হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় পরিবার সহ ভালো আছি, সুস্থ আছি। আজ ৩১ অক্টোবর, ২০২৪ অর্থাৎ অক্টোবর মাসটাও বিদায় নিচ্ছে! অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতার মাস। আজ সে নিয়েই আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করতে চলে এসেছি। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের পোষ্ট টি তে.... ৷
Source: www.pixabay.com
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের হিসেব অনুযায়ী, শুধুমাত্র বাংলাদেশেই পনেরো হাজার এর বেশি মানুষ প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর মাঝে ৯৮ শতাংশ ক্ষেত্রে স্তন ক্যান্সারে আক্রান্ত মানুষ এর জেন্ডার নারী হলেও, শতকরা ২ শতাংশ কিন্তু পুরুষ ও! তাই আগে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে শুধুমাত্র মহিলাদের উদ্বুদ্ধ করা হলেও, ইদানীং পুরুষদের ও এই স্তন ক্যান্সার সচেতনতায় ক্ষেত্রে অংশীদার এ সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
আজকে এই নিয়ে আলোচনার আসল কারণ হচ্ছে অপ্রত্যাশিত ভাবে একটি উদ্যোগ দেখে ভালো লেগেছে, তার থেকেই অনুপ্রেরণা নিয়েই মনে হলো এই বিষয় এই কিছু লেখা উচিত। মূলত, অনলাইনে কেনাকাটা তো টুকটাক সবারই করা হয়। তেমনই একটি পেইজ থেকে শাড়ি অর্ডার করেছিলাম দুদিন আগে। সেই শাড়ি যখন ডেলিভারি পাই, তার সাথে একটি লিফলেট পাই স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে.....। তাদের ট্যাগের সাথেও একটি আলাদা ট্যাগ ছিলো এই বিষয় টি নিয়ে। সেই লিফলেটে বেশ সুন্দর ভাবে গুছিয়ে অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন তারা। যেমন- স্তন ক্যান্সার কী, কাদের ঝুঁকি বেশি স্তন ক্যান্সারে, কীভাবে স্তন ক্যান্সার বাসাতেই নিজে নিজেই প্রাথমিক ভাবে পরীক্ষা করা উচিত, কখন ডাক্তারি পরীক্ষার প্রয়োজন এসকল বিষয় ই বেশ সুন্দর করে চার পেইজের মাঝেই তুলে ধরেছেন সচেতনতার অংশ হিসেবে৷
এদের এই উদ্যোগ দেখে আমি চিন্তা করে দেখলাম, তারা একটি কাপড়ের ব্যবসায়ী। স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে তাদের প্রাথমিক ভাবে এমন উদ্যোগ নেয়ার আসলে কিন্তু কোন ব্যাবসায়ীক মানেই নেই৷বেশীর ভাগ ক্ষেত্রেই ব্যবসায়ী রা বিশেষত ছোট ব্যবসায়ী রা এমন সোশ্যাল ওয়ার্ক করে না। তবুও তারা তাদের সকল ক্রেতার মাঝে এমনভাবে সচেতনতা তৈরির চেষ্টা করে যাচ্ছে- এই বিষয়টি আসলেই প্রশংসা পাবার যোগ্য! এবং এই ব্রান্ডটি আমার কাছে আলাদাভাবে মনের মাঝে স্থান পেলো!
আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে তেমনভাবে পাত্তা দেই না। তবে স্তন ক্যান্সার নিয়ে আমাদের সকলেরই কিছুটা সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। উপরের লিফলেট এর ছবি মনোযোগ দিয়ে দেখলে যারা জানেন না, তাদেরও একটি সম্যক ধারণা হবে বলে আশা করছি। নিজেরা সচেতন হন এবং পাশাপাশি নিজের পরিবারের সিনিয়র সিটিজেনদের মাঝেও এই বিষয় নিয়ে কিছুটা সচেতনতা তৈরির চেষ্টা করা উচিত আমাদেরই। তবেই আশা করা যায়, যে বিষয় টি নিজেরাই ঘরে বসে নির্ণয় করা যায়, সেটি একেবারে শেষ স্তরে গিয়ে ডাক্তারের কাছে ধরা না পরবে না। যত প্রাথমিক স্তরে ধরা পরবে, ততই মঙ্গল!
আজ আর কথা বাড়াচ্ছি না। আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো আপনাদের কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
VOTE @bangla.witness as witness OR @rme as your proxy
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান এখন আমাদের অনেক মা-বোনদের স্তন ক্যান্সার হয়ে থাকেন । স্বাস্থ্যের জন্য এটা সত্যি খুবই খারাপ লক্ষণ। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। অনেকের সচেতনতা বৃদ্ধি পাবে। এতো সুন্দর শিক্ষনীয় পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই এই নিয়ে আরোও বেশি সচেতনতা বৃদ্ধি করা উচিত - এই চিন্তাভাবনা থেকেই এই পোস্ট টি শেয়ার করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit