আজ ১২ ডিসেম্বর ২০২৩, রোজ - মঙ্গলবার ।
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী,আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
Image : made by canva app
আমরা যারা বিভিন্ন প্রয়োজনে ঢাকা শহরে পাবলিক বাসে চলাচল করি, একটু চোখ কান খোলা রাখলেই আমরা প্রতিদিনই বিভিন্ন ঘটনার সাক্ষী হই। আজ তেমনই একটি ঘটনা এবং সেই ঘটনা দেখে আমার অনুভূতি শেয়ার করবো
ঘটনাটি ঘটেছে বেশ কদিন আগে। আমি অফিস থেকে বাসায় ফিরছি পাবলিক বাসে করে। আমার উঠার দুই স্টপেজ পরে দুইটি ১৭-১৮ বছর বয়সী ছেলেও বাসে উঠে, দুজনের সাথেই অনেক ভারী ব্যাগ/ বস্তা দেখে বোঝা যাচ্ছে হয়তো অনেকদূর থেকে শহরে এসেছে। তো, ছেলে দুইটি বাসে ইঞ্জিনের উপর যে এক্সট্রা সীট থাকে, সেখানে বসেছে। কতক্ষণ যাওয়ার পর আমরা জ্যামে বসে আছি, এমন সময়ে একটি ছেলে বাসের দরজার কাছে উঠে গিয়ে বমি করে দেয়। মানে ছেলেটি আসলে বাইরেই করার জন্য উঠেছে, তবে নেমে যাওয়ার আগেই সামলাতে না পেরে বমি করে দিয়েছে। ওকে দেখেই বোঝা যাচ্ছিলো যে ওর উপর দিয়ে বেশ ধকল গিয়েছে। তো এই দেখে বাসের বেশিরভাগ মানুষ ই ছেলেটাকে বকাবকি করছিলো। অথচ ছেলেটি তখনো অসুস্থ বোধ করছিলো।
এমন সময়ে বাসের কন্টাক্টর ছেলেটি এগিয়ে আসে সেই অসুস্থ ছেলেটাকে সাহায্য করতে। সে নিজ উদ্যোগে যাত্রীদের অনুরোধ করে যে ছেলেটি তো অসুস্থ বিধায় এমন কাজ করেছে, ইচ্ছে করে তো করে নি। তাছাড়াও সে ছেলেটিকে পানি এগিয়ে দেয় ফ্রেশ হওয়ার জন্য। এবং আবারো যখন বাসটি জ্যামে দাঁড়ায় তখন সে পানি দিয়ে সেই বমিগুলো ধুয়ে ফেলে এবং তার উপর আবারো বেশ অনেকগুলো পাতা বিছিয়ে দেয়, যেন বাকি যাত্রীদের নামতে কোন অসুবিধা না হয়।
সেই বাস কন্টাক্টরের কাজ দেখে আমার তখনি রিয়েলাইজেশন হলো, বাসের মধ্যে হয়তো অনেকে অনেক শিক্ষিত, বেশ ভালো জায়গায়,ভালো পজিশনে চাকরি করে। কিন্তু একজন " ভালো মানুষ " হিসেবে এই সামান্য বাস কন্টাক্টরই এগিয়ে। সে অনায়াসে এমন অসুস্থ একটি মানুষের পাশে কোন ঘৃণা না করেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাকিদের মতো অসুস্থ ছেলেটিকেই দোষ দিয়েই চুপ করে থাকে নি, নাক সিটকায়নি। আসলে আমরা কি সবসময় মনে রাখি, যে মানুষ মানুষের জন্য? সেই বাস কন্টাক্টরের সেই হেল্পটুকু অনেকদিনই মনে থাকবে আমার। আর নামার সময় তাকে এক্সট্রা করে ধন্যবাদ জানাতেও ভুলি নি। এমন মানসিকতার মানুষ তো খুব একটা পাওয়া যায় না আজকাল।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
সত্যি দিদি এমন ঘটনা আমরা বাইরে বের হলে অনেকটাই দেখতে পাই।কেউ ইচ্ছে করে কখনও কারো সামনে বমি করে না।শিক্ষিত মানুষের এমন আচরন সত্যিই খুব বেদনাদায়ক। বাসের সেই কন্টাক্টরই সত্যিকারের আসল মানুষ। সুন্দর একটি ঘটনা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। পুরো পোস্ট টি ভালোমতো পড়ে এত সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি মনে করি মানবিকতা অর্জন করতে হলে বেশি শিক্ষার প্রয়োজন হয় না। সেটা এক ধরনের পারিবারিক শিক্ষা কিংবা সামাজিক শিক্ষা ও বলা যায়। কারণ একজন মানুষ সুস্থ অবস্থায় কখনো বমি করে না। যদিও অসুস্থ অবস্থায় করেছে কিন্তু সবার এভাবে নাজাহাল করার কোন মানে হয় না। গাড়ির কন্টাক্টার এর ব্যবহার গুলো দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকেও বেশ নাড়া দিয়েছে বাকিদের আচরণ এবং সেই আচরণের বিরুদ্ধে কন্টাক্টরের এগিয়ে আসা টা।যে মিছে শিক্ষার অহংকার এ আমরা অসুস্থ মানুষের পাশেও দাড়াঁতে পারি না অনেক সময়, এই শিক্ষা দিতে কী হবে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি তো বেশ চমৎকার কথা বলেন, হ্যাঁ আমি অনেক শিক্ষিত মানুষকে দেখেছি খুবই কুৎসিত ব্যবহার করতে যাদের মন খুবই ছোট, আবার আমি হসপিটালের এক আয়ার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেছিলাম কি তার চমৎকার ব্যবহার। সত্যি ভালো মানুষ হতে শিক্ষার থেকে ভালো মন থাকা প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একারণেই বলে যে ব্যবহার এই বংশের পরিচয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের হেল্প করে ভালো-মন্দ চিনতে, বুঝতে। তবে কতটুকু কে গ্রহণ করে প্রাকটিস করবে, সেটা নিজের উপরই বর্তায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন শিক্ষিত মানুষের চেয়ে একজন ভালো মানুষ উত্তম। মানুষ শিক্ষিত হয়ে যদি ভালো মানুষই না হতে পারে তাহলে তার সেই শিক্ষার মূল্য থাকেনা। এরকম অনেক ঘটনা দেখেছি বেশিরভাগ লোক এইরকম বকাবকি করে। যেটা ঠিক নয় কেউ ইচ্ছা করে বমি করে না। যে এই অবস্থায় পড়ে সেই বুঝতে পারে তার উপর দিয়ে কতটা খারাপ মুহূর্ত পার হয়ে গিয়েছে। বাস কন্টাকটার ভালো মানুষ বলেই তাকে সান্ত্বনা দিয়েছে এটাই অনেক বড় পাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটাই ভাই। শিক্ষিত মানুষের আচরণ দিয়ে যদি সেই শিক্ষার প্রতিফলন না ঘটে, তবে তো সেই শিক্ষার কোন মূল্য নেই। সার্টিফিকেট শিক্ষা কখনোই ভালো মানুষ তৈরি করতে পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit