"আসসালামুআলাইকুম"
সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
তো বন্ধুরা আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে কবিতা দেওয়ার জন্য। যদিও বা আমি প্রফেশনাল কবি নয়, তারপরও মাঝেমধ্যে কবিতার লিখতে পছন্দ করি। কবিতার ছন্দ এবং ভাব কথা সব সময় আসে না, নিরব নিস্তব্ধে মাঝেমধ্যে আনমনা হয়ে বসে থাকলে কবিতার মূলভাব এবং ছন্দ ফিরে আসে। এক সময় নিরিবিলি জায়গা বসে থাকতাম কবিতা লেখার জন্য। কিন্তু সময়ের ক্রমধারা আজ তা সম্ভব হয় না। তারপরও মাঝেমধ্যে চুপচাপ হয়ে কবিতা লেখার চেষ্টা চালিয়ে যাই।
তবে অনু কবিতার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ছোট ছোট ছন্দে মনের গভীর থেকে কিছু ভাব ফুটিয়ে তোলা যায়। তবে অনু কবিতা লিখতে এবং পড়তে আমি খুব ভালোবাসি। মাঝে মাঝে কোথাও যেতে নোটবুকে অনু কবিতা লিখে থাকি। আচ্ছা যাইহোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক -
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তোমাকে ভালোবেসে আজ
অনুভব করেছি তোমার স্পর্শ
তোমার কালো কেশের গন্ধে
আমায় করেছে মুগ্ধ।
আজ খুঁজে বেড়াই তোমাকে
আমারই মাঝে!
কিছু স্মৃতি নিয়ে বেঁচে আছি
মৃত্যুর পথিক হয়ে।
অনু কবিতা-২
ঘুমোতে পারেনি গতরাতে
স্বপ্নে এসেছিলে তুমি
আলিঙ্গন করেছো আমাকে,
স্বপ্ন ভাঙলে কেঁদেছি নিরবে।
প্রতিটি রাতে কেন আসো তুমি
স্বপ্ন হয়ে মোর মাঝে
আমাকে ছেড়ে চলে যাও
আর দেখতে চাই না তোমাকে।
অনু কবিতা-৩
তোমাকে পাওয়ার প্রত্যাশা
আমি রাত জেগেছি সহসা
তোমার মায়া-মহে হৃদয় আমার
বেজে উঠেছে ধামাকা।
অনু কবিতা-৪
তুমি ছাড়া কেউ ছিল না
এই জীবনে ভজন,
জীবন ভেঙে স্বপ্ন সাজাও
সুখে থাকো স্বজন।
অনু কবিতা-৫
বিষন্নতার পথিক আমি, ভুলে বসবাস
সারাবেলা অপেক্ষা থাকি আসবে কি আজ?
রাতের মধ্যস্ততায় জেনাকির দলের ঘোরাফেরা
সেথায় খুঁজি তোমাকে হয়ে ছন্নছায়া।
আমি সব সময় চেষ্টা করি ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি সবসময় সুন্দরভাবে গুছিয়ে লিখার চেষ্টা করি। অনেক সময় হয়ে উঠে আবার অনেক সময় হয়ে উঠে না। তবে আমি বাস্তবসম্মত কবিতা লিখতে পছন্দ করি।
তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবোনা। আমার অনু কবিতাগুলো কেমন লেগেছে মন্তব্য করে অবশ্যই জানাবেন। যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে এ পর্যন্তই, ফি-আমানিল্লাহি ওয়া রাসুলিহিল কারীম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম।
আজ আর নয়, সবার নিকট দোয়া চেয়ে এখানেই বিদায় নিলাম।
***
নিজেকে নিয়ে কিছু কথা
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার কবিতার মধ্যে ভালোবাসা ভালোলাগা এবং বিরহ অনুভূতির বেশ কিছু প্রকাশ লক্ষ্য করলাম। এই সমস্ত ছোট ছোট কবিতা গুলো মনের ভাব ব্যক্ত করে তাই অনেক কিছু জানা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো । এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনার প্রত্যেকটা অনু কবিতায় আমি ভালোবাসার দিকগুলো খুজে পেয়েছি। এছাড়া প্রত্যেকটি অণু কবিতা আমার কাছে দারুণ মনে হয়েছে। আর এই কবিতাগুলোর দারুন অর্থ রয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর ভাষায় অনু কবিতা গুলো লিখেছেন। ছন্দের সুন্দরভাবে মিলিয়ে লিখেছেন। যার কারণে কবিতা গুলো পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতার প্রতিটা লাইন আমাকে বেশি মুগ্ধ করেছে। খুবই সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে ভালোবাসার মানুষকে পাওয়ার প্রত্যাশায় প্রত্যেকটা মানুষ রাত জেগে অপেক্ষা করে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে আপনি এই অনু কবিতাগুলো লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। এরকম অনু কবিতা গুলো যতই পড়ি ততই ভালো লাগে। জাস্ট চমৎকার ছিল আপনার লেখা প্রতিটা অনু কবিতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখতে পারেন। আজকে অনেক সুন্দর সুন্দর টপিক তুলে ধরে আপনি অনু কবিতাগুলো লিখেছেন। অনু কবিতা গুলোর সব করে লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন দেখে ভালো লাগলো। সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা পড়তে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত আমার কাছেও অনু কবিতা লিখতে এবং পড়তে ভালো লাগে। অনু কবিতার মধ্যে নিজের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। আজকে আপনি ভিন্ন ভিন্ন মনের অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতার ভাষা অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit