নিজে শিখি।। ০৮-১০-২০২১।।আমার বাংলা ব্লগ

in hive-129948 •  3 years ago 

নমস্কার ও আদাব আশা করি আপনারা ভাল আছেন। আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা কিছু শেয়ার করবো। সেটা হল নিজের আঁকা একটি ছবি। আসলে আমি ভালো আর করে ছবি আঁকতে জানিনা এবং চেষ্টা করতেছি কিন্তু নিজে করিয়েছে।।আপনারা সবাই সেই ছবির প্রতি কমেন্ট অথবা মন্তব্য বা ভোটের মাধ্যমে আমাকে সাহায্য ওউৎসাহিত করবেন।

ধাপঃ০১

IMG20211006100035.jpg

প্রথম উপকরণ একটি খাতা ও একটি কলম।

ধাপঃ০২

IMG20211006100310.jpg

দ্বিতীয়তঃ পায়ের ছবি এবং সামনে রাস্তার ধার।

ধাপঃ০৩

IMG20211006100816_01.jpg

তৃতীয়তঃ একটি ছেলে রাস্তার ধারে হাত দুটো উচু করে বসে আছে তার তৃতীয় ধাপ।।

ধাপঃ০৪

IMG20211006101022.jpg

চতুর্থত সে ছেলেটির পূর্ণাঙ্গ ছবি আঁকার প্রত্যয়
জানিনা কেমন হয়েছে।।

ধাপঃ০৫

IMG20211006101052.jpg

পঞ্চমত সেই ছেলেটির পিছনে একটি পুকুর এবং ছেলেটি সম্পন্ন ছবি অঙ্কন করা হয়েছে।।

ধাপঃ০৬

IMG20211004104711.jpg

ষষ্ঠতঃ সেই ছেলেটির পূর্ণাঙ্গ ছবি এটাই চেষ্টা করেছি নিজেই আঁকার জন্য। অবশেষে যেভাবেই হোক না কেন আঁকতে সক্ষম হয়েছি।

****** নমস্কার /আদাব
আশা করি আপনারা ভালো আছেন।
আমি শ্রী ত্রৈলক্ষ্য চন্দ্র রায়। আমি কারমাইকেল কলেজ রংপুর এ বাংলা বিভাগে এম এ অধ্যয়নরত। আমার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ এ অবস্থিত।আমি একজন বাঙ্গালী। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলায় কথা বলতে ছাচন্দ্য বোধ করি। আমি একক পরিবারে বাস করি।আমার পরিবারে মা, তিন বোন আর আমি। আমি কবিতা লেখা,আধুনিক বাংলা, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি গান গাইতে খুব ভালবাসি। এ ছাড়াও ভ্রমণ করতে খুব পছন্দ করি। অবসর সময়ে বই পড়তে যেকোন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠা উপভোগ করতে ভালবাসি।******

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!