টমেটোর সাথে সিলভার কার্প মাছের সুস্বাদু ভুনা রেসিপি।। 10% beneficiary for @shyfox and 5% for abb school ।।

in hive-129948 •  2 years ago 

আসসালামুআলাইকুম,

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন । আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও আলহামদুল্লিহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোষ্টের বিষয় হলো টমেটোর সাথে সিলভার কার্প মাছের সুস্বাদু ভুনা রেসিপি।

photo_2023-03-06_20-57-35.jpg

কিছুদিন আগে আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় বড় বড় সাইজের তিনটি সিলভার কার্প মাছ নিয়ে এসেছে। শহরে সাধারনত জীবিত মাছ পাওয়া যায় না। তবে ঐদিনের মাছ গুলো জীবিত ছিল। মাছ গুলো কাটার সময় মনে মনে ভেবেছিলাম যে এই মাছ গুলো দিয়ে একটি রেসিপি পোষ্ট শেয়ার করবো। সেই চিন্তা অনুযায়ী আজকে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আমি মাছ গুলো কয়েকটি টমেটো দিয়ে ভুনা করেছি।

বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে এই মাছ পাওয়া গেলেও মূলত এই মাছের আদিবাস ছিল চীন ও পূর্ব সাইবেরিয়াতে। এই মাছ ১৯৬৯ সালে প্রথম হংকং থেকে চাষের উদ্দেশ্যে আমাদের দেশে আনা হয়। এর পর থেকে হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা শুরু করে। পুকুরে বা হ্যাচারিতে ছাড়ার দুই বছরের মধ্যেই খাওয়ার উপযুক্ত হয়ে যায় মাছ গুলো। এবার রেসিপিটির বিস্তারিত আলোচনা করি।

প্রয়োজনীয় উপকরণ

০১। সিলভার কার্প মাছ চার পিছ।
০২। টমেটো একটি
০৩।কাচাঁ মরিচ তিনটি
০৪। পেঁয়াজ কুচি
০৫। তেল পরিমান মত
০৬। আঁদা বাটা
০৭। রসুন বাটা
০৮। ধনিয়া পাতা।
০৯। লবন পরিমান মত
১০। হলুদের গুড়া
১১। মরিচের গুড়া।
১২। জিরার গুড়া।
১৩। ধনিয়ার গুড়া।

photo_2023-03-06_20-57-52.jpg

photo_2023-03-06_20-57-51.jpg

photo_2023-03-06_20-57-54 (2).jpg

photo_2023-03-06_20-57-50.jpg

এবার আমি একে একে সিলভার কার্প মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরীর ধাপ গুলো উপস্থাপন করতেছি।

photo_2023-03-06_20-57-49.jpg

photo_2023-03-06_20-57-48 (2).jpg

photo_2023-03-06_20-57-44 (2).jpg

প্রথমে চুলার মধ্যে কড়াই টা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর মাছ গুলো ভাল ভাবে ভাজা ভাজা করে একটি বাটিতে রেখে দিলাম।

photo_2023-03-06_20-57-45.jpg

photo_2023-03-06_20-57-46 (2).jpg

তারপর আবার কড়াইতে তেল দিয়ে আদা,রসুন,পেয়াঁজ কুচি সহ সমস্ত মসলা দিয়ে দিলাম।

photo_2023-03-06_20-57-44.jpg

photo_2023-03-06_20-57-42 (2).jpg

photo_2023-03-06_20-57-41 (2).jpg

তারপর টমেটো আর কাচাঁ মরিচ গুলো দিয়ে একুটু ঝোল ঝোল করে নিলাম।

photo_2023-03-06_20-57-40 (2).jpg

photo_2023-03-06_20-57-37.jpg

photo_2023-03-06_20-57-38 (2).jpg

তারপর ভেজে রাখা মাছ গুলো সেই টমেটোর ঝোলে দিয়ে দিলাম। তারপর ভাল ভাবে মাছ গুলো মিশিয়ে কিছুক্ষন চুলায় বসিয়ে রাখলাম। পরিপূর্ণ রান্না হওয়ার পরে ভুনাতে ধনিয়া পাতা গুলো দিয়ে দিলাম।

photo_2023-03-06_20-57-35.jpg

সব কিছু শেষ করে একটি বাটিতে রেখে পরিবেশন করলাম।

সব গুলো ফটোগ্রাফি আমি নিজের বাসা থেকে রেডমি নোট-৮ মোবাইল দিয়ে ধারুন করেছি। আজ এই পর্যন্তই বন্ধুরা। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক ভাল লাগবে। সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ @titash

111.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার কাছে যে কোন ধরনের রেসিপি ভুনা করলে খেতে দারুন মজা লাগে। টমেটো আমার খুবই প্রিয় টমেটো দিয়ে খুব সুন্দর করে সিলভার কাপ মাছের ভুনা রেসিপি করেছেন। অনেক সুন্দর লাগছে আপনার রেসিপি তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ।

জী ভাইয়া যে কোন ধরনের রেসিপি ভুনা করলে অনেক ভালো লাগে । মাছ ভুনার সাথে টমেটো থাকলে আরাে ভালো লাগে । ধন্যবাদ ভাইয়া ।

টমেটোর সাথে সিলভার কার্প মাছের দারুণ একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই মাছটা এতটাই বেশি সুস্বাদু যে এটাকে বলা হয় গরিবের ইলিশ মাছ।

জী ভাইয়া সিলবার কার্পকে গরিবের ইলিশ মাছ বলা হয় । ধন্যবাদ আপনাকে ।

সিলভার কার্প মাছের সুস্বাদু ভুনা রেসিপি দেখে তো লোভ লেগে গেল।এই মাছ একটা সময় অনেক খাওয়া হতো। এখন খুব কম পাওয়া যায় বাজারে।আর টমেটো দিয়ে যে কোন ধরনের রেসিপি করলে অনেক সুস্বাদু হয়ে থাকে।আর মাছ ভেজে রান্না করলে খেতে দারুন লাগে। রান্নার ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন । টমেটো দিয়ে যে কোন ধরনের রেসিপি করলে অনেক সুস্বাদু হয়। আপনাকে অনেক ধন্যবাদ ।

মাছ এখন ছয় মাসের মধ্যেই খাওয়ার উপযুক্ত করে ফেলে। খাইয়ে খাইয়ে খুব তাড়াতাড়ি বড়ো করে দেয়। হালকার উপর দিয়ে ভুনা বেশ ভালোই লাগে।

যদি আরো ধাপ আকারে পোস্ট করেন তাহলে খুব ভালো হয়।

জী দাদা এখন ছয় মাসেই মাছ বড় করে ফেলে। দাদা আমি চেস্টা করব ধাপ আকারে পোস্ট করতে।দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

টমেটোর মৌসুমে যে কোন তরকারিতে টমেটো না দিলে কেমন স্বাদে পরিপূর্ণ আসে না। আপনি খুব সুন্দর করে টমেটোর সাথে সিলভার কার্প মাছের সুস্বাদু ভুনা রেসিপি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। মাছের ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে । আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধুনিয়া পাতা এবং জিরার গুড়া দেওয়াতে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হবে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জী ভাইয়া টমেটোর সিজনে যে কোন তরকারিতে টমেটো না দিলে স্বাদে পূর্ণতা আসেনা । আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ।