আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাহেরুল ইসলাম "আমার বাংলা ব্লগের" নতুন সদস্য। আমি ইতিমধ্যে লেভেল ৪ এর ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করেছি এবং ভাইভাতে উত্তির্ন হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতেছি। ক্লাসের মধ্যেও আমাদের সম্মানিত মডারেটর @rupok ভাইয়া খুব সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, যা খুব ভালোভাবে উপলব্ধি করেছি এবং লেকচার শীটও বারবার পড়েছি। সেই ধারাবাহিকতা আমি লেভেল ৪ এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি।
তাহলে শুরু করা যাক আমার প্রশ্ন উত্তর :-
১. প্রশ্ন: p2p কি ?
উত্তর: পার্সন টু পার্সন ট্রান্সফারকে p2p ট্রান্সফার বলা হয়। স্টিমিটে p2p ট্রান্সফার হলো নিজের স্টিমিট ওয়ালেট হতে আরেকজনের স্টিমিট ওয়ালেটে STEEM, SBD, TRX ট্রান্সফার করাকে বোঝায়।
২. প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করে এটার স্ক্রিনশট নিন্মরূপ:
প্রথমে নিজের স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করবো। তারপর SBD এর পাশের ড্রপডাউনে ক্লিক করে সেখান থেকে Transfer এ ক্লিক করবো।
এবার টু ট্রান্সফার আসবে, টু, এমাউন্ট এবং মেমো দেয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে।
এখন সবকিছু দেখে Ok ক্লিক করলে SBD ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।
৩. প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 STEEM সেন্ড করে এটার স্ক্রিনশট নিন্মরূপ:
প্রথমে নিজের স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করবো। তারপর Steem এর পাশের ড্রপডাউনে ক্লিক করে সেখান থেকে Transfer এ ক্লিক করবো।
এবার টু ট্রান্সফার আসবে, টু, এমাউন্ট এবং মেমো দেয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে।
এখন সবকিছু দেখে Ok ক্লিক করলে STEEM ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।
৪. প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর: P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করে এটার স্ক্রিনশট নিন্মরূপ:
প্রথমে নিজের স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করবো। তারপর Trx এর পাশের ড্রপডাউনে ক্লিক করে সেখান থেকে Transfer এ ক্লিক করবো।
টু এবং এমাউন্ট এবং মেমো দেয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে। Trx ট্রান্সফারের সময় মেমো না দিলেও হবে।
সবকিছু ভালোভাবে দেখে ওকে ক্লিক করতে হবে।
এবার TRON একাউন্টের প্রাইভেট KEY দিয়ে ট্রান্সফার আইকনে ক্লিক করলেই TRX ট্রান্সফার হয়ে যাবে।
৫. প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করেছি এবং এটার স্ক্রিনশট নিম্নরূপ:
প্রথমে আমার স্টিমিট একাউন্টে যাবো। তারপর সেখান থেকে স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করে নিজের স্টিমিট ওয়ালেটে যাবো। এবার SBD এর পাশে যে, ড্রপডাউন আছে সেটাতে ক্লিক করবো। এখান থেকে Market অপশন সিলেক্ট করবো।
এখন Buy Steem সেকশনে গিয়ে সেল অর্ডার থেকে প্রাইস টা দেখে কপি করে এখানে পেস্টি করে নিবো। এবার Total এর ঘরে 0.1 লিখে দিলে উক্ত এসবিডি দিয়ে কত স্টিম কিনতে পাবো সেটা অটোমেটিক উঠে পড়বে। সবশেষ Buy Steem অপশনে ক্লিক করবো।
এবার নতুন একটি ট্যাব আসবে এখন Ok ক্লিক করলেই ট্রানজেকশনটি সম্পন্ন হয়ে যাবে এবং একটি নোটিফিকেশন আসবে।
৬. প্রশ্ন: Poloniex Exchange site এ একটি Account Create করুন।
উত্তর:
Poloniex Exchange site এ একটি Account Create করেছি এর স্কিনশট নিম্নরূপ:
প্রথমে প্লে স্টোর থেকে Poloniex অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর Poloniex App ওপেন করবো।
এবার Poloniex account খোলার জন্য Sign up এ ক্লিক করবো। তারপর আমার মোবাইল নাম্বার দিবো তবে Gmail দিয়েও অ্যাকাউন্ট খোলা যায় এখন নতুন একটি স্ট্রং পাসওয়ার্ড দেবো এবার Create Account এ ক্লিক করবো।
এখন নতুন একটি ইন্টারফেস আসবে এখান থেকে ক্যাপচা ভেরিফাই করে নিবো।
এরপর Phone Number এ OTP যাবে তার পর সেটা ভেরিফাই করে নিতে হবে।এভাবে poloniex একাউন্ট তৈরি হয়ে যাবে।
৭. প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
উত্তর:
আমার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করেছি এর স্ক্রিনশট নিম্নরূপ:
প্রথমে আমার Poloniex Account এ যাবো।
তারপর Wallet এ ক্লিক করবো।
এবার Deposit এ ক্লিক করবো।
এখন Steem লিখে সার্চ করবো তারপর Steem এ ক্লিক করবো।
প্রথমে Poloniex একাউন্টে গিয়ে অ্যাড্রেস এবং ম্যামো কপি করে নিব।
এবার নিজের স্টিমিট একাউন্টের ওয়ালেট Active key দিয়ে লগইন করে লিকুইড স্টিমের পাশে যে ড্রপডাউন আছে সেখানে ক্লিক করার পরে Transfer সিলেক্ট করতে হবে।
তারপর কপি করা এড্রেসটি To এর ঘরে এবং Memo এর ঘরে কপি করা মেমোটি দিব। এবার ১৫ স্টিম Poloniex এ নিবো সেটা লিখে নিয়েছি। এবার নেক্সট ক্লিক করবো।
এখন সব কিছু ঠিক আছে কিনা দেখে Ok ক্লিক করলেই ট্রানজেকশনটি সম্পন্ন হয়ে যাবে।
৮. প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
উত্তর:
আমার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করেছি এর স্ক্রিনশট নিম্নরূপ:
প্রথমে Poloniex একাউন্টে যাবো।
তারপর wallet ক্লিক করবো। এখন সার্চ অপশনে গিয়ে Trx লিখে সার্চ করব। তারপর Tron অপশনে ক্লিক করবো।
এখন নতুন একটি ইন্টারফেস আসবে এখান থেকে trx এর ডিপোজিট এড্রেস কপি করবো।
এবার নিজের স্টিমিট একাউন্টের ওয়ালেট Active key দিয়ে লগইন করবো। TRX এর পাশে যে ড্রপডাউন আছে সেখানে ক্লিক করবো। তারপর ট্রান্সফার সিলেক্ট করবো।
এখন টু এর ঘরের নিচে Switch To Tron Account সেটাতে ক্লিক করবো। এবার কপি করা trx Deposit এড্রেসটি টু এর ঘরে এবং 1 TRX Poloniex এ নিবো সেটা লিখে নিয়েছি। এবার NEXT আইকনে ক্লিক করবো।
এবার সবকিছু দেখে OK ক্লিক করবো।
সর্বশেষ Tron একাউন্টের প্রাইভেট Key দিয়ে Transfer এ ক্লিক করলেই ট্রানজেকশনটি সম্পন্ন হয়ে যাবে।
৯. প্রশ্ন: Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
STEEM কে USDT কনভার্ট নিম্নরূপ:
প্রথমে আমার Poloniex একাউন্টে যাবো। তারপর সেখান থেকে Trade অপশনে ক্লিক করবো। তারপর STEEM/USDT লিখে সার্চ করবো।
এবার আমি Amount Steem এর ঘরে কত স্টিম বিক্রি করব সেই সংখ্যা লিখবো। তারপর Price USDT এর ঘরে স্টিমের রানিং প্রাইস লিখবো। তারপর SELL অপশনে ক্লিক করলেই Steem বিক্রি হয়ে যাবে।
এবার Poloniex এর ওয়ালেটে গেলেই USDT দেখা যাবে।
TRX কে USDT কনভার্ট নিম্নরূপ:
প্রথমে আমার Poloniex একাউন্টে যাবো। তারপর সেখান থেকে Trade অপশনে ক্লিক করবো। তারপর TRX/USDT লিখে সার্চ করবো।
এবার আমি Amount TRX এর ঘরে কত trx sell সংখ্যা লিখবো। যদিও আমার একাউন্টে অ্যাভেলেবল trx নেই।
তারপরও সিস্টেমটা বলছি। Price USDT এর ঘরে trx এর রানিং প্রাইস লিখবো। তারপর SELL অপশনে ক্লিক করলেই trx বিক্রি হয়ে যাবে।
আমি @rupok ভাইয়ার ক্লাস এবং লেকচার শীট থেকে লেভেল ৪ যতটুকু শিক্ষা গ্রহণ করেছি ততটুকু লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।
https://twitter.com/titaherul/status/1792510764953289176?t=kgmVHEPGpk19979FsKinOw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট থেকে বোঝা যাচ্ছে বিষয়গুলো আপনি মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। তবে পোস্টে কখনো আপনার এড্রেস এবং মেমো শেয়ার করবেন না। এতে আপনার একাউন্টের নিরাপত্তা ঝুঁকি হতে পারে। এডিট করে ওগুলো ঠিক করে দিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমি এগুলো এডিট করে সংশোধন করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ৪ হতে আপনি দারুন কিছু শিখেছেন যেটা ব্লগিং ক্যারিয়ারে খুবই দারুন ভুমিকা রাখবে।আশা করি সামনে ভালো কিছু করবেন।অনেক ধন্যবাদ সব গুলো প্রক্রিয়া আমাদের মাঝে গোছালো ভাবে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার লেভেল ৪ হতে অর্জন পোস্টে মন্তব্য করার জন্য। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখি খুবই ভালোভাবে বিষয়গুলো মাথায় ঢুকিয়ে নিয়েছেন। সামনের পথ চলায় আপনার এ বিষয়গুলো অনেক উপকারে আসবে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে, level ৪ হতে আমার অর্জন পোস্টটিতে মন্তব্য করার জন্য। আপনাদের সহযোগিতা অনেক দূর এগিয়ে যাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি লেবেল চার থেকে দেখছি অনেক কিছুই ভালোভাবে শিখতে পেরেছেন ভাই। আমাদের সবার জন্য লেভেল ফোরের বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আপনাদের উৎস মূলক মন্তব্য গুলোই আমাকে অনুপ্রেরণা যোগায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর লেভেল ৪ থেকে অনেক সুন্দর ধারণা অর্জন করেছেন এবং সেগুলো আজকে আমাদের মাঝে প্র্যাকটিক্যালে পরীক্ষা দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই পরীক্ষা দেওয়া দেখে তবে স্ক্রিনশটগুলো একটু ছোট করলে সাইজ করলে ভালো হতো। যাইহোক আশা করি খুব সুখেরও ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে, পরামর্শ মূলক মন্তব্য করার জন্য। আপনাদের মন্তব্য গুলো অনেক বেশি অনুপ্রাণিত করে আমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে যতটা বুঝতে পারলাম, আপনি লেভেল ৪ এর ব্যাপারগুলো বেশ ভালই বুঝেছেন এবং প্রত্যেকটা বিষয় দেখছি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে এই লেবেলটা খুবই গুরুত্বপূর্ণ আমার বাংলা ব্লগে কাজ করার জন্য। বিশেষ করে P2P এর মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিকভাবে জানা অত্যন্ত জরুরী। যাইহোক, আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit