আইয়ুব বাচ্চুর বেশ জনপ্রিয় একটা গান রয়েছে:-
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো,
দেখো না কেউ, হাসি শেষে নীরবতা।
গানটা শুনে হয়তো অনেকেই অনেক সময়ই কেঁদেছেন, অনেক সময় গানটা শুনতে শুনতে মনে হয়েছে - এই গান তো আমার জন্যই লেখা হয়েছে, ঠিক যেন আমার মনের কথাই বলছে, যেটা আমি বলতে পারছি না। সকল মানুষের জীবনে আসলে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে, যেখানে উপরের এই লাইন গুলো অক্ষরে অক্ষরে সত্য মনে হয়।
কেমন আছেন? খুব সিম্পল একটা প্রশ্ন। আমাদের কারো সাথে দেখা হলেই বা কথা হলেই সবার আগে আমরা এই প্রশ্নটাই করে থাকি! জানতে চাই যে অপর ব্যক্তি টি কেমন আছেন। তবে এটা কি আসলেই সকলের ক্ষেত্রেই আমরা জানতে চাই? নাকি অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র শিষ্টাচারের পার্ট হিসেবেই প্রশ্নটা করা। আর মানলাম, আমরা আসলেই জানতে চাই যে অপর ব্যাক্তি টি কেমন আছেন। তবুও, " ভালো আছি" তো সকলেই বলে থাকে, সকলে কি আসলে সবসময় ভালো থাকে। নাকি ভালো না থাকলেই সকলকেই সহজে বলে ফেলা যায় যে, নাহ, আমি ভালো নেই! আমি ভীষণ কষ্টে আছি, আমার ভীষণ দুঃখ হচ্ছে! কথা গুলো সকলকে বলা যায় না।
জীবনের এমন অনেক সময় আসে, যখন অমাবস্যার রাতের গুমোট আঁধারের মতোন সমান তালে মনের গভীরে বাড়তে থাকে বিষাদ। সে বিষাদ বাড়তে বাড়তে রুমের সিলিং ছুয়ে যায়..... দমটাও আটকে আসতে চায়, মনে হয় আর যেন বুক ভরে শ্বাস টাও নেয়া যাচ্ছে না। এই বুঝি প্রাণপাখিটা খাঁচা থেকে বের হবার জন্য ছটফট করতে থাকে...... তবুও চিৎকার করে কাঁদা যায় না। কাউকে বলা যায় না, আমার ভীষণ কষ্ট হচ্ছে!
আশেপাশে তো সকলেই থাকে। তবুও সকলের ভীড় মনকে ছুঁতে পারে না। এমন অনেক কষ্ট থাকে, যা খুব কাছের মানুষ টাকে বললেও, সে মানুষ টাও বুঝবে না! তাই আর বলারও ইচ্ছে করে না। সত্যি কথা হচ্ছে একজন মানুষের বেশিরভাগ কষ্টই অপর কেউই তার মতোন করে বুঝতে পারে না। কারণ কষ্ট হচ্ছে ব্যক্তিগত! যে কষ্ট যে যাপন করছে, শুধু সেই তার গভীরতা বুঝতে পারে! অন্য সকলের কাছেই তাদের নিজ নিজ ব্যক্তিগত কষ্ট রয়েছে, যার পাল্লাটা তাদের কাছে ভারী! কত মানুষ কে দেখেছি নিজের কষ্ট যার কাছে বলছে হয়তোবা একটু শান্তির জন্য, সেই মানুষ টাই শুনছে ঠিক ই, কিন্তু ওদিকে মুখ ফিরিয়ে হাসছে!! মনে মনে বিচার করছে মানুষ টার ই দোষ গুণ! আবার সুযোগ পেলে সেই ডালা খুলে বসছে আরো দশজন মানুষের সামনে, হাসির খোরাক হিসেবে! কষ্ট সবসময়ই ব্যক্তিগত! যখন মানুষ এই ব্যাপারটা উপলব্ধি করতে পারে মন থেকে, তখন থেকে মানুষ টি নতুন আরেকটা জীবন বাঁচতে শুরু করে। চরম সত্য তো এটাই যে, পৃথিবীতে সকল মানুষ ই যার যার, তার তার! এবং সকলেই নিজের জন্য এনাফ! নিজের মতোন আপন আর কেউ নয়। নিজের মতোন আপন আর কেউই হয় না, হওয়া সম্ভব না।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যেন এখন এই মূহূর্ত টাই অতিবাহিত করছি আপু। আমারও এখন মনে হয় সত্যি গানটা আমার জন্যই লেখা। চারপাশে তো কতশত মানুষ কিন্তু আমি একা পুরোপুরি একা। আমার অনূভুতি গুলো নিজের মতো করে আমার কাছে আছে তবুও দিনশেষে কেউ জিজ্ঞেস করলে বলতেই হয় হ্যা আমি ভালো ছিল এই মিথ্যা কথাটা। সুন্দর লিখেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিনশেষে সকলেই একা ভাই! সকলেই! এটাই সত্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আইয়ুব বাচ্চুর সে জনপ্রিয় গানটি আমি শুনেছি অনেকবার। যাই হোক আপনার লেখাটি দারুন হয়েছে। বাস্তবতাকে সামনে রেখে এসব লেখাগুলো পড়তে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। আপনার মতামতের মাধ্যমে অনুপ্রেরণা পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit