করে না। তার মতো মানুষদের যে তিন বেলা খাবার যোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। এসব সরকার না দেখলে কে দেখবে? তবে সে এটাও বোঝে তার মতো রিক্সাওয়ালার চিন্তা ভাবনাতে কারো কিছু যায় আসে না। এভাবেই রজব আলীর দিনকাল কেটে যাচ্ছিলো। বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিবাদে অন্যকেও কিছু নিয়ে তার তেমন কোনো সমস্যা ছিলো না।
সে দিন রাত পরিশ্রম করে যাচ্ছিলো। আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছিলো। এর ভেতরে হঠাৎ করে দেখতে পায় একদিন শহরের ছাত্ররা রাস্তায় নেমে এসে মিটিং মিছিল করছে। তারা মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটিং মিছিল করছিলো। কিন্তু হঠাৎ করে কিছু সন্ত্রাসী এসে তাদেরকে আক্রমণ করার কারণে তারা বেশ কয়েকজন আহত হয়। তারপরই সে চোখের সামনে তার শহরটাকে বদলে যেতে দেখে। শহরের সমস্ত রাস্তাঘাট ছাত্র জনতার দখলে চলে যায়। শুরু হয় তার মতো মানুষদের অমানবিক কষ্টের দিন। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আসলেই দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, এতে রজব আলীর মতো মানুষজন সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। সরকারের অবশ্যই উচিত বাজার নিয়ন্ত্রণ করা। নয়তোবা মানুষ না খেয়ে মারা যাবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
YES>?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit