"ডিমের কুসুম"শুনতেও অবাক লাগে//গ্রামীণ শৈশব- খেলা//@shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

20210909_172002.jpg
কিতকিতকিতকিত!!!! আজব তাইনা? হ্যাঁ ঠিক এটাই বলে ওরা খেলার সময়।
"আমার বাংলা ব্লগ" এ কেমন আছেেন সবাই? আশা করছি সকলে ভাল আছেন। আজ ভিন্ন ধরনের একটা খেলা সম্পর্কে আপনাদের সামনে আসলাম।

আজ বিকেল বেলা , সময় টা ঠিক মনে নেই; হবে হয়তো বিকেল ৪/৪:৩০টা । বাড়ি থেকে বের হলাম রাস্তায় একটু ঘোরাঘুরি করার জন্য। গ্রামের রাস্তায় প্রায় ২মিনিট হাঁটার পর পরের গ্রাম। সেখানে যেতে না যেতেই কানে বাজতে লাগলো "কিত কিত কিত কিত" সামনে গিয়ে দেখলাম গ্রামের ছোটো ভাই-বোনরা খেলছে। ওদের মধ্যে একজন শিশির; ওকে জিজ্ঞেস করলাম খেলাটির নাম কি ? যদিও এর আগে আমার চোখে পড়েছিল এই খেলাটি কিন্তু নাম জানা ছিল না তাই ওকে জিজ্ঞেস করলাম।
ও যখন বলে উঠলো
"ডিমের কুসুম" তখন আসলেই প্রচুর হাসি পাচ্ছিল কিন্তু সামনে অনেক শ্রদ্ধেয় ব্যক্তি থাকায় হাসিটা সেখানেই লুকিয়ে তাদের সাথে আবার কথা বলতে থাকলাম ।

20210909_172444.jpg

তারপর জিজ্ঞেস করলাম কিভাবে খেলতে হয় ? **
সে অনেক কথা । শিশির একাধারে খেলছিল অন্যদিকে খেলার ফাঁকে আমার সাথে কথোপকথন করছে।

খেলতে হয় দল নিয়ে । দু, দলেই সমান সংখ্যক খেলোয়ার থাকে। জায়গা হিসেবে ৫০ মিটারের আয়তাকার জায়গা হলেই হয়। যেটার এক দিকে একটি সমান্তরাল দাগ থাকে আর অন্যদিকে একটি গোলাকার বৃত্ত।
খেলার উপকরণ বলতে কিছু নেই;গ্রামীণ ভাষায় ওরা বলে "খোলটা" ; যেটা ভাঙা পাতিলের অংশ। আর তেমন কিছুরই প্রয়োজন নেই । যেটা প্রয়োজন তা হলো কিছু দর্শক , যেটার একাংশ থেকে আমি উপভোগ করছিলাম

যেভাবে খেলে ওরা:
দুই দলে সমান সংখ্যক খেলোয়ার নিয়ে শুরু হয় খেলা। যেকোনো একদল খেলা শুরু করে খোলটা (বলেছিলাম যেটা মাটির হাড়ি পাতি-এর অংশ) সমান্তরাল দাগ থেকে বৃত্তে ফেলার চেষ্টা করে , অন্য দল চার পাশে ছড়িয়ে থাকে । এর পর যদি পাতিলের অংশ বৃত্তে পরে তবে সে (যে বৃত্তে এসে দাড়িয়ে) বলা শুরু করে কিতকিত কিতকিত এবং তাঁর বিপরীত দলের খেলোয়াড় কে দম থাকা অবস্থায় স্পর্শ করার চেষ্টা করে । স্পর্শ করলে সে মাঠের বাইরে চলে যায়। এভাবে সবাই কে স্পর্শ করে মাঠের বাইরে করে দিয়ে বা সুযোগ পেলেই পাতিলের অংশ সমান্তরাল দাগে নিয়ে যেতে পারলেই ওই দল জিতে যায়। অন্য দিকে সে দম ছেড়ে দিলে তাকে ধরতে /স্পর্শ করলেই সে মাঠের বাইরে যায়।

20210909_172444.jpg

এভাবেই গ্রামের ছেলেমেয়েরা তাদের শৈশব খেলাধুলায় মাতিয়ে তুলে।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেয়ার জন্য!!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি পূর্বে একবার পরিচয় মূলক পোস্ট করেছিলেন ।কিন্তু আপনাকে ভেরিফাই করা হয়নাই ।কারণ আপনি সঠিক নিয়ম মেনে পরিচয় মূলক পোস্টটি করেন নাই ।সঠিক নিয়ম মেনে পুনরায় পরিচয় মূলক একটি পোস্ট করুন ।অন্যথায় ভেরিফাই করা হবে না ।

  ·  3 years ago (edited)

আমি দুঃখিত। নিয়ম টা জানা ছিল না 😥 কিভাবে করবো যদি কোনো গাইডলাইন দিতেন বা নিয়ম গুলো কোথায় দেখতে পাবো,,, দয়া করে মেনশন করবেন 😓@rex-sumon

একটি পেপারে “আমার বাংলা ব্লগ” আর আপনার নাম লেখে ,সেটা দিয়ে একটা সেলফি তুলে, তারপর পরিচয় মূলক পোস্ট করুন।

উপরে যেই কমেন্ট টা করলাম, সেটা যদি অন্তত সম্পুর্ণ পড়তেন, তাহলে নিজেই বুঝতে পারতেন।

ওহ দুঃখিত!! ধন্যবাদ আপনাকে 🧡