আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা- ৬৫ ; দুরকমের ঝাল ঝাল ডাল ফারা পিঠা

in hive-129948 •  27 days ago 

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবারসহ যেমন আছি, বেশ ভালোই আছি। আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। এর মাধ্যমে আজ আমি কমিউনিটিতে চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। আশা করবো আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।


শীতের সাথে পিঠে-পুলির যেনো একদম ওতোপ্রোতো সম্পর্ক! কারণ এই সময়টায় সবার ঘরে ঘরে নতুন ফসল ঘরে ঢুকে! যুগের পর যুগ ধরেই সেই নতুন চালের গুড়া আর সাথে সীজনের খেজুর গুড় দিয়ে নানা রকমের ঐতিহ্য বাহী পিঠে পুলি বানানো হয় এই সময়টাতে। তবে তার পাশাপাশি নানা রকমের ঝাল পিঠাও কিন্তু আমাদের ঐতিহ্যের সাথেই মিশে আছে! আজ তেমন ই একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পিঠার নাম- ডালের ঝাল ফারা পিঠে। অনেক জায়গায় এটা আবার চালের ফারা পিঠে নামেও পরিচিত ( কারণ চালের গুড়ার বদলে আগের দিনের রয়ে যাওয়া ভাত দিয়েও এই পিঠা বানানো যায়)। এই পিঠা টা মূলত ভারতে উত্তর প্রদেশ এবং বিহারীদের ঐতিহ্যবাহি একটি পিঠা। ঝাল পিঠা আমাদের বাসায় সেভাবে খাওয়া হয় না বললেই চলে। কি পিঠা বানাবো চিন্তা করতে করতে মনে পড়লো আমার মা-বাবা উত্তর প্রদেশে বেড়াতে গিয়ে এই পিঠা খেয়ে আমার কাছে গল্প করেছিলো। তাই এবার একটু অন্যরকম এই পিঠাটিই বানালাম সাহস করে৷ কষ্ট স্বার্থক তো তখন ই হয় যখন খেয়ে তৃপ্তি পাওয়া যায়। আর সেটিই হয়েছে এই পিঠাটি খেয়ে। আমি এই পিঠাটি দুইভাবে করেছি। দুইভাবেই জমে গেছে পুরো!! দেখতে যেমন তেমন, খেতে ফাটাফাটি!! তার উপর আমার নিজেরও ফটোগ্রাফিতে কিছুটা দুর্বলতা রয়েছে বলে পিঠার ছবি তুলার ক্ষেত্রে আমি খুব একটা সুবিচার করতে পারি নি বোধ হয়!

IMG20241127215554~2.jpg


IMG20241127215725~2.jpg


প্রয়োজনীয় উপকরণঃ-

উপকরণপরিমাণ
চালের গুড়া১ কাপ
মিক্স ডাল ( মুগ, মসুর, মাসকলাই, অরহর)১ কাপ
রসুনবড় ৫ কোয়া
আদা১ ইঞ্চি
পেয়াজমাঝারি ২ টি
কাচাঁমরিচঝাল অনুযায়ী ৫/৬ টি
লবণস্বাদ মতো
হলুদপরিমাণ মতো
মরিচ গুড়া, জিরে গুড়াহাফ চামচ মতোন
গরম মসলা গুড়া, ধনিয়া গুড়াহাফ চামচ মতোন
গোটা জিরা, সাদা তিল, সরিষাসামান্য পরিমাণ
ধনিয়া পাতাপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো

IMG20241127100520.jpg


IMG20241127184903.jpg


IMG20241127185707.jpg



রন্ধনপ্রণালীঃ



ধাপ-১ :

প্রথমেই আমি চার রকমের ডাল সমপরিমাণে নিয়েছি৷ এখানে মুগ ডাল, মসুর ডাল, মাসকলাই ডাল এবং অরহর ডাল একসাথে নিয়ে ভালো করে ধুয়ে ৫ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতে ডালগুলো বেশ ফুলে টইটুম্বুর হয়ে উঠেছে।

IMG20241127100457.jpg


IMG20241127100811.jpg


IMG20241127185638.jpg



ধাপ-২ :

এবার একটা প্যানে দেড় কাপ পানিতে হালকা সয়াবিন তেল এবং লবণ দিয়ে ফুটতে দিবো। পানি গরম হয়ে এলে চালের গুড়া দিয়ে ভালো করে মেখে নিবো। জল শুকিয়ে এলে ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিবো। তারপর ভালো করে হাত দিয়ে মথে মেখে নিবো।

IMG20241127185859.jpg


IMG20241127190341.jpg


IMG20241127190351.jpg


IMG20241127191841.jpg


IMG20241127192407.jpg


ধাপ-৩:

এখন ভেজানো মিক্স ডাল, পেয়াজ, আদা, কাচা মরিচ, রসুন মিক্সারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিবো।

IMG20241127190126.jpg


IMG20241127190822.jpg


ধাপ-৪ :

এখন একটি বাটিতে ব্লেন্ড করা ডাল নিয়ে তার মাঝে লবণ এবং সমস্ত গুড়া মসলা গুলো দিয়ে ভালো করে মেখে একটি মিশ্রণ তৈরি করে নিবো।

IMG20241127191154.jpg


IMG20241127191642.jpg


ধাপ-৫ :

এই ধাপে চালের গুড়ার লেচি তৈরি করে নিবো। আমার প্রায় ব্যাচেলর বাসায় চাকতি- বেলন না থাকায় আমি স্টিলের গ্লাস দিয়েই কাজ সেরে নিয়েছি 😅। সবগুলো লেচি স্টিলের গ্লাস দিয়ে মাপমতো কেটে নিয়েছি। এরপর সবগুলোতে ডালের মিশ্রণ টা দিয়ে আটকে দিয়েছি ছবির মতোন।

IMG20241127193220.jpg


IMG20241127193321.jpg


IMG20241127195523.jpg


IMG20241127195840.jpg


IMG20241127195707.jpg


ধাপ-৬ :

সবগুলোতে পুর দেয়া কমপ্লিট হয়ে গেলে আমি ১৫ মিনিট করে স্টীম করে নিয়েছি। স্টীম হয়ে গেলে পিঠাগুলো কেটে নিয়েছি। এবারে এক ধরনের পিঠা রেডি ( স্টীম ডাল ঝাল ফারা)!

IMG20241127200650.jpg


IMG20241127203019.jpg


IMG20241127212412.jpg


ধাপ-৭ :

এই ধাপে একটি প্যানে কিছুটা ঘি দিয়ে গরম করে নিয়েছি। ঘি তে সামান্য সরিষা, সাদা তিল এবং ধনিয়াপাতা দিয়ে ফোড়ন দিয়ে পিঠা গুলো দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, ভীষণ অন্যরিকম স্বাদের ফ্রাইড ঝাল ডাল ফারা পিঠাও তৈরি হয়ে গেলো! ঘি এ ভাজা পিঠে সাথে প্রতি বাইট এ তিল, সরিষা, ধনিয়াপাতার স্বাদ, এ স্বাদ আসলে ভাষায় প্রকাশ করার মতোন না! আপনারাও একবার বানিয়ে খেলে ফ্যান হয়ে যাবেন নিশ্চিত!!

IMG20241127212635.jpg


IMG20241127212707.jpg


IMG20241127212810.jpg


IMG20241127213601.jpg


পরিবেশনঃ



IMG20241127215554~2.jpg


IMG20241127215725~2.jpg


IMG20241127215913~2.jpg


IMG20241127220156~3.jpg


এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaE4v5bgvhDpCaeJ...yxnnLpLrc8nLiLjYNEPU5LtFSiWWgFgVBwEuxV2hFAQCu6Ui2bcymtCod9xuipybmycXX2VeMxbAUPz1ky4p1aTqaAV5ZzBmgK6DxoDGDzR81cRQXGhHNFVdT.webp

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা : একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ অন্য রকম একটি পিঠার রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। এই পিঠা আমি দেখেছি বলে মনে হয়। আজই প্রথম দেখলাম। শেষে ভাঁজার কারনে পিঠাটি খেতে বেশ মজা লাগবে মনে হচ্ছে।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

এই পিঠা আমাদের দেশে বিহার ইউপির লোকেরা খুবই বানায় তবে প্রসেসটা একটু আলাদা৷ একদিন বানিয়ে দেখাব৷ আপনার টাও দারুণ৷ সফট হয়েছে নিশ্চই৷ চালের স্টার ডো ভাপিয়ে নিলে নরমই হবে৷ তবে অনেক রকমের ডাল থাকার ফলে প্রোটিনের ভাগ বেশি। তাই অল্পেই পেট ভরে যাবে৷ ঠিক বলছি তো?

আসলেই তাই দিদিভাই। অল্পেই পেট ভরে যায়। এই পিঠা খেয়ে রাতে আর ভাত খাওয়া হয় নি 😅। আপনার থেকেও সেই রেসিপি দেখার অপেক্ষায় থাকলাম।

আপু আপনাকে সর্বপ্রথম শুভেচ্ছা জানাচ্ছি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা- ৬৫,তে ইউনিক একটি রেসিপি উপস্থাপন করার জন্য। আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে যত্ন সহকারে খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে শীত মানেই পিঠা পুলির সমরহ। আর শীতের বিকেলগুলোতে এ ধরনের ভাজি করা পিঠা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু দুরকমের ঝাল ঝাল ডাল ফারা পিঠা রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

রেসিপি টা আসলেই বেশ মজা লেগেছে গরম গরম খেতে। এই পিঠে খেয়ে রাতে আর ভাত খেতে পারি নি! যেমন মজাদার, তেমন ই পেট ও ভরায়! ধন্যবাদ ভাই।

আসলে একটা কথা বলতে কি দাদার এই পিঠা কনটেস্টের জন্য কিন্তু পরিবারের লোকেদের একটু উপকার হচ্ছে। কেননা তারা বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা খেতে পারছে এবং দারুন দারুন ডিজাইনের পিঠা তারা কিন্তু দেখতে পাচ্ছে। আর এই রেসিপি আমার কাছে সম্পূর্ণ একটা নতুন পিঠার রেসিপি।

তা তো ঠিকই। এখানে সকলেরই এত ক্রিয়েটিভিটি!! আমরা সকলের বেশ উপকৃত হই কমিউনিটির যে কোনো রেসিপি প্রতিযোগিতার ফলে 😋😋

অনেক মজাদার পিঠা তৈরি করেছেন দেখছি। আপনার এই পিঠাগুলো কিন্তু অনেক ইউনিক ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে দেখে। এই পিঠা কখনোই খাওয়া হয়নি এমনকি নামটাও জানতাম না। এত মজাদার পিঠা তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন এজন্য ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি খুবই সুন্দর ভাবে আজকে আমাদের মাঝে দুরকমের ঝাল ঝাল ডাল ফারা পিঠা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে সত্যি জিভে জল সামলে রাখতে পারছিনা আপু। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুস্বাদু এবং ইউনিক একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার রেসিপি ধাপগুলো দেখে ভালো লাগলো। রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে।

আপনার সুন্দর গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই।

আজকে আপনি এতটা মজাদার ভাবে ঝাল ঝাল ফারা পিঠা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। পিঠা একটু ঝাল ঝাল হলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে এই পিঠা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। অনেক মজাদার ভাবে পিঠা তৈরি করে অংশগ্রহণ করলেন। আপনার অংশগ্রহণ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি। পিঠাটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য নিয়ে করেছেন।আসলে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানে ইউনিক সব রেসিপি দেখতে পাওয়া।আপনার পিঠার রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। বেশ মজাদার একটি পিঠার রেসিপি আপনার মাধ্যমে শিখে নিতে পারলাম। ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলেই কমিউনিটির রেসিপি কনটেস্ট হলে সবার থেকেই দারুণ দারুণ কিছু রেসিপি
শেখা হয়ে যায়! আপনার মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ 😍

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য। এটি দেখতে খুব লোভনীয় হয়েছে। এরকম পিঠা আগে দেখিনি।

অসংখ্য ধন্যবাদ ভাই। 😍

Daily task:-

Screenshot_2024-11-28-21-37-43-17_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-28-21-29-20-66_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-28-21-39-29-48_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

পিঠা রেসিপিটা বেশ সুস্বাদু হবে বলে মনে হচ্ছে ভারতের ঐতিহ্যবাহী বিহারের পিঠা রেসিপি টা আপনার মাধ্যমে দেখতে পারব এটা আশা করিনি। বলতে গেলে নতুন একটা রেসিপি সাথে পরিচিত হলাম যাইহোক পিঠা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পিঠার স্বাদের প্রশংশা মায়ের থেকে শুনেছিলাম। মা বাবা ট্র্যুরে গিয়ে খেয়েছিলো। প্রতিযোগিতা উপলক্ষে আমারো বানানো হয়ে গেলো। 😃 আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

ঝাল পিঠাগুলো খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমার কাছে বেশ ভালো লাগে। তবে এই পিঠাগুলো কখনো খাওয়া হয়নি এখনো। নতুন ধরনের পিঠার রেসিপি দেখলাম এবং শিখে নেওয়ার চেষ্টা করেছি।

আশা করছি এই পিঠা বানিয়ে গরম গরম খেলে আপনার ভালো লাগবে৷ জানাবেন অবশ্যই যদি বানান। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দিদিমনির পিঠা বানানো অনেক সুন্দর হয়েছে। আসলে বাঙালি মেয়েরাই পারে সুন্দর পিঠা তৈরি করতে। এখন শীত আসতেছে, শীতের সময় মানুষ নানান রকমের পিঠা তৈরি করবে। খেতেও যেমন সুস্বাদু হয়,দেখলেও মন জুড়িয়ে যায়।

আপনার সুন্দর মতামতের মাধ্যমে আমিও অনুপ্রেরণা পেলাম ভাই। অসংখ্য ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আজকে আপনি খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের এই সুস্বাদু রেসিপি দেখে আপনি খেয়ে ফেলতে ইচ্ছা করছে৷ একই সাথে এখানে আপনি যেভাবে দু'রকমের ঝাল ঝাল ডাল ফারা পিঠা রেসিপি তৈরি করে এখানে শেয়ার করেছেন এটিকে দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷