নমস্কার আশা করি আপনারা ভালো আছেন। আমিও ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছি। আসলে অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে আমাদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়ে গেল। তবে পুজোর সময় নবমীতে ভাতিজাসহ কিছু সময় পার করলাম তার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বাংলাদেশ রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মধ্যে আমি, ভাই এবং ভাতিজা তিনজন মিলে এই পুরু কিশোরগঞ্জ উপজেলা ঘুরলাম তবে রাতের বেলা ঘুরতে এতই আরামদায়ক যা কল্পনার বাইরে।
ছোট ভাইয়ের মটরসাইকেল এ ঘুরতে আসলে খুব ভালো লাগতেছিল। রাতের বেলা কখনো এভাবে ঘোরাঘুরি করিনি। এই প্রথম আর দিনের বেলা অনেক রোদ এবং গরম এর মাঝে বের হয়নি কোথাও। তাই ভাবলাম যে রাতে বেরবো এটাই প্লান ছিল।
**** নমস্কার /আদাব
আশা করি আপনারা ভালো আছেন।
আমি শ্রী ত্রৈলক্ষ্য চন্দ্র রায়। আমি কারমাইকেল কলেজ রংপুর এ বাংলা বিভাগে এম এ অধ্যয়নরত। আমার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ এ অবস্থিত।
আমি একজন বাঙ্গালী। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলায় কথা বলতে ছাচন্দ্য বোধ করি। আমি একক পরিবারে বাস করি।আমার পরিবারে মা, তিন বোন আর আমি। আমি কবিতা লেখা,আধুনিক বাংলা, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি গান গাইতে খুব ভালবাসি। এ ছাড়াও ভ্রমণ করতে খুব পছন্দ করি। অবসর সময়ে বই পড়তে যেকোন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠা উপভোগ করতে ভালবাসি।