পুজোয় ঘোরাঘুরি ।।আমার বাংলা ব্লগ।।১৮/১০/২০২১

in hive-129948 •  3 years ago 

নমস্কার আশা করি আপনারা ভালো আছেন। আমিও ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছি। আসলে অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে আমাদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়ে গেল। তবে পুজোর সময় নবমীতে ভাতিজাসহ কিছু সময় পার করলাম তার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বাংলাদেশ রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মধ্যে আমি, ভাই এবং ভাতিজা তিনজন মিলে এই পুরু কিশোরগঞ্জ উপজেলা ঘুরলাম তবে রাতের বেলা ঘুরতে এতই আরামদায়ক যা কল্পনার বাইরে।

ছোট ভাইয়ের মটরসাইকেল এ ঘুরতে আসলে খুব ভালো লাগতেছিল। রাতের বেলা কখনো এভাবে ঘোরাঘুরি করিনি। এই প্রথম আর দিনের বেলা অনেক রোদ এবং গরম এর মাঝে বের হয়নি কোথাও। তাই ভাবলাম যে রাতে বেরবো এটাই প্লান ছিল।

IMG20211015000443.jpg

IMG20211014224105_01.jpg

IMG20211014223004_01.jpg

IMG20211015003750.jpg

IMG20211015001348_01.jpg

IMG20211014224647_01.jpg

IMG20211014224109_01.jpg

IMG20211014223005_01.jpg

IMG20211013215122.jpg

IMG20211013213551.jpg

IMG20211013185542_01.jpg

IMG20211013185508_BURST001_COVER.jpg

20211008_113145.jpg

**** নমস্কার /আদাব
আশা করি আপনারা ভালো আছেন।

আমি শ্রী ত্রৈলক্ষ্য চন্দ্র রায়। আমি কারমাইকেল কলেজ রংপুর এ বাংলা বিভাগে এম এ অধ্যয়নরত। আমার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ এ অবস্থিত।
আমি একজন বাঙ্গালী। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলায় কথা বলতে ছাচন্দ্য বোধ করি। আমি একক পরিবারে বাস করি।আমার পরিবারে মা, তিন বোন আর আমি। আমি কবিতা লেখা,আধুনিক বাংলা, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি গান গাইতে খুব ভালবাসি। এ ছাড়াও ভ্রমণ করতে খুব পছন্দ করি। অবসর সময়ে বই পড়তে যেকোন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠা উপভোগ করতে ভালবাসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!