আসলে একটা লোহা যেমন ব্যবহার না করলে তাতে মরিচিকা পড়ে যায় তেমন মস্তিষ্ক যদি আমরা সবসময়ই ব্যবহার না করি তাতে ও সয়তানে বাসা বাঁধবে। এখানে সয়তান বলতে বুঝানো হয়েছে অলস মস্তিষ্ক শুধু খারাপ চিন্তাভাবনা গুলো নিয়ে আসে। আর খারাপ কাজ কেবল সয়তান কিংবা সয়তান লোক ধারাই সম্ভব।