ABB Contest-45 || লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট।।

in hive-129948 •  last year 

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ-

হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লাল শাক দিয়ে দারুন সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটা আমি আজকে প্রথম তৈরী করলাম। এই রেসিপির মাধ্যমে আমি আমার বাংলা ব্লগের ৪৫ তম প্রতিযোগিতায় অংশগ্রহন করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।

000.jpg

00.jpg

0.jpg

আমাদের প্রিয় কমিউনিটিতে প্রতি মাসেই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি সবসময় চেষ্টা করি প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহন করতে। কারন একটি প্রতিযোগিতায় অংশগ্রহন করা মানে একটি পরিক্ষায় অংশ গ্রহন করার মত। আর একটি পরিক্ষায় অংশগ্রহন করলে অনেক বিষয় জানা হয়ে যায়। তেমনি প্রতিযোগিতাও ঠিক একটি পরিক্ষার মত। প্রতিযোগিতায় অংশগ্রহন করলেও অনেক বিষয়ে জানা যায়। নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।

আমাদের কমিউনিটির ৪৫ তম প্রতিযোগিতার বিষয় হলো “শেয়ার করো তোমার প্রিয় শাকের সেরা রেসিপি”। যে কোন শাক শরীরের জন্য খুবই উপকারি। আর শাক অনেক ভাবে খাওয়া যায়। শাকের সাথে কোন কিছু মিক্স করেও খাওয়া যায়,নরমাল ভাবেও খাওয়া যায় আবার ভর্তা করেও খাওয়া যায়। যেভাবে ইচ্ছা সেভাবেই খাওয়া যায়। আমার ইচ্ছা ছিল পালং শাক দিয়ে একটি রেসিপি তৈরী করবো। কিন্তুু অনেক জাগায় খোঁজাখুজি করেও পালং শাকের সন্ধান পেলাম না। গত মাস থেকে টানা বৃষ্টিপাত হওয়ার কারনে কৃষকরা পালং শাক চাষ করতে পারছে না। তাই বাধ্য হয়ে অন্য শাক চয়েজ করতে হলো।

যেহেতো প্রতিযোগিতা তাই ইউনিক কিছু করার চেষ্টা করছিলাম। সেজন্য আমি আজকে অনেক খুজেঁ ইউনিক একটি রেসিপি তৈরী করেছি। আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট রেসিপি তৈরী করেছি। রেসিপিটা তৈরী করার পরে এত সুস্বাদু হয়েছে যে বলে বুঝানো যাবে না। আমাদের ফেমিলির সবাই সেই রেসিপি খেয়েছে। আমার বাবা আমার রেসিপি খেয়ে আমার অনেক প্রশংসা করেছে। আমি ছবি তুলে কি করবো, এই ছবি পোষ্ট করলে কি হবে....এসব বিষয়ে অনেক প্রশ্ন করেছে। আমি তাদেরকে যথা সম্ভব বুঝিয়ে বলেছি। বাবা আর মা বললো ভালোই হয়েছে,মজার একটি জিনিষ খাওয়া হয়েছে আবার প্রতিযোগিতায়ও অংশগ্রহন করা হয়েছে। আমি প্রতিযোগিতায় কোন স্থান অর্জন করতে পারি আর না পারি আমার মা-বাবা যে খুশি হয়েছে,এটাই অনেক বেশি। যায়হোক এখন রেসিপির বিস্তারিত শেয়ার করছি।

32.jpg

33.jpg

34.jpg

36.jpg

37.jpg

38.jpg

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63W9QCFYJ4RWfJUnuwYDacpgAxcfxkHnf1RqhXXtEQy1BM5QBFNztf7eA25NtxzmoUpH84Ub5WrreZ5mpwKNVn2hj1DzjS6H8mnut1GkZGBEHPjR3Qjph6n4NSUTxibbuAJyUG9tjH.png

লাল শাকপরিমান মত
চিংড়ি মাছ৫.০০ গ্রাম
বেসনদেড় কাপ পরিমান
কাঁচা লংঙ্কাপরিমান মত
পেয়াঁজ কুচিপরিমান মত
আদাঁ বাটাপরিমান মত
রসুন বাটাপরিমান মত
কালো জিরাদুই চিমটি
লবনপরিমান মত
হলুদের গুঁড়োপরিমান মত
ধনিয়ার গুঁড়োপরিমান মত
জিরে গুঁড়োপরিমান মত
লেবুএকটি
সয়াবিন তেলপরিমান মত
বিলাতি ধনিয়া পাতাপাঁচটি
তালমাখনাদুই চা চামচ
খাবার সোডাএক চা চামচ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreYcdhzG7inV3iZGKdaemjiZYA1XS9DL83ArgoDij5qMThDvH5qWkkNiWeBf8xVDAp6JQwfk (1).png

01.jpg

02.jpg03.jpg

22.jpg

প্রথম ধাপ-

04.jpg05.jpg
06.jpg08.jpg

প্রাথমিক পর্যায়ে আমি লাল শাক,চিংড়ি মাছ সহ সমস্ত উপকরন কেটেকুটে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার কারে আলাদা আলাদা করে গামলাতে এবং বাটিতে রাখলাম। উপকরন গুলো রেডি করতে পারলেই ৭০% কাজ শেষ হয়ে যায়। তারপর চিংড়ি মাছ ব্যতীত লাল শাকের সাথে এক এক করে সমস্ত উপকরন দিয়ে দিলাম।

দ্বিতীয় ধাপ-

09.jpg10.jpg
11.jpg12.jpg

এই পর্যায়ে আমি লাল শাকের সাথে দেওয়া সব উপকরন এক সাথে গামলাতে মিক্স করে নিলাম। তারপর চিংড়ি মাছের সাথে আদাঁ বাটা,রসুন বাটা,লবন আর লেবুর রস দিয়ে মিক্স করে নিলাম। এখন মূল কাজ শুরু করার পালা।

তৃতীয় ধাপ-

13.jpg14.jpg
15.jpg16.jpg

এখন আমি লাল শাকের সাথে মসলাপাতি দিয়ে যে মিশ্রনটা তৈরী করেছি,সেখান থেকে অল্প অল্প মিশ্রন নিয়ে মাঝখানে একটি করে চিংড়ি মাছ দিয়ে লেপটে দিলাম। মানে কাটলেট বানিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ-

17.jpg18.jpg
19.jpg20.jpg

এভাবে একটি একটি কাটলেট বানিয়ে একটি ডিসের মধ্যে সাজিয়ে রাখলাম। সম্পূর্ণ মিশ্রনটা বানানো শেষ হলে চুলাতে কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে কাটলেট গুলো ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর চুলার আগুনটা কিছুটা বাড়িয়ে দিলাম।

পঞ্চম ধাপ-

21.jpg22.jpg
23.jpg24.jpg

এই পর্যায়ে সব গুলো কাটলেট ভাজা ভাজা হওয়ার পর উঠানো শুরু করলাম। কাটলেট গুলো ভাজার সময় এত ঘ্রাণ লেগেছে যে বলে বুঝানো যাবে না। সারা বাড়ি ঘর ঘ্রাণে মোহিত হয়ে গেছে। রাতে ভেজেছিলাম ভাইয়া আর বাবাও বাসায় ছিল। তারা বারবার জিঙ্গেস করছিলো এত ঘ্রাণ কিসের। পরিবেশন শেষ করে তাদেরকে যখন খেতে দিলাম তারা অবাক হয়ে গেল।

পরিবেশন-

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCbcUXLdTeiC3rQMxRjiWN2eXTHN6TjJcNoSTyF6ap16wMcpHWG1B7ct.png

29.jpg

26.jpg

28.jpg

31.jpg

25.jpg
27.jpg

বন্ধুরা এই হলো আমার আয়োজন। রেসিপিটা তৈরী করতে মোটামুটি অনেক সময় লেগেছে। সময় লাগলেও যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে। আর স্বাদ ছিল অতুলনীয়। যার ফলে তিন চার ঘন্টা সময়ের কষ্ট সফল হয়েছে। যথা সম্ভব বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। বর্ণনা অনুযায়ী যে কোন মানুষ এই রেসিপিটা তৈরী করতে পারবে। আশা করি মসলাপাতির পরিমানের দিকে একটু খেয়াল রাখলে আর কোন সমস্যা হবে না। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সেই কামনা করে বিদায় নিতেছি।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
শিরোনামলাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট ।।
স্থাননিজ বাসা,ভাদুঘর,ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
তারিখ০৩-১০-২০২৩
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@titash

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiYVe9S7mZQWR5gqWDfUtgpTz9WdEfzJF5Qt9UgiEmiRwaanKp7xXNAvvPsx6VQk1YJh91QHG4o1.gif

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E2RD15UbNVFsTMWGdT3J4JF2P75YwSv7CtVBnbfgMY5AKrRKdBd4xh.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নতুন একটা ইউনিক রেসিপি সম্পর্ক অবগত হলাম আপনার আজকের এই সুন্দর পোস্ট দেখে। অনেক সুন্দরভাবে আপনি আমাদের মাঝে লালছশাক ও চিংড়ি দিয়ে বিভিন্ন উপাদান মিশিয়ে দারুণ রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শেষ পর্যন্ত তেলে ভেজেছেন বলে হয়তো বেশি সাধ হয়েছে।

জী ভাইয়া, তেলে ভাজার পর খুবই দারুন গন্ধ বেরিয়ে ছিলো। ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট রেসিপি দারুন হয়েছে আপু। আপনি প্রথমবার এই রেসিপি তৈরি করেছেন জেনে ভালো লাগলো। একেবারে ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছ দিয়ে যেকোন রেসিপি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে।

জি আপু আমি ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। চিংড়ি মাছ দিয়ে যে কোন ধরনের রেসিপি তৈরি করা যায় এবং সবকিছুর সাথেই মানায়। ধন্যবাদ আপু।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের এই সুন্দর শাকের রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি বেশ সুন্দর করে লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট তৈরি করেছেন যা দেখতে অনেক লোভনীয় লাগছে। এ প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

জ্বী ভাইয়া লাল শাকের এ কাটলেট টা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ও অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। আপু আপনি কিন্তু দারুন রেসিপি তৈরি করেছেন। আসলে লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট তৈরিটা খুবই দারুণ দেখাচ্ছে। আর দেখেই তো বোঝা যাচ্ছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। তুই যদি ধাপ গুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

জ্বী ভাইয়া লাল শাকের কাটলেট খেতে সুস্বাদু হয়েছিল। রেসিপিটি আমি আপনাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছি যাতে সবাই দেখে তৈরি করতে পারে। ধন্যবাদ ভাইয়া।

আসলে আমার বাংলা ব্লক কমিউনিটির প্রতিযোগিতা মানেই বেশ ইউনিক কিছু দেখতে পাওয়া। আপনি আজকে লাল শাক এবং চিংড়ি দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার প্রস্তুত করা রেসিপিটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিযোগিতার আয়োজন করলেই ইউনিক কিছু দেখতে পাওয়া যায়। আপনার জন্য ও ভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া।

লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট বাহ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো খাওয়া হয়নি। দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। দারুন ইউনিক একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দেখে ভালো লাগলো। আর বাবা-মাকে খাইয়ে খুশি করাতে পেরেছেন এটি সবথেকে বড় বিষয় পুরস্কার পান আর না পান ।যাই হোক বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

জী আপু, আমার আম্মু আব্বু রেসিপিটি পছন্দ করেছে এটাই অনেক । পুরষ্কার না পেলেও এাটাই বড়
। আপনিও বাসায় তৈরি করে দেখবেন। আপনার কাছেও ভালো লাগবে। ধন্যবাদ আপু।

প্রথমে আপু আপনার জন্য শুভকামনা রইল প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। লাল শাক দিয়ে চিংড়ি কাটলেট দেখে খুবই ভালো লেগেছে। কারণ আপনার রেসিপিটি খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে। আশা করি আমরা বেশ মজার মজার রেসিপি দেখতে পাবো। আপনার রেসিপিটাও অসাধারণ মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

জী আপু, এটি ইনিক ছিলো, আরো নতুন নতুন ইউনিক রেসিপি দেখা যাবে এবারের কন্টেস্টে। ধন্যবাদ আপু।

আপনাকে অনেক অনেক শুভকামনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট বেশ ইউনিক একটা রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি টা দেখতে দারুন লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু চেস্টা করেছি সু্ন্দর করে উপস্থাপন করতে, দেখতে যেমন দারুন মনে হচ্ছে খেতে কিন্তু আরো দারুন ছিলো। ধন্যবাদ আপু।

অনেক অনেক অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট রেসিপিটা খুব ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন।

আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া।

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। অবশ্য চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে আমার কাছে বেশ ভালই লাগে।লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট এর আগে কখনো তৈরি করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

জি আপু, চিংড়ি মাছ দিয়ে যা কিছু রান্না করা হয় তাতেই মানায়। আর এই রেসিপিটি খেতে অনেক ভালো হয়েছিল। আপনার যেহেতু এটা আগে কখনো খাওয়া হয়নি আপনি চেষ্টা করে তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপু আপনাকে।

লাল শাকের ভাজী ছাড়া আমি এটার আর কোনো রেসিপি খাইনি।
লাল শাক এবং চিংড়ি মাছ দিয়ে যে কাটলেট বানান যায় আজ দেখলাম।
খুব সুন্দর হয়েছে আপনার রেসিপিটা অনেক ধন্যবাদ আপনাকে। এবং শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৫ এর জন্য শুভকামনা জানায়।রেসিপিটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, তাও এরকম ইউনিক একটা রেসিপি নিয়ে। লাল শাক আমার পছন্দের, তবে চিংড়ি মাছ খুবই কম খাওয়া হয়। বলতে গেলে আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি না। আপনার রেসিপিটা দেখে বুঝতে পারছি এটি তৈরি করতে আপনার অনেক বেশি সময় লেগেছিল। সময় লাগলেও নিশ্চয়ই এটা অনেক সুস্বাদু হয়েছিল। ইউনিক একটা রেসিপি শিখে নিলাম আপনার ধাপগুলো দেখে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই আপু।মাছের কাটলেট খেয়েছি।কিন্তু লালশাক দিয়ে কখনো কাটলেট খাওয়া হয়নি,তাই এই রেসিপি টি আমার কাছে খুবই নতুন এবং ইউনিক লেগেছে।অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

একটা একটা করে প্রতিযোগিতার অংশগ্রহণের রেসিপি দেখে তো চোখ জু্ড়িয়ে যাচ্ছে। ঠিক বলেছেন আপনি শাকের সাথে মিক্স করে রান্না করে খাওয়া যায়। আপনার লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট রেসিপিটি ভিষণ সুন্দর হয়েছে। লোভনীয় হয়েছে। আকর্ষণীয় হয়েছে। দারুণ রেসিপি শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

লাল শাক দিয়ে চিংড়ি মাছের কাটলেট আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হায়রে সবার এত সুন্দর সুন্দর রেসিপি দেখে তো ভাবনায় পরে গেলুম। আমি তো আগেই বাদ হয়ে গেলাম। কিন্তু সবার এত দারুন দারুন রেসিপি দেখে তো বিজয়ী নির্বাচন করতে অনেক হিমশিম খেতে হবে সবাইকে। কারো থেকে কিন্তু কারো রেসিপি কম নয়। সব জিনিয়াস রাধুনী। শুভ কামনা রইল আপনার জন্য।

লাল শাক সবসময় ভাজিই খেয়ে এসেছি এতদিন। আপনার করা রেসিপি দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তারুপর ভাজার সময়ই যেহেতু বলছেন সেই রকম ঘ্রাণ ছড়িয়েছে যে আংকেল ও জিজ্ঞেস করছিলো কিসের ঘ্রাণ, তবে তো আর কোন সন্দেহই থাকলো না!! আর আপনার পরিবেশনটাও খুব সুন্দর হয়েছে । আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile