আমার কবিতা।। ০২-১০-২০২১।। আমার বাংলা ব্লগ

in hive-129948 •  3 years ago 

প্রতিশ্রুতি
ত্রৈলক্ষ্য চন্দ্র রায়
মুই ছিনু মায়ের গর্ভে দশমাস দশদিন ধরে অন্ধকারে
যেদিন ছিল না কেউ মোর সাথে সেদিন ছিনু অসহায় ৷
ছিল আমায় রক্ষার্থে সেই স্বয়ং মহেশ্বর,
কথা দিয়েছিনু মায়ের গর্ভে
করবো তার আরাধনা জগৎ সংসারে

IMG20211002120810_01.jpg

গর্ভ হতে যখনই আসিনু এ ভব সংসারে ,
মায়ায় পড়ে কেঁদে ফেলিনু মায়ে কোলে ৷
ভুলে গেনু মুই জগৎ স্রষ্টারে ,
দিনে দিনে হনু বড় মায়ার স্নেহে ৷

IMG20211002120823_01.jpg

কি যেন পিছু টানে মোরে কভু না পারিনু জানিতে,
লক্ষ্য ভ্রষ্টা হয়ে মুই থাকিনু পড়িয়া জগতে ৷
যমরাজ আসিবে যখন মোর ঘরে
কি দিবো জবাব তার ধারে ৷
বলিবে মোরে কি করিলু ভগবানের তরে
দিয়ে ছিলু কথা জনমের অপারে ৷
পাপ পূণ্যের হিসাব চাহিবে মোর ধারে,
মানুষ হয়ে কি করিলু মানবের তরে ৷

IMG20210713144144.jpg

দূর্লভ মানবও জনম একবারে আসে
সৃষ্টিকর্তার গুনগান করো জনম ভরে ৷
সংসার মায়াতে না পারিনু তাকে স্মরণ করিতে
এ জনম বৃথা হল শ্রেষ্ঠ জীব হয়ে ৷
রক্ষা করিতে পারিনু না তার দেওয়া প্রতিশ্রুতি
এখন আমায় দিবে আগুনে আহুতি ৷৷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!