হ্যাল্লো বন্ধুরা
|| আজ ৯ জানুয়ারি, ২০২৫|| বৃহস্পতিবার ||
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পরিবারসহ সুস্থ আছি, ভালো আছি। আশা করছি জানুয়ারির জেকে বসা শীতকে বেশ ভালোই উপভোগ করছেন সকলে! যাই হোক, আজ আপনাদের সাথে নতুন একটি পোষ্ট শেয়ার করতে চলে এসেছি। পোস্ট টি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের পোষ্ট টি তে.... ৷
আমি বরাবর ই বন্ধু- বান্ধবী বেশ হিসেব করেই নির্বাচন করি। এটা শুধু বন্ধু-বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে না, আমার আশেপাশের সকল মানুষের ক্ষেত্রেও এই কথাটা সঠিক। যাকে তাকে বা গণহারে আমি কাউকে আমার লাইফের পার্ট কাউন্ট করি না। সে আমার রক্তের সম্পর্কের হলেও, যদি দেখি সে মানুষ হিসেবে সৎ না, ভালো না বা তার ইন্টেনশন আমার বা আমার পরিবারের প্রতি ভালো না- তাকে আমার লাইফে আমি সেভাবে কাউন্ট করি না। খালি খালি যন্ত্রণা বাড়য়ে লাভ কি! মানুষ সচরাচর নিজের ভুল বোঝে না, অন্যকেই ভুল বোঝে। কাউকে বোঝাতে গেলেও অনেকখানি এনার্জি লস, উলটো ভুল-বোঝাবুঝি তৈরি - তারচেয়ে দূরত্ব মেইনটেইন করে চলাই ভালো। আমার মা সবসময় ই বলে, রক্তের সম্পর্কতে বলে আলাদা টান থাকে! আমার এই ছোট্ট জীবনে আমি বহুবার এই কথাটাকে মিথ্যা প্রমানিত হতে দেখেছি। তাই কথাটা আমি মানি না। আমি মানি যার সাথে আত্মার টান তৈরি হয়, সেই আত্মীয়! আত্মার টান আছে, এমন অল্প মানুষ জীবনে থাকাটাই মোর দ্যান এনাফ! সেরকমই একজন আমার জীবনের ক্লোজ বান্ধুবীর নাম- এশা। মূলত পরিচয় হয় ভার্সিটি লাইফে, আমরা হলে পাশাপাশি রুমে থাকতাম। সেই থেকে এখনো বেশ ভালো সম্পর্ক চলছেই- এখনো একজন আরেকজনের লাইফের আপস & ডাউনস সবকিছুই জানি, শেয়ার করি।
নাটোর এ যাওয়ার কিছুদিন আগে হুট করেই ওর সাথে দেখা হয়। মূলত আমাদের এলাকায় তার বড়বোনের বাসা। সেখানে আপুর সাথে তার ছোটবোন ও থাকে। সেদিন ছিলো এশার ছোট বোনের জন্মদিন। তাই উত্তরা থেকে চলে এসেছিলো ছোট বোনকে জন্মদিনের সারপ্রাইজ দিতে। সাথে আমাকেও সারপ্রাইজ ই দিয়েছে! রাতের বেলা ৮:৩০ টার আগে আগে কল দিয়ে বলে তোর বাসার দিকে আসছি, আমাকে কেক এর দোকানে নিয়ে যা একটু! আমি তো অবাক! পাঁচ মিনিট পেয়েছি খালি ওর কল পাওয়া আর বের হওয়ার মাঝে! বাসায় যেভাবে ছিলাম সেভাবেই বের হয়েছি বলা যায়। বের হয়ে গল্প করতে করতেই গেলাম সুমি'স হট কেক এর শোরুমে। ওদের কেক গুলোই তুলনামূলক মজা লাগে। কেকের ডিজাইন খুব বেশি ছিলো না, তার মাঝ থেকেই একটা ডিজাইন সিলেক্ট করে নেয়া হলো। আমরা মিলে- ঝুলে একটা সুমি'স ডিলাইট খেলাম। ওদের ওখানে বসে খাওয়ার ও ব্যবস্থা রয়েছে দুইটি টেবিলে দুইটি করে চেয়ার পাতা। এরই মাঝে দুই বান্ধবীতে মিলে একটা সেল্ফিও তুলে রাখলাম স্মৃতি হিসেবে। কারণ ফোনে অহরহ কথা হলেও, দেখা খুব একটা হয় না এখন আর। আর দেখা হলেও ছবি তোলার কথা মনে থাকে না! কেক নিয়ে আবারো হাটতে হাটতে রওনা দিলাম দুজনে। ওই যাওয়া আসার পথেই অনেক কথাই শেয়ার করা হলো দুজনের। যেহেতু ও অফিস থেকে জার্নি করে এতদূর এসেছে, আর রাত ও ভালোই হয়েছিলো, তাই দেরি না করে ওকে বিদায় দিয়ে যে যার গন্তব্যে চলে আসি। তাও দেখি বাসায় ফিরে রাত সাড়ে নয়টা পার! প্রিয় বান্ধুবীর সাথে কিছুটা সময় কাটালেও যেনো অনেক ভালো লাগার স্মৃতি তৈরি হয়, সেটা এমন আপন ক্লোজ বান্ধবী যাদের আছে, তারাই জানবে! সব মিলিয়ে হুট করেই বান্ধবীর অপ্রত্যাশিত সারপ্রাইজ এর কল্যাণে হলেও বেশ ভালো কিছু সময় কাটালাম দুই বান্ধবী মিলে।
যাই হোক, আজ আর আমি বেশি কথা বাড়াচ্ছি না। আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো আপনাদের কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরনো বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা হলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আপনার বান্ধবী হঠাৎ করে এসে যে আপনাকে চমকে দিয়েছে এবং ওই পাঁচ মিনিটের মধ্যেও আপনি চটজলদী হিসেবে দৌড়ে বেরিয়ে গেছেন। একেই বলে বন্ধুত্বের টান বা আত্মার টান। আপনারা এভাবেই ভাল থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit